ইসলামের পরিভাষায় ঘুষ দেওয়া-নেওয়া দুটোই হারাম। আমাদের প্রিয় নবী হযরত
মুহাম্মদ (সা.) ঘুষদাতা ও গ্রহিতাকে অভিসম্পাত করেছেন। তাই ঘুষ দিয়ে
চাকরি নেওয়া জায়েয হবে না। এতে একদিকে ঘুষ প্রদানের কবীরা গুনাহ হয়,
অন্যদিকে ঘুষদাতা অযোগ্য হলে অন্য চাকরিপ্রার্থীর হক নষ্ট করারও গুনাহ হয়।
তাই এমন কাজ থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের দায়িত্ব। অবশ্য কেউ যদি
প্রকৃতপক্ষে চাকরির যোগ্য হয় এবং ঘুষ প্রদান হারাম হওয়া সত্ত্বেও ঘুষ
দিয়ে চাকরি নেয় আর পরবর্তীতে সে যথাযথভাবে দায়িত্ব আঞ্জাম দেয় তাহলে
এভাবে চাকরি নেওয়া নাজায়েয হলেও বেতন হালাল হয়ে যাবে। কিন্তু যদি সে তার
কর্মক্ষেত্রের অযোগ্য হয় এবং যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে
তার জন্য ঐ চাকরিতে থাকা বৈধ হবে না। আর ঠিকমত দায়িত্ব পালন না করে বেতন
নেওয়াও বৈধ হবে না।
লেখকঃ Unknown
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
যেসব জিকিরে আল্লাহতায়ালা সন্তুষ্ট হন x জিকির মানে আল্লাহ
হাতে লিখেছেন পুরো "কোরআন শরীফ" বরিশালের হুমায়ুন ইচ্ছা থাকলে উপায় হয়। আদিকাল থেকে এ প্রবাদ মানুষের মুখে-মুখে। কিন্তু সঠিকভাবে কাজ করার ইচ্ছা পো
The Golden Age of Islam: How Muslim Scholars Shaped Modern ScienceScience and Islam have a rich and intertwined history that dates back to the Islamic Golden Age, a
যে দুই রাকাত নামাজ পড়লে হজ ও ওমরার সওয়াব পাওয়া যায়। আমাদের হয়তো অনেকের জানা নেই, যে দুই রাকাত নামাজ পড়লে হজ ও ওমরার সওয়াব পাওয়া যায়। কোনো সময় সেই দ
জুম’আর নামাজের ফযীলত ও তা আদায়কারীদের জন্য ঘোষিত পুরষ্কার- রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে- ১। কুরবানী করার সমান সওয়াব অর্জিত হয়ঃ দিনে আগ
আল্লাহর সাহায্য লাভের উপায়। বিশ্বের প্রতিটি সৃষ্টি আল্লাহতায়ালার সাহায্যের মুখাপেক্ষি। এ বিশ্বাস অন্তরে স্থাপন ঈমানের অংশবিশ
পরবর্তী পোষ্ট
মাশরাফির দলকে হারিয়ে শীর্ষে সাকিবের রংপুর।
মাশরাফির দলকে হারিয়ে শীর্ষে সাকিবের রংপুর।
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)