যেভাবে একটি ব্লগ্স্পট সাইট থেকে সেই সাইটির টেমপ্লেট টি ডাউনলোড করবেন।

যেভাবে একটি ব্লগ্স্পট সাইট থেকে সেই সাইটির টেমপ্লেট টি ডাউনলোড করবেন।
আজ আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দের ব্লগস্প্ট সাইট থেকে সেই সাইট টির টেমপ্লেট টি ডাউনলোড করে নিতে পারবেন। ট্রিক টা খুব ই সহজ এবং যে কেউ ই এ ট্রিক টা ব্যাবহার করে তার পছন্দের ব্লগার টেমপ্লেট টি পেতে পারেন।
 
এর জন্য আপনাকে যে কাজ টি করতে হবে তা নিম্নরুপ:
প্রথমে যে ব্লগস্প্ট সাইটির টেমপ্লেট টি নিতে চান সেই সাইট টি অপেন করুন
view page source
এবার মাউসের ডান বাটনে ক্লিক করে View Page Source নির্বাচন করুন। অথবা Ctrl+U চাপুন
template name in page source
এবার ছবির মত টেমপ্লেট টির নাম এবং ডাউনলোড লিংক পেয়ে যাবেন।
template name search in google
এবার টেমপ্লেট টির নাম কপি করে গুগল সার্চ দিন, সার্চ দেওয়ার সময় টেমপ্লেট টির নামের শেষে blogger template লেখাটি যুক্ত করুন।
হুম, হয়ে গেল। আপনি হয়ে গেলেন টেমপ্লেট চোর :পি

নিজে নিজে কার্টুন বানান।

নিজে নিজে কার্টুন বানান।
আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব একটি দারুন সফটওয়ারের সাথে যার সাহায্য আপনি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা ছাড়াই কার্টুন বানিয়ে ফেলতে পারবেন।



সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।আপনি কোন কিছু জানা ছাড়া আস্তে আস্তে কার্টুন মুভি বানাতে পারবেন।সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।
সফটওয়্যার অনেক ভাষা সমর্থন করে এবং উইন্ডোজ 7 সহ বিভিন্ন অপারেটিং সিস্টেম, সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা “eSpeak” বক্তৃতা ইঞ্জিন ব্যবহার করে।
যাই হোক সফটওয়ারটিতে অনেক ভাষার কার্টুন বানানো যাবে।এমনকি আপনি বড় আকারের কার্টুন মুভিও বানাতে পারবেন।
সফটওয়ারটির সাইজ ও কম আছে মাএ ৬.৪৭ মেগা বাইট।
সফটওয়ারটি ডাউনলোড করার পুর্বে বিস্তারিত জানতে চাইলে এখানে দেখুন
আর ডাইরেক্ট সফটওয়ারটির ডাউনলোড লিংক এখানে ডাউনলোড
http://www.webcartoonmaker.com/wcm_desktop_setup.exe
 

বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা… বাংলাতেই!

বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা… বাংলাতেই!

টাইটেল দেখে ভাবতেই পারেন ভুল দেখলেন কিনা। না, আপনি ঠিকই দেখছেন। কলকাতার বাংলা-টেক মিডিয়া এবার তৈরি করল Bangla Speech to Text সফটওয়্যার । ইংলিশ ভাষার জন্য এমন অনেক সফটওয়্যার থাকলেও বাংলার ভাষার জন্য এর আগে এমন কোন সফটওয়্যার ছিল না। এই সফটওয়্যারটি ২ ধাপে কাজ করে। প্রথমে এটি আপনার কথাকে ইংলিশ ফনেটিক ফর্ম এ নিয়ে আসে। এরপর সেই ফনেটিক ফর্ম থেকে বাংলা লেখায় রূপান্তর করে।
ব্যাবহার পদ্ধতিঃ
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
http://www.ziddu.com/download/23322748/BanglaSpeechtoText.exe.html
সফটওয়্যারটি রান করান।
প্রথমে আপনাকে রেজিস্ট্রেশান করতে হবে। আপনার নাম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশান করুন।
এরপর আপনার ইমেইল অ্যাড্রেস এ ২৪ ঘণ্টার মধ্যে ১টি লাইসেন্স কী আসবে।  ( একটু ধৈর্য ধরুন। আমার লাইসেন্স কী ২ ঘণ্টা পর পেয়েছি )
লাইসেন্স কী পাওয়ার পর সফটওয়্যারটির নিচের দিকে লাইসেন্স কী প্রবেশ করান এবং ACTIVATE বাটনটি চাপুন।  (নাম এবং ইমেইল অ্যাড্রেসও উপরে লিখতে হবে যা দিয়ে রেজিস্ট্রেশান করেছিলেন।  ব্যাস ! কাজ শেষ।
এবার আপনি START নামে একটি বাটন দেখতে পাবেন। এই বাটন এ ক্লিক করে মাইক্রোফোনে বাংলায় কিছু বলে STOP বাটন এ ক্লিক করুন। এবার PROCESS বাটন এ ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যেই আপনি যা বলেছেন তা বাংলা লেখা আকারে আপনার সামনে হাজির হবে। এটা আপনি কপি-পেস্ট করতে পারবেন।
আমার এই পোস্ট ও এই সফটওয়্যারের সাহায্য নিয়ে লেখা  icon smile (অভাবনীয় !!!) বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা… বাংলাতেই! (Bangla Speech to Text).