ইন্টারনেট ডাটা ব্যবহার বা কথা বলবেন আপনার সিমে টাকা কাটবে আপনার বন্ধুর মোবাইল থেকে, মজার ব্যাপার না ?

ইন্টারনেট ডাটা ব্যবহার বা কথা বলবেন আপনার সিমে টাকা কাটবে আপনার বন্ধুর মোবাইল থেকে, মজার ব্যাপার না ?
আপনারা ইতিমধ্যে শুনেছেন যে GramennPhone তাদের ইন্টারনেট এ ইচ্ছা মত প্লান নিয়ে এসেছে।
আজ আপনাদের কে দেখাবো এ সার্ভিস এর একটা খারাপ দিক।
পোস্ট এর টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন।
আসুন শুরু করি।
প্রথম এ নিচের লিঙ্ক এ যান।
গেলে নিচের মত একটা পেজ দেখতে পাবেন।
এখান থেকে আপনার ইচ্ছা মত MB সিলেক্ট করুন।

এবং মিনিট 0 মেয়াদ কয়দিন নিবেন সেটা সিলেক্ট করুন।
যদি SMS না নিতে চান তাহলে ওটাও 0 করুন।

এবার দান দিকে Buy Now নামে একটা অপশন পাবেন ওটা তে ক্লিক করুন।

এবার নিচের মত একটা অপশন পাবেন আপনি Gift This এর পাসে টিক দিন।

তাহলে নিচের মত অপশন পাবেন।
এখন আপনি যার ফোন থেকে টাকা কেটে আপনার ফোন এ নিতে চান তার নাম্বার টা প্রথম বক্স এ দিন।
আর আপনার নাম্বার টা পরের বক্স এ দিন।
এবার নিচের মত একটা বক্স আসবে।
আপনি প্রথম বক্স এ যার নাম্বার দিসেন তার ফোন এ ৪ সংখ্যার একটা কোড SMS এসেছে।
ওই কোড টা আপনি নিয়ে এই বক্স এ বসিয়ে Submit করলেই কেল্লা খতম।

কিছু কথাঃ
আপনি ভাবতে পারেন যে। ওই কোড আমি কি করে পাব?
সেটার জন্যই আমি টাইটেল এ বলে দিসি যে ফ্রেন্ড এর মোবাইল।
আরে ভাই, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে?
এখন আপনি কি ভাবে কোড নিবেন সেটা আপনার ব্যাপার।
ভাল থাকবেন সুস্ত থাকবেন, আর আমার জন্য দুয়া করবেন।
জাতে নেক্সট টাইম ভালো কিছু উপহার দিতে পারি।

WINDOWS 7 চালু হবার সময় আপনার নাম ছবি ও এনিমেশন উঠবে!

WINDOWS 7 চালু হবার সময় আপনার নাম ছবি ও এনিমেশন উঠবে!
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

Windows 7 এর বুটিং ডিফল্ট সিস্টেম আপনি দেখতে দেখতে আর ভাল লাগছে না তাহলে পরিবর্তন করে নিন আপনার মনের মত করে।

নিচের সফট টি ব্যবহার করে।
তাহলে আর দেরি না করে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন।

তারপর চালু করুন।

এবার Booting Option এর কাজ করব এখানে আমরা Starting Windows এর নাম এবং @ Microsoft Corporationএর নাম এবং এনিমেশন ও চেঞ্জ করতে পারব তার সাথে লেখার কালার, লেখার সাইজ ইত্যাদি অতি সহজে মনের মত চেঞ্জ করতে পারব ছোট পোর্টবল সফট টি দিয়ে ।

এবার Message 2 তে ক্লিক করে নিচের মত Edit করে দিন।

এভাবে আপনি এনিমেশন লগো দিতে পারবেন। সবশেষ Play বাটনে ক্লিক করে দেখুন ঠিক আছে কিনা ঠিক থাকলেApply দিন।

এবার পিসি একবার রিস্টার্ট দিয়ে দেখুন।
আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

আপনার COMPUTER কে CONTROL করুন ANDROID মোবাইল দিয়ে।

আপনার COMPUTER কে CONTROL করুন ANDROID মোবাইল দিয়ে।
আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
এ পর্বে আপনাদের জন্য রয়েছে , আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে
আমরা এতদিন পর্যন্ত  Computer কে মাউস বা কী-বোর্ড দিয়ে Control করতাম/করি।
কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন তাহলে একটি এর সাহাজ্য আপনার Computer কে Android মোবাইল
দিয়ে Control করতে পারবেন।
এই কাজটি করা খুব সহজ।
এর জন্য আপনার কাছে একটি Android মোবাইল থাকা আবশ্যক।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে নিছের দেওয়া Download Link থেকে Software টি Download করুন।
Download করার পর Software টি আন-জিপ করুন ।
আন-জিপ করার পর আপনি ২ টা ফাইল বা Software পাবেন।
তার মধ্য থেকে একটি হলো আপনার Android মোবাইলের জন্য।
আরেকটি হলো আপনার Computer এর জন্য।
আপনার Android মোবাইলের জন্য যেই Software তা আপনার Android মোবাইলে Install করুন।
এর পর আপনার Computer এর জন্য যেই Software তা আপনার Computer এ Install করুন।
তবে আরেকটি কথা আপনার  Computer কিন্তু Bluetooth অবশ্যই থাকতে হবে।

Bluetooth ছাড়া এই Software আপনার Computer এ কোনো কাজে আসবেনা।

এর পর সর্বপ্রথম আপনার Computer এ Software টি ওপেন করুন।
ওপেন করলে নিচের মতো দেখাবে।
তারপরে এটা যেভাবে আছে সেভাবে থাক ।
আপনি আপনার মোবাইলে Software টি ওপেন করুন।
ওপেন করলে নিচের মতো দেখাবে।
মোবাইলে Software টি ওপেন হওয়ার সময় allow চাইলে allow দিবেন।
এর পর আপনার মোবাইলে দেখবেন WMouseXP Mobile ID: এর নিচে BE:58:46:65:72:2B এই রকম একটি কোড দেখতে পাবেন ।
তা আপনার Computer এ ওপেন হওয়া Software এর মধ্যে একটি খালি বক্স দেখতে পাবেন , তাতে লিখুন ।
এবং তারপরে Connect বাটনে ক্লিক করুন।
এর পরে আপনার মোবাইলে মাউস দেখতে পাবেন।
এখন আপনি আপনার মোবাইল দিয়ে আপনার Computer Control করতে পারবেন।
আশা করি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

সব থেকে সুন্দর একটি ফটো এডিটিং সফটওয়্যার ডাউনলোড করুন

সব থেকে সুন্দর একটি ফটো এডিটিং সফটওয়্যার ডাউনলোড করুন
আমি আজ পর্যন্ত যত ফটো এডিটিং সফটওয়্যার দেখেছি, তার মধ্যে এই সফটওয়্যার টি সবথেকে সহজ।
এটির মধ্যে এমন সব টুলস আছে যেগুলো ব্যবহার করে যেকোনো ফটোকে খুবই সহজেই এবং তাড়াতাড়ি খুব সুন্দর করে তোলা যায়। ফটো এডিটিং সফটওয়্যার টি যে ব্যবহার করবে তারই ভাল লাগবে আমার গ্যরান্টি।
Photo Instrument- Bengali Tutorial
নিচের ডাউনলোড লিংক থেকে ফটো এডিটিং সফটওয়্যারটি ডাউনলোড করে নেন।
নিচের একটা ফটো দেখুন…
Photoinstrument Bengali Tutorial
দেখলেন তো?
এবার মোটামুটি একটু এডিটিং করার পর ফটো টি দেখুন।
Photo Instrument Bengali Tutorial
দেখেছেন?
কেমন সুন্দর হয়ে গেল?
ফটো এডিটিং এ এছাড়া আরও কিছু টুলস আছে।
  • একটি টুলস আছে যেটি দিয়ে আপনি আপনার ফটো থেকে যেকোনো জিনিস মুছে ফেলতে পারবেন, ধরুন আপনি আর আপনার বন্ধু একটা ফটো তুললেন কিন্তু আপনার ওই যায়গাতেই একা একা দাড়িয়ে থাকতে ইচ্ছা করছে, তাহলে এই সফটওয়্যারটা দিয়ে সহজেই তা করতে পারবেন।
  • যেকোনো মোটা মানুষকে আপনি সহজেই এই সফটওয়্যার দিয়ে রোগা, পাতলা ও সুন্দর করে তুলতে পারবেন।
এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর টুলস আছে,
সবগুলো আমি এখন আর বলতে চাইছি না।
এটা ব্যবহার করা খুবই সহজ, তাই আপনি এটা একটু ঘাটলেই সমস্ত কিছু বুঝতে পারবেন।

একমাস পর পর WINDOWS 7 এর মেয়াদ চলে যায় বার বার সেটআপ দিতে হয় সমাধান দেখুন।

একমাস পর পর WINDOWS 7 এর মেয়াদ চলে যায় বার বার সেটআপ দিতে হয় সমাধান দেখুন।
আজকে আমি এসেছি  উইন্ডোজ এর ছোট একটা ট্রিক্স নিয়ে, সেটা হলো অনেক সময় আমাদের Windows 7-এর Screen এ Windows is not genuine Notification দেখতে পাই।
এটার কারন হল আপনার win7 এর ভার্সন টি ফ্রি না যখন এমন হয় তখন অনেকেই হয়তো নতুন করে Windows Setup করেছেন। আবার অনেকই activator use করেছেন…
কিন্তু একটিভেটর ইন্সটল দিলে অনেক সময় দেখা যায় যে পিসি আর চালু হয় না।
আর এটা সাধারনত হয় যখন আমাদের Windows-এ Update Option চালু থাকে এবং ইন্টারনেট চালু থাকে।
আজকে আপনাদের কে একটা টিপস শেখাবো যেইটার মাধ্যমে আপনি সাড়া জীবন win7 ব্যাবহার করতে পারবেন কোন সেট আপ সারাই।
তাহলে চলুন শুরু করা যাক
→ প্রথমেই Start Menu তে কিল্ক করুন।
→ তারপর সেখান cmd লিখে সার্চ দিন।
→ Command Prompt- (cmd )এ ডান বাটন এ ক্লিক করে Run as Administrator করুন।
→ এর পর Command Prompt-টি চালু হলে সেখানে শুধু “SLMGR –REARM” টাইপ করে Enter চাপুন।
( আমি এখানে যেভাবে দিছি সেভাবে দিতে হবে কিন্তু না হলে কাজ করবে না)
→ আর একটি কথা “SLMGR এর পরে স্পেস হবে।
কাজ শেষ এখন একটা Restart- দিন।

কি-বোর্ড দিয়ে কম্পিউটার চালু করা..

কি-বোর্ড দিয়ে কম্পিউটার চালু করা..

আমরা CPU এর পাওয়ার বাটন দিয়ে কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় পাওয়ার বাটন নষ্ট হলে কম্পিউটার চালু করতে সমস্যা হয়।
  • ইচ্ছা করলে CPU এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় Del বাটন চেপে BIOS এর প্রবেশ করতে হবে। 
  • তারপর Power Management Setup নির্বাচন করে Enter প্রেস করে Power on my keyboard নির্বাচন করে Enter দিতে হবে।  
  • Password নির্বাচন করে Enter দিন। 
  • Enter Password এ কোন একটি কি পাসওয়ার্ড হিসাবে দিয়ে সেভ করে বের হতে হবে। 
  • এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করা যাবে।  পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ড এর জন্য প্রযোজ্য হলেও অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতিটি পাওয়া যাবে। 

কম্পিউটার কিনেছেন কত তারিখে মনে নেই! কোন সমস্যা নেই। এবার কম্পিউটারকেই জিজ্ঞাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন!!

কম্পিউটার কিনেছেন কত তারিখে মনে নেই! কোন সমস্যা নেই। এবার কম্পিউটারকেই জিজ্ঞাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন!!


আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি তার সারমর্ম হল এই যে, কোন কম্পিউটার কয় তারিখে ক্রয় করা হয়েছিল তার ডেট জানা ।...
আমরা অনেকেই কম্পিউটার কেনার ডেটটি ভুলে যাই। কিন্তু অনেক সময় ডেটটির খুবই দরকার পড়ে। তো তা কোন সফট্‌ওয়ার ছাড়াই কম্পিউটার-এর মাধ্যমে জানা যায়। কিভাবে জানা যায় এবার তা দেখুন।প্রথমে যান—

  1. Start
  2. All Program
  3. Accessories
  4. System Tools
  5. System Information  ক্লিক দিন। তারপর একটি ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের BIOS version/Date -এ দেখুন। ব্যাস ওকে।
উইন্ডোজ-সেভেনের ক্ষেত্রে -
  1. Control Panel 
  2. All Control Panel
  3. Items Performance 
  4. Information and Tools
  5. Advanced Tools – থেকে 
  6. View Advanced System Details in System information এ ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাবেন।  

১০টি অসাধারন বস্তু যা সম্ভবত আগে কখনও দেখেননি!

১০টি অসাধারন বস্তু যা সম্ভবত আগে কখনও দেখেননি!

আমরা সবসময় অদ্ভুত কিছু সত্য ব্যাপার বের করে আনার চেষ্টা করি কিন্তু আজ এমন কিছু জিনিষ দেখাবো আপনাদের যেগুলো সম্ভবত আপনারা কেউ দেখেননি কিন্তু আসলেই আছে। মানুষ পারে না এমন কিছু আসলেই নেই!
১। পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল। ৬ লক্ষ গ্যালন পানি আছে এত আর গভীরতা ১১৩ ফুট! ঝাপ দিবেন?


২। নীচের ছবিটি হলো পৃথিবী একনম্বর ঘড়ির ডিজাইনার প্যাটেক ফিলিপের ডিজাইন করা ঘড়ির
ভেতরের মেকানিজম! কেন পৃথিবীর সেরা তা বোধহয় ছবি দেখেই বোঝা যাচ্ছে।

৩। মানুষের চোখে যা দেখা যায় আর বেড়ালের
চোখে যা দেখা যায়। উপরেরটা মানুষের, নীচেরটা বেড়ালের।

৪।  ডিমের এই খোসাতে করা হয়েছে ২০,০০০ ছিদ্র।
কল্পনা করুন কিভাবে সম্ভব হয়েছে!

৫। সূর্যগ্রহনের সময় সূর্যোদয় যদি দেখার সুযোগ পান কোনদিন, তাহলে এটাই দেখবেন!

৬। আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির আগুনে গলে যাওয়া জানালার কাঁচ।
৭। ইট-বিছানোর যন্ত্র! এই মেশিনটি দিয়ে ইট বাধানো পথ তৈরী করা হয় ইন্সট্যান্ট!

৮। ছোট-খাটো পারাপারের ব্রিজ হিসেবে এভাবে পরে থাকা পুরোনো ট্রেনের বগি কিন্তু আমাদের দেশেও ব্যবহার করা যায়।

৯। একটি বাচ্চার খুলির ভেতরে এমনই থাকে তাদের Baby-Teeth গুলো পড়ে যাবার আগে।

১০। বজ্রপাতের পর একটি গলফ কোর্সের ঘাসের অবস্থা।

শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর লাইক, কমেন্টস করতে ভুলবেন না।

হাতের আঙ্গুলের মাপ বলে দিবে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে

হাতের আঙ্গুলের মাপ বলে দিবে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে



প্রতিটি মানুষের রয়েছে স্বকীয়তা,নিজস্বতা।বাহ্যিক দিক থেকে সকলে যেমন আলাদা তেমনই ভেতরের দিক দিয়েও কিন্তু প্রতিটি মানুষ আলাদা। অর্থাৎ প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা ধরণের। প্রত্যেকেরই নিজস্ব চিন্তা ভাবনা,রুচিবোধ, মানসিকতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

কিন্তু আপনি জানেন কি আপনি কোন ধরনের মানুষ এবং আপনার ব্যক্তিত্ব কি ধরণের তা আপনার শারীরিক কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে? হাতের আঙুলের মাধ্যমেও প্রকাশ পায় আপনার ব্যক্তিত্ব। হাতের তর্জনী এবং অনামিকা আঙুলের লম্বার পার্থক্য আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক তথ্যই প্রকাশ করতে পারে। জানার কৌতূহল হচ্ছে নিশ্চয়- আপনার ব্যক্তিত্ব কেমন? চলুন তাহলে জেনে নেয়া যাক।

উপরের ছবিটি লক্ষ্য করুন। এই ছবিতে ৩ ধরণের হাতের আঙুলের লম্বার পার্থক্য দেখানো হয়েছে।
A ছবিটিতে তর্জনীর চাইতে অনামিকা আঙুলের দৈর্ঘ্য বেশি, B ছবিটিতে তর্জনীর চাইতে অনামিকা
আঙুলের দৈর্ঘ্য কম এবং C ছবিটিতে অনামিকা ও তর্জনী দুটোর দৈর্ঘ্য সমান। 

মূলত এই ৩ ধরণের আঙুলের দৈর্ঘ্যের মানুষ দেখা যায়। নিজের হাত দেখে মিলিয়ে নিন আপনার আঙুলের দৈর্ঘ্য কোনটি
এবং জেনে নিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি বলে।

A ছবিটির মতো হলে ব্যক্তিত্ব

যাদের অনামিকা আঙুল তর্জনীর চাইতে দৈর্ঘ্যে লম্বা হয় তাদেড় চেহারা অনেক বেশি সুন্দর হয়।
তারা অনেক বেশি রাগি স্বভাবের হয়, দ্রত সঠিক সিদ্ধান্ত— গ্রহণেও পটু এই ধরণের মানুষেরা।
অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন। এই ধরণের মানুষের পেশা হয়, সৈনিক, ইঞ্জিনিয়ার,
দাবা খেলোয়াড় এবং তারা ক্রসওয়ার্ড সমাধান করতে পারেন বেশ সফলতার সাথে।
বিজ্ঞানীরা গবেষণায় আরও দেখতে পান, যাদের তর্জনীর চাইতে অনামিকা লম্বা হয়
তারা ছোট অনামিকার অধিকারী মানুষের চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারেন।

B ছবিটির ছবির মতো হলে ব্যক্তিত্ব

যে সকল মানুষের অনামিকা তর্জনীর চাইতে ছোট তারা অনেক বেশি আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকেন।
তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং একটু অহংকারী ধরণের মানুষ হন। এই ধরণের মানুষেরা নীরবতা,
নির্জনতা পছন্দ করেন, কেউ তাদের একান্ত সময়ে বিঘ্ন ঘটান তা একেবারেই পছন্দ করেন না। সম্পরকের
ব্যাপারে এই ধরনের মানুষেরা কখনোই প্রথমে এগিয়ে আসেন না, কিন্তু তারা নিজের প্রতি অন্যের মনোযোগ
এবং আকর্ষণ অনেক উপভোগ করে থাকেন।

C ছবিটির মতো হলে ব্যক্তিত্ব

যাদের তর্জনী এবং অনামিকা আঙুলের দৈর্ঘ্য সমান তারা অনেক বেশি সাধারণ মানুষ হন এবং অনেক
শান্তিপ্রিয় ধরণের হয়ে থাকেন। কোনো ঝগড়া-ঝাটিতে তারা জড়াতে চান না একেবারেই এবং কোনো
কারণে জড়িয়ে গেলে অনেক অস্বস্তিতে পড়ে যান। তারা নির্ঝঞ্ঝাট জীবন যাপন করেন এবং সকলের
সাথে থাকতে পছন্দ করেন। তারা সম্পর্কে অনেক বেশি বিশ্বস্ত হন এবং সঙ্গীর প্রতি অনেক বেশি
কেয়ারিং থাকেন।

ভূমিকম্পের সতর্কবার্তা জানাবে স্মার্টফোন!!

ভূমিকম্পের সতর্কবার্তা জানাবে স্মার্টফোন!!
হাতের নাগালে থাকা মোবাইল ফোনটিই হতে পারে ভূমিকম্পের সময় সবচেয়ে কাছের বন্ধু। ভূমিকম্পে ভবন কেঁপে ওঠার ঠিক সাথে সাথেই আপনাকে ভূমিকম্প আসার খবর দিয়ে সতর্ক করে দিতে পারে স্মার্টফোনটি। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে বেশ কিছু অ্যাপ রয়েছে যাতে ভূমিকম্প হলে তার নোটিফিকেশন পাওয়া যায়। কিন্তু গবেষকেরা এর চেয়ে উন্নত পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন।
ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা প্রসঙ্গে গবেষক বেঞ্জামিন ব্রুকস জানিয়েছেন, অধিকাংশ বিশ্ববাসী ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পান না। কারণ, ভূমিকম্প নজরদারির জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি বসানোর প্রয়োজন পড়ে।
মোবাইল ফোনে ভূমিকম্পের পূর্বাভাস গবেষকেরা বলেন, স্মার্টফোনের জিপিএস রিসিভার বৈজ্ঞানিক যন্ত্রপাতির তুলনায় যদিও নিখুঁত নয় তবুও মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প সহজে ধরতে পারে।
গবেষকেরা বলছেন, কম খরচে ভূমিকম্প সতর্কব্যবস্থা হতে পারে স্মার্টফোনের উন্নত অ্যাপস।
সেইরকম দুইটি এপস নিয়ে আজকের লেখা।
প্রথম এপটির নাম Earthquake Alert এবং এর সহযোগী add on হচ্ছে Earthquake Alerter অন্য এপটির নাম Earthquake Notification.
Earthquake Alert এপটির মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে ঘটা ভূমিকম্প সাথে সাথে আপডেট জানা যাবে। অনেকেই হয়ত জানেন না যে পৃথিবীতে প্রতিদিন কমপক্ষে ১০-৫০ টি হাল্কা মাত্রার ভূমিকম্প হয় যা আমরা টেরও পাই না। কিন্তু যন্ত্র ঠিকই সেগুলো ধরতে পারে।
নিচের ছবিতে আজ ২৭.০৪.২০১৫ তে ঘটা কিছু ভূমিকম্প দেখতে পাচ্ছেন। ২ নম্বরে আজ সন্ধ্যায় ৬:৩৫ মিনিটে ভারতে ঘটা ৫.১ মাত্রার ভূমিকম্প টিও দেখতে পাচ্ছেন।


এছাড়াও এর Map অপশনে দিয়ে দেখতে পারবেন কখন কোথায় কত মাত্রায় ভূমিকম্প হয়েছে এবং সেটার দূরত্ব আপনার অবস্থান থেকে কত কি.মি. দূরে।

নিচের ছবিতে গত ২৪ ঘন্টায় নেপালে কয়টি ভূমিকম্প হয়েছে তা দেখাচ্ছে। সবুজ গুলো কম মাত্রার আর লাল গুলো মাঝারি থেকে তীব্র মাত্রার।
News অপশনে ভূমিকম্প নিয়ে নিউজ গুলো পড়তে পারবেন।
এতো গেল ভূমিকম্প কখন কোথায় কিভাবে হল সেটা দেখার উপায় কিন্তু ভূমিকম্প হবার সাথে সাথে Alert পেতে হলে Earthquake Alerter ডাউনলোড করতে হবে তবে আমি এটার ফ্রি ভার্শন এর ডাউনলোড লিংক দিলাম যেটা এলার্ট একটু দেরিতে দেবে। ভূমিকম্প ঘটার সাথে সাথে নোটিফিকেশন পেতে এটার Pro version 2.9$ দিয়ে গুগল প্লেস্টোর থেকে আপনাকে কিনে নিতে হবে। অনেকেই আছে ভূমিকম্প হলে টের পান না কিংবা যখন টের পান তখন অনেক দেরী হয়ে যায় তাদের জন্য কাজে লাগবে এই Earthquake Alerter Pro ভার্শন।

অথবা প্লেস্টোর থেকেও ডাউনলোড করতে পারেন।

অন্য এপটির নাম Earthquake Notification এটির কাজও অনেকটা উপরের এপটির মত।