অফলাইনেও চলবে ফেসবুক!

অফলাইনে গ্রাহকদের ফেইসবুক ব্যবহারের সুযোগ দিতে অফলাইন মোড চালু করতে যাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি।

অর্থাত ইন্টারনেট সংযোগ না থাকলে বা ডাটা শেষ হয়ে গেলেও ফেইসবুকে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। নিউজ ফিডে প্রবেশের পাশাপাশি বন্ধুদের স্ট্যাটাসে মন্তব্য করতে পারবেন গ্রাহকরা।

এক ব্লগ পোস্টে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ইন্টারনেট সংযোগ না থাকলে বা যেখানে ইন্টারনেটে গতি কম সেখানে ব্যবহারকারীদের ফেইসবুক ব্যবহারের সুযোগ দিতেই অফ লাইন সেবা চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজ ফিড বা হোম পেইজের সঙ্গে ব্যবহারকারীদের যোগাযোগ বাড়াতে সেবাটি চালু করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই অফলাইনে নিউজ ফিড ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বরে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানটি জানিয়েছে ইন্টারনেট সংযোগ শেষ হয়ে গেলে কোন নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারীরা। পরে ইন্টারনেট সংযোগ এলেই স্বয়ংক্রিয়ভাবে পোস্টটি পাবলিশ হয়ে যাবে।

টুজি ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর ফেইসবুক ব্যবহারকারীদের কথা বিবেচনা করে টুজি উপযোগী করে ফেইসবুক পেইস তৈরি করছে প্রতিষ্ঠানটি। ফেইসবুকের আশা এই উদ্যোগ কম গতির ইন্টারনেট দিয়ে নতুন প্রযুক্তি আবিস্কারে ডেভলপাদের সহায়তা করবে বা উতসাহ যোগাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট