HTML টিউটোরিয়াল -৬ >> (HTML Headings)

HTML টিউটোরিয়াল -৬ >> (HTML Headings)
 

HTML Horizontal rule
  • Horizontal rule কে <hr/> ট্যাগ দারা প্রকাশ করা হয়.
  • <hr/> ট্যাগটি ব্যবহার করে screen এর উপর সমান্তরাল লাইন প্রদর্শন করে।
  • Horizontal rule tag এর কোন closing tag নেই।
  • <hr/> ট্যাগ দ্বারা Horizontal লাইন তৈরি করা হয়।
  • এছাড়া hr দ্বারা কন্টেন্ট গুলোকে আলাদা করা যায়
উদাহরণ
figure 1
figure 2
HTML <head> এলিমেন্ট
  • একটি ডকুমেন্ট head, ডকুমেন্ট সম্বন্ধে মৌলিক ধারনা দেয়।
  • <head> elements যা পেজের header নির্দেশ করে।
  • head elements এর মধ্যে রাখা ট্যাগ সরাসরি ব্রাউজারে প্রদর্শিত হয় না। আমরা টাইটেল এলিমেন্ট এর মাধ্যমে প্রকাশ করতে পারি।
  • HTML <head> এলিমেন্ট গুলো <html> এবং <body> ট্যাগের ভেতরে থাকে।
উদাহরণ
figure 3
figure 3
The <title> এলিমেন্ট
  • <head> এলিমেন্ট এর মাঝে <title> এলিমেন্ট রাখতে হয়।
  • যেই শব্দগুলো title elements এর opening (<title>)এবং closing(<title>) tag এর মধ্যে লেখা হয় তা browser এর টাইটেল বা শিরোনাম হিসাবে প্রদর্শিত হয়।
HTML ট্যাগ রেফারেন্স
HTML এর গুরুত্বপূর্ণ কিছু ট্যাগের নাম ও এদের অর্থ নিছে দেওয়া হলঃ
figure 5
HTML প্যারাগ্রাফ
  • HTML প্যারাগ্রাফ তৈরি করা হয় <p>………</p> ট্যাগ দিয়ে।
  • আমরা প্যারাগ্রাফে যা লিখতে চাই তা এই ট্যাগের মাঝে লিখতে হবে।
  • আমরা প্রয়োজনে একই ওয়েবপেজে একাধিক প্যারাগ্রাফ তৈরি করতে পারি।
উদাহরণ
figure 5
figure 6
  • ব্রাউজার নিজে থেকেই প্যারাগ্রাফের আগে ও পরে একটা খালি লাইন যোগ করে।
HTML ডিসপ্লে
  • আপনি এক্সট্রা স্পেস বা লাইন যোগ করে আপনার কোডের আউটপুট বদলাতে পারবেন না।
  • ব্রাউজার অটোমেটিক এক্সট্রা স্পেস বা লাইন মুছে ফেলবে।
উদাহরণ
figure 6
figure 8
HTML Line Breaks
  • লাইন ব্রেক ট্যাগটি একটি ভিন্ন ধরনের ট্যাগ।
  • একটি লাইন শেষ করে আর একটা লাইনে যাওয়ার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়।
  • Microsoft Word আমরা যেমন Enter ব্যবহার করে নতুন লাইনে যাই ঠিক সেই কাজটি এখানে করা হয়।
  • লাইন ব্রেক দেওয়ার জন্য <br/> ট্যাগটি ব্যবহার করা হয়। এর কোন closing tag নাই।
উদাহরণ
figure 9
figure 10