কেসিং লাগালেই চার্জ হবে ফোন - iphone

ফোনের কেসিং লাগালেই চার্জ হবে ফোন। এমন একটি কেসিং এনেছে অ্যাপল। এটি আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসের জন্য। এটি একটি নতুন একটি ব্যাটারি প্যাক। মূল্য মাত্র ৯৯ ডলার। এটি মূলত স্মার্টাফোন ব্যাটারি কেস। কেসটি ব্যবহারের ফলে নতুন আইফোন ব্যবহারকারীরা তাদের ফোনের আয়ু বাড়িয়ে নিতে পারবেন কয়েকগুণ।  অ্যাপল জানিয়েছে আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসে এই ব্যাটারি কেসটি লাগিয়ে ফোনের আয়ু বাড়বে ১৮ থেকে ২৫ ঘণ্টা। তবে ইন্টারনেট ব্যবহার এবং ভিডিও চালুর ওপর ফোনের আয়ু নির্ভর করে।
এই ব্যাটারি কেসটি দেখতে সাধারণ কেসের মতই। এই কেসটি দুপাশে পাতলা। পেট মোটা। এটি সিলিকন এক্সটেরিয়রে তৈরি। চারকোল এবং সাদা এই দুই রঙে কেসটি পাওয়া যাবে।


শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট