বাংলাদেশের নায়িকা ববির বিপরীতে ‘মালটা’ ছবিতে অভিনয় করছেন বলিউড
অভিনেতা ভাটশাল শেঠ। ইফতেখার চৌধুরীর পরিচালনায় এখন ছবিটির শুটিং চলছে। গত
১৬ নভেম্বর শুটিং শুরু হয় ছবিটির। আগামী ২৭ নভেম্বর ছবিটির শুটিং শেষ হবে
বলে জানিয়েছেন পরিচালক।
আরেক বলিউড অভিনেতা গুলশান গ্রোভার ছবিটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশ ও ভারতের আরো অনেক শিল্পী। ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান ভাটশাল।
ছবিটি সম্পর্কে নায়িকা ববি এনটিভি অনলাইনকে বলেন, ‘যাঁরা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং যাঁদের ছবি সারা বিশ্ব দেখছে, তাঁদের কাছ থেকে আমাদের শেখার আছে। বিশ্বমানের ইউনিটের সঙ্গে কাজ করে নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে পারব বলে মনে হয়। আমি কাজ শুরুর আগে অনুশীলন করেছি। আশা করি কাজটি ভালো হবে।’
ছবিটির সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন ‘চাক দে ইন্ডিয়া’র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এর নৃত্য পরিচালক আদিল শেখ।
ছবিরি পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘ছবিটিতে একসঙ্গে তিন ভাষায় সংলাপ থাকবে। ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি সংলাপ থাকবে মালটার স্থানীয় ভাষায়। তবে ছবিটির প্রায় ৯০ শতাংশ শুটিং হবে মালটায়। এরই মধ্যে ছবির শুটিং অনেকখানি শেষ হয়েছে। গানের শুটিং চলছে এখন। ছবির গল্পটা এখনই বলছি না। তবে টান টান উত্তেজনা নিয়ে দর্শক ছবিটি উপভোগ করবেন।’
আরেক বলিউড অভিনেতা গুলশান গ্রোভার ছবিটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশ ও ভারতের আরো অনেক শিল্পী। ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান ভাটশাল।
ছবিটি সম্পর্কে নায়িকা ববি এনটিভি অনলাইনকে বলেন, ‘যাঁরা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং যাঁদের ছবি সারা বিশ্ব দেখছে, তাঁদের কাছ থেকে আমাদের শেখার আছে। বিশ্বমানের ইউনিটের সঙ্গে কাজ করে নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে পারব বলে মনে হয়। আমি কাজ শুরুর আগে অনুশীলন করেছি। আশা করি কাজটি ভালো হবে।’
ছবিটির সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন ‘চাক দে ইন্ডিয়া’র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এর নৃত্য পরিচালক আদিল শেখ।
ছবিরি পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘ছবিটিতে একসঙ্গে তিন ভাষায় সংলাপ থাকবে। ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি সংলাপ থাকবে মালটার স্থানীয় ভাষায়। তবে ছবিটির প্রায় ৯০ শতাংশ শুটিং হবে মালটায়। এরই মধ্যে ছবির শুটিং অনেকখানি শেষ হয়েছে। গানের শুটিং চলছে এখন। ছবির গল্পটা এখনই বলছি না। তবে টান টান উত্তেজনা নিয়ে দর্শক ছবিটি উপভোগ করবেন।’