আজকের বিষয় হচ্ছে এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন।বর্তমান সময়ে প্রায় সকলেই যারা প্রতিনিয়ত অনলাইন এ নিয়মিত কাজ করেন তারা এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশনের মানে হয়তো জানেন। কিন্তু যারা এ বিষয়ে একেবারে নতুন তাদের এ সম্পর্কে ধারনা অনেক কম হওয়াই স্বাভাবিক। আমার এ টিউনটি মূলত তাঁদের জন্য যারা এ সম্পর্কে জানতে আগ্রহী।
SEO শব্দের অর্থ হল Search Engine Optimize . আমি সহজ ভাষায় আমার নিজের মত করে বলি, এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন বলতে বুঝায় বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি সাইটকে তুলে ধরা সাইটে কি আছে তা সার্চ ইঞ্জিনকে বুঝানো। অর্থাৎ, সার্চ ইঞ্জিনে একটি সাইটকে অন্তরর্ভূক্ত করে সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের সামনে সেই সাইটকে পরিচিত করার পদ্ধতিকে এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO / Search Engine Optimization)বলে।
(SEO) বা সার্চ ইন্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি ??
সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) প্রধানত ২ প্রকার। যথা :অনপেজ অপটিমাইজেশন,অফপেজ অপটিমাইজেশন
১.অন পেজ :
যা সাইটের ভিতরেই করা হয় যেমন টাইটেল ট্যাগ,কনটেন্ট,কিওয়ার্ড ইত্যাদি প্রাসঙ্গিক হওয়া।
অনপেজ অপটিমা-ইজেশন হল কোন একটি ওয়েব সাইট এর ভিতরে অর্থাৎ আভ্যন্তরীণ যে অপটিমা-ইজেশন করা হয়, সেইটা হল অনপেজ অপটিমা-ইজেশন। যখন কোন ওয়েব সাইট এর ডিজাইন করা হয় তখন ওয়েব সাইটের ভিতরে কিছু সার্চ ইন্জিন অপটিমা-ইজেশন এর কাজ করতে হয়,এই কারনেই করতে হয় যেন সার্চ ইঞ্জিন সাইটটাকে সহজে খুজে পায়। এক কথায় বলতে গেলে এসইও-র জন্য ওয়েব সাইটের ভিতরে যা কিছু করা হয় তায় অনপেজ অপটিমা-ইজেশন।
অনপেজ অপটিমা-ইজেশন হচ্ছে সার্চ ইন্জিন অপটিমা-ইজেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা অনপেজ অপটিমা-ইজেশনের ক্ষেত্রে যদি কোনরকম ভুল হয় তাহলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে খুজে বের করতে সাহায্য করবে না।
অনপেজের মধ্যে যে বিষয়গুলো বিদ্যমান তা হলো।
1.টাইটেল ট্যাগ
2. কি- ওয়ার্ড রিসার্চ,
3. কনটেন্ট,
4. মেটা ট্যাগ এবং মেটা ডিস্ক্রিপশন,
5. গুগল সাইট ম্যাপ,
6. XML সাইট ম্যাপ, ইত্যাদি।
2. কি- ওয়ার্ড রিসার্চ,
3. কনটেন্ট,
4. মেটা ট্যাগ এবং মেটা ডিস্ক্রিপশন,
5. গুগল সাইট ম্যাপ,
6. XML সাইট ম্যাপ, ইত্যাদি।
এই কয়টা জিনিস জানতে পারলে অনপেজ অপটিমা-ইজেশন এর জন্য আর তেমন কিছুর প্রয়োজন হয় না।
২.অফ পেজ :
যা সাইটের বাইরে করা হয় যেমন ব্লগ,ফোরাম টিউনিং ইত্যাদি।
ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটের জন্য যা করা হয় তাকে অফপেজ অপটিমা-ইজেশন বলে। অর্থাৎ ওয়েবসাইটের প্রচারের জন্য যেই মার্কেটিং করা হয় তাকেই অফপেজ অপটিমা-ইজেশন বলে।
অফপেজ অপটিমা-ইজেশন প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিজিটর এবং সাইট কে সার্চ ইঞ্জিন এর উপরে আনার জন্য সাহায্য করে। এই জন্য অফপেজ অপটিমা-ইজেশন এর গুরুত্বটা এত বেশি।অফপেজ অপটিমা-ইজেশন এর মধ্যে রয়েছে সব গুরুত্বপূর্ণ বিষয়। অনপেজ অপটিমা-ইজেশন হচ্ছে সাইট যখন নতুন তখন এর গুরুত্ব অনেক বেশি, কিন্তু সাইট যখন পুরান হয়ে যায় তখন অফপেজ অপটিমা-ইজেশন ছাড়া সাইট একেবারে অচল। চলুন এখন দেখি অফপেজ অপটিমা-ইজেশন এর মধ্যে কি কি রয়েছে।
অফপেজ অপটিমা-ইজেশন প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিজিটর এবং সাইট কে সার্চ ইঞ্জিন এর উপরে আনার জন্য সাহায্য করে। এই জন্য অফপেজ অপটিমা-ইজেশন এর গুরুত্বটা এত বেশি।অফপেজ অপটিমা-ইজেশন এর মধ্যে রয়েছে সব গুরুত্বপূর্ণ বিষয়। অনপেজ অপটিমা-ইজেশন হচ্ছে সাইট যখন নতুন তখন এর গুরুত্ব অনেক বেশি, কিন্তু সাইট যখন পুরান হয়ে যায় তখন অফপেজ অপটিমা-ইজেশন ছাড়া সাইট একেবারে অচল। চলুন এখন দেখি অফপেজ অপটিমা-ইজেশন এর মধ্যে কি কি রয়েছে।
1.ব্যাক লিঙ্কিং
2. আর্টিকেল রাইটিং
3. অ্যাংকর টেক্সট
4. ফোরাম টিউনিং
5. ব্লগ টিউমেন্ট
6. সোশ্যাল বুকমারকিং
7. ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং
8. ডিরেক্টরি সাবমিশন
9. আর্টিকেল সাবমিশন
10. লিঙ্ক হুইল
11. লিঙ্ক এক্সচেন্জ
12. RSS সাবমিশন
13. Review Site সাবমিশন
14. Classified সাবমিশন
15. সার্চ ইঞ্জিন সাবমিশন
16. প্রোফাইল টিউনিং
17. CSS সাবমিশন
18. ভিডিও টিউনিং
19. ইমেজ টিউনিং
20. পিডিএফ সাবমিশন, ইত্যাদি।
2. আর্টিকেল রাইটিং
3. অ্যাংকর টেক্সট
4. ফোরাম টিউনিং
5. ব্লগ টিউমেন্ট
6. সোশ্যাল বুকমারকিং
7. ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং
8. ডিরেক্টরি সাবমিশন
9. আর্টিকেল সাবমিশন
10. লিঙ্ক হুইল
11. লিঙ্ক এক্সচেন্জ
12. RSS সাবমিশন
13. Review Site সাবমিশন
14. Classified সাবমিশন
15. সার্চ ইঞ্জিন সাবমিশন
16. প্রোফাইল টিউনিং
17. CSS সাবমিশন
18. ভিডিও টিউনিং
19. ইমেজ টিউনিং
20. পিডিএফ সাবমিশন, ইত্যাদি।