এক শব্দে লিখুন আপনার ফেসবুকের প্রোফাইল নেম খুবই সহজে (ছবি সহ)…!!!

এক শব্দে লিখুন আপনার ফেসবুকের প্রোফাইল নেম খুবই সহজে (ছবি সহ)…!!!


 
 
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে ভালো আছি।  আজকে আমি আপনাদের সামনে একটি মজার টপিক নিয়ে আলোচনা করবো। সেটি হল কিভাবে আপনি ফেইসবুকে এক শব্দে নাম ব্যবহার করবেন অথবা How to use only first name on facebook . আসলে আমার ফেইসবুক আইডি টি এক শব্দে। এক বন্ধুর রিকুয়েষ্টে আজ আমি দেখাবো কিভাবে আপনি ও এক শব্দে নাম ব্যবহার করবেন।
আসলে বিষয়টি একটু কষ্ট সাধ্য। কেননা প্রক্সি ব্যবহার করে করতে হয়। তবে যারা জানেন অথবা এক শব্দে ফেইসবুক নাম ব্যবহার করতে পারেন, তাদের অভিনন্দন। আজকের এই পোষ্টটি মূলত তাদেরই জন্য যারা এক নামে বা এক শব্দে ফেইসবুক নাম ব্যবহার করতে পারেন না। আপনি দেখবেন অনেক সেলেব্রেটি বা একটু বড় টাইপের লোকেরা এক শব্দে ফেইসবুক নাম ব্যবহার করে। শুধু বড় না, আমার মত অনেক ছোট মানুষ ও এখন এক নামে ফেইসবুক নেম ব্যবহার করে। এক নাম বলতে এক শব্দে। যেমনঃ রহিম, করিম, হাসান, রফিক ইত্যাদি।
আমার ভার্চুয়্যাল নাম "নেতা" ফেইসবুকে ব্যবহার করছি। এমনকি এই ব্লগেও নেতা নামটিই ব্যবহার করছি। প্রথমে যদিও কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ছিল। পরে অনেক কষ্টে মেনেজ করিয়েছিলাম যাইহোক সেদিকে না যাই। এবার চলে যাবো মূল কার্যে। তার আগে এক নজরে আমরা ভুমিকা দেখে নেই,
এটা পিসির মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজার এবং ইন্দোনেশীয়ান প্রক্সি ব্যবহার করে করতে হয়। আপনি যদি পাচ বারের বেশি নাম পরিবর্তন করে থাকেন তাহলে কাজ হবে না। আপনার আইডিটি অবশ্যই পাঁচ বারের নিচে নাম চেঞ্জ থাকতে হবে। আর যদি পাঁচবারের নাম পরিবর্তন করে থাকেন তাহলে বলবো আযথা কষ্ট করে লাভ নেই। হয় নতুন আরেকটি আইডি খুলুন, না হয় এই আইডিই ব্যবহার করতে থাকেন। এবার চলে যাবো মুলভাবে।

কিভাবে করবেনঃ

১| প্রথমে আপনি আপনার পিসি দিয়ে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে আপনার ফেইসবুক আকাউন্টে লগ-ইন করুন (যে একাউন্টটি এক শব্দে রূপান্তরিত করবেন)। তারপর Setting এ ক্লিক করুন। তারপর Language এ ক্লিক করে "Bahasa Indonesia" সিলেক্ট করুন এবং "Save Changes" এ ক্লিক করে সেভ করুন। আপনার সুবিধার্থে নিচে স্কীনশর্ট দিয়ে দিলাম।

২| এবার নতুন একটি ট্যাব ওপেন করে ফায়ারফক্সের Option>Advance>Network>Setting এ ক্লিক করে নিচের ফ্রক্সিটি সেট করুন। 139.0.2.162 Port: 8080. নিচে স্কীনশর্ট দিয়ে দিলাম।
৩| এখন আবার ফেইসবুকের ট্যাবটি ওপেন করুন। তারপর একদম উপরের মেন্যুটিতে ক্লিক করুন যেখানে আপনার নাম লিখা আছে। তারপর প্রথম বক্সে অথবা First Name এ আপনার কাঙ্কিত এক শব্দের নাম টি বসিয়ে নিল বাটনটিতে ক্লিক করে সেভ করে নিন। দেখবেন হয়ে গেছে। নিচে স্কীনশর্ট দিলাম। 
ব্যাস! কাজ শেষ। এখন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নিন এবং ফায়ারফক্সে যে প্রক্সি সেট করছিলেন সেটি মুছে ফেলুন। আর এভাবেই এক শব্দে নাম ব্যবহার করতে থাকুন ফেইসবুকে। 
পোষ্টটি ভালো লাগলে ফেইসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কোন সমস্যা হলে কমেন্ট করে বলবেন। যথাযত সমাধানের চেষ্টা করবো। আজ এপর্যন্তই। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

ফেইসবুক ফ্যান পেইজে ২০০ লাইকের পর নাম চেঞ্জ করতে পারছেন না ? আসুন আমরা চেঞ্জ করে ই ছাড়বো

ফেইসবুক ফ্যান পেইজে ২০০ লাইকের পর নাম চেঞ্জ করতে পারছেন না ? আসুন আমরা চেঞ্জ করে ই ছাড়বো
Facebook-logo-PSD
বর্তমানে দেখা যায় আমাদের সবার একের বেশী ফেইসবুক ফ্যান পেইজ থাকে । কিন্তু ২০০ এর অধিক লাইক হোলে আমরা ইচ্ছে করলে ও আর ওই পেইজের নাম পরিবর্তন করতে পারিনা ।
এই সমস্যা থেকে সমাধান পেতে হলে নিচের স্টেপ গুলো ভালভাবে এপ্লাই করুন ।
১ – পিসি থেকে গুগল ক্রোম ওপেন করুন এবং https://chrome.google.com/webstore/detail/zenmate-security-privacy/fdcgdnkidjaadafnichfpabhfomcebme?hl=en  টা স্টোর থেকে ইনষ্টল করে নিন ।
1
২-  আপনার ইমেইল দিয়ে সাবমিট করুন , আপনার পাসওয়ার্ড আপনাকে জেনারেট করে দিবে ।
৩-  Google Chrome Browser রিস্টারট করুন ।
৪- রি স্টার্ট করার পর আপনার লোকেশন ” USA location in Zen met ” করে দিন ।
2
৫- আপনার ফেইসবুক একাউন্টে লগিন করে আপনার পেইজে যান , Update Info তে ক্লিক করে Change name or Edit option এ নাম পরিবর্তন করুন ।
3
৬- আপনি Request Change Option এ  ক্লিক করুন ।
৭- এখন আপনি নতুন একটা উইন্ডো দেখতে পাবেন (I Need To Change the name of My Page)
4
৮- এখানে উল্লেখিত যে কোন ডকুমেন্টের কপি সিলেক্ট করুন (JPG Format) .
৯- Old Page name এবং  New Name ফিল আপ করুন ।
১০- আপনার NID কার্ড এর কপি সাবমিট করুন ।
১১- আপাতত আপনার কাজন শেষ , বাকি কাজ ফেইসবুক টিম করবে ।
পুরো পোস্ট পড়ার জন্য ধন্যবাদ , দোয়া করবেন যাতে নতুন টিউন নিয়ে তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হতে পারি ।

আপনার ফেইসবুক ফ্যান পেইজে এক সাথে সব ফ্রেন্ডকে ইনভাইট করুন

আপনার ফেইসবুক ফ্যান পেইজে এক সাথে সব ফ্রেন্ডকে ইনভাইট করুন
fb fan page 
আমরা জানি বর্তমানে ওয়েব সাইট থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সকল আপডেট ফেইসবুক ফ্যানপেইজের মাধ্যমে পেয়ে থাকি , কিন্তু নতুন একটা পেইজ করার পর ততোটা লাইক পাওয়া যায় না তাই আমরা আমাদের সকল ফ্রেন্ডদের একজন একজন করে পেইজে ইনভাইট করে থাকি যা অনেক কষ্টসাধ্য এবং সময় অপচয় করে ।

তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সকল ফেইসবুক ফ্রেন্ডদের একসাথে ইনভাইট করবেন :)
[ # আমি আগেই বলে রাখছি এই ট্রিকটা শুধু Google Chrome browser এ কাজ করবে । ]
নিচের স্টেপ গুলো ফলো করুন :-
১ । আপনি যে পেইজে ইনভাইট করতে চাচ্ছেন সেই পেইজে যান ।
২ ।  invite all your friends এ ক্লিক করলে পপ আপ মেনু আসবে ।
৩ । পপ আপ মেনু তে স্ক্রোল করতে করতে নিচে যাতে থাকুন আপনার ফ্রেন্ড লিস্ট শেষ হওয়া অব্দি ।
৪ । কীবোর্ডের F12 চাপুন , Chrome console window ওপেন করুন ।
৫ ।  নিচের দেয়া কোড গুলো কপি করে এন্টার করুন ……
var inputs = document.getElementsByClassName(‘uiButton _1sm’); for(var i=0; i<inputs.length;i++) { inputs[i].click(); }
অথবা 
৬ । ব্যাস আপনার কাজ শেষ , ট্যাব টা ক্লোস না করে অপেক্ষা করুন আপনার সব ফ্রেন্ডকে অটোমেটিক পাঠিয়ে দেয়া হবে ।
আজ এই পর্যন্ত , দেখা হবে নতুন কোন টপিক নিয়ে । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ :)

স্মার্টফোন থেকে পোস্ট লেখার নিয়ম

স্মার্টফোন থেকে পোস্ট লেখার নিয়ম
অনেকেই আছেন যারা এ ধরনের ব্লগে এর আগে লিখেন নি, তারা কিভাবে পোস্ট লিখবেন এটা বুঝতে পারেন না। প্রায়ই fb এ মেসেজে অনেকে জিজ্ঞেস করেন মোবাইল থেকে পোস্টে ছবি যুক্ত করব কিভাবে? অথবা কিভাবে লিংক এড করব? ফিচার ইমেজ কিভাবে দিব?!!
এসব কমন প্রশ্নের উত্তর দিতে দিতে এই বিষয় নিয়া টিউটোরিয়াল লিখার তাগিদ অনুভব করলাম।
মূলত ওয়ার্ডপ্রেস ব্লগ গুলি পিসি নির্ভর হওয়ায় মোবাইল দিয়ে পোস্ট লেখাটা অনেক ঝামেলাপূর্ণ কাজ। তবে যাদের স্মার্টফোন আছে তারা Chrome, Firefox, বা UC Browser দিয়ে পোস্ট লিখতে পারেন।
আমি এই টিউটোরিয়াল লিখতে এন্ড্রয়েড সেটের Chrome Browser ইউজ করেছিঃ
এবার আসুন শুরু করা যাক।
প্রথমেই আপনার Account এ লগ ইন করুন নিচের লিংক দিয়েঃ  http://www.projuktibarta.com/login
লগ ইন করার পর নিচের ছবির মত ” প্রকাশনা সমূহ ” তে ক্লিক করে ” নতুন আরেকটি ” তে ক্লিক করুন।

received_952611818103441
এখন এ পেজ আসবে সেখানে ২ টা বক্স পাবেন। প্রথম বক্সে আপনার পোস্টের শিরোনাম লিখুন, ২য় বক্সে পোস্টের বিস্তারিত লিখবেনঃ
received_952617044769585
পোস্টে ছবি যুক্ত করবেন কিভাবেঃ
যেইখানে ছবি যুক্ত করতে চান সেখানে স্ক্রল রেখে, ” নতুন মিডিয়া যুক্তকরুন ” অপশনে ক্লিক করুনঃ
received_952613811436575

এরপর নিচের ছবির মত বক্স আসবে সেখানে ” Upload Files ” এ ক্লিক করে ” ফাইল নির্বাচন করুন ” অপশনে ক্লিক করে Documents এ ক্লিক করে ফোনে থাকা ছবিটি নির্বাচন করুনঃ
received_952616531436303
ছবিটি আপলোড শেষ হলে ” Insert into Post ” এ ক্লিক করুন, ইচ্ছা করলে ছবির Allignment ও ছবির মাপ ঠিক করে দিতে পারেনঃ
received_952615724769717
ছবি যুক্ত করা শেষ! এবার,
কিভাবে পোস্টে লিংক যুক্ত করবেনঃ
যে লেখাটিকে আপনি লিংক হিসেবে ব্যাবহার করতে চান সেটিকে আগে Mark করে নিন নিচের ছবির মত, এরপর ছবিতে গোল চিহ্ন দেয়া অপশনটিতে ক্লিক করুনঃ
( লেখা আগে মার্ক করে না নিলে হবে না)
received_952610931436863
ক্লিক করার পর নিচের ছবির মত বক্স আসবে সেখানে URL লেখার বক্সে আপনার কাংখিত লিংক লিখুন এবং নিচের বক্সে লিংকএর একটা শিরোণাম দিন। তার নিচে Open link in new Window এ টিক চিহ্ন দিনঃ
Screenshot_2015-04-18-22-41-07
সতর্কতাঃ   কোন অপ্রয়োজনীয় / Referral link / Ad লিংক পোস্টে দিবেন না। তাহলে আপনার লেখা প্রকাশ করা হবে না। এমনকি প্রয়োজন হলে আপনার লেখার ক্ষমতা কেড়ে নেয়া হতে পারে!! 
লিংক ও ছবি দুটোই লেখার ভিতর যুক্ত করলেন। মানে আপনার লেখা প্রকাশ করার সময় এসেছে।
এখন লেখার একটা বিভাগ নির্বাচন করুন। একটির বেশি বিভাগ দিবেন নাঃ
Screenshot_2015-04-18-22-41-36
এবার ট্যাগ সিলেক্ট করুন / নিজে ট্যাগ বক্সে লিখে নতুন ট্যাগ যুক্ত করতে পারেন। একটা লেখার জন্য কমপক্ষে ৩ টা ট্যাগ ইউজ করুনঃ
received_952613258103297
নির্বাচিত ছবি দিনঃ
এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কারন Feature Image / নির্বাচিত ছবি ছাড়া আপনার পোস্ট প্রকাশ হবে না। পোস্টের সাথে সংশ্লিষ্ট একটা ছবি দিন নিচের ছবিতে দেখুনঃ
received_952612928103330
এবার ইচ্ছা করলে আপনার পোস্টে Review / Rating অপশন রাখতে পারেন, এ জন্য নিচের ছবির মত Taqyeem – Review Option এ গিয়ে Review box position,  Buttom of the post নির্বাচন করুন।
Screenshot_2015-04-18-22-43-44
এবার আপনার লেখা প্রকাশ করুন। আর কোন কিছু করার দরকার নেই।
received_952612248103398
লেখা রিভিউয়ের জন্য অপেক্ষমান থাকবে। একজন এডমিন লেখাটি যাচাই করে প্রকাশ করে দিবেন।
ধন্যবাদ।

ডাউনলোড করে নিন Grameenphone এর oficial GP App•••

ডাউনলোড করে নিন Grameenphone এর oficial GP App•••
GP App - screenshot
GP App একটি অনেক কাজের এপ । এর দ্বারা আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন।
এটি দ্বারা যা যা করতে পারবেন তা হলোঃ
১-ব্যালেন্স চেক
২-প্রাইস প্লান প্যাকেজ চেঞ্জ
৩-ফ্রিতে FNF/Super FNF add/change(normally এতে ২.৩০ টাকা লাগে)
৪-ব্যালান্স ট্রান্সফার
৫-Star Status চেক
৬-মিসড কল Alert, Welcome tune সেট ইত্যাদি ।
To download the app Click here
প্লে স্টোর লিঙ্কঃ