কীভাবে রাজনীতিতে যুক্ত হয়ে অভিবাসন নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব হবে, তা জানতে চেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা উপদেষ্টার কাছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ই-মেইল করেছিলেন। মঙ্গলবার সে ই-মেইল প্রকাশ করেছে উইকিলিকস।
ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ গত বছরের আগস্ট মাসে হিলারি ক্লিনটনের প্রচারণা উপদেষ্টা জন পোডেস্টাকে ই-মেইলে জানতে চেয়েছিলেন, মার্ক জাকারবার্গের সঙ্গে দেখা করতে ইচ্ছুক কি না তিনি। ই-মেইলে জাকারবার্গের রাজনীতির প্রতি আগ্রহকে ‘জানার ক্ষুধা’ বলে উল্লেখ করেন স্যান্ডবার্গ। স্যান্ডবার্গ আরও লেখেন, ‘সামাজিক পরিবর্তনের উদ্দেশ্যে জনগণের আগাম লক্ষ্য বুঝতে রাজনীতির কার্যকর দিকগুলো সম্পর্কে জানতে জাকারবার্গ এমন ধারণা পোষণকারী অভিজ্ঞদের সঙ্গে দেখা করতে চান।’
মার্ক জাকারবার্গ ইতিমধ্যেই অভিবাসন সংস্কার, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার কাজ শুরু করতে তহবিল গঠনের কাজ শুরু করেছেন। স্যান্ডবার্গের সে ই-মেইলের উত্তরে পোডেস্টা জানান, ‘হলে খুব খুশিই হব। দেখা করতে আমি অত্যন্ত উৎসাহী।’