টুইটার বন্ধের নির্দেশনা সাময়িক: তথ্যমন্ত্রী ।

বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বন্ধ করাকে একটি সাময়িক ব্যবস্থা বলে বিবিসিকে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বন্ধ করাকে একটি সাময়িক ব্যবস্থা বলে বিবিসিকে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  তথ্যমন্ত্রী জানিয়েছেন, কিছু সন্ত্রাসী তৎপরতা মোকাবেলার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তাতে কিছু উপকারও পাওয়া গেছে। কিছু উস্কানিদাতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বন্ধ রাখা সম্ভব হয়েছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।  রোববার রাতে দেশের সব মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে এই সেবাগুলো বন্ধ রাখার জন্য সরকারি প্রতিষ্ঠান বিটিআরসির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ২২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক খুলে দেয়া হয়।  ফেসবুক বন্ধের একই সময়ে বন্ধ করা হয় মোবাইল ফোনের অ্যাপ ফেসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। তবে ফেইসবুক খুলে দিলেও, ভাইবার ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে। সেসময় নিরাপত্তার স্বার্থে এসব অ্যাপস বন্ধ রাখা হয়েছিল বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল।
Next Post Previous Post