জহুরুলের ব্যাটে রংপুর রাইডার্সের জয়।

জহুরুলের ব্যাটে রংপুর রাইডার্সের জয়।
জহুরুল ইসলামের অপরাজিত ৩৫ রানের ওপর ভর করে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।
ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া ১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলের শুভ সুচনা করেন রাইডার্সের দুই ওপেনার সিমন্স এবং সৌম্য সরকার। তাদের ওপেনিং জুটি থেকেই আসে ৩৮ রান।
২১ রান করে সৌম্য বিদায় নিলেও জহুরুল ইসলামকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সিমন্স।
তাদের জুটি থেকে আসে ১৭ রান। এরপরেই আবুল হাসানের শিকার হয়ে ফেরেন সিমন্স।
তার বিদায়ে সাকিব ক্রিজে আসলেও বেশিক্ষণ থাকতে পারেননি। ব্যক্তিগত ৮ রানে ফেরেন সাকিব। এরপর ড্যারেন স্যামিকে সঙ্গে নিয়ে স্কোর বোর্ডকে এগিয়ে নিতে থাকেন জহুরুল।
তাদের জুটি থেকে আসে ৪৩ রান। এরপরই ফেরেন স্যামি। স্কোর বোর্ডে রান তখন ১১৯।
শেষ পর্যন্ত জহুরুল ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রংপুর রাইডার্স ৬ উইকেটের জয় পায়।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ডায়নামাইটস। ইনিংসের প্রথম ২৪ বল থেকে তাদের সংগ্রহ মাত্র ১৯ রান।
দলীয় স্কোর তখন ১৯, চতুর্থ ওভারের শেষ বলে সাদমান ইসলাম রান আউট হয়ে ফিরে গেলে প্রথম সাফল্য ঘরে তোলে সাকিবের রংপুর।
৩৫ রানে শামসুর রহমান এবং ৩৯ রানে সৌকত আলী ফিরে গেলে চাপে পড়ে ডায়নামাইটস ব্যাটিং লাইন আপ। শামসুর রহমানকে সাকিব এবং সৌকতকে ফেরান পেরেরা।
তাদের বিদায়ে দলের হাল ধরেন সাঙ্গাকারা এবং নাসির হোসেন। দু’জনের জুটি থেকে আসে ৪৫ রান। এরপরই রান আউট হয়ে ফেরেন সুপার সাঙ্গা। স্কোর বোর্ডে রান তখন ৮৪।
শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৩৫। সর্বোচ্চ ৩০ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। সাঙ্গাকারা করেন ২৯ রান।

মোবাইল ফোন জ্যামার সহ তিন জন গ্রেফতার।

মোবাইল ফোন জ্যামার সহ তিন জন গ্রেফতার।
মোবাইল ফোন জ্যামারসহ ঢাকায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সংস্থাটির ডেপুটি কমিশনার মুনতাসিরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, আকটকৃতরা নিজেদের মধ্যে বৈঠকের সময় এই জ্যামার ব্যাবহার করতো।

বৈঠকের তথ্য সম্পর্কে পরবর্তীতে ফোন আলাপ গোপন রাখতেও মোবাইল জ্যামার ব্যাবহার করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব বিষয় তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
তবে কি ধরনের বিষয় নিয়ে তারা আলাপ করতো সেটি নিশ্চিত নয়।
ঢাকার উত্তরা থেকে গতরাতে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশে কোন সংগঠন কর্তৃক মোবাইল জ্যামার ব্যাবহার সম্পর্কে এর আগে খুব একটা শোনা যায়নি।

বিপিএলে নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফ্রিদি!!

বিপিএলে নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফ্রিদি!!

 দেখা হয়ে গেল অনেক কিছুই। গুরুত্বপূর্ণ এক ম্যাচে ব্যাট হাতে নেয়ার আগেই বাজিমাত দেখিয়েছেন পাকিস্তানের শহীদ খান আফ্রিদি। বিপিএলে নতুন এক ইতিহাস নির্মাণের পথে হাঁটছেন তিনি। আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে নিজ দেশের সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আফ্রিদি।  আফ্রিদি শুধু ব্যাট ও বলে নয় অধিনায়ক হিসাবেও সফল। মুশফিক যেটা কখনোই পারেননি সেটাই যোগ করতে যাচ্ছেন আফ্রিদি। বিপিএলে সর্বনিম্ন রান খুলনার। ২০১৩ সালে খুলনা ৬৭ রানে চট্টগ্রামের বিপক্ষে আলআউট হয়। এরই মধ্যে ৫৮ রানে সব উইকেট হারিয়েছে বরিশাল। আর বিপিএল ইতিহাস ভেঙে নতুন রেকর্ড এটি।

৩৬ টাকা ৪ জিবি ইন্টারনেট তাও আবার এক মাসের জন্য।

৩৬ টাকা ৪ জিবি ইন্টারনেট তাও আবার এক মাসের জন্য।
আজ আপনাদের কিছু সহজ পদ্ধতি দেবো যেভাবে আপনিও পেতে পারেন ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট এবং আপনি এটা নিতে পারবেন প্রতি সিমে ৪ বার, মোট ৪ জিবি, তাছাড়া সাথে আরও কিছু বোনাস। আমার এই টিউনে আপনি ১০০% উপকৃত হবেন…

১ম ধাপ: 
আপনার অথবা আপনার পিতা অথবা মাতার ভাটার আইডি কার্ড ফটোকপি করুন ১ কপি, এবং পাছপোর্ট সাইজের ছবি ১ কপি।
২য় ধাপ: 
আপনার এলাকাতে রেজিষ্ট্রেশন করে সিম বিক্রি করে এমন কোন দোকানে যান।
৩য় ধাপ: 
আপনি নতুন একটি সিম কিনুন রেজিষ্ট্রেশন করে। সিমটি ৭২ ঘন্টার মধ্যেই চালু হবে, অপেক্ষা করতে থাকুন, সিমটি চালু হলে আপনি একটি এস, এম, এস পাবেন, সিমের মধ্যে অগ্রিম থাকবে ৫ টাকা, তার পর এই সিমে ১৬ টাকা রিচার্জ করলে পাবেন ২০ টাকা, এবং ৩৪ টাকা রিচার্জ করলে পাবেন ৪৫ টাকা আর ৫৪ টাকা রিচার্জ করলে পাবেন ৭৫ টাকা, আপনি এই টাকা গুলি যে কোন দোকান থেকেই রিচার্জ করতে পারেন, এবং এই বোনস গুলি শুধু প্রথম রিচার্জের ক্ষেত্রেই, যদি কোন দোকানদার ইচ্ছে করে তাহলে আপনাকে এই রিচার্জগুলি ফ্রি করে দিতে পারে, কারন আপনার এই সিমে সে এই পরিমান টাকা রিচার্জ করলেই সে দোকানদার সাথে সাথে এই টাকাটা আবার ফ্লেক্সিলোডের সিমে ফেরত পাবে, বোনাস হিসেবে।

৪র্থ ধাপ: 
এখন তো আপনার রিচার্জ হয়ে গেছে এখন আপনি *111*90# ডায়াল করুন দেখবেন আপনার সিমে ১ জিবি ইন্টারনেট চলে আসছে, এভাবে আপনি ৪ বার ডায়াল করতে পারবেন এবং ৪ জিবি ইন্টারনেট পাবেন। সিম চালু হওযার সাথে সাথে আবার আপনি ৫০ এম.বি ইন্টারনেট পাবেন, এই এম.বি গুলির মেয়াদ থাকবে ১ মাস, আপনি আরামে ব্যবহার করুন।

আজকেই খুলছে ফেসবুক,আলোচনা চুড়ান্ত।

আজকেই খুলছে ফেসবুক,আলোচনা চুড়ান্ত।
যেসব নিরাপত্তার অভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে সে বিষয়ে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে ফেসবুক কর্তৃপক্ষ। এ নিয়ে ২ ঘণ্টাব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং শিগগিরই ফেসবুক খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
তবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ঠিক কী কী বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, কিংবা ফেসবুক কর্তৃপক্ষ কী কী বিষয়ে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছে এসব বিষয়ে কিছুই জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, নিরাপত্তার জন্য দেশে সাময়িকভাবে ফেসবুক বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য ফেসব81ক কর্তৃপক্ষের সঙ্গে বসেছে সরকার। সরকারের পক্ষ থেকে অসুবিধাগুলো জানানো হয়েছে। তারা এ ব্যাপারে সরকারকে সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।
2015_12_06_12_57_30_oyyd1KYewvbQjNyWoXAZFs1Rstj2JW_original
এর আগে সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কনরফারেন্স কক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুকের পক্ষে অংশ নিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহেন এবং রাজনৈতিক ও আইন বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক বিক্রম লাং। এছাড়া বিটিআরসি, এনটিএমসিসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
সাইবার সন্ত্রাস ও হয়রানি রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য আদান প্রদানে সহযোগিতার জন্য একটি চুক্তি করতে আগ্রহ জানিয়ে গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর পরের দিনই চিঠির উত্তর পাঠায় কর্তৃপক্ষ। এতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করে।
 
বিঃদ্রঃ কয়েকটি নির্ভর সুত্রে জানা যায় যে হয়তো আজকে দিবাগত রাতেই খুলে দেওয়া হবে ফেসবুক
নিরাপত্তা এবং নারীদের হেও করার কথা বিবেচনা করে যদি সরকারকে ফেসবুক তথ্য সরবরাহ করে তাহলে অবশ্যই এটার বৈধ ব্যাবহার হবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করছেন তবে এক্ষেত্রে অনেকে বলছেন মানুষের ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে.
তবে সবাইকে এখন থেকে ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে
যাহোক আমরা সবাই চাই মতামত প্রকাশের স্বাধীনতা,ফেসবুক শুধুমাত্র আড্ডা খানা নয়,ফেসবুকের উপর ভিক্তি করে প্রতিষ্ঠিত হয়েছে অনেক ই কমার্স সাইট, ইতোমধ্যে ফেসবুক চালু করার দাবিতে গত শনিবার (BFEI) এর উদ্যোগে শাহবাগে মানববন্ধন করেছের ই কমার্স ব্যবসায়ীরা.
 
আমাদের সাথে কথা হয়েছিল এক্সট্রাবাজার বিডির স্বত্তাধিকারী সাদি টমের সাথে তিনি জানালেন গত নভেম্বর মাসের আটারো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাচ তারিখ পর্যন্ত ই কমার্স ব্যবসায়ী দের লস চরম মাত্রায় পোঁছেছে,ফেসবুক বন্ধ থাকার কারণে ই কমার্স ব্যবসা আরো ছয় মাস পিছিয়ে গেছে,অনেক ফ্রিলান্সার প্রতিমাসে হাজার হাজার ডলার দেশে নিয়ে আসছে এই ফেসবুক ব্যবহার করেই.
তাই পরবর্তীতে যেকোন চুড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে সরকারকে অবশ্যই এটার অর্থনৈতিক গুরুত্ব টা বিবেচনা করতে হবে

সরকারের চাওয়ার বিষয়ে ইতিবাচক ফেসবুক।

 সরকারের চাওয়ার বিষয়ে ইতিবাচক ফেসবুক।
নিরাপত্তা ইস্যুতে ফেসবুকের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেছেন, ফেসবুক কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে। খুব শিগগির ফেসবুক খুলে দেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় আসা ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকেই ফেসবুকের মাধ্যমে আমাদের অ্যাবিউজ করছে। আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডাও ফেসবুকে এসেছে। আমাদের জাতীয় নিরাপত্তারও কিছু প্রশ্ন ছিলো। সেগুলো নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফেসবুক প্রতিনিধিরা সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের নিরাপত্তার জন্য কী প্রয়োজন সেসব ফেসবুক প্রতিনিধিদের তারা বলতে সক্ষম হয়েছেন। প্রতিনিধিরা সব কথা শুনে কতটা সহযোগিতা করতে পারবেন সে বিষয়েও জানিয়েছেন। বিষয়গুলো পর্যালোচনা করে শিগগিরই সরকারের পক্ষ থেকে জানানো হবে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হননি ফেসবুকের দক্ষিণ এশিয়া বিষয়ক দুই প্রতিনিধি।
ফেসবুকে অপপ্রচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে আঞ্চলিক পর্যায়ে ফেসবুক কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই ঢাকায় আসা ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
গত ১৮ নভেম্বর থেকে নাশকতার আশঙ্কায় বন্ধ রয়েছে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে বিকল্প পথে অনেকে ফেসবুক ব্যবহার করছেন।

খুব শীঘ্রই খুলে দেয়া হবে ফেইসবুকঃ স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শীঘ্রই খুলে দেয়া হবে ফেইসবুকঃ স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ফেইসবুকের দুই কর্মকর্তার সাথে বৈঠক শেষে সরকার বলছে দেশে শীঘ্রই ফেইসবুক খুলে দেয়া হবে।

আজ সকাল থেকে ঘণ্টা দুয়েক সময় নিয়ে দেশের তিন মন্ত্রীর সাথে বৈঠক চলে ভারত থেকে আসা ফেইসবুকের দক্ষিণ এশিয়া পলিস ম্যানেজার ও আইন বিষয়ক একজন উপদেষ্টার।
দুই কর্মকর্তা সাথে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
শীঘ্রই ফেইসবুক নিয়ে সিদ্ধান্ত আসছে।
বৈঠকে বাংলাদেশের আরও যে দুই মন্ত্রী ছিলেন তারা হলেন টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের গোয়েন্দা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
বৈঠকে বাংলাদেশে ফেইসবুকের ব্যবহার নিয়ে সরকার তার কিছু উদ্বেগের কথা জানিয়েছে।
তবে সে উদ্বেগ কি নিয়ে সেটি পরিষ্কার করেননি মন্ত্রী।
গত ১৮ই নভেম্বর থেকে সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে ফেইসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে রেখেছে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায় দেবার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
ঐদিনই দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেইসবুক, ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
সরকার তখন বলেছিলও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।