আজ আমার জন্মদিন।

আজ আমার জন্মদিন।
আজ আমার জন্মদিন। প্রতিদিনের মতো আজও খুব সকালে ঘুম থেকে উঠলামপরে নামাজ পড়ে মায়ের জন্য, নিজের জন্য এবং সবার জন্য দোয়া করলাম।
জন্মদিন আসলে এখন আর ভাল লাগে না। কারন বয়স বাড়ার সাথে সাথে এখন এটা বুঝতে পারছি যে, আমি সময়ের অবর্তনে হারিয়ে যাবার পথে আরো এক বছর এগিয়ে গেলাম,
এক সময় জন্মদিনে অনেক মজা করে সময় পার করতাম আর এখন এই দিন আসলে নিজকে ঘুটিয়ে চলি,
চোখের সামনে অনেক প্রিয়জন কে হারিয়ে যেতে দেখেছি বলে এই ভাবনা আমাকে আরো বেশি পেয়ে বসে। তবে এটা ঠিক যে, আমার মধ্যে মৃত্যু চিন্তা সেই ছোট বেলা থেকে জমে বসে আছে।জন্ম নিলেই মরতে হবে এটা আমি ছোট বেলা থেকে বুঝতে পারতাম।মৃত্যু বুকের মধ্যে ধারন করার ফলে অনেক পাপের পথে আমি যাই নাই, সুযোগ থাকার ফলেও আমি অনেক পাপের কাজ করি নাই। মৃত্যু চিন্তা আমাকে অনেক ধীর স্থির এবং ভাল পথে চলতে সাহস যুগিয়েছে। মৃত্যু চিন্তার জন্য আমি কখনো কাউকে প্রতারিত করি নাই,  করতেও চাই না।

আজকের এই দিনে, প্রথমেই মায়ের কথা মনে পড়ে, মায়ের মুখ ভেসে উঠে, যে মায়ের জন্য আমি এই দুনিয়ার মুখ দেখেছি,আর তার জন্য আমি কি করেছি? তবে আজ এই ভেবে মনে কষ্ট লাগে যে, এই মায়ের জন্য আমি তেমন কিছুই করতে পারি নাই,আর কখনো করতেও পারবো না। কারণ আমার “মা” আর আমাদের মাঝে নেই, অনেক দিন আগেই আমাদেরকে  রেখে সেই না ফেরার দেশে চলে গিয়েছে।
কিন্তু মা তুমি চলে গেলে কেন? মা তোমাকে ছাড়া আমি বড় একা, বড় অসহায়। মা তুমি ফিরে এসো, একটা বারের জন্য হলেও ফিরে এসো। হে আল্লাহ তুমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। নয়তো আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও।
মা আজ আমার জন্মদিনে তোমাকে খুব মিস করছি। খুব মিস করছি মা, খুব... খুব...খুব...

“আজ আমার জন্মদিনে যারা আমাকে  শুভেচ্ছা জানিয়েছেন, সবাই কে জানাই অনেক অনেক ধন্যবাদ”

যে কোন গান থেকে মিউজিক আলাদা করুন ।

যে কোন গান থেকে মিউজিক আলাদা করুন ।
আস্সালামু আলাইকুম । কেমন আছেন আপনারা?
আজকে আপনাদেরকে একটা Awsome সফটওয়্যার উপহার দিবো । সাথে ফুল
টিউটোরিয়াল ।
এই সফটওয়্যারটার নাম Audacity যার দ্বার যে কোন গান থেকে মিউজিক
আলাদা করা যায় । এ ছাড়া আরো অনেক কিছু ।
কথা না বাড়িয়ে নিচের লিন্ক থেকে সফটওয্যারটা ডাউনলোড দিন ।


d48cdb4bbfa28bc980c4e0b0ef4041c2.png

তো আসুন মুল টিউটোরিয়ালে আসা যাক ।প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন ।
তারপর File->open এ ক্লিক করুন । যেই Mp3 ফাইলের মিউজিক
আলাদা করতে চান সেটা সিলেক্ট করে Open
এ ক্লিক করুন । একটু অপেক্ষা করুন ফাইলটা Import হবে ।
এবার দেখুন ফাইলটা সম্পুর্ন লোড নিয়েছে ।
এখন দেখুন ওখানে ডানপাশে ২ টা অংশে বাইরেট আছে ।
ঠিক ২ টা অংশের মাঝামাঝি মাউস কারর্সর রেখে একটা ক্লিক করুন । দেখুন সব
বাইরেট সিলেক্ট হয়ে গেছে ।
এবার উপরের আংশের বাম পাশের Track এ
ক্লিক করে Split stereo track এ ক্লিক
করুন । এভাবেই নিচের অংশ তেও করবেন ।
এবার উপরের Effect এ ক্লিক করে Invert এ ক্লিক করুন ।
একটু অপেক্ষা করুন দেখুন Effect লোড
নিচ্ছে । আবারও ডানপাশের প্রথম অংশের
বামদিকের Track এ ক্লিক করে Mono
করে দিন । একই ভাবে নিচেরটাতেও Mono করে দিন ।
এবার File->save এ ক্লিক করে File টা সেভ
করে নিন । এবার ওটা Play করে দেখুন ওটাতে কোন
গান নেই । যা আছে সব মিউজিক ।
Foreman_12688419_6499_AudacityPortable_5

Pattern Lock খুলুন,যে কারো ফোনের খুব সহজেই।

Pattern Lock খুলুন,যে কারো ফোনের খুব সহজেই।
পাসওয়ার্ড ভুলে গেছেন?
এন্ড্রয়েড সেট এর পাসওয়ার্ড ভুলে গেলেও সেট অন করা টা একদম সহজ। সেট বন্ধ করে power বাটন এবং Volume up বাটনে একসাথে চেপে ধরে সেটের ফেক্টরি মোডে গিয়ে Factory Data Reset করলেই হয়। কিন্ত এতে অনেক প্রয়োজনীয় জিনিস হারানো যায়, আগের ইন্সটল করা এপ আনইন্সটল হয়ে যায়। Message, Contact, Call log মুছে যায়। কিন্ত এগুলা না হারিয়েই যদি সেট অপেন করা যায় সেটা কেমন হবে???? এখন সেটাই বলব।
আগেই বলে রাখি এজন্য আপনার সেটে কাস্টম রিকভারি ইন্সটল দেওয়া থাকতে হবে। এখন নিচের লিংক থেকে আমার বানানো জিপ ফাইল টা অন্য কারো সেট দিয়ে ডাউনলোড দিয়ে sd card এ রাখুন।
Android All Password Reset.zip

তার পর এই মেমরি টা আপনার/যে সেটের লক খুলবেন সে সেটে ঢুকান। এখন সেটের রিকভারি মোডে যান। রিকভারি মোডে যেতে সেট বন্ধ অবস্থায় Power এবং Volume up বোতামে একসাথে চেপে
ধরে রাখুন। রিকভারি মোডে গেলে Install zip from sd card এ যান। তার পর chose zip from sd card এবং এই ফাইল টা দেখিয়ে দিয়ে ok দিন। ইন্সটল হলে সেট রিবুট দিন। এবার দেখুন যাদু!! কোনো লক ই নাই।
[বিঃদ্রঃ এটা দিয়া পিন এবং প্যাটার্ন দুই লক ই আনলক করা যাবে।]

রবি আইফন 6s

রবি আইফন 6s
web_current
 
রবি আইফোন 6s এবং আইফোন 6s প্লাস, কখনও উন্নত আইফোন অফার করবে. : গ্রাহকদের আইফোন উপর আরও তথ্যের জন্য 30 অক্টোবর 2015 থেকে তাদের ইচ্ছা প্রাক বই করতে পারেন, অনুগ্রহ করে পরিদর্শন করুন www.apple.com/iphone  এবং আপনার চোখ রাখা www.robi.com.bd .
আপনি আরো pls শেয়ার জানতে চান আমাদের তথ্য

রবি আইফোন 6s

* প্রয়োজনীয়

    নাম *

    ইমেইল *

    মোবাইল নম্বর *
    01xxxxxxxxx

    মন্তব্য *
গুগল ফরম মাধ্যমে পাসওয়ার্ড জমা কখনও.

আপনার Contacts Number সেভ করে রাখুন আজীবন।

আপনার Contacts Number সেভ করে রাখুন আজীবন।
প্রথমেই Softwere টি কিভাবে বেব্যহার করবেন ছবি দেখে Clear করে নিন।
https://bdforhad.blogspot.com/wp-content/uploads/2015/08/Screenshot_2015-10-25-23-15-38.png
এবার নিচের লিনক থেকে Softwere টি নামিয়ে নিন।
https://uploadex.com/u76l4zgza0w8

আপনার এন্ডোয়েড মোবাইলের Contacts number গুলোকে সারা জীবনের জন্য সেভ করে রাখবেন। আমাদের মোবাইল হারিয়ে গেলে ও এত কষ্ট লাগে না, যতটা কষ্ট লাগে contacts number ডিলেট হয়ে গেলে। আমরা যখন এক সিম চেঞ্জ করে অন্য সিম মোবাইলে সংযোগ করি, তখন আমাদের নাম্বার গুলি হারিয়ে যায়। আমরা যখন কোন কারনে মোবাইল ফরমেট দেই তখন
আমাদের নাম্বার গুলি হারিয়ে যায়। এতে করে আমরা নাম্বার গুলি সহজে খুজে পাইনা। তাই কন্টাক্ট নাম্বার যেন কোন দিন না হারায় সেই জন্য আমার আজকের
টিউন।
All Viewers এই টিউন্টি শুধু মাত্র android মোবাইল ব্যাবহার কারিদের জন্য। এই কাজটি করতে গেলে আপনার একটি জিমেল একাউন্ট থাকতে হবে।
এন্ডোয়েড মোবাইল ব্যাবহারের সময় আমাদের নানান
প্রয়োজনে জিমেইল এড্রেস দিয়ে লগইন করে রাখতে হয়। আমি আপনাদের কে দেখাব কিভাবে একটি জিমেল একাউন্ট ব্যাবহার করে আপনাদের প্রয়োজনীয়
contacts number গুলি সারা জীবনের জন্য সেভ করে রাখবেন। আপনার কন্টাক্ট নাম্বার ততদিন সেভ থাকবে, যতদিনআপনার জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ড মনে থাকবে।

ফেসবুকের লুকানো বন্ধুর তালিকা দেখুন।

ফেসবুকের লুকানো বন্ধুর তালিকা দেখুন।
কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে ‘মিউচুয়াল ফ্রেন্ডস’-দের তালিকা। কেননা আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা সকলের কাছ থেকে আড়াল করে রেখেছেন। তবে আপনি চাইলে ফেসবুকে বন্ধুদের লুকানো ফ্রেন্ড লিস্ট সহজেই দেখে নিতে পারবেন। এজন্য কেবলমাত্র আপনার গুগল ক্রোম ব্রাউজারে ‘Facebook Friends Mapper’ নামক একটি বিনা মূল্যের এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই এক্সটেনশনটি আপনাকে জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা বন্ধুদের তালিকা।  এজন্য প্রথমেই চলে যান ক্রোমের ওয়েব স্টোরে
https://chrome.google.com/webstore। ইনস্টল করুন Facebook Friends Mapper এক্সটেনশনটি। যে বন্ধুর গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন। এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন ‘Reveal Friends’ অপশনটি। এবার ক্লিক করুন তাতে আর দেখে নিন ফ্রেন্ড লিস্ট!  আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায় না থাকলেও কিছু যাবে আসবে না। তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই হবে।