শুধু ফেসবুকই নয়, গুগল-ইউটিউবকে নিয়েও ভাবছেন ডাক ও টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম। এ দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে চিঠি
পাঠাবেন তিনি। ফেসবুকের সঙ্গে বৈঠকের পর তিনি সার্চইঞ্জিন গুগল ও ভিডিও
পোর্টাল ইউটিউবকেও চিঠি দেবেন বলে গণমাধ্যমকে জানান।
ফেসবুকের মতো গুগল ও ইউটিউবেও কিছু সমস্যা রয়েছে বাংলাদেশের। এসব সমস্যা
সমাধানে উদ্যোগ নেবেন তারানা হালিম। এ উদ্যোগের অংশ হিসেবে তাদের কাছে
চিঠি পাঠাবেন।
বৃহস্পতিবার তারানা হালিম বলেন, পর্যায়ক্রমে সবকিছু করা হবে। ফেসবুকের মতো
গুগল ও ইউটিউবেও চিঠি পাঠানো হবে। গুগল-ইউটিউবকে বাংলাদেশে অ্যাডমিন
প্যানেল বসানো, গুগলের অফিস চালু করা, বিতর্কিত তথ্য সরিয়ে নেয়াসহ
সংশ্লিষ্ট বিষয়গুলো চিঠিতে প্রাধান্য পাবে।
সার্চইঞ্জিন গুগল ও ইউটিউবে বাংলাদেশ বিষয়ে কিছু সমস্যা রয়েছে। গুগল ও
ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে পারলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা
সম্ভব বলে মনে করেন তারানা হালিম।
তিনি জানান, ডাক ও টেলিযোযোগ বিভাগে প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর
সংশ্লিষ্ট খাতের উন্নয়নে এবং শৃঙ্খলা ফেরাতে কিছু পরিকল্পনা হাতে নেয়া
হয়েছে। এসব উদ্যোগ ওই পরিকল্পনারই অংশ।
এদিকে আগামী ৬-৭ ডিসেম্বর আলোচনা করতে ঢাকায় আসছেন ফেসবুক কর্তৃপক্ষের দুই
সদস্য। এর আগে টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান। বাংলাদেশ
সরকারের পাঠানো চিঠিকে গুরুত্ব দিয়ে ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে আসার
সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ার করুন