জেনে নিন বি,সি,এস পরিক্ষার মানবন্টন।

জেনে নিন বি,সি,এস পরিক্ষার মানবন্টন।

বি,সি,এস পরিক্ষার মানবন্টন কিভাবে করা হয় তা কি আপনি জানেন? কোন পরিক্ষায় কত নম্বর পেলে পাশ করা যায় তা জনেন? না জেনে থাকলে আজই জেনে নিন।
বি,সি,এস পরিক্ষা তিনটি ধাপে পরিচালিত হয়ে থাকে। প্রথমে প্রলিমিনারী পরিক্ষা হয়। যা পূর্বে ১০০ নাম্বারের ছিল কিন্তু এখন তা ২০০ নাম্বারের। এখানে বাংলা ও সাহিত্য থেকে ৩৫ নাম্বারের প্রশ্ন থাকে। ইংরেজী সাহিত্য থেকে ৩৫ নাম্বার। বাংলাদেশ বিষয়াবলী থেকে ২০ নাম্বার থাকে। ভৌগলিক অবস্থান থেকে ১০ নাম্বার, দৈনন্দিন বিজ্ঞান থেকে ১৫ নাম্বার, কম্পিউটার থেকে ১৫ নাম্বার,গানিতিক বিষয় থেকে ১৫ নাম্বার, মানসিক দক্ষতা থেকে ১৫ এবং মূল্যবোধ ও সুশাষন থেকে ১০ নম্বর থাকবে।
প্রিলিমিনারী পরিক্ষায় পাশ নম্বর হলো ৫০%। প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার ০.৫ নাম্বার কাটা যাবে। তাই পরিক্ষায় ভুল উত্তর না দেওয়ায় বুদ্ধিমানের কাজ।
বি সি এস প্রিলিমিনারী পরিক্ষায় পাস করা পরিক্ষার্থীরা লিখিত পরিক্ষা দেবার জন্য মনোনিত হয়। লিখিত পরিক্ষা সাধারন ক্যাডারদের জন্য ১১০০ নাম্বারের হয়ে থাকে। তাছাড়া যারা সাধারন ও টেকনিক্যাল ক্যাডারে আবেদন করেন তাদেরকে অতিরিক্ত ২০০ নাম্বারের একটি বিষয়ভিত্তিক পরিক্ষায় অংশগ্রহন করতে হয়। লিখিত পরিক্ষার বিস্তারিত মানবন্টন দেখার জন্য এখানে ক্লিক করুন।
বি সি এস লিখিত পরিক্ষায় পাশকৃত পরিক্ষার্থীরা মৌখিক পরিক্ষার সম্মুখিন হতে হয় যা ২০০ নাম্বারের। পাশ নাম্বার হলো ৫০%। ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরিক্ষায় অংশগ্রহন করুন।

আগামী কাল সবার আগে যারা রেজাল্ট দেখতে চান 100% Working...

আগামী কাল সবার আগে যারা রেজাল্ট দেখতে চান 100% Working...

                        আগামী কাল সবার আগে যারা রেজাল্ট দেখতে চান...


রেজাল্ট মোটামুটি যারা নেট চালান তারা সবাই দেখতে চাই। আর সবাই চাই সে যেন সবার আগে তাদের কাছের মানুষদের রেজাল্ট জানাতে পারে। কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার দিনই বাধে যাবতীয় ঝামেলা। দেখা যায় আমরা ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে যাচ্ছি কিন্তু এডুকেশন বোর্ড এর ওয়েব সাইটেই ঢুকতে পারি না। তাই দেখা যায় প্রচন্ড ইচ্ছা এবং সামথ্য থাকতেও আমরা অনেকেই রেজাল্ট দেখার আশা ছেড়ে দিয়ে বসে আছি। আমি কিন্তু বসে নাই। আমি কিন্তু ঠিকই বিকল্প রাস্তা খুজে পেয়েছি। কিভাবে পেলাম সেইটা আগে বলি। আমি ছিলাম ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থী। আমি নিজেই আপনাদের মতো নিজের রেজাল্ট নিজে দেখতে চাইলাম কিন্তু পারলাম না। তারপর চিন্তা করলাম এর কোনো বিকল্প রাস্তা তো নিশ্চয় থাকবে। অনেক ঘাটাঘাটির পর অবশেষে পেলাম। সাইটে ১০০ % কাজ করার নিশ্চয়তা আছে। আগামী কাল ও করবে যা পরীক্ষিত। আপনারা চাইলে আজকে ট্রায়াল দিয়ে দেখতে পারেন। ওকে বন্ধুরা সাইটের ঠিকানাটি হচ্ছে-  Click Here
তবে হ্যা একটি কথা - আপনি রেজাল্টটি পাবেন একদম স্কুল ওয়াইজ অর্থাৎ একেবারে সবার রেজাল্ট একসাথে। আপনাকে বারবার কষ্ট করে নেট এ ঢুকতে হবে না। এজন্য আপনাকে আপনার স্কুলের EIIN এই নম্বরটি জানতে হবে। ভাবছেন কোথায় খুজে পাবেন তাইতো? সমস্যা নাই। আমি আছি না? সমস্যা যখন বলেছি সমাধান তো দিবোই।  Download All School EIIN Number Here


তো বন্ধুরা আমার টিউনটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন।