অনলাইনে কোনো ওয়েবসাইটে নিবন্ধন
করা থেকে শুরু করে কম্পিউটারে ঢোকার ক্ষেত্রে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে
হয় অনেককেই । নিরাপত্তার জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ । তাই সেটি হতে হবে শক্তিশালী
। যে কোনো সময় সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি, যদি পাসওয়ার্ডটা শক্তিশালী না
হয় । পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে নিচের বিষয়গুলো মাথায় রাখতে পারেন।
১. পাসওয়ার্ড যেন কমপক্ষে সাত-আটটি
অক্ষরের হয় ।
২. পাসওয়ার্ডে সংখ্যা এবং অক্ষর
দুটিই রাখুন ।
৩. অভিধানে খুঁজে পাওয়া সম্ভব, এমন
কোনো প্রচলিত শব্দ ব্যবহারে সতর্ক হোন ।
৪. বহুল প্রচলিত বাক্য পরিহার করুন
। যেমন: I LOVE YOU বা I MISS U ।
৫. ’ক্যাপস লক’
ব্যবহার করে ছোট
ও বড় অক্ষরে সমন্বয় ঘটান পাসওয়ার্ড । সবচেয়ে ভালো পাসওয়ার্ডে কোনো স্পেশাল
ক্যারেক্টার ইউজ করেন । যেমন: শক্তিশালী একটি পাসওয়ার্ডের উদাহরণ: BDF786@U
৬. পাসওয়ার্ডে নিজের বা অন্য কারও
ফোন নম্বর ব্যবহার করবেন না কখনোই ।
নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান,
কর্মস্থল বা বাসার নাম পরিহার করুন । কারণ অনুমান করে খুজেঁ সহজেই এসব পাসওয়ার্ড ভেঙ্গে
ফেলা যায় ।
৭. খেয়াল রাখুন, ইউজার নেম আর পাসওয়ার্ড
যেন কখনোই এক না হয় ।
ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য
ভিন্ন । ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন ।
৮.ওয়েব ব্রাউজারে ‘রিমেম্বার পাসওয়ার্ড’
এর বিষয়ে সতর্ক থাকুন । সম্ভব হলে ব্রাউজারের এই সুযোগটি বন্ধ রাখুন ।
৯. কখনো পাসওয়ার্ড কাগজে লিখে রাখবেন
না ।
১০.নিজের পাসওয়ার্ড কখনোই অনলাইনে
বা অন্য কোনোভাবে কারও সঙ্গে শেয়ার করবেন না ।
সম্ভব হলে কিছুদিন পর পর পাসওয়ার্ড
পরিবর্তন করুন ।