এবার আপনিও পারবেন ISO ফাইল তৈরি করতে !

এবার আপনিও পারবেন ISO ফাইল তৈরি করতে !

অনেকে কিভাবে ISO ফাইল তৈরি করবেন চিন্থায় পড়ে যান। আর কোন চিন্থা নেই, আপনাদের জন্য নিয়ে এসেছি ISO ফাইল তৈরি করার কার্যকরী সফটওয়্যার, যা নিমিষেই যে কোন ফাইল, ফোল্ডার, সিডি ও ডিভিডি র ফাইলকে ISO ফাইলে রুপান্তর করতে সক্ষম। এজন্য আপনাকে প্রথমে এই লিংক থেকে মাত্র ৫.৮ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এটি কিভাবে কাজ করে তা দেখে নেয়া যাক। ইন্সটল শেষে সফটওয়্যারটি রান করান নিচের চিত্রের মত পাবেন। 

এখানে আপনি যে ফাইল, ফোল্ডার বা সিডি, ডিভিডি র ফাইলকে ISO ফাইলে রুপান্তর করতে চান তা ব্রাউজ করে দেখিয়ে দিন এবং Choose ISO তে ক্লিক করে ISO ফাইলটির নাম দিন ও কোথায় রাখবেন তা দেখিয়ে দিন। এর পর Make ISO তে ক্লিক করুন। দেখুন কিছুক্ষনের মধ্যেই আপনার কাংখিত ISO ফাইল তৈরি হয়ে গেছে। ব্যাস এবার আপনি এই iso যে কোন কাজে লাগাতে পারেন । এবার আরেকটা জিনিষ দেখব চলুন দেখি ISO ফাইলকে কিভাবে Extract করা যায়। File Extract/Convert to ISO তে ক্লিক করুন নিচের চিত্রের মত আসবে। 
আপনি যে ISO ইমেজ ফাইলকে Extract করতে চান তা Open image এ ক্লিক করে সিলেক্ট করুন এবং Select folder এ ক্লিক করে কোথায় ফাইলটিকে রাখবেন তা নির্ধারণ করুন। Extract এ ক্লিক করলেই ISO ফাইলটি Extract হয়ে যাবে।
বন্ধুরা আপনি যদি আপনার তৈরি কৃত ISO ফাইলকে সিডি,ডিভিডি অথবা পেন ড্রাইভ এ বুটেবল হিসেবে তৈরি করতে চান আপনাকে এই লিংক থেকে UltraISO Premium ডাউনলোড করে নিয়ে তা দিয়ে করতে হবে।

ফেসবুক ফটো অ্যালবাম ডাউনলোড করুন আরো সহজে !

ফেসবুক ফটো অ্যালবাম ডাউনলোড করুন আরো সহজে !

ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ফেসবুক ব্যবহার করেন না এমন লোক কি এই দুনিয়ায় আছে? তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ফেসবুক সম্পর্কিত একটি মজার পোস্ট। অনেক সময় দেখা যায় ফেসবুকে নিজের ফটো গুলো বা অন্য কোন বন্ধুর ফটো গুলো ডাউনলোড করার দরকার পরে পড়ে। তখন যদি এক একটি ফটো করে অ্যালবামের সব ফটো গুলো ডাউনলোড করা হয় তাহলে খুব দেরি হয় এবং তা খুব কষ্টকর। তাহলে কিভাবে করবেন?
আসুন দেখে নিন কিভাবে করবেনঃ
১) এই কাজটি করতে প্রথমে আপনাকে আপনার ফায়ার-ফক্স ব্রাউজারে একটি অ্যাড-অন যোগ করতে হবে।
২) অ্যাড-অনটি ইনিস্টল করতে এখানে ক্লিক করুন।
৩) এবার ব্রাউজারটি রিস্টার্ট করে নিন।
৪) আপনি যে ফটো অ্যালবামটি ডাউনলোড করতে চান তাতে যান।
৫) এবার অ্যালবামের যেকোনো স্থানে রাইট বাটন চাপুন এবং Download this Facebook album এ ক্লিক করুন।
৬) এবার কোন ফোল্ডারে ফটো গুলো ডাউনলোড হবে তা সিলেক্ট করুন।
৭) দেখুন ফটো গুলো ডাউনলোড হচ্ছে!
=> কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।

ছোট্ট এই সফটওয়্যার এর সাহায্যে অটোম্যাটিক ক্লিক করবে আপনার কম্পিউটারের মাউস!

ছোট্ট এই সফটওয়্যার এর সাহায্যে অটোম্যাটিক ক্লিক করবে আপনার কম্পিউটারের মাউস!

আপনি কি আরামপ্রিয়?
তাহলে আপনার জন্যই তৈরি হয়েছে এই সফটওয়্যারটি!
এর মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন?
১/ কোন ওয়েবপেজ অটো রিফ্রেস করতে পারবেন।
২/ পিসি অটো শাট ডাউন করতে পারবেন।
৩/ আরও অনেক কিছু, যা আমার জানা নাই, কিন্তু আপনারা আবিস্কার করবেন, এটি একবার ব্যবহার করা শুরু করলে!

যাইহোক, এবার পরিচয় করিয়ে দিই সেই ছোট্ট সফটওয়্যারটির সাথে।
ইনার নাম FREE AUTO MOUSE CLICKER!
ডাউনলোড করুন মিডিয়াফায়ার এর এই লিংক থেকে

[ক্লিক নাম শুনে যারা পিটিসি এর গন্ধ পাচ্ছেন, সেই পিটিসিওয়ালাদেরও হয়ত কাজে লাগবে এটি!]

আসল কথা হল, এই সফটওয়্যারটি চালু রাখলে আপনি একটি নির্দিষ্ট সময় পর পর আপনার মাউস কার্সর যেখানে আছে, সেখানে অটো ক্লিক পাবেন!
ব্যবহার করা এতই সহজ, কোন শিশু-ও পারবে!
তবুও বলি, ইন্সটল শেষে ওপেন করলে এরকম দেখতে পাবেন...

আশা করি আর কিছু বলতে হবে না।
বুঝতেই পারছেন, শুধু CLICK INTERVAL আর CLICK OPTION টা সেট করে START এ ক্লিক করলেই এটি কাজ শুরু করে দিবে।
এবার আপনার স্ক্রিনের যেখানে একটু পর পর ক্লিক লাগবে, সেখানে মাউস কার্সরটা নিয়ে রেখে নিশ্চিন্তে ঘুমান!
সেট করা সময়ের ব্যবধানে অটোম্যাটিক ক্লিক করবে আপনার মাউস!

এবার আবার বলবেন না, এটা দিয়ে অটো শাট ডাউন কিভাবে করে!
ধরুন আপনি গান শুনতে শুনতে ঘুমানোর প্ল্যান করলেন। মোটামুটি ১ ঘণ্টা পর ঘুমাবেন ভেবে নিলে এই সফটওয়্যারটি চালু করে CLICK INTERVAL ১ ঘণ্টা সেট করে পিসি'র SHUT DOWN বাটন এর উপর রেখে ঘুমান! [যদিও অটো শাট ডাউন আরও অনেক উপায়ে করা যায়, এটাও যে একটা উপায়, সেটা কি জানতেন?]

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার পিসি নিয়ন্ত্রণ ও ফাইল শেয়ার করুন !

অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার পিসি নিয়ন্ত্রণ ও ফাইল শেয়ার করুন !
আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? টিমভিউয়ার (Teamviewer) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়্যার । যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তে থাকা আপনার অফিস বা বন্ধুর কম্পিউটার সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন ! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার নিয়ন্ত্রনের মধ্যে থাকবে ! অর্থাৎ আপনার বন্ধুর সমস্যার সমাধান করতে পারবেন । সমস্যার সমাধান করতে অব্যশই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ও পিসিতে টিমভিউয়ার(Teamviewer) ইন্সটল করতে হবে । আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করতে এই লিংকে ক্লিক করেন । আর পিসি জন্য এই লিংকে ক্লিক করেন । অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন নিচের চিত্রের মত আসবেঃ
android-connect
TeamViewer ID এর ঘড়ে আপনার পার্টনার পিসির আইডির নাম্বার দিন এরপর Remote Control এ চাপুন । তারপর আপনার পার্টনার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করেন । সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে । এখন আপনার হাতের কাছে আছে টিমভিউয়ারটি লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন কিন্তু অন করতে পারবেন না । কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে পারবেন না । আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই ।
Screenshot_2014-11-16-13-05-08
আর আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে পাবেন সুপার স্পীড ।
ক্ষুদ্র এই ব্লগটি ভিজিট করতে পারেন । আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, যা লিখবেন সবই সেভ হয়ে থাকবে !

 Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, যা লিখবেন সবই সেভ হয়ে থাকবে !
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের Android বিষয়ক টিউন শুরু করছি । চেষ্টা করছি নিয়মিত আপনাদেরকে Android বিষয়ক টিউন উপহার দিতে, আর সেই ধারাবাহিকতায় আজকের এই টিউন । এই টিউনে আপনাদেরকে উপহার দিবো অনেক দারুন একটি অ্যাপস । তাহলে চলুন দেখি কি অ্যাপস রয়েছে এই টিউনে ।
type
টাইপ মেশিন (Type Machine)
আজ আপনাদেরকে যে অ্যাপসটি উপহার দিবো তার নাম হচ্ছে টাইপ মেশিন । এই অ্যাপসটি আপনার Android ডিভাইসে ইন্সটল করা থাকলে, ডিভাইসে যা লেখা হবে সবই সেভ হয়ে থাকবে ।
আপনার প্রিয় Android ডিভাইসটি দিয়ে হয়তো অনেক গুরুত্বপূর্ণ লেখা-লেখি করে থাকেন । অনেক সময় দেখা যায়, লেখা-লেখি সময় হঠাৎ করে ডিভাইস হ্যং হতে পারেন, অ্যাপস ক্রাশ করতে পারে বা ভুল বশত লেখাটি মুছেও যেতে পারে, সে ক্ষেত্রে আপনার মূল্যবান সময় এবং কষ্ট করে লেখা দুটোই বিফলে যাবে ।
কিন্তু টাইপ মেশিন অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং অ্যাপসটি ওপেন করেই আপনার সেই গুরুত্বপূর্ণ লেখাটি পেতে পারবেন । প্লে স্টোরে অ্যাপসটির রেটিং 4.7 এবং মূল্য $2.07 । অ্যাপসটি সম্পর্কে আরোও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ।
ডাউনলোড লিঙ্ক ঃ- download
size : 600 kB
download নিয়ম ফটোর মত
Capture
ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে।

নিয়ে নিন ফ্রন্ট স্টাইলিষ্ট করার জন্য একটি দরকারি সফটওয়ার FontTwister !!!

 নিয়ে নিন ফ্রন্ট স্টাইলিষ্ট করার জন্য একটি দরকারি সফটওয়ার FontTwister !!!
সবাইকে আমার সালাম জানিয়ে শুরূ করছি আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়ার দেব যা দিয়ে আপনি আপনার যে কোন Front কে আপনার ইচ্ছা মত সাজিয়ে নিতে পারবেন। এছাড়া যে কোন Front কে নিজের ইচ্ছা মত Style দিতে পারবেন, ইচ্ছা মত Efect দিতে পারবেন। আরও অনেক কিছু করতে পারবেন। Software টির নাম FontTwiser….তো দেরি না করে Download করে ফেলুন
Download – FontTwister
Download – Sereal Key

ভাল থাকুন,  সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।
আর Software টি ব্যবহার করতে কোন সমস্যা হলে Comment করুন।

হ্যাক Temple Run OZ( Unlimited Coin and Gems)

হ্যাক Temple Run OZ( Unlimited Coin and Gems)

lTesKOb

হ্যাক করুন Temple Run OZ.
খুব সহজ , মাত্র ১ মিনিটের ব্যাপার। আর আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কয়েন ও জীম…

যা যা করতে হবেঃ

১. প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করুন(zip File 3kb only)

Download

২. এবার আনজীপ করুন ফাইল টি। Android setting.oz এবং Stats.sav নামের দুটি ফাইল পাবেন। এই ফাইল  দুটিকে আপনার ফোনের sdcard এর Android/Data/com.disney.templerunoz.goo/file এ পেষ্ট করুন। ব্যাস কাজ শেষ। এবার Temple RunOZ ওপেন করুন। দেখুন জিম আর কয়েন আনলিমিটেড হয়ে গেছে…

Temple Run Oz v1.6.2 Hack Android Unlimited_182411

এভাবে করতে অসুবিধা হলে নিচের এই MOD Apk মানে নিচের থেকে Temple Run OZ ফুল হ্যাক করা গেম টি নামিয়ে নিতে পারেন, এটা ইনষ্টল করলেই আপনার সব কিছু আনলিমিটেট পাবেন অটোমেটিক। আপনাকে কিছুই করতে হবে না, শুধু মজা নিতে থাকুন Temple Run OZ গেমটির।

ডাউনলোডঃ Modded-Temple-Run-Oz.apk – 27.7 MB

link one Download system: 
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2


কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? কমেন্ট করে জানাবেন।
ভাল থাকুন,  সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।