গুগল কিংবা ইউটিউব থেকে পছন্দের ভিডিওটি ডাউনলোড করছেন? কিন্তু স্প্রিড
পাচ্ছেন না তো? কি ভাবছেন, এবার ফোর-জি, ফাইফ-জি কিংবা সিক্স-জি কিনবেন তাই
না? মাথা থেকে এসব কেনার চিন্তা তাহলে এখনই বাদ দিন। কারণ ওয়াইফাই
(Wi-Fi)এর বদলে হেব্বি স্প্রিডি নিয়ে আসছে ‘লাই-ফাই’ (Li-Fi)-যা কিনা চোখের
পলকে আপনাকে ডাউনলোডের সুবিধা দেবে।
বলতে পারেন ওয়াই-ফাইয়ের সুপার-ফাস্ট বিকল্প হচ্ছে লাইফাই। এটা শুধু
পরিকল্পনাতেই সীমাবদ্ধ নয়, ল্যাবরেটরিতে পরীক্ষিত, হাতেনাতে প্রমাণিত।
লাই-ফাই সিস্টেমে ডেটা এতটাই জোরে ছোটে একটা পূর্ণদৈর্ঘ্যের সিনেমা ডাউনলোড
হয়ে যায় সেকেন্ডে। স্পিড ১ জিবি পিএস। হিসাব কষলে দেখা যাবে, বর্তমান
ওয়াই-ফাই প্রযুক্তির থেকে ১০০ গুণ দ্রুততর।
এই প্রযুক্তির নেপথ্যে যিনি, তিনি অধ্যাপক হ্যারল্ড হাস। এই লাই-ফাই
দুনিয়ার সঙ্গে পরিচয় ঘটিয়েছেন তিনিই, এটা তারই আবিষ্কার।
কী এই লাই-ফাই? এক কথায় বললে, বিশেষ ধরনের একটি আলো। যার থেকে নির্গত
রশ্মির মধ্য দিয়েই তথ্য যায় বাতাসে ভর করে। ফাইবার অপটিক নেটওয়ার্কে এই
আলোকে কাজে লাগিয়েই ডেটা পাঠানো হয়ে থাকে।
এডিনবর্গ ইউনিভার্সিটির অধ্যাপক হ্যারল্ড হস ২০১১ সালেই এই প্রযুক্তি
আবিষ্কার করেন। দেখান, কী ভাবে সিঙ্গল লেডের মাধ্যমে সেলুলার টাওয়ারের থেকে
বেশি ডেটা দ্রুত পাঠানো যায়।
এতদিন পরীক্ষামূলক ভাবে এয়ারলাইন্সে এই প্রযুক্তি কাজে লাগানো হচ্ছিল।
ইন-ফ্লাইট যোগাযোগ রাখা হচ্ছিল লাই-ফাইকে কাজে লাগিয়ে। এমনকী গোয়েন্দারাও
তা ব্যবহার করেছেন।
লেখকঃ Unknown
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে নতুন তথ্য। বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের ওপরে নির্ভর করে থাকেন। আমেরিকার একটি সমীক্ষা থেকে জানতে
ফোন নিরাপদ রাখতে বানান চার্জিং হোল্ডার [ভিডিও] এখন সবার হাতে হাতে শোভা পাচ্ছে ফোন। ফোন সচল রাখতে নিয়ম করে প্রতিদিন চার্জ দিতে হয়। ফোন চার্জ দে
রোববার বৈঠকের পরই খুলে যাচ্ছে ফেসবুক! নিরপত্তা ইস্যুতে আগামী ৬ ডিসেম্বর রোববার সাময়িকভাবে বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর
অবশেষে জানা গেল বাংলাদেশে ফেসবুক খোলার দিনক্ষণ। সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি ফেসবুক কর্তৃপক্ষ- জেনে নিন কবে আলোচনায় বসবে তারা? সো
ছবি বলে দেয় রাজনৈতিক মত। কারো সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেও হয়তো তাঁর রাজনৈতিক মত জানা সম্ভব নয়। তবে, কিছু জ্যামিতিক চিত্র
ফেসবুকের পাসওয়ার্ড এখন আপনি চাইলেও আর গোপন করতে পারবেন না ! ফেসবুক নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম । কারনে -অকারনে অনেক মানুষই তার অ
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)