নতুন বছরের শুভেচ্ছায় গুগল ডুডল।
নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে গুগল ডুডল। ছবি : গুগল |
বিশেষ বিশেষ দিনগুলোতে হোমপেজে পরিবর্তন আনে সার্চ ইঞ্জিন গুগল। বিশেষ
দিন উপলক্ষে বদলে ফেলা হয় গুগলের লোগো। একে বলা হয় গুগল ডুডল। এবার ইংরেজি
নতুন বছর ২০১৬ কে স্বাগত জানাতে নতুন গুগল ডুডল তৈরি করা হয়েছে।
একটি বছরকে বিদায় এবং আরেকটি বছরকে বরণ করে নিতে এই গুগল ডুডলে রয়েছে
পাঁচটি রঙিন পাখি এবং একটি রঙিন পাখির ডিম। আর সেই রঙিন ডিমের উপরই
ইংরেজিতে লেখা রয়েছে নতুন বছরের আগমনী বার্তা ‘২০১৬’।
নতুন এই গুগল ডুডলে দেখানো হয়েছে পাঁচটি পাখি অধীর আগ্রহে অপেক্ষা করছে
কখন ডিমটি ফুটবে। অর্থাৎ বিশ্বজুড়ে সবার নতুন বছরের প্রতীক্ষাকে প্রতীকি
রূপে তুলে ধরা হয়েছে এই গুগল ডুডলের মাধ্যমে।
ডুডলের সবগুলো পাখির মাথাতেই রয়েছে পার্টি হ্যাট। আরেকটি পাখির পকেটে রয়েছে ঘড়ি, পাখিটা নতুন বছরের অপেক্ষায় সময় গুনছে অধীর আগ্রহে।
গুগল ডুডলের নিচেই রয়েছে একটি অপশন যেখানে লেখা আছে ‘ওয়াচ অ্যান্ড
রিমেম্বার দ্য মোমেন্টস অফ ২০১৫’। এই লেখাতে ক্লিক করলে পুরোনো বছরের বড় বড়
ঘটনাগুলোর এক ঝলক দেখে নিতে পারবেন। বছরের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে
প্যারিসে সন্ত্রাসী হামলা, চেন্নাইয়ের ভয়াবহ বন্যাসহ অন্যান্য আলোচিত সব
ঘটনা।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৫ এর ফলাফল।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৫ এর ফলাফল
যারা এখনো পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল পান নাই
সহজেই বোর্ডের সাইট থেকে রেজাল্ট জেনে নিন!!!
JSC Result:
সবাই একসাথে হুড়োহুড়ি করে রেজাল্ট দেখতে গিয়ে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। কিন্তু আপনি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সহজেই জেএসসি রেজাল্ট জানতে পারবেন।
ঢাকা বোর্ডঃ http://result.dhakaeducationboard.gov.bd/app/stud/
যশোর বোর্ডঃ http://www.jessoreboard.gov.bd/result/
সিলেট বোর্ডঃ http://result.sylhetboard.gov.bd/jsc/
চট্টগ্রাম বোর্ডঃ http://www.bise-ctg.gov.bd/result/jsc
কুমিল্লা বোর্ডঃ http://www.comillaboard.gov.bd/index.php/result/jsc
বরিশাল বোর্ডঃ http://www.barisalboard.gov.bd
রাজশাহী বোর্ডঃ http://rajshahieducationboard.gov.bd/
দিনাজপুর বোর্ডঃ http://www.dinajpurboard.gov.bd
মাদ্রাসা বোর্ডঃ http://www.bmeb.gov.bd/
সকল বোর্ডের রেজাল্টঃ http://www.educationboardresults.gov.bd/
সকল স্কুলের EIIN ভিত্তিক রেজাল্টঃ http://mail.educationboard.gov.bd/web/
➡রোল ও বোর্ড Comment করুন। আমরা রেজাল্ট জানিয়ে দিবো।
ধন্যবাদ।
ধন্যবাদ।
এস এম এস এর মাধ্যমে যেভাবে জানবেন
এইচএসসি: JSC
লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে
স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে
জানিয়ে দেয়া হবে কাঙ্ক্ষিত ফল।
আলিম: আলিমের
ফল জানতে JDC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে
২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
ভোকেশনাল: এইচএসসি
ভোকেশনালের ফল জানতে JSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর
লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফল আসবে ফিরতি
এসএমএসে।
দোকানে চুরি বন্ধে ফেসওয়াচ প্রযুক্তি।
ব্রিটেনের বিপণী বিতানগুলিতে ছিঁচকে চুরি রোধ করতে নতুন এক প্রযুক্তি
ব্যবহারের ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে। আর সেটা হলো ফেসিয়াল রিকগনিশন
টেকনোলজি – সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মানুষের মুখের অবয়ব চিনতে পারে এই
প্রযুক্তি।
ফেসওয়াচ নামের এই প্রযুক্তি দিয়ে শপিং সেন্টারগুলোর নিরাপত্তা কর্মীরা
এতদিন শুধুমাত্র ছিঁচকে চোরদের ছবি নিজেদের মধ্যে শেয়ার করেছে।
কিন্তু এখন এই প্রযুক্তিতে সম্ভাব্য অপরাধীর ডেটাবেজের সঙ্গে কারো চেহারার মিল ধরা পড়লে দোকানগুলিতে অ্যালার্ট জারি করা হবে।
ফেসওয়াচ পরীক্ষার সময় উপস্থিত বিবিসি সাংবাদিক ক্রিস ভ্যালেন্স
জানাচ্ছেন, এই প্রযুক্তিতে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরার সামনে দিয়ে
মানুষজন হেঁটে যাচ্ছেন, প্রত্যেকের মুখ ফুটে উঠছে ক্যামেরায়। প্রতিটি
মুখের ওপর ঝুলছে একটি করে চতুষ্কোণ। ক্যামেরা চিনে রাখছে প্রতিটি লোককে।
এই প্রযুক্তি ব্যবহার করে ব্রিটেনের পাবগুলিতে হাতব্যাগ চুরির ঘটনা ঠেকানো
হয়েছে। অন্যান্য ছিঁচকে চুরিও কমে এসেছে। কিন্তু শপিং সেন্টারের মালিকরা
এই প্রযুক্তির প্রসার কামনা করলেও এর একটি আইনগত জটিলতাও রয়েছে। আর সেটি
হলো মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার।
টোনি পোর্টার হলেন ব্রিটেনের সার্ভেইলেন্স ক্যামেরা কমিশনার। তিনি বলছেন, এ নিয়ে বৃহত্তর পরিসরে আলোচনার প্রয়োজন রয়েছে।
তার প্রশ্ন: আপনি কী চান প্রতি দিন ৬০ লাখ সিসিটিভি ক্যামেরা আপনার দিকে তাক করা থাকুক এবং আপনার প্রতিটি পদক্ষেপের ছবি তুলে রাখুক?
প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮.৫২%
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)
পরীক্ষার ফল ফল প্রকাশ হয়েছে। ওই দুটি পরীক্ষার সঙ্গে ইবতেদায়ী শিক্ষা
সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও প্রকাশ হয়েছে।
প্রাথমিক সমাপনীতে (পিইসি) এ বছর পাসের হার ৯৮.৫২ শতাংশ। ঢাকা বিভাগে
পাসের হার ৯৮.৭৪ শতাংশ, রাজশাহী বিভাগে পাসের হার ৯৯ শতাংশ, খুলনা বিভাগে
পাসের হার ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮.৪১ শতাংশ, বরিশাল
বিভাগে পাসের হার ৯৮.৩০ শতাংশ, সিলেট বিভাগে পাসের হার ৯৬.৭৯ শতাংশ ও রংপুর
বিভাগে পাসের হার ৯৮.৫৬ শতাংশ।
এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
মোস্তাফিজুর রহমান।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এ
বছর ১ নভেম্বর ওই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর।
আর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয়
৩০ নভেম্বর। এই দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ
নিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, মুঠোফোনে
খুদেবার্তার মাধ্যমে এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে
শিক্ষার্থীরা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)