আসুন এক ক্লিকে রাঙি বিজয়ের রঙে...

আসুন এক ক্লিকে রাঙি বিজয়ের রঙে...
মাত্র এক ক্লিকেই বদলে ফেলুন নিজের ফেইসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি। বিজয় দিবসকে সামনে রেখে নিজেকে রাঙান লাল-সবুজ রঙে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এমনই এক উদ্যোগ নিয়েছে স্থানীয় মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ইজি টেকনোলজি।
এর মাধ্যমে দশ লাখ ফেইসবুক ব্যবহারকারীর প্রোফাইলের ছবি জাতীয় পতাকার রঙে রাঙানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ezzetech
বিজয়৭১ ডটনেট নামের ওই অ্যাপ দিয়ে ব্যবহারকারীরা তার প্রোফাইলের ছবি রাঙাতে পারবেন। তবে ইজি টেকনোলজিস ৩১ ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রোফাইলের ছবি রাঙানোর সুযোগ সকলের জন্য উন্মুক্ত রাখছে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও ক্যাম্পেইনের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন ইজি টেকনোলজিসের মফিজুর রহমান টিপু, আইটিবাজার২৪ ডটকমের প্রধান নির্বাহী শাহাবুদ্দিন রিয়াদসহ আরও অনেকে।
আইসিটি বিভাগের সহায়তায় ইজি টেকনোলজি লিমিটেড এই ইভেন্ট পরিচালনা করছে। এতে পৃষ্ঠপোষকতা করেছে আইটিবাজার২৪ ডটকম।
এক ক্লিকে নিজের প্রোফাইলের ছবি লাল-সবুজে রাঙাতে এই ঠিকানায় ক্লিক করতে পারেন।

বানর শিখবে স্কাইপে ব্যবহার!

বানর শিখবে স্কাইপে ব্যবহার!


আন্তঃপ্রজাতি যোগাযোগের কৌশল উদ্ভাবন নিয়ে উঠেপড়ে লেগেছে বিজ্ঞানীরা। এর মধ্যে যোগ দিলেন ‘জেনেসিস’ সিনেমার সাবেক তারকা পিটার গাব্রিয়েল। ভিডিও ব্যবহারের মাধ্যমে বানর জাতীয় স্তন্যপায়ী প্রাণীকে যোগাযোগে অভ্যস্ত করার পরিকল্প করছেন তিনি।
ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমস এ সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছে, গাব্রিয়েল বিষয়টি নিয়ে মাঙ্কি ওয়ার্ল্ড রেসকিউ সেন্টার এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে কাজ করবেন।
পিটার গাব্রিয়েল
গাব্রিয়েল খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি নিশ্চিত বানরেরা ভিডিও ক্যামেরা ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ সক্ষম হবে।’
তিনি আরো বলেন, ‘আমি বুঝতে পেরেছি, ভাব প্রকাশের একটি সাধারণ মাধ্যম যদি খুঁজে বের করা যায় তাহলে মানুষ এবং অন্যান্য প্রাণী একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে।’
তবে যাই হোক, গাব্রিয়েলের এ পরিকল্পনা এখনো প্রাথমিক অবস্থায় আছে। এই পরীক্ষণটি ঠিক কোন প্রক্রিয়াতে হবে তা নিয়েও এখনো গবেষণা চলমান।
তবে এ ব্যাপারে তার দক্ষতার প্রমাণ আছে। ২০০১ সালে তিনি বানরকে কম্পিউটারের কি-বোর্ড চালনা শিখিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন।

সালমানের মুক্তিতে শাহরুখ।

সালমানের মুক্তিতে শাহরুখ।
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর- নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও গত বৃহস্পতিবার গাড়ি চাপা দেওয়ার মামলায় সালমান খানের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দিয়েছেন বম্বে হাইকোর্ট। ‘বন্ধু’ সালমানের এই মুক্তির আনন্দে উচ্ছ্বসিত শাহরুখ খান।  এ প্রসঙ্গে শাহরুখ খান বলেছেন, ‘সে আমার বন্ধু, সহকর্মী। তাঁর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ থেকে আদালত তাঁকে মুক্তি দেওয়ায় আমি অনেক আনন্দিত।’  উচ্চ আদালতের এই রায়ের আগে এ মামলায় দোষী সাব্যস্ত করে সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন মুম্বাইয়ের দায়রা আদালত। সে রায়ের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সালমান। উচ্চ আদালত দায়রা আদালতের রায়ের দিনই সালমানের সাজা স্থগিত রেখে এ অভিনেতার জামিন মঞ্জুর করেছিলেন। বোম্বে হাইকোর্টের বিচারক তাঁর রায় লেখার সময় মন্তব্য করেছিলেন, এই রায়ে নিঃসন্দেহে সালমানের কাছে একটি বড় সুখবর।  উচ্চ আদালতের বিচারক আরও বলেছিলেন, সালমানই যে গাড়ি চালাচ্ছিলেন কিংবা সেসময় তিনি নেশাগ্রস্ত ছিলেন; এর কোনো প্রমাণ মেলেনি। আদালত আরও জানান বিভিন্ন সাক্ষী ও পুলিশ যে তথ্য প্রমাণ হিসেবে আদালতে জমা দিয়েছে, তা থেকে স্পষ্ট নয় যে, সালমানই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই বলিউড তারকার দেহরক্ষী হিসেবে যে পুলিশ কর্মী ছিলেন, সেই রবীন্দ্র পাতিলের বক্তব্যকেও ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেন দেশটির হাইকোর্ট।  ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বেন বার থেকে মুম্বাইতে নিজের ফ্ল্যাটের কাছে আমেরিকান এক্সপ্রেস বেকারির সামনের ফুটপাথে উঠে গিয়েছিল সালমান খানের গাড়ি। সেই গাড়ি চাপায় একজনের মৃত্যু হয়, জখম হয়েছিলেন আরও ৪ জন। এ মামলায় বেন বারের ম্যানেজার বয়ান দিয়েছেন যে, সালমান, কামাল খান ও সোহেল খান যে টেবিলে বসেছিলেন, সেই টেবিলে মদ পরিবেশন করা হয়েছিল। সালমানের হাতে ছিল সাদা রঙের পানীয়ের গ্লাস। পুলিশ প্রমাণ হিসেবে ওই টেবিলের বিলও জমা দিয়েছে। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ, শুধু বিল আর এই বয়ানে প্রমাণিত হয় না যে, সালমান খান মাতাল ছিলেন। এই প্রমাণ যথেষ্ট নয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

অফলাইনেও চলবে ফেসবুক!

অফলাইনেও চলবে ফেসবুক!
অফলাইনে গ্রাহকদের ফেইসবুক ব্যবহারের সুযোগ দিতে অফলাইন মোড চালু করতে যাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি।

অর্থাত ইন্টারনেট সংযোগ না থাকলে বা ডাটা শেষ হয়ে গেলেও ফেইসবুকে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। নিউজ ফিডে প্রবেশের পাশাপাশি বন্ধুদের স্ট্যাটাসে মন্তব্য করতে পারবেন গ্রাহকরা।

এক ব্লগ পোস্টে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ইন্টারনেট সংযোগ না থাকলে বা যেখানে ইন্টারনেটে গতি কম সেখানে ব্যবহারকারীদের ফেইসবুক ব্যবহারের সুযোগ দিতেই অফ লাইন সেবা চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজ ফিড বা হোম পেইজের সঙ্গে ব্যবহারকারীদের যোগাযোগ বাড়াতে সেবাটি চালু করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই অফলাইনে নিউজ ফিড ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বরে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানটি জানিয়েছে ইন্টারনেট সংযোগ শেষ হয়ে গেলে কোন নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারীরা। পরে ইন্টারনেট সংযোগ এলেই স্বয়ংক্রিয়ভাবে পোস্টটি পাবলিশ হয়ে যাবে।

টুজি ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর ফেইসবুক ব্যবহারকারীদের কথা বিবেচনা করে টুজি উপযোগী করে ফেইসবুক পেইস তৈরি করছে প্রতিষ্ঠানটি। ফেইসবুকের আশা এই উদ্যোগ কম গতির ইন্টারনেট দিয়ে নতুন প্রযুক্তি আবিস্কারে ডেভলপাদের সহায়তা করবে বা উতসাহ যোগাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কিভাবে সবচেয়ে নিরাপদ ও শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করবেন?

কিভাবে সবচেয়ে নিরাপদ ও শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করবেন?

অনলাইনে কোনো ওয়েবসাইটে নিবন্ধন করা থেকে শুরু করে কম্পিউটারে ঢোকার ক্ষেত্রে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয় অনেককেই । নিরাপত্তার জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ । তাই সেটি হতে হবে শক্তিশালী । যে কোনো সময় সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি, যদি পাসওয়ার্ডটা শক্তিশালী না হয় । পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে নিচের বিষয়গুলো মাথায় রাখতে পারেন।



how-to-create-strong-and-secure-password-in-bangla


১. পাসওয়ার্ড যেন কমপক্ষে সাত-আটটি অক্ষরের হয় ।  

২. পাসওয়ার্ডে সংখ্যা এবং অক্ষর দুটিই রাখুন ।
৩. অভিধানে খুঁজে পাওয়া সম্ভব, এমন কোনো প্রচলিত শব্দ ব্যবহারে সতর্ক হোন ।
৪. বহুল প্রচলিত বাক্য পরিহার করুন । যেমন: I LOVE YOU বা I MISS U ।
৫. ’ক্যাপস লক’ ব্যবহার করে ছোট ও বড় অক্ষরে সমন্বয় ঘটান পাসওয়ার্ড । সবচেয়ে ভালো পাসওয়ার্ডে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করেন  । যেমন: শক্তিশালী একটি পাসওয়ার্ডের উদাহরণ: BDF786@U
৬. পাসওয়ার্ডে নিজের বা অন্য কারও ফোন নম্বর ব্যবহার করবেন না কখনোই ।
 নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল বা বাসার নাম পরিহার করুন । কারণ অনুমান করে খুজেঁ সহজেই এসব পাসওয়ার্ড ভেঙ্গে ফেলা যায় ।

৭. খেয়াল রাখুন, ইউজার নেম আর পাসওয়ার্ড যেন কখনোই এক না হয় ।
ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন । ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন । 
৮.ওয়েব ব্রাউজারে ‘রিমেম্বার পাসওয়ার্ড’ এর বিষয়ে সতর্ক থাকুন । সম্ভব হলে ব্রাউজারের এই সুযোগটি বন্ধ রাখুন । 
৯. কখনো পাসওয়ার্ড কাগজে লিখে রাখবেন না ।
১০.নিজের পাসওয়ার্ড কখনোই অনলাইনে বা অন্য কোনোভাবে কারও সঙ্গে শেয়ার করবেন না ।
সম্ভব হলে কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন ।

সেরা ১০ স্মার্টফোন ২০১৫ সালের।

সেরা ১০ স্মার্টফোন ২০১৫ সালের।

চলতি বছর নতুন নতুন অনেক স্মার্টফোন বাজারে এসেছে। এসব স্মার্টফোনে যেমন নতুন ফিচার এসেছে, তেমনি উদ্ভাবনী নকশাও দৃষ্টি কেড়েছে গ্রাহকদের। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ অনলাইন এ বছরের সেরা ১০ স্মার্টফোনের তালিকা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা করে নিয়েছে অ্যাপল, স্যামসাং, এলজি, এইচটিসি, ব্ল্যাকবেরি, সনি, হুয়াই ও মাইক্রোসফট ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন।
শীর্ষ আইফোন ৬ এস
উন্নত নকশা, সহজ ব্যবহারের সমন্বয়ের কারণে জনপ্রিয় হয়েছে আইফোন ৬ এস। নতুন আইফোন সম্পর্কে টিম কুক বলেন, ‘বিশ্বের সবচেয়ে উন্নত স্মার্টফোন।’ এই স্মার্টফোনে রয়েছে অ্যাপলের আইওএস ৯ অপারেটিং সিস্টেমে। ফোরকে মানের ভিডিও ধারণ করার জন্য এই ফোনের পেছনে উন্নত আই-সাইট ক্যামেরা যুক্ত করেছে অ্যাপল। ফোরকে ডিসপ্লেতে রেজুলেশন থাকে ৩৮৪০ বাই ২১৬০ যাতে পিক্সেল ঘনত্ব হয় ইঞ্চি প্রতি ৮০৬। গত বছরে বাজারে আসা আইফোন ৬ এ আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও নতুন আইফোনের পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত হয়েছে। লাইভ ফটোজ নামের নতুন একটি ফিচারও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আইওএস ৯ এ ফিচার হিসেবে রয়েছে ডিজিটাল সহকারী সিরির উন্নত সংস্করণ। এমনকি এটি ব্যাটারির চার্জ বাড়তি এক ঘণ্টা পর্যন্ত বাঁচাতে পারে। ১৬ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি এই তিনটি সংস্করণে বাজারে এসেছে নতুন আইফোন। যুক্তরাজ্যের বাজারে ৬ এসের দাম যথাক্রমে ৫৩৯, ৬১৯ ও ৬৯৯ পাউন্ড।
স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ
গ্যালাক্সি এস ৬ এজ স্মার্টফোনটি বিশ্বের প্রথম দুই দিকে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। ১৩২ গ্রাম ওজনের এই বিশেষ নকশার ফোনটিতে বেশ কিছু দরকারি ফিচার রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট ২০১৫ সালের সেরা প্রযুক্তিপণ্যের যে তালিকা করেছে, তাতে বর্ষসেরা স্মার্টফোনের খেতাব জিতেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬ এজ। ৫ দশমিক এক ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির ওজন ১৩৮ গ্রাম। ৩ জিবি র‍্যামের ফোনটিতে কোয়াড কোর প্রসেসর রয়েছে। পেছনে ১৬ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এতে। ৬৪ জিবি মডেলের দাম ৭৬০ পাউন্ড।
এলজি জি ৪
টেলিগ্রাফের চোখে এ বছরে বাজারে তৃতীয় সেরা ফোন হচ্ছে এলজির জি ৪। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের এই ফোনটির দাম ৫৯৯ মার্কিন ডলার। এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ বা ললিপপ ব্যবহারের সুবিধা। এর ওজন ১৫২ গ্রাম। আট দশমিক নয় মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটির ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। এর পেছনে ১৬ ও সামনে আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটিতে কোয়ালকমের হেক্সা কোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন হিসেবেও এটি সেরা ১০টি ফোনের তালিকায় উঠে এসেছিল। এর দাম ৫০০ ব্রিটিশ পাউন্ড।
এইচটিসি ওয়ান এম ৯
অ্যান্ড্রয়েড প্রেমীদের কথা মাথায় রেখে এইচটিসি ওয়ান এম ৯ বাজারে ছাড়ে এইচটিসি। পাঁচ ইঞ্চি মাপের স্মার্টফোনটির ওজন ১৫৭ গ্রাম। তিন জিবি র‍্যামের ফোনটির পেছনে ২০ দশমিক সাত ও সামনে চার মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দাম ৫৮০ ব্রিটিশ পাউন্ড।
ব্ল্যাকবেরি প্রিভ
ব্ল্যাকবেরি এখনো টিকে আছে! অ্যান্ড্রয়েডচালিত প্রিভ নামের স্মার্টফোন বাজারে এনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। কোয়ার্টি কিবোর্ড ও টাচ স্ক্রিনের সমন্বয়ে অ্যান্ড্রয়েডচালিত ফোনটি সেরা ১০ স্মার্টফোনের তালিকায় স্থান করে নিয়েছে। ৫ দশমিক চার ইঞ্চি মাপের ফোনটিতে তিন জিবি র‍্যাম রয়েছে। এর পেছনে ১৮ ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর দাম ৫৫৯ ব্রিটিশ পাউন্ড।
আইফোন ৬ এস প্লাস
আইফোনের ব্যাটারি সমস্যা নিয়ে অনেক অভিযোগ ছিল। কিন্তু বড় মাপের স্ক্রিনের চলের কথা মাথায় রেখে আইফোন ৬ এস প্লাসে এ সমস্যার সমাধান করেছে অ্যাপল। আইফোন ৬ এস ও ৬ এস প্লাসে বিশেষ তেমন পার্থক্য নেই। তবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের এই স্মার্টফোনটিতে দুই হাজার ৯১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একে বাড়তি সুবিধা দিয়েছে। এর ওজন ১৭২ গ্রাম। পেছনে ৮ ও সামনে এক দশমিক ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দাম ৬১৯ ব্রিটিশ পাউন্ড থেকে শুরু।
সনি এক্সপেরিয়া জেড ৫ প্রিমিয়াম
পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত সনির এই স্মার্টফোনটি ধূলা ও পানি প্রতিরোধী। ১৮০ গ্রাম ওজনের ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, তিন জিবি র‍্যাম রয়েছে। পেছনে ২৩ ও সামনে ৫ দশমিক এক মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে সনির ফোনটিতে। দাম ৬২৯ মার্কিন ডলার থেকে শুরু।
হুয়াই নেক্সাস ৬ পি
এ বছরের সেপ্টেম্বর মাসে নেক্সাস ফোন হিসেবে পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের ফ্যাবলেট হিসেবে হুয়াই নেক্সাস ৬ পির ঘোষণা দেয় গুগল।
নেক্সাস ৬পি স্মার্টফোনটিতে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। এতে আছে স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, তিন জিবি র‍্যাম। এর পেছনে ১২ দশমিক ৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ধাতব কাঠামোর স্মার্টফোনটির পুরুত্ব ৭ দশমিক ৩৩ মিলিমিটার। ব্যাটারি ৩ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ার। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ মার্সম্যালো প্রিলোড করা থাকে। ৬ পির দাম হবে ৪৯৯ ব্রিটিশ পাউন্ড।
স্যামসাং গ্যালাক্সি এস ৬
স্যামসাং গ্যালাক্সি এস ৬ কে আসল অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসেবে দাবি করে স্যামসাং। ২০১৫ সালের ১০ এপ্রিল বাজারে আসে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস ৬। নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ধাতব কাঠামোর স্মার্টফোনের চেয়ে তাদের স্মার্টফোন ৫০ শতাংশ বেশি টেকসই। নতুন স্মার্টফোনে রয়েছে পাঁচ দশমিক এক ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন (১৪৪০ বাই ২৫৬০ রেজুলেশন) যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে বলে স্যামসাং দাবি করেছে। এতে রয়েছে ৬৪ বিটের ২ দশমিক ১ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস ৭ প্রসেসর যা স্যামসাংয়ের পূর্ববর্তী মডেলের স্মার্টফোনের চেয়ে ৩৫ শতাংশ দ্রুতগতির। এই স্মার্টফোনে ডিডিআর ৩ র‍্যাম পরিবর্তে ডিডিআর ৪ র‍্যাম ব্যবহার করায় স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স ৮০ শতাংশ বাড়বে। স্মার্টফোনের পেছনে এফ এক দশমিক ৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরা অ্যাপও উন্নত করেছে প্রতিষ্ঠানটি। দাম ৪৯৯ ব্রিটিশ পাউন্ড।
মাইক্রোসফট লুমিয়া ৯৫০
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম দিয়ে লুমিয়া ৯৫০ নামের একটি উইন্ডোজ ফোন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ৫ দশমিক ২ ইঞ্চি মাপের এই ফোনটির ওজন ১৫০ গ্রাম। ৩ জিবি র‍্যামের ফোনটির স্টোরেজ ৩২ জিবি। কোয়ালকমের প্রসেসরযুক্ত ফোনটির পেছনে ২০ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দাম ৪৪৯ ব্রিটিশ পাউন্ড।