ফেসবুকের নতুন বাটন 'ডোনেট নাউ'

ফেসবুকের নতুন বাটন 'ডোনেট নাউ'


ফেসবুকের নতুন বাটন 'ডোনেট নাউ'
ফেসবুকে নতুন একটি অপশন খুঁজে পাবেন ব্যবহারকারীরা। নতুন একটি বাটনে লিখা রয়েছে 'ডোনেট নাউ'। এর মাধ্যমে সকল অলাভজনক প্রতিষ্ঠানের পেজ খুঁজে পাবেন এবং সেখানে দান করতে পারবেন। ফেসবুকের বিজ্ঞাপনব্যবস্থার সঙ্গে লিঙ্ক করা রয়েছে এই বাটনে।

ফেসবুকের পক্ষ থেকে এক মুখপাত্র জানান, প্রতিদিন মানুষ ফেসবুকের মাধ্যমে তাই বলতে চাইছেন যা নিয়ে তারা চিন্তা করেন এবং কিছু করতে চান। এরই প্রেক্ষিতে কতটা ভালো বিষয় বেরিয়ে তা দেখতেই 'ডোনেট নাউ' বাটন সংযোগ করা হয়েছে।

২০১৩ সালেই ফেসবুক ডোনেট বাটন তৈরি করে। তবে তার সঙ্গে বিশেষ পার্টনার আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং দ্য রেড ক্রস-এর সংযোগ ছিল। অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে এবং তাদের কাজে সহায়তা দিতেই ফেসবুকে এই প্রয়াস। মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে এসব প্রতিষ্ঠানে দান করতে পারবেন এবং তাদের যাবতীয় তথ্য সেখানে সংরক্ষিত থাকবে।

ধরুন একটি এনজিও-এর পেজে গিয়ে ডোনেট নাউ বাটনে ক্লিক করলেন। যদি প্রতিষ্ঠানটি ফেসবুকের সঙ্গে যুক্ত হয়ে না থাকে, তবুও ওই পেজে রিডিরেক্ট করা হবে আপনাকে এবং চাইলে আপনি সেখানে ডোনেট করতে পারবেন।
- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2015/08/26/261109#sthash.IwJfSvEf.dpuf
ফেসবুকের নতুন বাটন 'ডোনেট নাউ'
ফেসবুকে নতুন একটি অপশন খুঁজে পাবেন ব্যবহারকারীরা। নতুন একটি বাটনে লিখা রয়েছে 'ডোনেট নাউ'। এর মাধ্যমে সকল অলাভজনক প্রতিষ্ঠানের পেজ খুঁজে পাবেন এবং সেখানে দান করতে পারবেন। ফেসবুকের বিজ্ঞাপনব্যবস্থার সঙ্গে লিঙ্ক করা রয়েছে এই বাটনে।

ফেসবুকের পক্ষ থেকে এক মুখপাত্র জানান, প্রতিদিন মানুষ ফেসবুকের মাধ্যমে তাই বলতে চাইছেন যা নিয়ে তারা চিন্তা করেন এবং কিছু করতে চান। এরই প্রেক্ষিতে কতটা ভালো বিষয় বেরিয়ে তা দেখতেই 'ডোনেট নাউ' বাটন সংযোগ করা হয়েছে।

২০১৩ সালেই ফেসবুক ডোনেট বাটন তৈরি করে। তবে তার সঙ্গে বিশেষ পার্টনার আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং দ্য রেড ক্রস-এর সংযোগ ছিল। অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে এবং তাদের কাজে সহায়তা দিতেই ফেসবুকে এই প্রয়াস। মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে এসব প্রতিষ্ঠানে দান করতে পারবেন এবং তাদের যাবতীয় তথ্য সেখানে সংরক্ষিত থাকবে।

ধরুন একটি এনজিও-এর পেজে গিয়ে ডোনেট নাউ বাটনে ক্লিক করলেন। যদি প্রতিষ্ঠানটি ফেসবুকের সঙ্গে যুক্ত হয়ে না থাকে, তবুও ওই পেজে রিডিরেক্ট করা হবে আপনাকে এবং চাইলে আপনি সেখানে ডোনেট করতে পারবেন।
- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2015/08/26/261109#sthash.IwJfSvEf.dpuf

সাবধান ভুলেও কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ হাতে ধরবেন না

সাবধান ভুলেও কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ হাতে ধরবেন না
ফুটপাত ধরে হাঁটছেন। হঠাৎ দেখলেন ফুটপাতে পরে আছে একটি পেন ড্রাইভ। এদিক সেদিক তাকিয়ে দেখলেন কাছে পিঠে কেউ নেই। ভাবলেন, নিয়েই নেই। কাজে লাগানো যাবে। হাতে নিয়ে দেখলেন ৮ জিবির পেন ড্রাইভ। খুশিতে মনটা নেচে উঠলো আপনার। মস্ত বড় দাও মেরেছেন। তরিঘরি করে বাসায় গিয়ে ডেস্টটপে প্রবেশ করালেন পেন ড্রাইভটি। অমনি ক্র্যাশ করলো আপনার কম্পিউটার। ছোট্ট একটু লোভের কারণে আপনার বড় অংকের আর্থিক হয়ে গেলো।
গবেষকরা জানিয়েছে পরিত্যাক্ত পেন ড্রাইভ কখনো কখনো ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে কম্পিউটার নষ্ট হতে পারে। আপনার ব্যক্তিগত তথ্যও হ্যাক হয়ে যেতে পারে। তাই ভুলেও পরিত্যাক্ত পেন ড্রাইন তুলে নেয়া যাবে না। হয়তো এটা আপনার জন্য ছিল একটা ফাঁদ। সাইবার ক্রাইমেও জড়িয়ে যেতে পারেন আপনি।
মাঠে-ঘাটে ফুটপাতে পেন ড্রাইভ পড়ে থাকলে কি হয় সেটা নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের আইটি ইন্ড্রাস্টি ট্রেড অ্যাসোসিয়েশন কম্পটিয়া।
পরীক্ষার জন্য তারা সিকাগো, ক্লিভল্যান্ড, স্যান ফ্রান্সসিককো এবং ওয়াশিংটনের ব্যস্ত সড়কের বিভিন্ন স্থানে ২০০ টি পেন ড্রাইভ ফেলে রেখে দূর থেকে নজর রেখেছেন। তারা দেখতে পেয়েছেন বেশির ভাগ পেন ড্রাইভই পথচারীরা তুলে নিয়েছেন। বাসায় নিয়ে সেটি তারা ওপেন করেছেন। পেন ড্রাইভের ভিতরে থাকা লিংকে তারা ক্লিকও করেছেন।
গবেষণাকারীরা জানান, এভাবেই পরিত্যাক্ত পেন ড্রাইভ ব্যক্তিগত ঝুঁকির কারণ হতে পারে। পেন ড্রাইভে ফাঁদ হিসেবে রেখে দেয়া লিংকে প্রবেশ করলে ভাইরাসের আক্রমণের পাশাপাশি কম্পিউটার হ্যাক থেকে শুরু করে ক্রেডিট কার্ডের গোপন নম্বর হাতিয়ে নিতে পারে প্রতারক চক্র।
এ বিষয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কম্পটিয়ার প্রধান নিবার্হী কর্মকর্তা টড থিবোডিয়াক্স বলেন, ‘যদিও আমাদের প্রক্রিয়াটি ছিল স্রেফ কৌতুহল বশত। কিন্তু প্রকৃত সাইবার ক্রিমিনালরা এভাবে পেন ড্রাইভের মাধ্যমে ফাঁদ পেতে রাখতে পারে। কুড়িয়ে যাওয়া জিনিসের লোভে চুরি হতে পারে মূল্যবান তথ্য।’
সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনা বাড়াতে যুক্তরাষ্ট্রে কাজ করছে কম্পটিয়া। তারা জানিয়েছে, কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভ কিছুতেই তুলে নেয়া যাবে না।