১০টি সেরা ফ্রি লোগো তৈরির ওয়েবসাইট সম্পর্কে জেনে রাখুন। Best Web Sites To Create Free Logo 2023

 ১০টি সেরা ফ্রি লোগো তৈরির ওয়েবসাইট সম্পর্কে জেনে রাখুন। Best Web Sites To Create Free Logo 2023

আপনার ব্যবসার ওয়েবসাইটের জন্য একটি লোগো ডিজাইন করা ব্যয়বহুল হতে পারে তাই কিছু বিন্যামূল্যের সাইট উল্লেখ করা হল।


আপনি যদি  আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল অথবা সোস্যাল মিডিয়ার জন্য ফ্রিতে লোগো বানাতে চান বা খুব সহজে লোগো বানাতে চান তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য।  (5 Best Free Logo Maker Websites)

ইন্টারনেটের মাধ্যমে যেসব লোগো ডিজাইন অথবা লোগো তৈরি করার যেসব ওয়েবসাইট গুলি পেয়ে থাকি তা বেশির ভাগ লোগো ডিজাইন করতে গেলে টাকা নিয়ে থাকে। এরমধ্যে কিছু ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে ফ্রিতে লোগো বানাতেও পারবেন। ফ্রিতে অনেক ওয়েবসাইট থেকে লোগো বানাতে পারলেও তা বেশির ভাগ ভালো দেখতে হয় না অথবা লোগোটির কোয়ালিটি এবং রিসোলিউশন অনেক কম হয়ে থাকে।


১. Online Logo Maker -ফ্রি অনলাইন লোগো মেকিং ওয়েবসাইট

প্রথমেই জানব onlinelogomaker.com ওয়েবসাইট সম্পর্কে। এই সাইটের নামই হলো অনলাইন লোগো মেকার যা নামটি শুনলেই বোঝা যায় এটি একটি অনলাইনে লোগো তৈরির ওয়েবসাইট। আপনি যদি কিছু সময়ের মধ্যে ও খুব সহজে লোগো ডিজাইন করতে চান তাহলে খুব সহজে নিজের লোগো বানিয়ে নিতে পারবেন ফিতে এই সাইট দিয়ে। এই সাইটের মাধ্যমে অনলাইনে লোগো তৈরি করার জন্য আপনাকে বেশি অভিজ্ঞতার দরকার হবে না।

Online Logo Maker এর মাধ্যমে যেকোন ক্যাটাগরি আছে সেখান থেকে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন বা সিম্বল নিয়ে আপনি খুব সহজে আপনার পছন্দের ডিজাইন করে লোগো তৈরি করে নিতে পারবেন। চাইলে প্রতিটি সিম্বলকে নিজের মত করে কাস্টোমাইজ করে নিতে পারবেন।


২. Wix Logo Maker

Wix লোগো নির্মাতা উভয় জগতের সেরা প্রদান করে: কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য একটি লোগো টেমপ্লেট তৈরি করবে। তারপরে আপনি আপনার ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে প্রায় প্রতিটি একক দিক কাস্টমাইজ করতে পারবেন - রঙ থেকে ফন্ট, পাঠ্য এবং আকার।

সেরা অংশ? আপনি শুধুমাত্র বিনামূল্যের জন্য একটি কাস্টম-সুদর্শন লোগো পাচ্ছেন না, তবে আপনি এটির জন্য সম্পূর্ণ বাণিজ্যিক অধিকারও পাবেন (অর্থাৎ আপনি লাইসেন্সটি কার কাছে রয়েছে তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে ব্যবসা এবং লাভের জন্য এটি ব্যবহার করতে পারেন)। এমনকি আপনি আপনার লোগোর সোর্স ফাইল (SVG ফরম্যাটে) ডাউনলোড করতে পারেন যাতে আপনি এটিকে ব্যবসায়িক কার্ড থেকে টি-শার্ট পর্যন্ত সবকিছুতে রাখতে পারেন।

লোগো মেকার অ্যাক্সেস করতে আপনাকে Wix এর সাথে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিন্তু রূপালী আস্তরণ হল যে এটি আপনাকে তাদের ব্যবসার নাম জেনারেটর এবং ওয়েবসাইট বিল্ডিং টুলে অ্যাক্সেস দেবে। তাই এটি একেবারে নতুন ব্যবসার জন্য নিখুঁত ওয়ান-স্টপ-শপ।


৩. Squarespace -ফ্রি লোগো ডিজাইন ওয়েবসাইট

তৃতীয়ত জানব squarespace.com ওয়েবসাইট সম্পর্কে। স্কয়ারস্পেস ওয়েবসাইটটি হলো আমেরিকান ওয়েব বিল্ডিং এবং হোস্টিং কোম্পানীর ওয়েবসাইট। স্কয়ারেস্পেস ওয়েবসাইট তাদের ব্যবহারকারীদের জন্য লোগো ডিজাইন করার জন্য একটি অপশন দিয়ে রেখেছে যার সাহায্যে চাইলে আপনিও ফ্রিতে লোগো ডিজাইন করে নিতে পারবেন।  এই লোগো ডিজাইন করার জন্য আপনাকে তাদের ওয়েবসাইটে একটি একাউন্ট থাকার কোন দরকার নেই।

Squarespace ওয়েবসাইটের মাধ্যমে লোগো ডিজাইন দ্রুত করে নিতে পারবেন। এখানে লোগোর রং বা আপনার প্রতিষ্ঠানের নামের স্টাইল করে নিতে পারবেন।


৪. Zyro

জাইরো একটি বিনামূল্যের লোগো প্রস্তুতকারক যা সরলতাকে গুরুত্ব সহকারে নেয়। শুরু করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বা কোনো অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে না।

প্রথমে আপনার ব্র্যান্ডের নাম এবং ট্যাগলাইন টাইপ করুন। দ্বিতীয়ত, আপনি আপনার লোগোর ভিত্তি তৈরি করতে চান এমন আকৃতি চয়ন করুন। আপনি হাজার হাজার বিকল্প থেকে চয়ন করতে পারেন; শুধু একটি কীওয়ার্ড টাইপ করুন এবং এগিয়ে যান। অবশেষে, আপনি আপনার লোগো সামঞ্জস্য করতে পারেন। আপনার নাম এবং ট্যাগলাইন রাখুন তবে আপনি আকারের সাথে সম্পর্কিত, শব্দের ফন্ট, রঙ এবং আকার পরিবর্তন করুন। আপনার হয়ে গেলে, PNG ডাউনলোড করুন এবং আপনার ওয়েবসাইট থেকে আপনার বিজনেস কার্ড পর্যন্ত যে কোনো জায়গায় ব্যবহার করুন।

৫. Canva -ফ্রি লোগো ডিজাইন

পঞ্চমে জানব canva.com ওয়েবসাইট সম্পর্কে। ক্যানভা ওয়েবসাইট অত্যন্ত পাওয়ারফুল মাল্টিপারপাস ডিজাইন বা ফটো এডিটিং ওয়েবসাইট। এই সাইটটি অনেক অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এই সাইট দিয়ে শুধু মাত্র লোগো ডিজাইন নয়, পাশাপাশি অনেক ধরনের কাজ করে নিতে পারবেন। এই সাইটটি অনলাইনের মাধ্যমে ডিজাইন করার জন্য অনেক জনপ্রিয় একটি সাইট। এখানে বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন তৈরি করা যায়। তবে আপনি আপনি এই সাইটে গিয়ে লোগো ডিজাইন অপশন থেকে অনেক সহজে লোগো তৈরি করে নিতে পারবেন।


৬. Graphic Springs

তালিকার অন্যান্য লোগো নির্মাতাদের মতো, গ্রাফিক স্প্রিংস একাধিক বিভাগে বেছে নেওয়ার জন্য বিভিন্ন টেমপ্লেটের বৈশিষ্ট্য রয়েছে। আপনার ব্যবসার নাম এবং ট্যাগলাইন লিখুন, আপনার ছবির বিভাগ নির্বাচন করুন, আপনার লোগো বাছাই করুন এবং সহজেই সম্পাদনা করুন। নতুন বা জনপ্রিয় লোগোর মাধ্যমে আপনার বিকল্পগুলি ফিল্টার করুন।

আপনি যদি আপনার লোগো ডিজাইনের সাথে একটু বেশি সৃজনশীল স্বাধীনতা চান, তাহলে আকার এবং প্রতীকগুলি দিয়ে শুরু করুন, অথবা আপনার লোগোটিকে কিছুটা আলংকারিক স্পর্শ দিতে সেগুলি ব্যবহার করুন৷ যদিও সফ্টওয়্যারটি ব্যবহার করার জন্য বিনামূল্যে, তবে আপনার চূড়ান্ত নকশাটি PNG, SVG বা JPG হিসাবে ডাউনলোড করতে এটির খরচ $19.99৷ যাইহোক, আপনি যদি ভবিষ্যতে পরিবর্তন করতে চান তবে এটি সীমাহীন সম্পাদনা এবং ডাউনলোডের সাথে আসে।


৭. Tailor Brands

টেইলর ব্র্যান্ডস হল একটি শক্তিশালী অল-ইন-ওয়ান গ্রাফিক ডিজাইন টুল যা আপনাকে আপনার ব্যবসার জন্য একটি কাস্টম এবং অনন্য লোগো ডিজাইন করতে সাহায্য করবে। লোগো তৈরির প্রক্রিয়াটি একটি কুইজের উপর ভিত্তি করে যেখানে আপনাকে আপনার ব্র্যান্ড, শিল্প এবং পছন্দ সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কুইজ সম্পূর্ণ করলে, আপনি আপনার লোগোটি কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন করবেন। টেইলর ব্র্যান্ডগুলি আপনাকে কিছু বিকল্প বিকল্প সরবরাহ করবে যাতে আপনি যা পছন্দ করেন তা চয়ন করতে পারেন বা আপনার লোগোটি কাস্টমাইজ করতে পারেন যতক্ষণ না আপনি এতে খুশি হন।

এর থেকেও বেশি, আপনি সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনগুলির জন্য ব্যবহারের জন্য প্রস্তুত গ্রাফিক্স পাবেন। অবশেষে, একবার আপনার কাজ শেষ হয়ে গেলে, আপনি উচ্চ-মানের, ভেক্টর, SVG, বা EPS ফাইলগুলি ডাউনলোড করতে পারেন যা আপনি আপনার ওয়েবসাইট, ব্যবসায়িক কার্ড বা পণ্যদ্রব্যের জন্য সম্পূর্ণ বাণিজ্যিক অধিকার অন্তর্ভুক্ত করে ব্যবহার করতে পারেন।


৮. Ucraft -ফ্রি লোগো তৈরির ওয়েবসাইট

চথুর্তে জানব ucraft.com ওয়েবসাইট সম্পর্কে। উক্রাফ্ট ডট কম ওয়েবসাইটটিও লোগো তৈরি করার জন্য জনপ্রিয় একটি সাইট। এই ওয়েবসাইট দিয়েও সুন্দর করে লোগো ডিজাইন করে নিতে পারবেন।

এই সাইটে আপনি বিভিন্ন আইকন বা সেপস পেয়ে যাবেন। আপনি চাইলে এই আইকন বা সেপস দিয়ে অথবা স্টাইলিস শব্দের মাধ্যমে ক্রিয়েটিভ একটি লোগো তৈরি করে নিতে পারবেন।

৯. Free Logo Design

বিনামূল্যের লোগো ডিজাইন আপনার খরচ-মুক্ত লোগো তৈরি করা সহজ করে তোলে। শুধু আপনার কোম্পানির নাম টাইপ করুন, ২০টি বিভিন্ন বিভাগ থেকে বেছে নিন, অ্যাপ্লিকেশনটি হাজার হাজার বিনামূল্যের লোগো টেমপ্লেটের পূর্বরূপ দেখাবে। রঙ, আকৃতি এবং ফন্টে আপনার নিজস্ব কাস্টম পরিবর্তন করুন এবং আপনার ডিজাইন বিনামূল্যে ডাউনলোড করুন। আপনি যদি পরে আপনার লোগোতে একটু বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি আপনার লোগোটির একটি উচ্চ-রেজোলিউশন সংস্করণ ডাউনলোড করতে পারেন।


১০. Hatchful By Shopify -ফ্রি লোগো তৈরির ওয়েবসাইট

দ্বিতীয়ত জানব hatchful.shopify.com ওয়েবসাইট সম্পর্কে। এই সাইটটি হলো শপিফায়ের ওয়েবসাইটের একটি ইন্টিগ্রেটেড সাইট শপিফায় নামে ই-কমার্স ওয়েবসাইট, এই ই-কমার্স সাইটের লোগো ডিজাইন করার জন্য তৈরি করা। তবে শুধু শপিফায় ব্যবহারকারীই নয় চাইলে আপনিও এই লোগো ডিজাইন করে ওয়েবসাইটি ব্যবহার করে নিজের পারসোনাল লোগো ডিজাইন করতে পারবেন একদম ফ্রিতে।

এই সাইটেও বিভিন্ন ক্যাটাগরি আছে এখান থেকে আপনি আপনার মত করে নিজের জন্য লোগো তৈরি করে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে লোগোর স্টাইল রং পরিবর্তন করে অল্প সময়ের মধ্যে লোগো তৈরি করতে পারবেন।

১০টি সেরা গুগল ক্রোম এক্সটেনশন সম্পর্কে জানুন এবং সেরা গুগল ক্রোম এক্সটেনশনের কালেকশন।

১০টি সেরা গুগল ক্রোম এক্সটেনশন সম্পর্কে জানুন এবং সেরা গুগল ক্রোম এক্সটেনশনের কালেকশন।


ইন্টারনেট চালনার জন্য যত গুলি ওয়েবব্রাউজার আছে তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত বা জনপ্রিয় হল গুগল ক্রোম (Google Chrome) ইন্টারনেট ব্রাউজার। এই ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের সুবিধা ভোগ করার জন্য আমাদের অনেক সময় বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করতে হয়। তার মধ্যে আজকে ১০টি এক্সটেনশন সম্পর্কে বলব যেগুলো ব্যবহারে আপনি অনেক সুবিধা নিতে পারেন।

ইন্টারনেট এক্সটেনশন কি?

ইন্টারনেট এক্সটেনশন হলো আপনি যে ব্রাউজারের মাধ্যমে নেট ব্যবহার করছেন তারই মাধ্যমে কোন প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে সুবিধা নেওয়া। এই ইন্টারনেট এক্সটেনশনকে প্লাগইনও বলা যেতে পারে। আরেকটু বুঝিয়ে বলতে- আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন গুগল প্লে স্টোর থেকে যেসব এপস ডাউনলোড করে যেসব সুবিধা নিয়ে থাকেন বা কম্পিউটারে যেসব সফটওয়্যারের সাহায্যে যেসব সুবিধা নিয়ে থাকেন তারই মত করে ইন্টারনেট ব্রাউজারের মধ্যে এক্সটেনশন বা প্লাগইন এর সাহায্যে কোন প্রোগ্রাম যুক্ত করে কোন কাজে বা দরকারে ব্যবহার করাকে বুঝায়। এই প্রোগ্রাম যুক্ত করে আপনার ইন্টারনেটের কার্যক্ষমতা বৃদ্ধি করে নিতে পারবেন। মূলত কথা হলো এক্সটেশনের মাধ্যমে ইন্টারনেটের বিশেষ বিশেষ কাজের সুবিধা নেওয়া।

তবে চলুন কথা না বাড়িয়ে ১০টি সেরা গুগল ক্রোম এক্সটেনশন (Google chrome extension) সম্পর্কে নেইঃ

১. Grammarly -বেস্ট গুগল ক্রোম এক্সটেনশন

প্রথমেই জানবো Grammarly এক্সটেনশন সম্পর্কে। গ্রামারলি এক্সটেনশন হল অনলাইনে লেখালেখি করার সময় ভুল সংশোধন করে দেওয়ার মত সুবিধা। যে ডিজিটাল রাইটিং এসিস্টেন্ট টুল অথবা ল্যাংগোয়েজ স্পেলিং চেকিং এক্সটেনশন। আপনি যদি ইংলিশে কোন কিছু লিখেন অনলাইনে তখন আপনার ইংলিশ বানানটি ভুল কিনা তা ধরিয়ে দিবে লাল চিহ্নের মাধ্যমে। আমরা যারা বাঙ্গালী আছি আমাদের মাতৃভাষা হল বাংলা। আমরা যখন ইংলিশ লিখি তখন আমাদের বানান বা লেখার লাইনটি অনেক সময় সঠিক হয়ে থাকে না, তখন আমরা এই এক্সটেনশনটির মাধ্যমে আমাদের ইংলিশের লেখাটি সঠিক করে নিতে পারি।

২. Poper Blocker -দরকারী গুগল ক্রোম এক্সটেনশন

দ্বিতীয়তে জানবো Poper Blocker এক্সটেনশন সম্পর্কে। আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কোন ওয়েবসাইট ভিজিট করি তখন ওই সাইটের কোন লিংকে বা অপশনে ক্লিক করলে দেখতে পাবেন ওই পেইজটি ওপেন না হয়ে অন্য একটি পেজে গিয়ে ট্যাব আকারে পেইজটি ওপেন হচ্ছে যেটাকে আমরা পপ আপ বলে থাকি। এই সমস্ত পপআপ ওপেন হলে প্রায় সময় আমাদের ডিভাইসে ক্ষতিকারক ভাইরাসও ওপেন হয়ে প্রবেশ করে যেতে পারে। Poper Blocker এক্সটেনশনটি আমাদের সেই জামেলা থেকে মুক্তি দিয়ে থাকে। কোন ভাইরাস বা অবাঞ্চিত পপআপ যাতে না হয় সেদিকে এই এক্সটেনশন খেয়াল রাখে।

৩. Touch VPN -প্রয়োজনীয় গুগল ক্রোম এক্সটেনশন

তৃতীয়ত জানবো Touch VPN এক্সটেনশন সম্পর্কে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ভিপিএন এর সাথে প্রায় কমবেশি সবাই পরিচিত হয়ে আছি, অল্প কথায় বুঝাতে ভিপিএন হলো আপনি যেখান থেকে ইন্টারনেট ব্যবহার করছেন সেই জায়গাটির নাম ইন্টারনেট চিনে থাকে বা তার কাছে তথ্য থাকে। আপনি যখন ভিপিএন ব্যবহার করবেন তখন চাইলে আপনার জায়গাটি বা লোকেশনটি পরিবর্তন করে নিতে পারেন। ভিপিএন এর পুরো নাম হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা Virtual private network।

আপনি গুগল ক্রোম এক্সটেনশন Touch VPN ব্যবহার করে আপনার আইপি এড্রেস পরিবর্তন করে নিতে পারেন যা ফ্রিতে এই সুবিধা নিতে পারেন।

৪. LastPass -ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার এক্সটেনশন

চথুর্ততে জানবো LastPass (Free Password Manager) এক্সটেনশন সম্পর্কে। আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোস্যাল মিডিয়া বা ওয়েবসাইট ব্যবহার করার সময় পাসওয়ার্ড দিয়ে থাকি যা অনেকের ক্ষেত্রে অনেক অনেক একাউন্ট হয়ে থাকে। আর সবগুলো একাউন্টের পাসওয়ার্ড মনে রাখার মত হয়ে উঠে না। LastPass হল ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার যা আপনার সমস্ত অনলাইন একাউন্ট পাসওয়ার্ড স্টোর বা সেভ করে রাখতে সাহায্য করবে। এটি জিরো নলেজ পলিসি থাকার কারণে আপনার পাসওয়ার্ড ও প্রয়োজনীয় ডাটা গুলি অনেক সিকিউর বা সিকিউরিটি দিয়ে থাকে যা লাস্ট পাস নিজেও তা দেখতে পারেনা।

৫. Click & clean -ব্রাউজিং হিস্টোরি ডিলেট এক্সটেনশন

চথুর্ততে জানবো Click & clean এক্সটেনশন সম্পর্কে। Click and clean খুবই দরকারী একটি এক্সটেশন। এটি দিয়ে আপনি একটি ক্লিকেই ব্রাউজার থেকে সমস্ত কুকি, ইউআরএল, ডাউনলোড বা ব্রাউজিং হিস্টোরি ডিলেট করে দিতে পারবেন। আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কাজ করেন তখন আপনার এই ব্রাউজারে বিভিন্ন কুকি জমে থাকে এই হিস্টোরি গুলি আপনি খুব সহজে এই এক্সটেনশনের মাধ্যমে ডিলিট করে দিতে পারবেন। এটির মাধ্যমে আরো অনেক ধরনের সুবিধা নিতে পারবেন।

৬. Google Input Tool -গুগল ল্যাংগুয়েজ টুল এক্সটেনশন

চথুর্ততে জানবো Google Input Tool এক্সটেনশন সম্পর্কে। গুগল ইনপুট টুল হল গুগলের নিজস্ব টাইপিং টুল। এটির মাধ্যমে আপনি অনেক ভাষায় লিখতে পারবেন। যারা অনলাইনে বিভিন্ন ভাষায় লিখতে চান বা আপনার যদি বাংলা লেখার মত সফটওয়্যার না থাকে তাহলেও এই Google Input Tool এক্সটেনশনটি কাজে দিবে। আপনি খুব সহজে এটি মাধ্যমে অনলাইনে লিখতে পারবেন।

৭. Volume Master -সাউন্ড ভলিউম এক্সটেনশন

চথুর্ততে জানবো Volume Master এক্সটেনশন সম্পর্কে। Volume Master নামটি শুনেই কিছুটা বুঝতে পেরেছেন এটির কাজ কি হতে পারে। এই এক্সটেনশন দিয়ে ফেসবুক, ইউটিউব বা যেকোন সোস্যাল মিডিয়ার মাধ্যমেই হোক না কেন আপনি যদি কোন মিউজিক শুনে থাকেন বা অডিও শুনে থাকেন, এটি ব্যবহার করার মাধ্যমে আপনি সাউন্ডগত প্রবলেম সমাধান করতে পারবেন। যেমন কোন সাউন্ডকে যদি বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন কমাতে চাইলেও কমাতে পারবেন। অনেক সময় দেখা যায় কারো লেপটপে সাউন্ড কম হয় সেক্ষেত্রে এই এক্সটেনশনের মাধ্যমে সমাধান করে নিতে পারবেন।

৮. Honey -কোপন কোড সংগ্রহ এক্সটেনশন

চথুর্ততে জানবো Honey এক্সটেনশন সম্পর্কে। Honey এক্সটেনশনটি হলো কুপন কোড ফাইন্ডার। আপনি যদি অনলাইনে কেনাকাটা করে থাকেন, দেখবেন অনেক বড় বড় অনলাইন প্রতিষ্ঠান কুপন কোড এর মাধ্যমে আপনার প্রোডাক্টের টাকা ডিসকাউন্ট করে দেয়। আপনি এই কোপন কোড গুলো সংগ্রহ করা অনেক সময় দূরহ হয়ে থাকে। আপনার কোপন কোড গুলো Honey এক্সটেনশনটি অটোমেটিক খুঁজে তা প্রোডাক্টের সাথে যুক্ত করে দেয় আর আপনি বিভিন্ন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক ইত্যাদি পেয়ে যাবেন। Honey গুগল ক্রোম এক্সটেনশন প্রায় সমস্ত জনপ্রিয় ই-কমার্স সাইট বা অনলাইন স্টোর গুলিতে সাপোর্ট করে থাকে।

৯. Loom for Chrome -স্ক্রিন রেকর্ডিং এক্সটেনশন

চথুর্ততে জানবো Loom for Chrome এক্সটেনশন সম্পর্কে। এই Loom for Chrome এক্সটেনশনের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। আপনার কম্পিউটারের  স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এটি একটি ফ্রি এক্সটেনশন যা দিয়ে স্ক্রিন রেকর্ড ও সাথে ওয়েবক্যামও ক্যাপচার করা যায়। আপনি যদি কোন টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান বা কোন কিছু আরোকে ভিডিও আকারে স্টেপ বাই স্টেপ হিসেবে ভিডিও তৈরি করে দেখাতে চান তাহলে এই ফ্রি এক্সটেনশনটি আপনার অনেক উপকারে লাগবে।

১০. Checker Plus for Gmail -জিমেইল টুল এক্সটেনশন

চথুর্ততে জানবো Checker Plus for Gmail এক্সটেনশন সম্পর্কে। এটি জিমেইল নোটিফিকেশন টুল এক্সটেনশন। আমরা সবাই জিমেইল ব্যবহার করে থাকি। এর মধ্যে যদি কারো কারো জিমেইল ব্যবহার বেশি বেশি হয়ে থাকে বা কারো যদি বেশি বেশি মেইল এসে থাকে তাহলে আপনি এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। কারণ এটির মাধ্যমে আপনাকে বার বার জিমেইল ওপেন করতে হবে না। এই এক্সটেনশনটির মাধ্যমে সহজেই মেইল পড়তে বা মেইল ডিলেট করতে পারবেন জিমেইল ওপেন করা ছাড়াই। আরো সুবিধা হল জিমেইলে আসা মেইলগুলোর নোটিফিকেশনও পেয়ে যাবেন যা আপনাকে খুব সহজেই পড়তে বা জানতে সহজতর হবে।

আশা করি গুগল ক্রোমের ১০টি সেরা গুগল ক্রোম এক্সটেনশন সম্পর্কে জানতে পারলেন। 

 সেরা গুগল ক্রোম এক্সটেনশনের কালেকশন। 

Adblock Plus | সেরা গুগল ক্রোম এক্সটেনশন


Adblock Plus: ইন্টারনেটে ব্রাউজিং করার সময়, ইউটিউবে ভিডিও দেখার সময়, ফেসবুক চালানোর
 সময় হটাত করে বিজ্ঞাপন চলে আসলে খুব বিরক্ত লাগে আমাদের। এই বিরক্তিকর 
বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে হলে এখনি গুগল ক্রোমের Adblock Plus এই গুগল ক্রোম এক্সটেনশন ইন্সটল করে নিলেই ঝামেলা শেষ। আপনার গুরুত্বপূর্ণ মুহূর্তে আর 
বিজ্ঞাপন নিয়ে টেনশন করতে হবে না । (যদিও ব্যক্তিগতভাবে আমি অ্যাড ব্লক গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহারের বিপক্ষে, কারণ বিজ্ঞাপন না থাকলে ওয়েবসাইট থেকে আয় কমে আসবে)

Alexa Traffic Rank | গুগল ক্রোম এক্সটেনশন



Alexa Traffic Rank: এই গুগল ক্রোম এক্সটেনশনটির মাধ্যমে আমরা যেকোন ওয়েব সাইটের গ্লোবাল র‍্যাংকি কত বা
 উক্ত ওয়েবসাইটের র‍্যাংকিং আমাদের দেশে কত নম্বরে আছে বা ওয়েব সাইটে 
ভিজিটর কি পরিমাণ আসে ইত্যাদিসহ আরো অনেক খুঁটিনাটি বিষয় জানা যাবে।

Bookmarks Menu | জনপ্রিয় গুগল ক্রোম এক্সটেনশন



Bookmarks Menu: বাই ডিফল্ট ভাবেই এই গুগল ক্রোম এক্সটেনশনটি ক্রোম ব্রাউজারে দিয়ে দেওয়া থাকে 
কিন্তু এই এক্সটেনশনে অনেকগুলো অপশন থাকে যা আমারা অনেকেই জানি না। আপনি 
চাইলে Bookmark করা জিনিস গুলো ক্যাটাগরি ভাবে সাজিয়ে রাখতে পারবেন।এছাড়াও 
কোন ফোল্ডার লুকিয়ে রাখতে পারবেন।
আপনি প্রতিনিয়ত যেসব সাইট বেশি ভিজিট করেন, চাইলে সেগুলোকে উপরের চিত্রের 
মত করে সাজিয়ে রাখতে পারবেন এই গুগল ক্রোম এক্সটেনশনটি দিয়ে। এতে করে প্রয়োজনীয় 
ওয়েবসাইটে খুব দ্রুত এক্সেস নিতে পারবেন।

Checker Plus for Gmail™ | ক্রোম এক্সটেনশন


Checker Plus for Gmail™:  এই গুগল ক্রোম এক্সটেনশনটির মাধ্যমে আপনি Gmail এ গিয়ে ইনবক্স খোলা ছাড়াই, ব্রাউজারে যে কোন 
ওয়েবসাইটে থাকা অবস্থায় ইমেল করতে, পড়তে বা মুছে ফেলতে এবং চেঞ্জ করতে 
পারবেন। নতুন কোন মেইল আসলে ও নটিফিকেশন সংকেত শো করবে । এছাড়াও একাধিক 
ইমেইল অ্যাকাউন্ট সহজেই পরিচালনা করুন খুব সহজে এই Checker Plus for Gmail 
এক্সটেনশন টি ব্যবহারের মাধ্যমে।

Email Tracking for Gmail | সেরা ক্রোম এক্সটেনশন


Email Tracking for Gmail: ধরুন আপনি একটা গুরুত্বপূর্ণ ইমেইল কাউকে পাঠিয়েছেন, উক্ত ইমেইলটি সে 
আসলেই দেখেছে কি না সেটা জানতে চাচ্ছেন এবং এটাও জানতে চাচ্ছেন যে, সে আসলে
 কখন ইমেইলটি দেখেছে। তাহলে এই গুগল ক্রোম এক্সটেনশনটি আপনার জন্য। কারণ আপনার সেন্ড 
করা ইমেইল কেউ যখনই ওপেন করে দেখবে তখন আপনাকে এই এক্সটেনশনটি সঙ্গে সঙ্গে 
মেইল করে জানিয়ে দিবে। বিষয়টি নিচের চিত্রে দেখানো হল।

Facebook Screen Sharing  | সেরা গুগল এক্সটেনশন


Facebook Screen Sharing: এই গুগল ক্রোম এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার স্ক্রিন অন্য কোন বন্ধু বা বান্ধবীর সঙ্গে শেয়ার করতে পারবেন খুব সহজেই ।

Full Page Screen Capture | জনপ্রিয় গুগল ক্রোম এক্সটেনশন


 একটি স্ক্রিনশট নেওয়ার জন্য কতই না সফটওয়্যার ব্যবহার করতে হয়। কিন্তু এখন
 মাত্র এক ক্লিকে  নির্ভরযোগ্যভাবে কোন ঝামেলা ছাড়াই ক্যাপচার করুন Full 
page Screenshot.

Hotspot Shield VPN Free | জনপ্রিয় ক্রোম এক্সটেনশন


Hotspot Shield VPN Free: এটা নিয়ে তো বিস্তারিত বলার কিছু নেই। কারণ আপনারা সবাই জানেন যে VPN কি
 বা এর কাজ কি। আপনাদের অনেকেরই তো আবার অনেক পছন্দের ভিপিএন আছে। তো Hotspot Shield হল আমার পছন্দের সেরা ভিপিএন। চাইলে আপনিও ব্যবহার করতে পারেন ক্রোম এক্সটেনশন হিসেবে।

Printliminator | সেরা গুগল ক্রোম এক্সটেনশন


Printliminator: আমাদের প্রতিদিন ব্রাউজিং এর সময় হঠাৎ করে কোন গুরুত্বপূর্ণ লেখা এবং 
পিকচার প্রিন্টআউট বা স্ক্রিনশট দেয়ার প্রয়োজন পড়ে। তখন দেখা যায় যতটুকু 
আমাদের দরকার তার আশে পাশে অপ্রয়োজনীয় অনেক লেখা, সোশ্যাল মিডিয়া আইকন, 
তারিখ, বাটন ইত্যাদি থাকে যা আমাদের দরকার না, এই সকল  অপ্রয়োজনীয় 
জিনিসগুলোকে বাদ দেয়ার জন্য আপনি Printliminator গুগল ক্রোম এক্সটেনশনটি ব্যবহার করতে 
পারেন।

Fontface Ninja | প্রয়োজনীয় গুগল ক্রোম এক্সটেনশন


Fontface Ninja: বিভিন্ন ধরণের ওয়েবসাইট ব্যবহারের সময় প্রায়ই আমারা বলে থাকি যে, এই 
ফন্টটি তো অনেক সুন্দর, এই ফন্টটি আমার লাগবে। কিন্ত নাম না জানা থাকার 
কারণে আমরা ডাউনলোড দিতে পারি না। এই সমসার জন্য একমাত্র সমাধান দিতে পারে 
Fontface Ninja. এই গুগল ক্রোম এক্সটেনশনটির মাধ্যমে আপনি যেকোন লেখার উপর মাউস 
পয়েন্টার রাখলেই বলে দিবে এটি কি ফন্ট ব্যবহার করেছে। এছাড়াও জানতে পারবেন 
ফন্টের সাইজ ,কালার ও ডাউনলোড লিঙ্ক ইত্যাদি।

Wolfram Alpha | সেরা গুগল ক্রোম এক্সটেনশন


Wolfram Alpha: মূলত এটি একটি ক্যালকুলেটর যার মাধ্যমে আমরা বিভিন্ন ম্যাথম্যাটিকাল 
ক্যালকুলেশন করতে পারি। এছাড়াও আমরা কেমিস্ট্রি, মিউজিক ,ফিজিক্স, 
জিওগ্রাফি, স্পোর্টস , কম্পিউটার সাইন্স, হিস্টোরি ইত্যাদি যেকোন বিষয়ের 
তথ্য পেতে পারি এই Wolfram Alpha এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে। যেমন ধরুন 
আপনি আপেল এর নিউট্রেশন সম্পর্কে জানতে চাচ্ছেন জাস্ট এক্সটেনশনের সার্চ 
বারে  Apple Nutrition লিখে Enter বাটনে চাপুন আর আপেল সম্পর্কে যা কিছু জানতে চাচ্ছেন সব কিছু 
পেয়ে যাবেন এক ক্লিক এ । বিষয়টা মজার না, তো এখনি এক্সটেশনটি Add করে 
ফেলুন।

New Tab Draft | ক্রোম এক্সটেনশন


New Tab Draft: ব্রাউজ করার করার সময় অনেক ক্ষেত্রেই আমাদের কিছু না কিছু নোট করার বা 
রাফ করার প্রয়োজন পড়ে, ব্রাউজার মিনিমাইজ করে বার বার নোটপ্যাড ওপেন করতে 
বিরক্ত লাগে অনেক সময় । কিন্ত New Tab Draft গুগল ক্রোম এক্সটেনশনটি অ্যাড থাকলে কোন 
ঝামেলা ছাড়াই New Tab ওপেন করেই নোটপ্যাড এর কাজ সারতে পারেন খুব দ্রুত।

Password Alert | সেরা গুগল ক্রোম এক্সটেনশন


Password Alert: আপনার Google অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য গুগল এই Password Alert 
ক্রোম এক্সটেনশনটি চালু করেছে। আপনি এটি অ্যাড করার পরে, যদি আপনি কোনও 
Google সাইন-ইন পেইজ না এমন কোন সাইটে আপনার Google পাসওয়ার্ড টাইপ করেন 
তবে Password Alert আপনাকে এ রকম একটি সতর্ক বার্তা দেখাবে যেটি আপনাকে 
ফিশিং আক্রমণ থেকে রক্ষা করবে এবং আপনাকে ভিন্ন ভিন্ন সাইটগুলির জন্য 
বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করতে সাহায্য করবে ।

Show Password | গুগল ক্রোম এক্সটেনশন


Show Password: এই ক্রোম এক্সটেনশনটি আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় অটো সাজেস্ট করবে যে 
কোনটি দিলে ভাল হয়, এছাড়াও এই এক্সটেনশনটি পাসওয়ার্ড লেখার ভুল দূর করবে 
কারণ যাই লিখি না কেন দেখতে পাওয়া যাবে।

WhatRuns | সেরা গুগল ক্রোম এক্সটেনশন


WhatRuns: প্রত্যেকটা ওয়েবসাইটেরই পিছনে অনেক কাজ করা থাকে তা আমরা কেউই জানতে 
পারি না কিন্ত WhatRuns এই গুগল ক্রোম এক্সটেনশন অ্যাড করে খুব সহজেই জানতে পারবেন 
যেকোন ওয়েব সাইট কোন সফটওয়্যার, কোন ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি, এছাড়াও ওয়েব 
সাইট সম্পর্কে নানা বিষয়ে জানতে পারবেন ।

Clipboard History | জনপ্রিয় ক্রোম এক্সটেনশন


Clipboard History: পূর্বে যতগুলো লেখা আমরা Copy করেছি সবগুলো লেখাকে মনে করে রাখবে 
সিরিয়াল অনুযায়ী এই Clipboard History গুগল ক্রোম এক্সটেনশনটি। আপনি ভুলে গেলেও এটি 
ভুলবে না । তাই পরবর্তীতে চাইলে আগে থেকে কপি করে রাখা লেখাগুলো পেস্ট করে 
ব্যবহার করতে পারবেন।

VisualPing | সেরা গুগল ক্রোম এক্সটেনশন


VisualPing: এই গুগল ক্রোম এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এ কোন পরিবর্তন হলেই আপনার
 কাছে Email বার্তা  চলে যাবে সঙ্গে সঙ্গেই। যার ফলে আপনি আপনার সাইটকে ২৪ 
ঘন্টাই চোখে চোখে রাখতে পারবেন ।

Rescroller | সেরা ক্রোম এক্সটেনশন


Rescroller: স্ক্রলবার তো আমরা সবাই চিনি সেই স্ক্রলবারকে সুন্দর ভাবে সাজানো 
গোছানোর জন্য আমরা Rescroller ব্যবহার করতে পারি । Rescroller এর 
মাধ্যমে স্ক্রলবার সাইজ ছোট বড়, কালার পরিবর্তন, কর্নার পরিবর্তন এবং 
বিভিন্ন মনিটর এর সাইজ অনুযায়ী স্ক্রলবার স্বনির্ধারণ করা যায়।


আশা করি গুগল ক্রোমের ১০টি সেরা গুগল ক্রোম এক্সটেনশন সম্পর্কে জানতে পারলেন ও গুগল ক্রোম এক্সটেনশন গুলো ভাল লাগবে এছাড়াও গুগল ক্রোমে আরো অনেক 
অনেক এক্সটেনশন রয়েছে যেগুলি আপনার প্রতিদিনের ওয়েব ব্রাউজিংকে আরো সাবলীল 
করে তুলবে। একদিনে তো আর সবগুলো এক্সটেনশন দেয়া সম্ভব না, ইনশাল্লাহ পরের 
পোস্টেই আরো নতুন নতুন কিছু গুগল ক্রোম এক্সটেনশন নিয়ে হাজির হব। পোস্টটি কেমন লাগলো 
তা অবশ্যই জানাবেন ।