"মা" কে নিয়ে লেখা অসাধারণ একটি কবিতা ।

"মা" কে নিয়ে লেখা অসাধারণ একটি কবিতা ।




মা তুমিও চলে গেলে 

                       - মুহাম্মদ ওয়াহিদ সাদিক 



মা হারানোর পর জীবন এলোমেলো,

জীবনে যা সুখ ছিল, তাও গেল।

তোমায় হারিয়ে মা, জীবন স্বাধীন,

নেই বাধাধরা, কেউ করে না কোন কিছুতেই মানা,

কোন কিছু দিয়ে শোধ হবে না মা !

তোমার ঋণ।



শেষবারের মত দেখি আমি,

তোমার নূরাণী মুখ একনজরে,

আজ তুমি আমায় একা ফেলে,

আমায় ছেরে কেন গেলে মরে।



ভাবলাম মা, তোমায় হারাবো,

অনেক পরে,

কপালের লিখন,

তবুও তুমি গেলে অনেক আগেই মরে !



“মানুষ মরণশীল”

তুমিও চলে গেলে মা; বরাবরের মত,

হৃদয় মাঝে, দুঃখ সাজে,

সৃষ্ট হাজারো ক্ষত !



একটু কিছু দিন থেকে যেতে,

আমি দোয়া নিতাম মাগো দুহাত পেতে,

কেনইবা থাকলে না এই অল্প সময়,

তুমি চলে গেলে মা, মুছবেই এই ক্ষয়...। 


বিঃদ্রঃ- সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন,

আল্লাহ্‌ যেন তাকে বেহেশত নছিব করে।






যে কোন ভাষার ওয়েব সাইট কে ইংলিশে ট্রান্সলেশন করুন

যে কোন ভাষার ওয়েব সাইট কে ইংলিশে ট্রান্সলেশন করুন
আমাদের ভাষা বাংলা।কিন্তু প্রিথিবীতে অনেক ভষার ওয়েব সাইট রয়েছে কিন্তু আপনি যদি ঐ ভাষা না বোঝেন তাহলে কি করবেন? চিন্তাকরবেন না। এই ভেবে গুগোল তৈরি করেছে Translate। এর মাধ্যমে আপনি কোন ভাষা থেকে ইংলিশ বা অন্নান্য ভাষায় রুপান্তর করতে পারবেন। যেমনঃ আরবি থেকে ইংলিশ। আবারস ইংলিশ থেকে অন্নন্য ভাষায় রুপান্তর করতে পারবেন। 
লিঙ্কটি জানার জন্যে এখানে ক্লিক করুন

ফেসবুক লাইক পাওয়ার সহজ উপায় (গ্যারান্টেড)

ফেসবুক লাইক পাওয়ার সহজ উপায় (গ্যারান্টেড)
আমরা অনেকেই হয়তো ফেসবুক বিভিন্ন ধরনের পেজ খুলে থাকি কিন্তু লাইক পাইনা।
তাই টিউনার পেজের বন্ধুদের জন্য  আমার এ ক্ষুদ্র টিউন।
প্রথমে একটি মেয়ের নাম দিয়ে সুন্দর ছবি দিয়ে ফেক একাউন্ট খুলুন। দেখবেন কয়েকদিনের মধ্যে
৪০০০-৫০০০ হাজার ফ্রেন্ড হয়ে গেছে।
তারপর ওই মেয়েকে আপনার পেজের এডমিন বানিয়ে ফেলেন।
এরপর সকল ফ্রেন্ড কে একসাথে ইনভাইট করুন এই ভাবে>
প্রথমে ওই মেয়ের FB একাউন্টে লগইন করে আপনার ওই পেজে যান>
ফায়ারফক্স এর Tools মেনুতে ক্লিক করুন>Add-ons এ ক্লিক করুন> সার্চ বারে লিখুন CheckFox
লিখুন Enter দিয়ে ফলাফল এর মধ্যে CheckFox এর Install  এ ক্লিক করুন।
ইন্সটল হওয়ার পর ব্রাউজার রিস্টার্ট দিন।
তারপর ওই পেজে যেয়ে নিছের ছবির মতো করুন
এরপর যে উইন্ডোটি খুলবে সেখান থেকে Recent interactions এ ক্লিক করে Search All Friends  এ ক্লিক করুন
Ctrl+A চাপুন সব সিলেক্ট হলে মাউসের রাইট বাটন চেপে Check সিলেক্ট করুন>
এরপর সাবমিট বাটন চাপুন ব্যাস আপনার কাজ শেষ।