পরীক্ষার নম্বরপত্র, সার্টিফিকেট কিংবা প্রবেশপত্র হারিয়ে ফেলেছেন?

পরীক্ষার নম্বরপত্র, সার্টিফিকেট কিংবা প্রবেশপত্র হারিয়ে ফেলেছেন?

সার্টিফিকেট হারিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান অনেকেই। কী করবেন, কিভাবে সার্টিফিকেট ফিরে পাবেন তা বুঝতে পারেন না। সার্টিফিকেট বা এ ধরনের মূল্যবান শিক্ষাসংক্রান্ত কাগজপত্র হারালে বা নষ্ট হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই। 
সার্টিফিকেট

প্রথমে যা করবেনঃ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. ফাহিমা খাতুন জানালেন, সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে গেলে দেরি না করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এর জন্য প্রথমে আপনার এলাকার নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখতে হবে। এরপর যেকোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে আপনি সাটিফিকেট, নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।

এরপর শিক্ষা বোর্ডে

থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের ‘তথ্যসংগ্রহ কেন্দ্র’ থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর আবেদন কার্যকর হবে। আবেদনপত্রের সঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও থানার জিডির কপি জমা দিতে হবে।

আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ

আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে হবে আপনি কোন পরীক্ষার (মাধ্যমিক না উচ্চমাধ্যমিক) কী হারিয়েছেন এবং কী কারণে আবেদন করছেন। আবেদনপত্রের বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম, পিতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, রোল নম্বর, পাশের বিভাগ/জিপিএ, শাখা, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং জন্মতারিখসহ বিভিন্ন তথ্য লিখতে হবে। পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটির নাম ও তারিখ এবং সোনালী ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট করেছেন সে শাখার নাম, ড্রাফট নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের প্রয়োজন হবে। এতে তার দস্তখত ও নামসহ সিলমোহর থাকতে হবে। আর প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ও নামসহ সিলমোহর থাকতে হবে।

ব্যাতিক্রম আছেঃ

নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের অংশবিশেষ থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে না বা থানায় জিডি করতে হবে না। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা দিতে হবে। তবে সনদে ও নম্বরপত্রের অংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র, পাশের বিভাগ ও সন, জন্ম তারিখ ও পরীক্ষার নাম না থাকলে তা গ্রহণযোগ্য হবে না। আর বিদেশি নাগরিককে ব্যাংক ড্রাফটসহ নিজ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

কত টাকা লাগবে

সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০ টাকা। এ ছাড়া ত্রি-নকলের জন্য ১৫০ টাকা এবং চৌ-নকলের জন্য ২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হয়।

লুকানো যেকোন পাসওয়ার্ড বের করুন খুব সহজে

লুকানো যেকোন পাসওয়ার্ড বের করুন খুব সহজে


 
সঠিক শিরোনাম দিতে পারছিলাম না। তাই অনেক ভাবার পর কূল কিনারা না পেয়ে এই শিরোনামটিই দিয়ে বসলাম। শিরোনামটি যথাযথ হল কিনা সেটাও জানিনা। সঠিক শিরোনাম না হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এতোটুকু বিশ্বাস রাখুন কখনও বিস্তারিত না লিখে, না বুঝিয়ে আপনাদের সামন থেকে চলে যাবেনা ব্লগার মারুফ। তাই চলে যাচ্ছি বিস্তারিততে। প্রথমেই আশ্বাস দিতে পারি আজকের এই ছোট ট্রিকসটি কাজেই আসবে আপনার। আগ্রহ বেড়ে গেলো নাকি? আর অপেক্ষায় রাখব না। যেহেতু শিরোনামে মূল কথাটি বুঝাতে পারিনি তাই প্রথমেই একটু বুঝিয়ে বলি। আপনারা নিশ্চয়ই ভালোভাবেই লক্ষ্য করেছেন যে, কোন সাইটের অ্যাকাউন্টে লগিন করতে গেলে পাসওয়ার্ড লেখার ঘরে আপনার পাসওয়ার্ড সাধারনত গোল কালো চিহ্নের মাধ্যমে লুকানো থাকে। এতে পাসওয়ার্ড টাইপিং এর সময় পাসওয়ার্ড টেক্সট আকারে দেখা যায়না। সব সাইটের পাসওয়ার্ড লেখার ফিচারই এটি। আজ আপনাদের সাথে শেয়ার করবো এই লুকানো পাসওয়ার্ড কিভাবে টেক্সটে কনভার্ট করে দেখা যায় সেই পাসওয়ার্ডটিতে কি লেখা আছে। যাদের এইচটিএমএল বেসিক নলেজ আছে তাদের এটি শেখানোর কিছু নেই। ছোট একটি এইচটিএমএল ট্যাগ পরিবর্তন করে দিয়েই বের করা সম্ভব এই লুকায়িত পাসওয়ার্ড। তার আগে আপনার একটি প্রশ্নের উত্তর দিয়ে নিই। আপনি হয়ত জিজ্ঞাস করবেন যে কি প্রয়োজনে বা কাজে লাগবে এই ট্রিকস। আসলে এই উত্তর আপনার কাছেই। আমি আপনাকে শেখাবো ট্রিকস। আর আপনার সময়ের প্রয়োজনে ঠিকই বুঝে যাবেন এর প্রয়োজনীয়তা। লুকায়িত চিহ্নের যেকোন পাসওয়ার্ড দেখতে আপনি ব্যবহার করতে পারেন এই ট্রিক। আসুন এবার জেনে নেই কিভাবে লুকায়িত পাসওয়ার্ড দেখবেন খুব সহজেই?

  • ব্রাউজারে কাঙ্ক্ষিত লুকায়িত পাসওয়ার্ড -এর উপর মাউসের কার্সর রেখে ডান পাশের মাউস বাটন চাপুন এবং Inspect Element ক্লিক করুন।


  • যে কোডগুলো আসবে সেখানে আপনি type="password" এইচটিএমএল ট্যাগটি দেখতে পারবেন।'

  • এবার শুধু type="password" ট্যাগটির বদলে type="text" দিয়ে বাহিরে যেকোন ফাঁকা স্থানে মাউসের একটি সিঙ্গেল ক্লিক করলেই দেখবেন লুকায়িত পাসওয়ার্ডে কি লেখা ছিল তা দেখা যাচ্ছে। 
 

এইচটিএমএল বেসিক জ্ঞান যাদের আছে তাদের কাছে এই সহজ ট্রিকস আগেরই জানা। তাই ট্রিকসটি শেয়ার করলাম নবীনদের জন্য। যদি আপনার সময়ের প্রয়োজনে কখনও এই ট্রিকস কাজে আসে তবেই আমি সার্থক। দোয়া রাখবেন আমার জন্য। আজকের মতো বিদায়। আল্লাহ্‌ হাফেজ। 

এবারে যে কারও অ্যাকাউন্ট হ্যাক করুন কী-লগার দিয়ে!!!!

এবারে যে কারও অ্যাকাউন্ট হ্যাক করুন কী-লগার দিয়ে!!!!




প্রথমেই বলে নিই যে, আমার এই টিউনটি উৎসর্গ করছি- ইশতিয়াক ভাইকে। তিনি কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছেন কী-লগার নিয়ে টিউন করার জন্য। আমিও কথা দিয়েছিলাম। তাই আজকের এই টিউন।
যদিও এত তাড়াতাড়ি কী-লগার নিয়ে টিউন করার ইচ্ছা ছিল না। আমি চাইছিলাম আগে পিশিং নিয়ে সকল লেখা শেষ করতে। তারপর ধাপে ধাপে.........।
যাই হোক, শুভাকাঙ্খীদের কথা ফেলা খুবই কঠিন। তাই টিউন না করে পারলাম না। আর কথা বাড়ালাম না।

এবারে আসুন শুরু করিঃ-

  

কী-লগারের কাজটা মূলত, অন্যের পিসিতে লুকিয়ে থাকা এবং সকল কার্যক্রম মনিটর করা। তবে আধুনিক কী-লগারসমূহ শুধু মনিটরই করে না। পিসির Scrrenshot নিয়ে, কীবোর্ডের হিস্টরি ক্যাপচার করে সেগুলো মালিকের কাছে পাঠিয়ে দেয়!!! যার সাহায্যে খুব সহজেই যেকারও গোপন তথ্য যেমনঃ- কোন সাইটের/মেইলের ইউসারনেম/পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন।
এটি হ্যাকারদের খুব প্রিয় একটি অপশন। কারণ এটি দিয়ে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যে কাউকে হ্যাক করতে পারেন!!! তবে এই সফটওয়্যারটি সহজলভ্য নয়। কিছু কিছু পাওয়া গেলেও, সেগুলো হয় ট্রায়াল ভার্সন। তবে আজ আমি আপনাদের একটি ফুল ভার্সন কীলগার উপহার দিব। যেটি অন্যের পিসিতে রান করালে সে কী সফটওয়্যার ব্যবহার করছে, কোথায় লগিন করছে, সব পেয়ে যাবেন!! আপনার নিজের পিসিতেও ব্যবহার করতে পারেন। আপনার ছোট ভাই-বোন কোন অ্যাডাল্ট সাইটে ঢুকছে কিনা, কিংবা কোন খারাপ সাইটে ঢুকছে কিনা, সব মনিটর করতে পারবেন।
তবে আগেই বলে নিই, দুনিয়ার সকল অ্যান্টিভাইরাস কী-লগারকে ভাইরাস হিসাবে ডিটেক্ট করে। কারণ এটি ব্যবহারকারীর অজান্তে তার তথ্য চুরি করে। আমাদের এটাকেও ভাইরাস হিসাবে ধরবে। যদিও এটি ভাইরাস নয়!!! তাই অ্যান্টিভাইরাস ডিসেবল করে কাজ করুন।

  • এবার নিচের ছবির মত "About" এ ক্লিক করুন.
  •  
  • এবার Register এ ক্লিক করুন এবং Username & Password দিয়ে Ok বাটনে ক্লিক করুন। তাহলেই ফুল ভার্সন পেয়ে যাবেন।
  • নিচের ছবির মত Settings এ ক্লিক করুন এবং Advanced Option এ ক্লিক করুন।
  •  
  • নিচের ছবির মত ইমেইলের বক্সে আপনার মেইল অ্যাড্রেস দিন এবং OK করুন। এই মেইলেই আপনাকে পিসির সকল ইনফর্মেশন পাঠিয়ে দেয়া হবে।
  •  
  • এবার Start বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ!!! এখন থেকে সবকিছু মনিটর করে আপনাকে জানিয়ে দেয়া হবে।
আজ এপর্যন্তই!! কী-লগার নিয়ে আগামী পর্বে আপনাদের "রিমোট কী-লগার" এর সাথে পরিচয় করিয়ে দিব!!! যেটি হয়ত কাউকে মেইল করে পাঠালেন, সে যদি ফাইলটিতে ডাবল-ক্লিক করে তাহলেই কেল্লা ফতে!! তার সকল ইনফর্মেশন আপনি ঘরে বসে পেয়ে যাবেন!! সে পর্যন্ত সাথে থাকুন। আজ এখানেই বিদায়......।

ফেসবুকে কাঙ্ক্ষিত নির্দিষ্ট ফ্রেন্ডদের কাছে থেকে আপনার স্ট্যাটাস লুকিয়ে রাখতে চান?

ফেসবুকে কাঙ্ক্ষিত নির্দিষ্ট ফ্রেন্ডদের কাছে থেকে আপনার স্ট্যাটাস লুকিয়ে রাখতে চান?
আমার কাছে আজকের পোস্ট খুবই স্পেশাল। কেন শুনবেন? দেড় বছরের মতো সময় যাবত অনেক অনেক টিউটোরিয়াল লিখেছি আপনাদের জন্য। কিন্তু অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিও টিউটোরিয়াল আকারে শেয়ার করতে পারিনি। জানিনা কেন! অথচ ফোনে, স্কাইপে কতো জনকে শিখিয়েছি বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল। কিন্তু সব ভয়, লজ্জা কাটিয়ে আজ বানিয়েই ফেলেছি একটি ছোট ভিডিও টিউটোরিয়াল। ইউটিউবে ইতিমধ্যে আপলোড করেও ফেলেছি। ফেসবুকে শেয়ার করতেই বেশ কিছু দর্শকও পেয়ে গেলাম। অবশেষে মনে হয় ভয়টি কাটলো। এখন থেকে নিয়মিত আমার পোস্টগুলোর সাথে আপনাদের সহজে শেখানোর জন্য ভিডিও টিউটোরিয়ালও শেয়ার করব। 
আজ ভিডিও টিউটোরিয়াল শুরুর আগে ভাবছিলাম কি নিয়ে লিখব এবং বানাবো? ফেসবুকের প্রতি বরাবরই সবার আগ্রহ। তাই ফেসবুকের স্ট্যাটাসে কাস্টম প্রাইভেসি অপশনটাকে নিয়েই টিউটোরিয়ালটা বানিয়ে ফেললাম। অতঃপর আপলোড শেষে পোস্ট আকারে এখন এটি লিখছি। 
ফেসবুক স্ট্যাটাস পোস্টের সময় কতজন Custom Privacy অপশনটা ইউজ করেন জানিনা। তবে যদি কেউ এই Custom Privacy অপশন সম্পর্কে এর আগে না জেনে থাকেন। তবে তাদের জন্যই শুধুমাত্র আজকের টিউটোরিয়াল। আমরা দিনে কতবার যে কতরকম স্ট্যাটাস পোস্ট করি তার ঠিক নেই। আবার একটি বিষয় লক্ষনীয় যে, মাঝে মাঝে এমন কিছু পোস্ট দেই যা কোন নির্দিষ্ট ফ্রেন্ড থেকে হাইড করে রাখার প্রয়োজন অনুভব করি। আর এই প্রয়োজন মেটানোর জন্যই Custom Privacy অপশন। কিন্তু আপনি হয়ত Custom Privacy অপশন এর আগে ইউজ করেন নি। তাই হয়ত সেটা ব্যবহার করেও দেখেন নি। আজ দেখাবো সেই Custom Privacy অপশনেরই কাজ এবং সেটিংস। এই অপশনে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে, কে কে আপনার দেয়া স্ট্যাটাস দেখতে পাবে আর কে পাবেনা। [অবশ্যই এটা পিসি ইউজারদের টিউটোরিয়াল]
  • প্রথমে আপনার স্ট্যাটাস লিখুন। পোস্ট করবেন না আগেই।
  • Post বাটনের বাম পাশে Privacy অপশন ক্লিক করুন।
  • এবার Custom ক্লিক করুন।
  • Don't Share This Wish ঘরে আপনি যার যার কাছে থেকে আপনার স্ট্যাটাস হাইড করে রাখতে চান তাদের নাম টাইপ করুন এবং সিলেক্ট করুন। 
  • এখন Save বাটন ক্লিক করুন এবং স্ট্যাটাস Post করুন।

Bangla Video Tutorial Link (YouTube)



ব্যাস, আপনার এইমাত্র পোস্ট করা স্ট্যাটাসটি আপনার কাঙ্ক্ষিত নির্দিষ্ট ফ্রেন্ডদের ফেসবুক ওয়ালে উক্ত স্ট্যাটাসটি যাবেনা। ভিডিও টিউটরিয়ালেই যেহেতু বিস্তারিত আলোচনা করেছি তাই পোস্টে বিস্তারিত লেখার ইচ্ছেই করছেনা। আমার নিয়মিত পাঠকদের নিকট বিশেষ অনুরোধ, অন্তত আপনারা আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন এবং গঠনমূলক পরামর্শ / মন্তব্য দিবেন। ধন্যবাদ   

ভ্যালেন্টাইন ডে এসএমএস - বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা এসএমএস !!!

 ভ্যালেন্টাইন ডে এসএমএস - বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা এসএমএস !!!
সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা (হ্যাপি ভ্যালেন্টাইন ডে)। প্রতি উৎসবের মতো এবারেও ফরহাদের বিশেষ আয়োজন। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয় অনেক দেশে। বাংলাদেশেও প্রেমিক জুটিরা এই দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করে থাকে। প্রিয় জনকে এই ভ্যালেন্টাইন ডে ২০১৫ তে শুভেচ্ছা জানাতে আজ আমি ব্লগার মারুফ নিয়ে এলাম বাছাই করা সেরা ভ্যালেন্টাইন ডে এসএমএস কালেকশন। পছন্দের সেরা শুভেচ্ছা বার্তা দিয়ে ভালোবাসার কথা জানিয়ে দিন আপনার প্রিয় জনকে। 
ভ্যালেন্টাইন ডে

 Happy Valentines Day 2015 Wish SMS

1.
Love is too weak a word for what I feel for you. One life is too small a time to express how madly I am in love with you. 
♥ ♥ Happy valentines day ♥ ♥
2.
Curved high on a mountain, covered deep in dew, I saw these words… I LOVE YOU! 
♥ ♥ Happy valentines day ♥ ♥
3.
Even though Valentine’s day costs a lot more with a girlfriend, you are the one girl in this world who is totally worth it. 
♥ ♥ Happy valentines day ♥ ♥
4.
“I hope for Valentine people write letters by hand , even ungrammatical , with erasures , markers reds and burnt edges with a lighter , not insignificant messages that light up on the screen of a mobile whatsoever. 
♥ ♥ Happy valentines day ♥ ♥
5.
As a friend, you have always watched my back and been the pillar of support to lean on. You’ve shared my happy and sad times without complaining. You are a true friend with benefits! Happy Valentine’s Day. 
♥ ♥ Happy valentines day ♥ ♥
6.
It doesn’t matter if you are thousands of miles away from your lover. Distance can never be the reason for not sending a love message to your partner. 
♥ ♥ Happy valentines day ♥ ♥
7.
Somewhere, someone dreams of your smile and finds your presence in life so worthwhile. So when you are lonely, remember it’s true that someone somewhere is thinking of you 
♥ ♥ Happy valentines day ♥ ♥
8.
My love for you is proved by the romance and care we both share. You are my someone special and I wish I never lose you 
♥ ♥ Happy valentines day ♥ ♥
9.
I feel like a child – appy and smiling, but not so good when left alone. You’re to blame for my condition! Now fix it. Meet me soon 
♥ ♥ Happy valentines day ♥ ♥
10.
My love for you gives me joy and pure happiness and I never thought I could ever be so lucky. 
♥ ♥ Happy Valentine’s Day baby! ♥ ♥
11.
Although We Are Apart,
Trust Me No One Can Stop Me
From Thinking Of You.
May This Valentines Bring Us Much Closer.
12.
I Gave You My Heart,
Not Because Of How You Look
But Because I Love You And
Respect You So Deeply.

Happy Valentines Day My Love!

13.
Hi dear
I am sorry for I don't have anything to give you on this beautiful day ....
but I called you up here to tell you how I feel for u and how much I love you.
if u accept my love I would definately give u a hug full of love...
I love you <3
will you be my valintine...

14.
Someone asked me today
How's Life?
I Just smiled and replied
Still Waiting for her.
Happy Valentine's Day

15.
A single candle can illuminate all the night,
A true friends lights up an entire lifeti

My silence. doesn't mean. I forget you. my disappearance doesn't mean. I don't care about you. because you are always. in my heart...

 ভ্যালেন্টাইন ডে বাংলা এসএমএস


১।
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো।

হ্যাপি ভ্যালেন্টাইন ডে...

২।
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়,
আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে,
আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য।

হ্যাপি ভ্যালেন্টাইন ডে

৩।
মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত..
সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!

৪।
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।

৫।
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।।

৬।
হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥
হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে।
কারণ, ভালবাসি শুধুই তোমারে॥

৭।
তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার,
কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥
তুমি আমার নাগালের বাইরে যেতে পার,
কিন্তূ আমার মন থেকে নয়॥
আমি তোমার কাছে কিছু না হতে পারি!
But তুমি আমার জীবনের সবকিছু॥

৮।
যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

৯।
একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল, একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল...
হ্যপি ভ্যালেন্টাইন ডে

১০।
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

১১।
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি.
কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে।

১২।
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকো হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালোবেসো আমায় !!

১৩।
টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে...

হ্যাপী ভ্যালেন্টাইন ডে

১৪।
ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ | জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ |

১৫।
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥


Incoming Search Terms: Happy Valentines Day, Happy Valentine Day, Happy Valentines Day Wish, Happy Valentines Day SMS, Happy Valentines Day Quotes, Best Wish of Happy Valentines Day, Valentines SMS, Happy Valentines Day Messages, Happy Valentines Day Blogger Maruf, Latest SMS Happy Valentines Day, Happy Valentines Day 2015 Wish SMS, Happy Valentines Day Best SMS, Happy Valentines Day Top SMS, Wish My Love SMS, Happy Valentines Day SMS For Lovers, Happy Valentines Day SMS For Girl Friend, Happy Valentines Day SMS Bangladesh, Happy Valentines Day SMS MYSMSBD, Happy Valentines Day Latest 2015 SMS Messages, Wishing SMS For Happy Valentines Day 2015, 2015 Valentines, 14 February Happy Valentines Day Wish SMS, Love is War, Love SMS, Romantic SMS BD, Lovely SMS, বিশ্ব ভালোবাসা দিবস, ১৪ ফেব্রুয়ারী, হ্যাপি ভ্যালেন্টাইন এসএমএস, হ্যাপী ভ্যালেন্টাইন ডে এসএমএস, ভালোবাসার এসএমএস, রোমান্টিক এসএমএস, লাভ এসএমএস, গার্ল ফ্রেন্ডের জন্য এসএমএস্, প্রেমিক প্রেমিকার এসএমএস, শুভ ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডের এসএমএস, ব্লগার মারুফের এসএমএস, ভ্যালেন্টাইন ডে এসএমএস বাংলা, ভ্যালেন্টাইন ডে ইংরেজী এসএমএস, ভালোবাসার বাংলা এসএমএস, শুধুই এসএমএস, এসএমএস কালেকশন।

মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে আপনার Pendrive/FlashDrive কে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখুন!!

মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে আপনার Pendrive/FlashDrive কে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখুন!!


অনেক সময় আমাদের পেনড্রাইভে/মেমোরিকার্ডে অনেক গোপনীয় ডাটা থাকে। যা হয়ত অন্য কাউকে দেখতে দেয়ার উপযোগী নায়। কিন্তু সবসময় তো আর এই জিনিস চোখে চোখে রাখা যায় না। একটু অসাবধান হলেই যে কেউ আমাদের ডাটা দেখে ফেলতে পারে।
তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সামনে নিয়ে এলাম USB-Secure নামের এই সফটওয়্যারটি। এটির মাধ্যমে আপনি আপনার পেনড্রাইভ পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রখতে পারবেন। এটি দিয়ে প্রোটেক্ট করার পর আপনার পেনড্রাইভের ডাটা সুপার হাইড হয়ে যাবে। যা পাসওয়ার্ড ছাড়া কোনভাবেই দেখা যাবে না।

তবে সামান্য কিছু নিয়ম আছে। যা খুবই সহজ। নিচে বিস্তারিত দেয়া হলঃ-

*প্রথমে আপনার সকল গোপন ফাইল আপনার পেনড্রাইভে/মেমোরিকার্ডে নিয়ে পিসির সাথে কানেক্ট করুন।
*এবার এখান থেকে আমার দেয়া আমার দেয়া ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন এবং সাধারণ নিয়মে সেটাপ করুন।
*এবার দেখুন আপনার পেনড্রাইভে একটি .EXE ফাইল এসে গেছে।

*এবার নিচের ছবির মত করে রেজিস্ট্রেশন করে নিন। তবে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই ইন্টারনেট ডিসকানেক্ট করে নিন।

*.EXE ফাইলে ওপেন করে সেটিতে  আপনার পাসওয়ার্ড দুইবার এন্টার করে ওকে করুন।
*এবারে লক্ষ্য করে দেখুন আপনার পেনড্রাইভের সকল ডাটা হাইড হয়ে গেছে। যা আর কারও পক্ষে দেখা সম্ভব না। এখন থেকে আপনি সহ কেউ যদি আপনার ডাটা দেখতে চায়, তাহলে তাকে এই .EXE ফাইলে ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে।
*আপনার ডাটাগুলো আবার দেখতে নিচের ছবিটি দেখুন- পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড দিয়ে Unprotect এ ক্লিক করুন।



ব্যস, কাজ শেয!! এবার ইচ্ছামত পেনড্রাইভে যা খুশী রাখুন এবং পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখুন :)

ভুলবশত আপনার মেমোরী/ পেন-ড্রাইভ Format হয়ে গেছে! সমাধান এখানে

ভুলবশত আপনার মেমোরী/ পেন-ড্রাইভ Format হয়ে গেছে! সমাধান এখানে
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা ভুলবশত অথবা আমাদের ছোট ছেলে-মেয়ে ভূল করে মেমোরীতে ঢুকতে  মেমোরী কার্ড ফরম্যাট করে দিয়েছে আপনি এসে দেখলেন আপনার মেমোরী কার্ডের পুরো ডাটা গায়েব, কে বুঝবে আপনার রাগের কথা কারন আমার এমন কিছু মেমোরীতে থাকে যা অনেক প্রয়োজনীয় । আজকের টিউন মূলত যাদের মেমোরী/ পেন-ড্রাইভ ভুলবশত হয়েছে তাদের জন্য । আপনি নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।
প্রথমে এখানে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করুন ।
তারপর চালু করুন ,

চালু হলে নিচের Next বাটনে ক্লিক করুন, তাহলে নিচের মত একটি বক্স আসবে।

এবার Step-1 থেকে Drive Letter: আপনার পেন ড্রাইভ অথবা মেমোরী কার্ড দেখিয়ে দিন আমার পেন ড্রাইভ কে তাই আমি K সিলেক্ট করেছি, আপনি আপনার ড্রাইভ লেটার অনুযায়ী সিলেক্ট করুন।
এবার Next বাটনে ক্লিক করুন ।

তাহলে আপনার হারিয়ে যাওয়া ছবি Rocover হওয়া শুরু হবে।

Step -3 তে এসে উপরের নিয়মে কাজ করে Next বাটনে ক্লিক করুন।

সবশেষ Complete এ এসে Open Recovered Files Folder বাটনে ক্লিক করুন আর দেখুন আপনার হারিয়ে যাওয়া ছবি বা ফাইল এবার সব ফাইল কাট/কপি করে Save করে রাখুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

আপনি কি আপনার পেন ড্রাইভটা শধুমাত্র ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করেন ? পেনড্রাইভ দিয়ে শুধু তথ্য আদান-প্রদানই নয়(বিস্তারিত)

আপনি কি আপনার পেন ড্রাইভটা শধুমাত্র ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করেন ? পেনড্রাইভ দিয়ে শুধু তথ্য আদান-প্রদানই নয়(বিস্তারিত)
আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আপনি আপনার পেন ড্রাইভটা কি শধুমাত্র ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহারের জন্য।
পেনড্রাইভ কি ?
পেনড্রাইভ একটি পোর্টেবল ইউএসবি মেমোরি ডিভাইস। এটি দিয়ে খুব দ্রুত ফাইল, অডিও, ভিডিও, সফটওয়্যার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়। এই ডিভাইসটি এতই ছোট যে, যেকেউ-ই পকেটে বা ব্যাগে করে সহজে বহন করতে পারেন এবং মূল্যবান তথ্য সবসময় পেনড্রাইভে রেখে ব্যবহার করে থাকেন।
পেনড্রাইভ বর্তমানে অনেকেই ব্যবহার করে থাকেন। আর এই পেনড্রাইভ দৈনন্দিন জীবনে একটি বড় অংশ হিসেবে কাজ করছে, যা আমাদের ছোট পোর্টেবল হার্ডডিস্কের সুবিধা দিয়ে থাকে। যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করে থাকেন বা যাদের দরকারি ফাইল সবসময় প্রয়োজন হয় তাদের অনেকেই পেনড্রাইভ ব্যবহার করে থাকেন।কিন্তু পেনড্রাইভ দিয়ে শুধু তথ্য আদান-প্রদানই নয়, এর বাইরের অনেক কাজেও ব্যবহার করা যায়। তাই আজ পেনড্রাইভের নানাবিধ সুবিধা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।
পেনড্রাইভ দিয়ে লগইন-লগআউট :
ইউজার সিকিউরিটি বর্তমানে একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অনেকেই কম্পিউটারের লগইন পাসওয়ার্ডকে সিকিউর ভাবেন না, কারণ হ্যাকারদের কাছে কম্পিউটারের পাসওয়ার্ড বের করা তেমন কষ্টকর নয়। সেক্ষেত্রে পেনড্রাইভ দিয়ে এর সিকিউরিটি দেয়া সম্ভব। বর্তমানে অনেক ফ্ল্যাশড্রাইভ বা পেনড্রাইভের সঙ্গে সফটওয়্যার আসছে, যা দিয়ে লগইন-লগআউট অপশন সেট করা যায়। Blue Micro USB Flash Drive Logon এমন একটি থার্ড পার্টি সফটওয়্যার, যা আপনাকে ওপরের সুবিধাটি দিতে পারে। এই সফটওয়্যারের ব্যবহার দিয়ে আপনার পেনড্রাইভকে কম্পিউটারের জন্য একটি চাবি হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আপনি কম্পিউটারে লগইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট পেনড্রাইভ ইউএসবি পোর্টে সংযোগ এবং কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পেনড্রাইভ ছাড়া কম্পিউটারে লগইন করতে পারবেন না। এই পদ্ধতি যেমনি সিকিউরিটি বাড়িয়েছে, তেমনি একটি সমস্যাও রয়েছে। কোনো কারণে পেনড্রাইভটি হারিয়ে গেলে আপনি নিজেই কম্পিউটারে লগইন করতে পারবেন না।
ক্যাশ বাড়াতে পেনড্রাইভ :
কিছু প্লাগইন আপনার কম্পিউটারের স্পিড বাড়াতে সক্ষম হবে। Windows Ready Boost নামে একটি ফিচার রয়েছে, যা উইন্ডোজ ভিসতাতে কাজ করে এবং উইন্ডোজ এক্সপির জন্য রয়েছে eBoostrer। অনেক ব্যবহারকারীর কম্পিউটারের র্যমের সাইজ কম থাকে। যার ফলে কম্পিউটারের স্পিড কমে যায়। কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য পেনড্রাইভ ব্যবহার করতে পারেন। আপনার পেনড্রাইভটি ইউএসবি পোর্টে যুক্ত করুন। নরমাল কম্পিউটারে উইন্ডোজের মেমরির পেজ ফাইল সি ড্রাইভে সেভ হয়ে থাকে। আপনি তা পরিবর্তন করে পেনড্রাইভের লোকেশন দেখিয়ে দিতে পারেন। এতে পেজ ফাইলের স্টোরের সাইজের পরিমাণ বাড়বে।
এনক্রিপটেড ডাটা :
আপনার ব্যবহারের সব ফাইল, ফোল্ডারকে পেনড্রাইভে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ভিন্ন পরিবেশের কম্পিউটারে ব্যবহার করছেন। অনেক সময় আপনার খুব পার্সোনাল ফাইল বা পাসওয়ার্ডগুলোর তথ্য পেনড্রাইভে থাকতে পারে। কিন্তু যদি কোনো কারণে পেনড্রাইভটি হারিয়ে যায়, তাহলে আপনার পার্সোনাল তথ্যগুলো অন্যের কাছে চলে যেতে পারে। এক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল ডাটাগুলোকে এনক্রিপটেড করে রাখতে পারেন। এনক্রিপটেড করার জন্য True Crypt, Dekart Private Disk Light টুলগুলো ব্যবহার করতে পারেন। এনক্রিপ্ট করার আগে এর ব্যবহারবিধি পড়ে নেবেন।
সিস্টেম অ্যাডমিনের ড্রাইভার :
অনেক সিস্টেম অ্যাডমিন রয়েছে, যাদের কম্পিউটারে নিয়মিত ড্রাইভার আপডেট বা ইনস্টল করতে হয়। সেক্ষেত্রে ড্রাইভারগুলোকে এক্সটারনাল হার্ডডিস্কে সেভ করে নিয়ে কাজ করে থাকেন অথবা সিডি বা ডিভিডিতে রাইট করে নিয়ে ব্যবহার করে থাকেন। কিন্তু ড্রাইভারগুলোকে পেনড্রাইভের একটি নির্দিষ্ট ফোল্ডারে রেখে ব্যবহার করা হয় তাহলে অনেক সুবিধা পাওয়া যাবে। যেমন : পেনড্রাইভ ওজনে হালকা হওয়াতে সব সময় এটি বহন করা যাবে এবং বিভিন্ন ড্রাইভের আপডেট বের হলে তা পেনড্রাইভে খুব সহজে আপডেট এবং ব্যবহার করা যাবে।
পোর্টেবল অপারেটিং সিস্টেম :
বর্তমানে পোর্টেবল অ্যাপ্লিকেশনের পাশাপাশি পোর্টেবল অপারেটিং সিস্টেম বের হয়েছে। অনেকেই আছেন, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি লিনআক্স ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু পার্টিশনের ভয়ে লিনআক্স ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে পেনড্রাইভে পোর্টেবল লিনআক্সকে নিয়ে খুব সহজে ব্যবহার করতে পারেন। আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইলগুলোকে পোর্টেবল অপারেটিং সিস্টেম দিয়ে ব্যবহার করতে পারবেন।
অনেক ক্ষেত্রে দেখা যায়, ভিন্ন পরিবেশে কম্পিউটার ব্যবহার করতে গেলে কম্পিউটারের ব্যবহারবিধির ওপর অনেক রেস্ট্রিকশন থাকে। সেক্ষেত্রে পোর্টেবল অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এতে আপনাকে কোনো রেস্ট্রিকশনের ভেতর থাকতে হবে না। কোনো বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু তার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত, সেক্ষেত্রে পোর্টেবল অপারেটিং সিস্টেম দিয়ে আপনি কম্পিউটারটি ব্যবহার করতে পারবেন এবং আপনার বন্ধুর কম্পিউটারের ভাইরাসগুলোকে রিমুভ করতে পারবেন। বেশ কিছু পোর্টেবল অপারেটিং সিস্টেম হচ্ছে Knoppix, DamnSmall Linux, Puppy Linux, Linux Mint ইত্যাদি।
রিকোভারি এনভায়রনমেন্ট :
উইন্ডোজ এক্সপি অনেকেই ব্যবহার করেন কিন্তু ভাইরাসের কারণে অনেক সময় ফাইল মিসিং হয় এবং ফাইল বা ডিএলএল মিসিংয়ের কারণে অনেক সময় কম্পিউটার অন হয় না। সেক্ষেত্রে নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে থাকেন। কিন্তু পেনড্রাইভ দিয়ে আপনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। উইন্ডোজ এক্সপির রিকোভারি করার ফাইলগুলো পেনড্রাইভে নিয়ে খুব সহজে এক্সপি রিকোভারি অপশন থেকে রিকোভার করে নিতে পারেন। Bartpe এমন একটি গ্রাফিক্যাল রিকোভারি টুল।

এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য) থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!! মাত্র ১টিকাতে/ ১ ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!

এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য) থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!! মাত্র ১টিকাতে/ ১ ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!


পেনড্রাইভ বা মেমোরিকার্ড দিয়ে আমরা সাধারণত আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডাটা আদান-প্রদান করে থাকি। আর এটি করতে গিয়েই ঘটে বিপত্তি! কখন যে আমাদের সাধের পেনড্রাইভে ভাইরাস ঢুকে যায়, আমরা বুঝতেই পারি না।
এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাবার জন্য আমরা সাধারণত অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। এর পাশাপাশি অটোরান ভাইরাস দূর করার জন্য USB Disk Security, Autorun Remover ইত্যাদি বিভিন্ন বাহারি সফটওয়্যারও অনেকেই ব্যবহার করে থাকে। অনেকক্ষেত্রেই এত সফটওয়্যার ব্যবহার করা সময়সাধ্য এবং বিরক্তিকর ব্যপার!!
যদি মাত্র ১ টি ক্লিক করেই আজীবণের জন্য এতসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে কেমন হত???? শুনতেই খুব ভাল লাগছে তাইনা?? তাহলে ভাবুন বাস্তবে এমনটি হলে কতই না সুবিধা হত!!


তাহলে আসুন মূল টিউনে যাইঃ-
পান্ডা এন্টিভাইরাসের নাম হয়ত অনেকেই শুনে থাকবেন। তারা একটি সফটওয়্যার বানিয়েছে এবং সেটির নাম দিয়েছে- Panda USB Vaccine. এটি সেটাপ করার পর একটি ক্লিক করলেই পেনড্রাইভ অথবা মেমোরিকার্ড Vaccinate হয়ে যাবে অর্থাৎ আপনার ফ্লাশড্রাইভে টিকা দেয়া হয়ে যাবে!! যাতে করে অটোরান ভাইরাসকে আপনি আর জোড় করেও ঢুকাতে পারবেন না।!!
আসলে এটি আপনার ফ্লাশড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরী করবে। যা কোন অটোরান ভাইরাস ডিলেট করে আপনার পেনড্রাইভে ঢুকতে পারবে না। এমনকি রিপ্লেস বা রিনেম করাও সম্ভব নয়!! ফাইলটি আপনার ফ্লাশড্রাইভে হিডেন অবস্থায় থাকবে এবং আপনার পেনড্রাইভের "অটোরানের টিকা" হিসাবে কাজ করবে!! এছাড়া এটি দিয়ে মাত্র ১ ক্লিক করে  আপনার কম্পিউটারের সকল ফ্লাশডাইভের অটোরান করা বন্ধ করতে পারবেন!! যার ফলে কোন ফ্লাশড্রাইভ ঢুকানোর সাথে সাথে আর ভাইরাস আপনার পিসিতে ঢুকতে পারবে না!!
 এটি একটি ফ্রি সফটওয়্যার, তাই ক্রাক/সিরিয়ালের ঝামেলা নাই। টিকা দেয়ার পর সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।
সবচাইতে বড় কথা এত কাজের একটি সফটওয়্যার এর সাইজ মাত্র ৮০০ কিলোবাইট!!

তাহলে আর দেরি না করে নিচের মত করে ব্যবহার করা শুরু করে দিনঃ-

১.প্রথমেই এখান থেকে Panda USB Vaccine ডাউনলোড করে এক্সট্রাক্ট নিন। (৮০০ কিলোবাইট)
২. এবার সাধারণ নিয়মে সবকিছু ডিফল্টে রেখে সেটাপ করুন।
৩. আপনার পেনড্রাইভ/ মেমোরিকার্ড ইউএসবি পোর্টে প্রবেশ করান এবং  সফটওয়্যারটি চালু করুন ।
৪. এবার নিচের ছবির মত দেখতে পাবেন। সেখানে Select an USB Drive এ আপনার ফ্লাশড্রাইভটি দেখতে পাবেন। তার পাশেই দেখুন- Vaccinate USB নামে একটি বাটন আছে, সেটিতে ক্লিক করুন।

৫. ব্যাস কাজ শেয!! আপনার পেনড্রাইভকে টিকা দেয়া হয়ে গেছে। এবার নিচের ছবির মত দেখুন আপনার ফ্লাশড্রাইভের পাশে ব্রাকেটে Vaccinated লেখা আছে। যার মানে কাজ শেয!!
৬. এবার আপনি যদি আপনার কম্পিউটারের সকল ড্রাইভের অটরান ডিসেবল করে দিতে চান, তাহলে নিচের ছবির মত Vaccinate Computer বাটনে ক্লিক করুন। তাহলেই কাজ হয়ে যাবে।

৭. কম্পিউটার Vaccinated হয়ে গেলে নিচের ছবির মত দেখাবে। এবার ইচ্ছা করলে সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।
এবার টেস্ট করার জন্য নিজে নিজে একটি অটোরান ফাইল বানিয়ে আপনার পেনড্রাইভে সেন্ড করে দেখুনতো সেটি পেনড্রাইভে ঢুকাতে পারেন কিন?? ঢুকাতে পারলে জানাবেন কিন্তু!!
যারা অটোরান বানাতে পারেন না, তারা এখান থেকে আমার বানানোটা ডাউনলোড করে নিন (মাত্র ১KB)।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকুন।

অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য)

অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য)


অনেকে যারা নতুন এর আগা মাথা কিছুই বুঝতে পারেননি। অনেকে আবার বলেছেন এরপর থেকে একটু বিস্তারিত টিউন করতে। আজকের টিউনটি যথাসম্ভব সকলের নিকট সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। যারা হ্যাকিংয়ে আগ্রহী কিন্তু নতুন এবং শেখার আগ্রহ আছে তাদেরকে আমার আজকের টিউন উৎসর্গ করছি।
hack1 অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes



কারও ক্ষতির জন্য নয় বরং শুধু শেখার এবং জানার উদ্দেশ্য নিয়ে টিউনটি দেখুন

যে সফটওয়্যারটি নিয়ে আজকের এই টিউন সেটার ব্যবহার অত্যন্ত সোজা এবং যে কেউ দেখলেই পারবেন। এটা ভিকটিমের কোনো ক্ষতি করবে না শুধু সে কোন কোন সাইট ভিজিট করছে তা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে। তারচেয়েও বড় কথা প্রতি মেইলে একটা করে স্ক্রীনশর্টও পাঠিয়ে দেবে। খুব সহজেই আপনি সেই পিসির ওপর নজরদারি করতে পারবেন। তবে এই সহজ সরল সাধারণ keylogger এর সাহায্যে আপনি অসাধারণ কাজও করতে পারবেন। তবে ‘কিছু নিতে গেলে কিছু দিতে  হয়’ এর ক্ষেত্রেও এই কথাটি প্রযোয্য। এই keylogger ব্যবহার করতে হলে Microsoft.Net Framework আপনার এবং ভিকটিম উভয়ের পিসিতে ইনস্টল করা থাকতে হবে। এইটা অনেক ঝামেলা কারণ নিজের পিসিতে ইনস্টল করা থাকলেও অন্যের পিসিতে নাও থাকতে পারে। তাই এইটা সব জায়গায় কাজ করে না। তবে যেহেতু আমরা জানার উদ্দেশ্য নিয়ে শিখছি তাই শেখাটাই আগে।
প্রথমে Microsoft.Net Framework এইখান থেকে ডাউনলোড করুন। যাদের নাই করে নিন কারণ অনেক ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলো এইটা ছাড়া চালু হয় না। এর পরে অনেক নতুন ভার্সন বের হয়েছে। চাইলে সেইটা খুঁজে নিতে পারেন। Net framework না থাকলে সফটওয়্যার চালু করার পর এই ধরণের error ম্যাসেজ আসবে-
without net অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes


ডাউনলোড করার পর ইনস্টল করেছেন? তাহলে এখন কীলগারটি ডাউনলোড করুন-
download button2 অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes
http://www.mediafire.com/?mrpbt621qpuyy4m


জীপ ফাইলটি আনজিপ করলে ফোল্ডারের ভেতর তিনটি ফাইল দেখতে পাবেন। এর মধ্যে stub নামের জিনিসটা থেকে হাত দূরে রাখুন। key logger টির মেইন মেনু-
key অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes


প্রথমে আপনার জিমেইল অ্যকাউন্ট ও আক্যাউন্টের পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড ঠিক না হলে মেইল যাবে না। ভয় থাকলে একটা ফেক জিমেইল আ্যাকাউন্ট খুলে নিন। মেইল ও পাসওয়ার্ড দেওয়ার পর test এ ক্লীক করুন। সাথে সাথে আপনার দেওয়া মেইলে টেষ্ট মেইল যাবে। যদি যায় বুঝবেন সবকিছু ঠিকঠাক আছে।
key1 অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes


এরপর সার্ভার নেম এবং সময়। যেই নামে ফাইলটি ভিকটিমের কাছে যাবে সেটিই সার্ভার নেম। সুতরাং এমন নাম দেন যেটাতে কেউ বুঝতে না পারে যে এইটা অকামের জিনিস। যতটুকু সময় পরপর আপনি মেইল চান তা সিলেক্ট করুন interval এ। সর্বনিম্ন ৩ পর্যন্ত সিলেক্ট করতে পারবেন।
key2 অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes


অপশনে সবগুলো টিক সিলেক্ট করুন। এগুলো যা যা করবে-
  • virus scannig site ব্লক করবে।
  • পিসি চালু করার সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে।
  • এন্টিভাইরাস ডিজেবল করবে।
  • Taskmanager ডিজেবল করবে।
  • রেজিস্ট্রি ডিজেবল করবে।
untitled অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes


ফেক ইরর মেসেজে ক্লীক করে মেসেজটি লিখুন (না লিখলেও সমস্যা নাই)। server রান করানোর সাথে সাথে মেসেজটি শো করবে।
ha ha ah1 অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes


এবার Build এ ক্লীক করুন। যেখানে extract করেছেন সেখানে একটি server তৈরী হবে। সার্ভারটির আইকন চাইলে চেঞ্জ করে দিতে পারেন যাতে কেউ সহজে ধরতে না পারে। তবে সার্ভারটিকে জিপ ফাইল করা জরুরী। এন্টিভাইরাস ডিজেবল করার কথা বললেও অধিকাংশ এন্টিভাইরাস একে ধরে ফেলতে পারে। জিপ ফাইল কী ভাবে তৈরী করতে হয় তা জানতে আকাশ ভাইয়ের এই  টিউনটি দেখুন। এখন সার্ভারটিকে কারও কাছে মেইল করে পাঠিয়ে দিন। ফাইলটিকে attach করার পরিবর্তে কোনো ফাইল শেয়ারিং সাইটে আপলোড করে দিন। সবচেয়ে ভালো হয় যদি dropbox এ যেয়ে আপলোড করেন। এখানে আপলোড করলে লিঙ্কে ক্লীক করলে সাথে সাথে সেভ ফাইল চলে আসবে। প্রথমে এখানে ক্লীক করে dropbox এ সাইন আপ করে নিন। তারপর লগ ইন করে public ফোল্ডারে আপনার সার্ভারটি আপলোড করে লিঙ্কটি কারও কাছে পাঠিয়ে দিন।
drop অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes


সে যদি লিঙ্কে ক্লীক করে তাহলে সাথে সাথে ফাইল সেভের উইন্ডো আসবে। আর সেটি ডাউনলোড করলেই কাজ ফিনিশ। icon smile অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes icon biggrin অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes icon razz অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes
এই হল গা এই সফটওয়্যারের সাধারণ প্রয়োগ। আপনি নিজের পিসিতে একবার টেস্ট করে দেখতে পারেন। তবে অন্য সফওয়্যারের সাহায্য নিয়ে এটিকেই অন্যরকম শক্তিশালী করে তোলা যায়। অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মত। কেমনে?
তাহলে দেখুন এই টিউনটি-
মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে টিউনটি পড়ুন। তারপর সার্ভারটি আপলোড করুন ঐ ড্রপবক্সে। যে কোনো ডাইরেক্ট ডাউনলোড সাইটে আপলোড করলেও হবে। তারপর সেই লিঙ্কটা বসিয়ে দিন ঠিক এই জায়গায়-
untitled1 অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes


যদি আপনার তৈরীকৃত সার্ভারে কেউ ক্লীক করে তাহলে প্রথমে এই কীলগারটি তার কাজ শুরু করবে এবং কয়েক সেকেন্ড পর সেই ট্রোজানটি সেই লিঙ্ক হতে ডাউনলোড তো হবেই অটোমেটিক পিসিতে রানও হয়ে যাবে।যদি হয় তাহলে আপনিও হয়ে যাবেন সেই পিসির আরেক দখলদার। icon wink অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য) | Techtunes
তবে এইভাবে আবার আপনি আপনার নিজের পিসিতে টেস্ট করতে যাইয়েন না। তাহলে ট্রোজান আপনার সর্বনাশ করে দিবে। সবসময় একটু সাবধান থাকবেন।

এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!!

এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!!


কিছু দিন আগেও এই জিনিসটা কী তা জানার জন্য সবার কাছে ঘোরাঘুরী করছিলাম। তেমন কোনো সদুত্তর না পাওয়ায় নিজেই খোজাঁ শুরু করলাম। আজ আপনাদের সাথে যা শেয়ার করছি তা হল ইমেইল বোম্বার। মাত্র একটা ক্লীক করেই কারও মেইল ইনবক্স ভরিয়ে দিতে পারবেন। বেশিরভাগ email bomber মেইল পাঠানোর সাথে সাথে ভাইরাস পাঠিয়ে দেয়। তবে আজ যেটা দিচ্ছি সেটা শুধু মেইল পাঠিয়েই ক্ষান্ত হয়। আর কিছু করে না।
তবে এটা ব্যবহারের জন্য Microsoft.Netframework লাগবে।
যদি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।
এবার  ডাউনলোড করুন ইমেইল বোম্বারটি।
download.icon 1 এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes

ফাইলটি exe ফরম্যাটে আছে। তাই এন্টিভাইরাস একে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে। ব্যবহার করার সময় এন্টিভাইরাস ডিজেবল করে রাখুন।
ডাউনলোড হলে জীপ ফাইলটি আনজীপ করুন। exe আইকোনটিতে ক্লীক করলে এইরকম কিছু আসবে-
untitled এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes


Email Bomber সিলেক্ট করে contunue তে ক্লীক করুন। SMS বোম্বার আমাদের দেশে কাজ করবে না। এইরকম একটা উইন্ডো ওপেন হবে-
untitled এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes


personal information এ আপনার মেইল আইডি দিন। একটা কথা বলে রাখি, আমি ইয়াহু দিয়ে সফল হতে পারি নাই icon sad এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes । জিমেইল দিয়ে পাঠাতে পেরেছি। অন্যগুলো টেষ্ট করিনি। তাই যদি কোনো সমস্যা করে তাহলে জিমেইল দিয়েই বোম্ব করেন। ইউজার নেমে আপনার মেইল এড্রেসই দেন। নাহলে সমস্যা করতে পারে। তারপর মেইল পাসওয়ার্ড দেন। ঠিক পাসওয়ার্ড না দিলে মেইল যাবেনা।
untitled1 এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes


ইমেইলে আপনি যে মেইল হতে পাঠাবেন সেটি সিলেক্ট করুন। অর্থাৎ, জিমেইল হলে জিমেইল, ইয়াহু হলে ইয়াহু ইত্যাদি….
untitled2 এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes


victim address এ যাকে  মেইল পঠাতে চান তার মেইল এড্রেস লিখুন। তারপর যদি আনলিমটেড মেইল পাঠাতে চান তাহলে আনলিমিটেড সিলেক্ট করুন। মেইল যেতেই থাকবে। আর নির্দিষ্ট সংখ্যক মেইল পাঠাতে চাইলে set number সিলেক্ট করুন এবং সংখ্যাটি লিখুন। সব্বোর্চ্চ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বইটি মেইল পাঠাতে পারবেন।  icon smile এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes icon biggrin এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes
untitled3 এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes


এরপর subject লিখুন এবং body তে বিস্তারিত লিখুন। তারপর start এ ক্লীক করুন। সবকিছু ঠিক থাকলে মেইল বোম্ব হতে থাকবে। icon mrgreen এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes
3 এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes


নিজে নিজে টেস্ট করে দেখতে পারেন।  আবার কাউরে ডির্স্টাব কইরেন না।  icon wink এক ক্লীকেই আপনার শত্রুকে পাঠান হাজার হাজার মেইল!!! | Techtunes

আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।