৬ ইঞ্চির ফ্লাগশিপ ফোন আনছে স্যামসাং।

৬ ইঞ্চির ফ্লাগশিপ ফোন আনছে স্যামসাং।
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রযুক্তি বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৯। অত্যাধুনিক সব ফিচার সহ এ৯ হবে আগামী বছরের স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন। 
৬ ইঞ্চির স্পোর্টস সুপার অ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে ফোনটিতে আছে ৩ জিবি র‌্যাম। ফোনটির ডিসপ্লের রেজুলেশন ১০৮০ x ১৯২০ পিক্সেল। এতে আছে ৩৬৭ পিক্সেল পার ডেনসিটি। স্ন্যাপড্রাগনের ৬৫২ চিপসেটের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে মোবাইলটিতে। অ্যানড্রয়েড ললিপপ ৫.১ দ্বারা সেটটি পরিচালিত হবে।  ১৬ জিবির বিল্ট ইন মেমোরিকে ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে।
স্যামসাং গ্যালাক্সি এ৯ এ ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং সেলফি প্রেমিদের জন্য রয়েছে ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সারাদিন ব্যবহারের নিশ্চয়তার জন্য মোবাইলটিতে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
ফিঙ্গারপ্রিন্ট সুবিধা রয়েছে মোবাইলটিতে। এখনও পর্যন্ত ফোনটির মূল্য সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তবে আগামী মাসে মোবাইলটি চীনের প্রযুক্তি বাজারে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ভিডিও কল!

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ভিডিও কল!


পৃথিবীর জনপ্রিয় সব ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। গত সেপ্টেম্বরে বিশ্বজুড়ে এর ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৯০ কোটি। তবে ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপে নেই ভিডিও কলের সুবিধা, যার জন্য স্কাইপ কিংবা হ্যাংআউটের মতো অ্যাপগুলো থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ।
তবে এবার সেই ব্যবধানও ঘুচবে বোধ হয়। জার্মানির একটি ওয়েবসাইট থেকে ফাঁস হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে, আইওএস চালিত একটি হ্যান্ডসেটে চলছে ভিডিও কলিং এবং আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে এটি হোয়াটসঅ্যাপ। ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত ভিডিও কলিংয়ের ব্যাপারটা শুধু নিজেদের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালিয়েছে এবং এর জন্য ব্যবহৃত হয়েছে আইওএস ভার্সন ২.১২.১৬.২। ডেভেলপার এবং বেটা ব্যবহারকারীরা এরই মধ্যে এই পরীক্ষা-নিরীক্ষায় অংশগ্রহণ করেছে।

তবে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভিডিও কলের এই সুবিধার ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ব্যবহারকারীদের জন্য এটি হবে নতুন বছরের উপহার।
ভিডিও কলিং ছাড়াও আর একটি গুজব শোনা যাচ্ছে মাল্টি-ট্যাব ইউআইর ব্যাপারে। গুজবমতে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধার মাধ্যমে মূল চ্যাট লিস্টে প্রবেশ না করেই একটি কনভারসেশন থেকে আরেকটি কনভারসেশনে যেতে পারবে। তবে মাল্টি-ট্যাবের বিস্তারিত এখনো তেমন একটা মেলেনি।

ফোন নিরাপদ রাখতে বানান চার্জিং হোল্ডার [ভিডিও]

ফোন নিরাপদ রাখতে বানান চার্জিং হোল্ডার [ভিডিও]
এখন সবার হাতে হাতে শোভা পাচ্ছে ফোন। ফোন সচল রাখতে নিয়ম করে প্রতিদিন চার্জ দিতে হয়। ফোন চার্জ দেয়ার সময় আপনার সাধের ফোনটি ফেলে রাখতে হয় বিছানায় নয়তে ডেস্কে। এতে করে ফোনে ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়তে পারে। কিন্তু আপনি যদি চার্জিং সকেটের ঠিক নিচেই একটি চার্জিং হোল্ডার বানিয়ে নেন তবে চার্জ দেয়ার সময় আপনার ফোন থাকবে নিরাপদ।  এখনকার অনেক ফোনেরই চার্জারের কড ছোট থাকে। সেক্ষেত্রে এই হোল্ডার বেশ কাজে দেবে। এটি বানানোও খুব সহজ। এজন্য লাগবে শ্যাম্পুর খালি একটি বোতল। 
যা যা লাগবে
১. খালি শ্যাম্পুর বোতল।
২. ছুরি/ব্লেড।
যেভাবে বানাবেন
বড় দেখে খালি একটি শ্যাম্পুর বোতল নিন। ঘরে খালি শ্যাম্পুর বোতল না থাকলে পানির বোতল দিয়েও কাজ সারতে পারেন। বোতলটির একপাশে মার্কার দিয়ে মার্ক করে কেটে নিন। কীভাবে কাটবেন তা ভিডিও দেখে শিখে নিন। শ্যাম্পুর বোতলকে ঠিক পকেট আকারে কাটুন। এবার আপনার চার্জারের ছিদ্রের আকার অনুযায়ী হোল্ডারের উপরে ছিদ্র করুন। হয়ে গেলো ফোন চাজিং হোল্ডার। এবার এটি চার্জিং সকেটের সঙ্গে স্ক্রু দিয়ে লাগিয়ে নিন। আর এটির মধ্যে ফোন রেখে চার্জে দিন।


অ্যাপলে কারদাশিয়ানের ইমোজি, অ্যাপ স্টোরে ধস!

অ্যাপলে কারদাশিয়ানের ইমোজি, অ্যাপ স্টোরে ধস!
রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ানের ইমোজি অ্যাপ্লিকেশন ‘কিমোজি’ অ্যাপ স্টোরে ছাড়ার পর এত বেশিবার ডাউনলোড করা হয়েছে যে অকেজো হয়ে পড়েছে অ্যাপলের অ্যাপ স্টোর।
বিনোদনবিষয়ক ওয়েবসাইট ‘এইস শোবিজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী এই তারকা তাঁর অ্যাপের কারণে অ্যাপ স্টোরে যান্ত্রিক গোলযোগ ঘটায় অ্যাপলের কাছে ক্ষমা চেয়েছেন।
কিমোজি অ্যাপ স্টোরে ছাড়ার পর একসঙ্গে নয় হাজার মানুষ অ্যাপটি ডাউনলোড করতে গেলে অকেজো হয়ে পড়ে অ্যাপলের অ্যাপ স্টোর। এত বেশি ব্যবহারকারীর চাপ সইতে পারেনি অ্যাপ স্টোর।
মার্কিন এই টেকজায়ান্টকে উদ্দেশ করে টুইটারে এক টুইটবার্তায় কিম কারদাশিয়ান বলেন, ‘অ্যাপল, আপনাদের অ্যাপ স্টোর ধসিয়ে দেওয়ায় আমি দুঃখিত।’
তবে নিজের অ্যাপ উন্মুক্ত করার পর এ রকম অভাবনীয় সাড়া পেয়ে উচ্ছ্বসিত কিম। অ্যাপলের কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আবেদনময়ী এই তারকা লিখেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে মানুষ আমার কিমোজি অ্যাপ এত বেশিবার ডাউনলোড করেছে যে এটি শেষমেশ অ্যাপ স্টোরের ক্ষতি করে বসেছে!’
অ্যাপল স্টোরে যান্ত্রিক গোলযোগ থাকার কারণে যাঁরা এখন পর্যন্ত অ্যাপটি ডাউনলোড করতে পারেননি, তাঁদের প্রতি কিম লিখেছেন, ‘আমরা অ্যাপটি তৈরিতে খুবই পরিশ্রম করেছি এবং আমরা জানি এখন অতি-ডাউনলোডজনিত ঝামেলা রয়েছে, যেগুলো সারাতে সক্রিয় রয়েছে সমগ্র কারিগরি দল।’
কিম আশ্বস্ত করেছেন, খুব দ্রুত আবারো অ্যাপটি ডাউনলোড করা যাবে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে, ‘আমার কিমোজি অ্যাপ আবারো চলবে! তারা সার্চ অপশনের ঝামেলাগুলোও সারিয়ে নিচ্ছে, যাতে খুব সহজে অ্যাপটি খুঁজে পাওয়া যায়।’
অ্যাপ স্টোর ঠিক করতে করতে অবশ্য কিম তাঁর ভক্তদের ধারণা দিয়েছেন নিজের কিমোজি অ্যাপের ব্যাপারে। বিভিন্ন বিষয়ের ওপর প্রায় ২৫০ ইমোজি তৈরি করা হয়েছে কিম কারদাশিয়ানের অবয়বে।