মার্ক জাকারবার্গ রাজনীতিতে আসছেন!

মার্ক জাকারবার্গ রাজনীতিতে আসছেন!

কীভাবে রাজনীতিতে যুক্ত হয়ে অভিবাসন নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব হবে, তা জানতে চেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা উপদেষ্টার কাছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ই-মেইল করেছিলেন। মঙ্গলবার সে ই-মেইল প্রকাশ করেছে উইকিলিকস।

ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ গত বছরের আগস্ট মাসে হিলারি ক্লিনটনের প্রচারণা উপদেষ্টা জন পোডেস্টাকে ই-মেইলে জানতে চেয়েছিলেন, মার্ক জাকারবার্গের সঙ্গে দেখা করতে ইচ্ছুক কি না তিনি। ই-মেইলে জাকারবার্গের রাজনীতির প্রতি আগ্রহকে ‘জানার ক্ষুধা’ বলে উল্লেখ করেন স্যান্ডবার্গ। স্যান্ডবার্গ আরও লেখেন, ‘সামাজিক পরিবর্তনের উদ্দেশ্যে জনগণের আগাম লক্ষ্য বুঝতে রাজনীতির কার্যকর দিকগুলো সম্পর্কে জানতে জাকারবার্গ এমন ধারণা পোষণকারী অভিজ্ঞদের সঙ্গে দেখা করতে চান।’
মার্ক জাকারবার্গ ইতিমধ্যেই অভিবাসন সংস্কার, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার কাজ শুরু করতে তহবিল গঠনের কাজ শুরু করেছেন। স্যান্ডবার্গের সে ই-মেইলের উত্তরে পোডেস্টা জানান, ‘হলে খুব খুশিই হব। দেখা করতে আমি অত্যন্ত উৎসাহী।’

নতুন ম্যাকবুক প্রো আনছে অ্যাপল।

নতুন ম্যাকবুক প্রো আনছে অ্যাপল।


চলতি মাসেই ম্যাক লাইনআপের নতুন সংস্করণের ঘোষণা দেওয়ার কথা ছিল অ্যাপলের; এখনো সে ধরনের কোনো ঘোষণা আসেনি। বিভিন্ন দেশে আইফোন ৭ ও ৭ প্লাস স্মার্টফোন বিক্রি নিয়েই অ্যাপল বেশি ব্যস্ত। তবে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাকোতাকারার তথ্য অনুযায়ী, শিগগিরই ম্যাকবুকের নতুন সংস্করণের ঘোষণা দিতে পারে অ্যাপল। নতুন সংস্করণে বেশ কিছু প্রযুক্তি যুক্ত করতে পারে অ্যাপল। নতুন ম্যাকবুকের পাশাপাশি ম্যাকবুক এয়ারের ১৩ ইঞ্চি মডেলটিও নতুন করে আনবে অ্যাপল। 
নতুন ম্যাকবুক প্রোতে থাকবে ইউএসবি টাইপ-সি ও থান্ডারবোল্ট ৩ পোর্ট। তবে বাদ পড়বে ম্যাগসেফ কানেকটর, ইউএসবি ও থান্ডারবোল্ট ২ পোর্ট। এ ছাড়া ম্যাকবুক প্রোতে কি-বোর্ডের ফাংশন কি-এর পরিবর্তে ওএলইডি প্যানেল যুক্ত হচ্ছে। এর সঙ্গে যুক্ত থাকবে টাচ আইডি। এতে ল্যাপটপটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত রাখা যাবে। অ্যাপল অবশ্য আনুষ্ঠানিকভাবে নতুন ম্যাকবুক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। 

তথ্যসূত্র: এনডিটিভি।

বাঁকানো ডিসপ্লের ফোনের জগতে শিয়াওমি।

বাঁকানো ডিসপ্লের ফোনের জগতে শিয়াওমি।
শিয়াওমির বাঁকানো ডিসপ্লের ফোন

বাঁকানো ডিসপ্লের মোবাইল ফোন তৈরিতে সফল হয়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি। সম্প্রতি শিয়াওমির নতুন এই নমনীয় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন নিয়ে ভিডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ভিডিওর তথ্য অনুযায়ী, শিয়াওমির ফোনটিতে ব্যবহৃত হয়েছে এমআইইউআই স্ক্রিন, যাতে বিভিন্ন কাজ খুব সহজেই সম্পাদন করা যায়। প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, নমনীয় ডিসপ্লে প্রযুক্তি বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি বিশ্বে আলোচনায় রয়েছে। ২০০৮ সালে ‘নকিয়া মরফ’ নামের কনসেপ্ট ফোন দিয়ে নমনীয় ফোনপ্রযুক্তি আলোচনায় আসে। এরপর থেকে সনি ও স্যামসাং এ ধরনের ডিসপ্লে তৈরি করে বিভিন্ন প্রযুক্তি মেলার প্রদর্শন করে। স্যামসাং কিছুটা বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনলেও নমনীয় ডিসপ্লের ফোন এখনো বাজারে ছাড়েনি। সম্প্রতি এলজি স্মার্টফোনের জন্য নমনীয় ডিসপ্লে তৈরিতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আগামী বছর নাগাদ নমনীয় ডিসপ্লেযুক্ত ফোন বাজারে আনার জন্য চেষ্টা করছে স্যামসাং। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের মতো মুখে তালা মেরে রেখেছে শিয়াওমি।  

তথ্যসূত্র: এনডিটিভি