এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন মন্তব্য না করলেও একটি সংবাদ মাধ্যমের
কাছে টুইটার বন্ধের ব্যাপারে কথা বলেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা
হালিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ২২ দিন বন্ধ রাখার পর এবার টুইটার বন্ধ
করে দিয়েছে সরকার। এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন মন্তব্য না করলেও একটি সংবাদ
মাধ্যমের কাছে টুইটার বন্ধের ব্যাপারে কথা বলেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ নতুন নয়
বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার রাতে
মোবাইল অপারেটর ও টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে টুইটার, স্কাইপ ও
ইমো বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী রাতে একটি সংবাদ মাধ্যমকে বলেন, নির্দেশনা
নতুন নয়। ফেসবুক খুলে দিলেও অন্যান্য মাধ্যমগুলো লিক করছে। আর লিক যেন না
হয় সেজন্য বন্ধ থাকার নির্দেশনাটি মনে করিয়ে দিয়েছে বিটিআরসি। এটা নতুন
কোনো নির্দেশনা নয়। পূর্বের নির্দেশনার পুনরাবৃত্তি।
শীর্ষ দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরকে সামনে রেখে গত ১৮ নভেম্বর
ফেসবুক, ভাইবার, ম্যাসেঞ্জার, হোয়াটঅ্যাপ, ট্যাঙ্গো, লাইনসহ সামাজিক
যোগাযোগের মাধ্যমগুলো সাময়িক বন্ধ করে দেয় সরকার। কিন্তু কেউ কেউ বিকল্প
পথে ব্যবহার করে আসছিলো।
বন্ধের ২২ দিনের মাথায় গত ১০ ডিসেম্বর ফেসবুকের সঙ্গে এর অ্যাপস
ম্যাসেঞ্জার খুলে দেয়া হলেও অন্যান্য মাধ্যমগুলো এখনও বন্ধ রয়েছে। তবে চালু
ছিলো টুইটার। ভাইবার, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো ও লাইন বন্ধ আছে। এর সঙ্গে
টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ এলো।