ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ফেসবুকসহ
অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম খোলার বিষয়টি আমার একার এখতিয়ার নয়।
সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরই এগুলো খুলে দেওয়া হবে।
মঙ্গলবার চ্যানেল আই প্রাঙ্গণে পার্কি বিস্কুট-চ্যানেল আই ব্যান্ড ফেস্টে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, 'সরকার নিজের জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রেখেছে। সেজন্য সবার উচিত
সরকারকে সহযোগিতা করা।'
উৎসবে উপস্থিত তরুণদের তিনি বলেন, 'একদিকে মানুষের জীবন, অন্যদিকে ফেসবুক-
আপনারাই বলুন কোনটিকে আপনারা বেছে নিবেন? আমি মনে করি, সামাজিক যোগাযোগের
মাধ্যমের কিছু অ্যাপস থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। মানুষের জীবনের
স্বার্থে সরকারকে সবার সহযোগিতা করা উচিত। ছোট্ট একটা অ্যাপসের বিষয়ে আমরা
সরকারকে সহযোগিতা করব না- এমন এমন সংকীর্ণ মানসিকতার নয়, এটা আমার
বিশ্বাস।' তিনি এ সময় ফ্রান্স ও বেলজিয়ামের জনগণের সহনশীলতার উদাহারণ দেন।
তরুণদের উদ্দেশ করে তারানা হালিম বলেন, 'একই সময়ে কেউ মাদক নিচ্ছে, কেউ
সাংস্কৃতির চর্চা করছে। তরুণ প্রজন্মকে সুপথে আনতে এ ধরনের সাংস্কৃতিক
আয়োজন আরো হওয়া উচিত।'
ডাক
ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ফেসবুকসহ
অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম খোলার বিষয়টি আমার একার এখতিয়ার নয়।
সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরই এগুলো খুলে দেওয়া হবে।
<a
href='http://sparkadsmedia.com/ads/www/delivery/ck.php?n=ab4e2435&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE'
target='_blank'><img
src='http://sparkadsmedia.com/ads/www/delivery/avw.php?zoneid=9&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=ab4e2435'
border='0' alt='' /></a>
মঙ্গলবার চ্যানেল আই প্রাঙ্গণে পার্কি বিস্কুট-চ্যানেল আই ব্যান্ড ফেস্টে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, 'সরকার নিজের জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রেখেছে। সেজন্য সবার উচিত
সরকারকে সহযোগিতা করা।'
উৎসবে উপস্থিত তরুণদের তিনি বলেন, 'একদিকে মানুষের জীবন, অন্যদিকে ফেসবুক-
আপনারাই বলুন কোনটিকে আপনারা বেছে নিবেন? আমি মনে করি, সামাজিক যোগাযোগের
মাধ্যমের কিছু অ্যাপস থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। মানুষের জীবনের
স্বার্থে সরকারকে সবার সহযোগিতা করা উচিত। ছোট্ট একটা অ্যাপসের বিষয়ে আমরা
সরকারকে সহযোগিতা করব না- এমন এমন সংকীর্ণ মানসিকতার নয়, এটা আমার
বিশ্বাস।' তিনি এ সময় ফ্রান্স ও বেলজিয়ামের জনগণের সহনশীলতার উদাহারণ দেন।
তরুণদের উদ্দেশ করে তারানা হালিম বলেন, 'একই সময়ে কেউ মাদক নিচ্ছে, কেউ
সাংস্কৃতির চর্চা করছে। তরুণ প্রজন্মকে সুপথে আনতে এ ধরনের সাংস্কৃতিক
আয়োজন আরো হওয়া উচিত।'