“মা” কে ভালবাসি...

“মা” কে ভালবাসি...
https://bdforhad.blogspot.com/my_mother&my_sister

আমার "মা"শিরিন আক্তার (বেবী)" আর আমার ছোট বোন স্মৃতি.

পৃথিবীতে যত কিছু আছে মায়ের সাথে কোনটারই তুলনা করা যায় না। পৃথিবীতে যত কথা, যত শব্দ আছে মা শব্দের চেয়ে শ্রেষ্ঠ কোন শব্দ খুজে পাইনি। এত মধুর, এত সুরেলা, এত মমতা মাখা, এত আবেগী একটা শব্দ যে মা ডাকাতেই তার স্বাদ পাওয়া যায়। অন্য কোন ডাকে বা অন্য কোন শব্দ উচ্চারনে এত প্রশান্তি লাভ করা সম্ভব নয়।

আজ আমার মা নেই। বিগত ২৫ আগস্ট ২০১৫ তারিখে আমার মা আমাদের চির বিদায় দিয়ে পৃথিবীর বুক থেকে চলে গেছে।পৃথিবীর বুকে রেখে গেছে আমাকে আর আমার ছোট্ট দুটো বোন কে...।
কোন শান্তনাই মায়ের অভাব পুরন করতে পারেনি। কোন ডাকেই মায়ের মমতা মাখা আবেগ পূর্ন করতে পারেনি। কোন কিছুতেই মন শান্ত হয় না, আজও শান্ত হয়নি, আর হবেও না জানি। কারন মা তো আর ফিরে আসবে না। মায়ের কাছে শত আব্দার করেছি ফেরায়নি কোন আব্দারই। কত অভিমান করেছি মা মনে রাখেনি। শত রাগের পরেও খাবার সময় ঠিকই রাগ ভেঙ্গে ডাক দিয়েছে। বাড়িতে ফিরতে দেরি হলে খোঁজ নিয়েছে। মুখ ভারি দেখলে শান্তনা দিয়েছে। ভিতরে হিংসা দেখলে উপদেশ দিয়েছে। এমন উদার গর্ভধারিনী জননী ছাড়া আর কে হতে পারে? এমন নির্লোভ ভালবাসা মা ছাড়া আর কে দিতে পারে? সবই উপলব্ধি করতে পারছি এখন যখন মা আর কাছে নেই। মায়ের জন্য কিছুই করতে পারিনি-অপরাধবোধ কাজ করে প্রতিনিয়ত। কিন্তু মার কোন দিন কোন চাওয়া ছিল না আমার কাছে। কোন দিন কিছু চায়ওনি। আর মায়েরা কোনদিন কিছু চায়ও না, শুধুই দেয়। দিতে দিতে নিঃশেষ হয়ে যায় তবুও দেয়া ফুরায় না। মাকে আর কিই বা দিব, কিই বা দেয়ার আছে আমাদের। মায়ের মুখের মধুর ডাক এখনও কানে বাজে। 
আমার মা আমাকে বাবা বলেই ডাকতো। কি মধুর সে ডাক। এখন আর ডাকে না কিন্তু প্রতিনিয়ত প্রতিধ্বনি বাজে কানে। এখনও সমাধির পাস দিয়ে যাওয়ার-আসার সময়, নিরবে নিভৃতে থাকার সময়, একলা পথ চলার সময় শুনি সেই মধুর বাবা ডাক। আমার মা আমাকে এতটাই বাবা ডেকেছে যে মায়ের মৃত্যুতে আমার কাছে মনে হয়েছে আমি মা হারাইনি আমার আদরের সন্তান হারিয়েছি। মা হারিয়ে প্রথমে ডুকরে ডুকরে কেদেছি দেখে অনেকেই শান্তনা দিয়েছে। আস্তে আস্তে ডুকরে কাদা থেমে গেছে। এখনও কাদি। তবে নিরবে নিভৃতে। বুকের ভিতর মা হারানোর ব্যাথা যে কত কষ্টের তা পরিমাপের কোন যন্ত্র নেই, প্রকাশের কোন ভাষা নেই। এখন আর চোখ বেয়ে অশ্রু ঝড়ে না। মুখ ফ্যাকাশে হয় না। কিন্তু বুকের ভিতর চিন চিন ব্যাথা হয়, কথা জড়িয়ে যায়, অনুভব করি তখন গর্ভধারিনী মা আর নেই, আর আসবে না। সব ব্যাথা ভুলে যাওয়া যায় না। আঘাতের ব্যাথা সেরে যায়, বন্ধুদের দেয়া কষ্ট মুছে যায়, মা হারানোর ব্যাথা শত চেষ্টায়ও ভুলে থাকা যায় না। ভুলবই বা কি করে? মায়ের যে অবদান, মায়ের যে আত্ম ত্যাগ, মায়ের যে ভালবাসা, মায়ের যে উদারতা, মায়ের যে মমতা তার সাথে তো কোন কিছুরই তুলনা করা যায় না! তাই মা হারানোর ব্যাথা কখনো যায় না, যাবেও না। এখন দুঃখ পেলে মায়ের দেয়া শান্তনাগুলো কানে বাজে, এখনো কষ্ট পেলে মায়ের কথাগুলো মনে পরে, এখনও মনে হিংসা-ক্রোধ দানা বাধলে মায়ের উপদেশগুলো কানে বাজে, শান্ত হয়ে যাই, উদার হতে চেষ্টা করি। একজন মা এতটা উদার, মমতাময়ী কি করে হয় ভেবে পাই না। তাই মনে মনে ভাবি, মা ছিল, মা থাকবে। লোকচক্ষুর আড়ালে গেলেও মায়ের অস্তিত্ব টের পাই, দেখানো পথে হাটতে চেষ্টা করি। চিরদিন যেন মায়ের দেখানো পথে হাটতে পারি আল্লাহর কাছে সেটাই চাই। মায়ের দোয়াতেইতো আজকের আমি, আমার অবস্থান, আমার সবকিছু।  
আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ্‌ যেন আমার মায়ের কবরের আজাব মাফ করে দিয়ে তাকে বেহেস্ত নসিব করে। 
                    (আমিন)
[বিঃদ্রিঃ- এখানে আমার মায়ের ছবি একটু জাপসা করে দেয়া হয়েছে।]

"প্রিয় মায়ের প্রতি লেখা যে চিঠিটি কোনোদিনও পোস্ট করা হয়না."

"প্রিয় মায়ের প্রতি লেখা যে চিঠিটি কোনোদিনও পোস্ট করা হয়না."
http://bdforhad.blogspot.com/images/maa_1
প্রিয় মা,

তোমাকে উদ্দেশ্য করে কোনদিন লিখেছি কিনা আজ আর মনে করে বলতে পারিনা। মনে করতে পারিনা তোমার জন্যে কতগুলো শব্দকে মস্তিষ্ক থেকে কাগজে স্থানান্তর করেছি। তাতে কি হয়েছে? তোমার উপর আমার আজন্ম অধিকার, আজ লিখব! নিঃশ্বাস কোন মুহূর্তে নেওয়া শুরু করেছি, তাও তো মনে নেই আমার... শ্বাস নেওয়া তো থামিয়ে দেইনি।

তুমি জেনে থাকবে, কোন মুহূর্তে প্রথম প্রান বায়ুটি নিজেতে নিয়েছিলাম। তুমি জেনে থাকবে, আমি প্রথম কখন কেঁদেছি, কিভাবে। এই পৃথিবীতে সবথেকে প্রথম তুমি আমায় ভালবেসেছ । আমি যখন সবুজ দেখিনি, অবুঝ কাঁদিনি, তারও আগে থেকে লালন করেছ মমতা, আমার তরে।

শত-কোটিবার তোমাকে জিজ্ঞেস করেছি, এটা কোথায়, ওটা কোথায় ... তুমি অক্লান্ত উত্তর দিয়ে গেছ ... বিনা প্রতিবাদে। আমার প্রতিটি জিনিষের এনসাইক্লোপিডিয়া যেন তুমি! আমার পছন্দের জিন্সটি কবে আমার লাগবে আমার তা জানা নেই, তুমি কিভাবে যেন ঠিকই জান। তুমি হচ্ছ সেই মানুষ, যে আমার থেকেও আমাকে বেশী চেনে। আমার মন খারাপ দেখে তোমাকে দুঃখ পেতে দেখেছি... আমাকে রেগে থাকতে দেখে তোমাকে কাঁদতে দেখেছি। আমার অসুখে-বিসুখে তোমাকে পাশে পেয়েছি..... ঘণ্টার পরে ঘণ্টা যখন আমার অসুস্থ আমার জন্যে ব্যয় করেছ, আমি কৃতজ্ঞ কেঁদে চোখের পানি লুকিয়েছি কতবার সে হয়ত শুধু সৃষ্টিকর্তা জানেন।
তোমার শাসনের প্রতিটি শব্দ যে কতটা মুল্যবান আজ বুঝতে পারি কিছুটা... প্রতিটি শব্দ ছিল আমার কল্যানে। আমার ভালোর জন্যে। সব সব সব আমার! তোমার কি মা? আমিও কি তোমার হতে পারলাম বল? নিয়মের নিষ্ঠুরটায় তোমার বাঁধন ছিঁড়ে এসে পড়েছি দেখ।
http://bdforhad.blogspot.com/images/maa_2
কত বেশি ভালবেসেছ মা? আমি তো তোমায় এতো ভালবাসতে পারিনি! তোমার অসুখে সেবা করিনি রাত জেগে, কষ্ট দিয়েছি, অনেক অনেক কষ্ট দিয়েছি। সব সময় নিজেকে নিয়ে থেকেছি, তোমায় ছেড়ে একা থেকেছি... আজও তোমায় ছেড়ে এতো দূরে চলে এসেছি, তোমাকে একা করে দিয়ে। অপরাধী লাগে, যখন তোমার এতো এতো কিছু দেবার বিনিময়ে কিছুই দিতে না পারার যন্ত্রণা এসে ঘিরে ধরে। যে মুখটা তোমার দেখতে ইচ্ছে করে, সেই তোমার সন্তানের সময় হয়ে ওঠে না তা দেখানোর।
http://bdforhad.blogspot.com/images/maa_3
তুমি হলে সে, যার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, হ্যাঁ, তুমি আমাকে ভালবাস, নিঃস্বার্থ ভাবে, আমৃত্যু... এই বিশাল এক পৃথিবীতে, তুমি সেই একজন, আমার প্রতি যার ভালবাসায় এতটুকুও খাদ নেই...... তোমাকেও কি অতটা ভালবাসতে পেরেছি মা? সত্যি জানিনা, তবে জানো, আমিও তোমাকে অনেক ভালবাসি। মিথ্যে বলিনি মা, আমি জানি আমি মিথ্যে বললে তুমি বুঝতে পারো।

তুমি আমার প্রথম কান্না শুনেছ মা... দেখছ, অনুভব করেছ প্রথম অশ্রুকণা। আমি আজও কাঁদছি, তোমাকে মনে করে। তোমাকে অনেক মিস করছি মা।

তোমাকে কোনোদিন বলা হয়নি কতটা ভালবাসি, জানিনা, হয়ত বলা হবেওনা... তবে আমার ধারণা তুমি জানো...... তুমি যে আমার সবকিছুই জানো।

ভাল থেক মা...... তোমার সন্তান বলছি.....

রবি ধন্যবাদ প্রোগ্রাম

রবি ধন্যবাদ প্রোগ্রাম

551932329ac8f-dhonyobaad-program-final-in-jpeg-form


ধন্যবাদ প্রোগ্রাম সম্পর্কে

 
রবি এমন একটি প্রতিষ্ঠান, যেখানে আমরা সবাই বিশ্বাস করি গ্রাহকরাই আমাদের সকল কর্মকাণ্ডের মধ্যমণি। আমাদের অন্যতম একটি মান হল “গ্রাহক কেন্দ্রস্থতা”, এবং আমাদের গ্রাহকদের সবচাইতে সেরা সেবা প্রদান করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চলমান থাকে। বিগত বছরগুলোতে রবি নিজেকে এমন একটি কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা করেছে, যে নিজের গ্রাহকদের জন্য নতুন সুবিধা ও সেবাসমূহ আনতে প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের গ্রাহকদের খুশি করতে এবং আরও বেশি কিছু প্রদান করার জন্য আমাদের সর্বশেষ  প্রচেষ্টা হল রবি ধন্যবাদ প্রোগ্রাম। যেখানে অন্যরা দীর্ঘদিনের এবং বেশি ব্যবহার করে এমন গ্রাহকদেরকে লক্ষ করছে, সেখানে রবি বিশ্বাস করে যে প্রত্যেক গ্রাহকই কিছু না কিছু পাবার যোগ্য। এই দর্শনটি মাথায় রেখে, আমরা আমাদের গ্রাহকদের ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি যেখানে প্রত্যেক ক্যাটাগরির কিছু নির্দিষ্ট সুবিধা রয়েছে। ক্যাটাগরিগুলো হল- প্লাটিনাম এইস, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ।

ধন্যবাদ গ্রাহক হওার পদ্ধতি

 
সময় নেটওয়ার্কের সঙ্গে গত ৩ মাসে গড় ব্যবহার
(টাকা - সম্পূরক শুল্ক + ভ্যাট ছাড়া)
- < ৩০১ ৩০১ - ৮০০ ৮০১ - ১৮০০ > ১৮০০
< ৩ মাস ব্রোঞ্জ ব্রোঞ্জ ব্রোঞ্জ ব্রোঞ্জ
> ৩ - ১২ মাস ব্রোঞ্জ সিলভার গোল্ড ডায়মন্ড
১৩ - ৩৬ মাস ব্রোঞ্জ গোল্ড ডায়মন্ড প্লাটিনাম
> ৩৬ মাস ব্রোঞ্জ ডায়মন্ড প্লাটিনাম প্লাটিনাম এইস
 
প্রতিটি ক্যাটাগরির প্রযোজ্য নির্দিষ্ট অফার জানতে নিচের লিংকে ক্লিক করুন:
প্লাটিনাম এইস    প্লাটিনাম    ডায়মন্ড   
গোল্ড  সিলভার  ব্রোঞ্জ

শুভ শুক্রবার - রবি

শুভ শুক্রবার - রবি
0888_Oct_15_Robi_1230_ek poisha_Press_7 কর্নেল এক্স 5 ইঞ্চি -01
 
সমগ্র শুক্রবার জন্য কোন লোকাল অপারেটরে, 1paisa / সেকেন্ড উপভোগ করুন, 23 অক্টোবর, 2015


অন্য কোন অপারেটর আছে, যা গ্রাহকের মান / পার্থক্য
 
- শুধু রবি বাংলাদেশ টেলিকম বাজার, ছুটির যেকোনো লোকাল অপারেটরে 1p / 1sec প্রস্তাব করা হয়.


সাধারণ শর্ত
 
- 8666 * 123 # আগে / শুক্রবার * ফ্রি ডায়াল করে ইউএসএসডি শুধুমাত্র বেছে নিতে পারবেন. গ্রাহকরা অক্টোবর 2015 23 জন্য তার 1p / 1sec হার নিশ্চিত করতে ইউএসএসডি কোড ডায়াল উপর একটি তাত্ক্ষণিক SMS বিজ্ঞপ্তি প্রাপ্ত হইবে
, শুক্রবার 1p / 1sec অক্টোবর 2015 এর 23 11:59:59 অপরাহ্ন যাও 12:00:01 টা থেকে ব্যবহার করা যেতে পারে - (শুধুমাত্র এক শুক্রবার).
- 1p / 1sec এফএনএফ এবং / অথবা প্রিয় সংখ্যার জন্য ব্যবহার করা যাবে না
- গ্রাহকদের এই অফারটি উপভোগের, তারপর যারা ​​প্রথম খরচ করা হবে যখন কোনো পূর্ববর্তী বোনাস টক-টাইম / বান্ডিল মিনিট আছে.
- অন্য পরিষেবা হার (এসএমএস, এমএমএস, এবং ইন্টারনেট ইত্যাদি) অপরিবর্তিত থাকবে
- এই অফার এক শুক্রবার (অক্টোবর 2015 23) জন্য বৈধ.
- 3% এসডি এবং 15% ভ্যাট প্রযোজ্য.
 
 বিস্তারিত জানতে দেখুন:  FAQ

শ্রেষ্ঠ কলরেট, নির্বাচিত ডাটা প্যাক এবং বিশেষ কম্বো উপর 100% বোনাস

শ্রেষ্ঠ কলরেট, নির্বাচিত ডাটা প্যাক এবং বিশেষ কম্বো উপর 100% বোনাস

winback_october
 
এই অফার রবি'র সাইলেন্ট শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
 
প্রচারাভিযান স্থিতিকাল
 
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত 23 অক্টোবর, 2015.


শ্রেষ্ঠ কলরেট
 
- গ্রাহকরা টাকা রিচার্জ করতে হবে. 9 বা ৳. এই বিশেষ শুল্ক (শ্রেষ্ঠ কলরেট) উপভোগের জন্য 29
     > যে কোন রবি 0.5 পয়সা / সেকেন্ড (24 ঘন্টা)
     > অন্যান্য অপারেটর (24 ঘণ্টা) 1 পয়সা / সেকেন্ড
- বৈধতা টাকা রিচার্জ করার পর 10 দিন হতে হবে. টাকা রিচার্জ করার পর 9 ও 30 দিন. 29
- যদি কোনো গ্রাহকের টাকা 9 টাকা রিচার্জ না. 29 তারা কোন লোকাল অপারেটরে 16 পয়সা / 10 সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং 50 পয়সা এসএমএস ভোগ করবে.
- এই গ্রাহক অন্য কোন ট্যারিফে মাইগ্রেশন যদি তারা এই অফারের আওতায় বিশেষ শুল্ক সুবিধা পেতে যোগ্য হবে না.

 

বিশেষ কম্বো
 
- টাকা 9. @ কোন রবি নম্বর থেকে 50MB ডাটা (24 ঘন্টা) এবং 1000 এসএমএস (24 ঘন্টা) পেতে হবে এই বিশেষ কম্বো গ্রাহক ইন
- এই কম্বো বৈধতা 10 দিন হয়.
- গ্রাহক 10 দিনের মধ্যে শুধুমাত্র একবার এই কম্বো ক্রয় করতে পারেন .
- * 8666 * 009 # ডায়াল করে কম্বো প্যাক ক্রয় করতে পারবেন গ্রাহক
* পরীক্ষণ ডেটা * 8444 * 88 # এবং রবি-রবি এসএমএস চেক 222 * 10 # -
- এই বিশেষ কম্বো ক্রয় করবে যারা ​​সদস্যবৃন্দ ভোগ করবে বিনামূল্যে প্রার্থনা সময় সতর্কতা , খবর সতর্কতা এবং 1 মাসের জন্য ক্রীড়া সতর্কতা.

 

আনলিমিটেড মেয়াদসহ 100MB ও 250MB উপর 100% বোনাস
 
- 100 মেগাবাইট ও নিয়মিত মাসিক ইন্টারনেট প্যাক শুধুমাত্র এই প্রদত্ত গ্রাহকের জন্য হয় 250 মেগাবাইট এই বিশেষ 100% বোনাস
Tk40 100 মেগাবাইট প্যাক (* 8444 * 100 #) এবং 250 মেগাবাইট প্যাক (* 8444 * 250 #) ৳ তে -. 75. প্যাকের মেয়াদ উভয় 28 দিন
- গ্রাহক উভয় প্যাকগুলি 100% বোনাস (100 মেগাবাইট এবং 250 মেগাবাইট) আনলিমিটেড মেয়াদ ভোগ করবে
- গ্রাহক প্রচারণা মধ্যে যতটা সম্ভব অনেকবার এই প্যাক কিনতে পারেন
- গ্রাহক 100% বোনাস পাবেন প্যাকগুলি ক্রয় 72 ঘন্টার মধ্যে.

 

অন্যান্য শর্ত
 
-. সর্বশেষ 60 দিন বা তার বেশী সময় তার / তার নম্বর ব্যবহার করা হয় নি যারা ​​নীরব গ্রাহকদের হিসাবে গণ্য করা হবে (পোস্টপেইড, এসএমই, উদ্যোক্তা, কর্পোরেট, ইজিলোড ছাড়া) রবি প্রিপেইড গ্রাহকদের
- সাইলেন্ট গ্রাহকদের কোনো বহির্গামী কল সঙ্গে পুনরায় সক্রিয় করা যেতে পারে, এসএমএস অথবা অন্য কোন রাজস্ব উৎপাদিত তাদের নীরব Sims থেকে কার্যক্রম.
- গ্রাহকদের নিম্নলিখিত বিন্যাসে যে কোন রবি নম্বর থেকে বিনামূল্যে এসএমএস পাঠাতে পারেন, যোগ্যতা যাচাই করতে: একটি (স্পেস) 018XXXXXXXX 8050. করতে
- + এসডি ভ্যাট জন্য প্রযোজ্য

Super বন্ধ connection offer!! মাত্র ১৯ টাকা রিচার্জ করলেই পাবে আধা পয়সা/সেকেন্ড airtel এ, Unlimited Talktime Bonus আর ৩ GB FREE Internet!!

Super বন্ধ connection offer!! মাত্র ১৯ টাকা রিচার্জ করলেই পাবে আধা পয়সা/সেকেন্ড airtel এ, Unlimited Talktime Bonus আর ৩ GB FREE Internet!!
Ei ঈদ-ই Bondho সংযোগ ই আনলিমিটেড kothaar অবিরাম জানান !!
শুধু Tk.19 রিচার্জ এবং উত্তেজনাপূর্ণ সুবিধা ভোগ:
  • আনলিমিটেড টকটাইম বোনাস
  • 3GB ফ্রি ইন্টারনেট
  • অন্যান্য সংখ্যায় এয়ারটেল এ 0.5paisa / সেকেন্ড এবং 1paisa / সেকেন্ড
  • ফ্রি টুইটার এবং উইকিপিডিয়া
  • প্রস্তাব ডায়াল * 222 * 2 # পরীক্ষা করুন
বিশদ বিবরণ দেয়:
  • যোগ্য গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে Tk.19 রিচার্জ করতে হবে
  • এয়ারটেল-এয়ারটেল টক সময় গ্রাহকদের প্রতি 5 মিনিট 1 মিনিট বোনাস এয়ারটেল-এয়ারটেল টক সময় পাবেন
  • অন্যান্য লোকাল নম্বরে সব এয়ারটেল নম্বর 0.5paisa / সেকেন্ড হারে এবং 1paisa / সেকেন্ড
  • 3 গিগাবাইট ইন্টারনেট বোনাস 3 সমান মাসিক কিস্তিতে দেওয়া হবে
  • অন্তত Tk.30 এর ভয়েস ইউসেজে 2 পেতে প্রযোজ্য হবে ND  এবং 3 Rd  মাস ইন্টারনেট বোনাস
  • ইন্টারনেট কোনো শর্ত ছাড়া দিনে 24 ঘন্টা উপভোগ করা যাবে
  • ইন্টারনেট বোনাস এবং হার বৈধতা 30 দিন হতে হবে
  • বিবরণ (ফ্রি) ডায়াল জন্য 1212