বাসায় ছোট ভাই, বোন, সন্তানদের কম্পিউটার ব্যবহারে নিয়ন্ত্রণ করতে চান?

বাসায় ছোট ভাই, বোন, সন্তানদের কম্পিউটার ব্যবহারে নিয়ন্ত্রণ করতে চান?
আপনার বাসায় ছোট ভাই, বোন বা সন্তান তার রুমে রাত জেগে কম্পিউটার চালায়? আপনি টাইম ঠিক করে দিন। সে রাত ১২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত কম্পিউটার ব্যবহার করতে পারবেনা। বেশি কথা না বাড়িয়ে আসল কাজে আসি,
1.  control panel > User account > manage account > create new account এ Standard user এ টিক রেখে  একটি নতুন user account তৈরী করুন। এবং সেই account এ একটি পাসওয়ার্ড দিন।
2. তৈরীকৃত সেই account এ ক্লিক করে set up parental control এক ক্লিক করুন।
Capture
3. parental control এ on করে Time limits এ ক্লিক করে সময় দেখিয়ে দিন।
1
2
4. Ok ক্লিক করুন।
আমি রাত ১১ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত দিয়েছি, আপনি আপনার ইচ্ছামত টাইম সিলেক্ট করে OK করুন।
কাজ শেষ, এই ইউজার এবং পাসওয়ার্ড তাকে দিন। আপনি যে user name দিয়ে লগিন করতেন সেটা তাকে দিবেন না। সে জেনে থাকলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। নতুন ইউজার নেইম আর পাসওয়ার্ড দিয়ে সে লগিন করলে রাত ১১ টায় কম্পিউটার লগ আউট হয়ে যাবে। সকাল ৮ টার আগে সেই আইডি দিয়ে লগিন করা যাবেনা।

আপনার পিসিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই হটস্পট মাত্র ১ ক্লিকেই । এর চেয়ে সহজ মনে হয় না সম্ভব। মাত্র 400KB এর পোর্টেবল সফটওয়্যার ।

আপনার পিসিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই হটস্পট মাত্র ১ ক্লিকেই । এর চেয়ে সহজ মনে হয় না সম্ভব। মাত্র 400KB এর পোর্টেবল সফটওয়্যার ।
আজকে আপনাদের সামনে আমি খুব ছোট আকারের একটি পোর্টেবল সফটও্যার নিয়ে হাজির হয়েছি । বেচারা ছোট হলেই কি হবে কাজে তো ছোট নি । কথায় আছে ছোট সাপের বিষ বেশি । আমার আজকের এই সফটওয়্যারটি দ্বারা আপনি আপনার পিসিকে ওয়াইফাই হটস্পটে পরিণত করতে পারবেন মাত্র ১ টি ক্লিকেই । কোন প্রকার ঝামেলা ছাড়াই । এর সাইজ মাত্র ৪০০ কিলো বাইট এবং এটি পোর্টবল । এর নেই কোন ইন্সটলের ঝামেলা । শুধু ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন । আশা করি অনেক উপকারে দেবে এই ছোট্ট সফটওয়্যারটি । সফটওয়্যারটির নাম mHotspot
এবার তাহলে ডাউনলোড করে নিন । সাইজ নিয়ে চিন্তা করতে হবে না । মাত্র ৪০০ কিলোবাইট । সাথে ডাইরেক্ট ডাউনলোড লিংক ।

ডাউনলোড করুন | 400 KB

এবার ডাউনলোড করে ফাইলটি আনজিপ করে নিন । এখানের mHotspot নামের ফোল্ডারের ভেতরে mHotspot ফাইলটি ওপেন করুন । এবার নিচের স্কিনশটের মতো আসবে ।
এখানের Hotspot Name এ আপনার হটস্টপটের নাম দিন এবং Password এ পাসওয়ার্ড দিন । এবার Start Hotspot বাটনে একটি ক্লিক করুন । বেশ চালু হয়ে গেলো আপনার পিসির ওয়াইফাই হটস্পট । এবার সবাই মিলে উপভোগ করুন ।

Make Facebook Single Name For Your Computer+Laptop

Make Facebook Single Name For Your Computer+Laptop
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি।
কাজের কথায় আশা যাক আজকে আমি আপনাদের কে যেই টিউন দিচ্ছি তাহলো কিভাবে আপনারা আপনাদে ফেচবুক নাম সিংগেল করবেন।
এর আগে এই রকম অনেক টিউন হয়েছে এখানে কিন্ত সেগুলো  ঠিক মতো কাজ করে না তাই আজকে মনে করলাম আপনাদের কাছে আমি এটা শেয়ার করি।
এটা আপনি আপনার পিছি দিয়ে করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে সুধু মাত্র একটা Software দিয়ে।
প্রথমে এইটা ডাউনলোড করে নেন

   Download VPN

এবার আপনি আপনার কম্পিউটারে নেট কানেট দেন
এবার ডাউনলোড করা ফাইল আনজিপ করেন এবং নরমাল ভাবে ইন্সটাল করেন
VPN ওপেন করেন
এবার ওপেন হলে VPN Gate Public VPN Relay Servers এ যান
এবার যেকোন একটা Indonesia Proxy সিলেক্ট করে Connect to the VPN Server এ ক্লিক করেন।
Use TCP Protocol সিলেক্ট করে OK করেন দেখেন কানেক্ট হচ্ছে হয়ে গেলে নিচের ছবির মত আসবে।
এই রকম আসলে মনে করবেন আপনি সফল হয়েছেন এবার এটা মিনি মাইজ করে আপনার Mozzila Firefox অথবা Google crome ওপেন করেন এনং আপনার ফেচবুক লগইন করেন।


 এবার Setting এ যান এবং ভাষা Bahasa Indonesia সিলেক্ট করেন।
এবার Ganaral এ গিয়ে Name সিলেক্ট করে সুধু মাত্র First Name দিয়ে আপনার Passworld দিয়ে Save করেন আপনার কাজ শেষ হয়ে গেলো আপনার Single Name -এর ফেচবুক।
লেখায় কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমান বিশ্বের সেরা এন্টিভাইরাস Bitdefender 2015 Total Security + লাইসেন্স কি ।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমান বিশ্বের সেরা এন্টিভাইরাস Bitdefender 2015 Total Security + লাইসেন্স কি ।


1


বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমান বিশ্বের সেরা এন্টিভাইরাস Bitdefender 2015 Total Security + লাইসেন্স কি ।

Features

  • Best Security of 2014, PC MAG.

  • Imperceptible. Fastest System Speed. Confirmed by AV-TEST.

  • Easy to Use. Simple to Understand. Handle Security with a Single Click.

  • Store and Protect your Personal Photos and Videos. Secure Online Backup.

  • Recover your Device in case of Loss or Theft. Device Anti-Theft


2

Bitdefender Total Security 2015 এর ডাউনলোড লিঙ্ক

লাইসেন্স কি -   
27705MV
4DPLX0Q
DC5H4BM
6YLSYG0
IZRC4LS
PX5HQ7Z
TN0VRHV
I4WABZN
NFCEEUZ
M3U2GKA
4DPLX0Q
SMMMC3X
7ITZ4GL
30GA3B6
VAWRL2U
GU2K0ZY
7GN2WIC
RAMY3BD
0YMSN4I
RPJNHN0
DS7QSHZ
LUHE2FR
ICTLSTM

Bitdefender Total Security 2015 এর ডাউনলোড লিঙ্ক

এসকল কী থেকে যে কোন একটা ব্যবহার করলেই হবে। তবে এদের মধ্যে কয়েকটা এক্সপাইয়ার হয়ে যেতে পারে। চিন্তার কিছু নাই। একটা কাজ না করলে আরেকটা ব্যবহার করবেন।

ধন্যবাদ। আজ এখনেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক ব্যবহারকারী মৃত্যুর আগে তার অ্যাকাউন্টের জন্য উত্তরাধিকারী ঠিক করে যেতে পারবেন!

ফেসবুক ব্যবহারকারী মৃত্যুর আগে তার অ্যাকাউন্টের জন্য উত্তরাধিকারী ঠিক করে যেতে পারবেন!
আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি Facebook
Privacy নিয়ে আলোচনা করবো।
ফেসবুক ব্যবহারকারী মৃত্যুর আগে তার অ্যাকাউন্টের
জন্য উত্তরাধিকারী ঠিক করে যেতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ
‘লিগাসি কন্টাক্ট’ নামের একটি ফিচার উন্মুক্ত
করেছে যাতে ভবিষ্যতে ফেসবুক অ্যাকাউন্টের
মালিকানা কে পাবেন তা নির্ধারণ
করে রাখা যাবে।এক খবরে এ তথ্য
জানিয়েছে বিবিসি অনলাইন।
বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ‘লিগাসি কন্টাক্ট’
ফিচারটি ব্যবহার করা যাচ্ছে তবে পরবর্তীতে সব
ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন।
এই ফিচারটি ব্যবহার করে উত্তরাধিকারী নির্বাচন
করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর ওই
অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি।মনোনীত
ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বা সচল
রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।
তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর পূর্বের
প্রকাশিত কোনো পোস্ট পরিবর্তন
করা বা পুরোনো বার্তাগুলো আর দেখতে পারবেন
না। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক
অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোফাইলের ছবি ও
কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন বন্ধুর
আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং পোস্ট লেখা যাবে।
ছবি ও পোস্ট আর্কাইভ থেকে তা ডাউনলোড ও তথ্য
বিনিময় করা যাবে।
এই ফিচারটি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে,
যখন কোনো মানুষ পৃথিবী ছেড়ে যান তাঁর
অ্যাকাউন্টটিই যাপিত জীবন, বন্ধুত্ব ও অভিজ্ঞতার
স্মরণীকা হয়ে থাকে।প্রিয়জন হারানো মানুষের
সঙ্গে আমরা আলোচনা করে বুঝেছি তাঁদের ওই
কষ্টকর অবস্থায় আমরা আরও
খানিকটা পাশে থাকতে পারি এবং অ্যাকাউন্টের
মালিকানা বুঝিয়ে দিতে পারি যাতে তাঁরাই
অ্যাকাউন্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন!
লিগাসি কন্টাক্ট ব্যবহার করতে সেটিংস
থেকে সিকিউরিটিতে যেতে হবে এবং সেখানে সবার
নিচে এই ফিচারটি পাওয়া যাবে।

এক ক্লিকে মুছে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকা সব মেসেজ। জেনে রাখলে আপনার প্রাইভেসি রক্ষার্থে কোনদিন হয়তো কাজে লাগবে।

এক ক্লিকে মুছে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকা সব মেসেজ। জেনে রাখলে আপনার প্রাইভেসি রক্ষার্থে কোনদিন হয়তো কাজে লাগবে।
ফেসবুক হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। আজকাল এমন কোন সচেতন ব্যক্তি পাওয়া যাবে না যার অন্তত একটা ফেসবুক আইডি নেই। প্রযুক্তির অন্য কোন বিষয়ে জ্ঞান না থাকলেও অন্তত ফেসবুক ব্যবহার করে এরকম মানুষের সংখ্যা অনেক। তবে আজ আমি কোন পরিসংখ্যান করবো না, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ফেসবুকের মাধ্যমে আমরা ঘন্টার পর ঘন্টা যে কাজটি করে সময় কাটাই সেটা হলো ফেসবুক চ্যাটিং। অনেক মানুষের সাথে আমরা প্রতিনিয়ত চ্যাটে বিভিন্ন ব্যক্তিগত ব্যাপার আলোচনা, ছবি ভিডিও কিংবা বিভিন্ন ফাইল শেয়ার করে থাকি। দুর্ভাগ্যক্রমে যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে আপনার ব্যক্তিগত সবকিছু ফাঁস হয়ে যাবে। কেউ আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে আপনার পাওয়া তথ্য দিয়ে। বিষয়টা এ কারনেই বলছি কারন আজকাল আসঙ্কাজনক হারে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে (যদিও এর জন্য আমরা নিজেরাই দায়ী)। আপনার আমার ফেসবুক আইডি আমাদের যেকোন কোন অসাবধানতার বশে যদি হ্যাক হয়ে যায় তাহলে কতো বড় ক্ষতি হবে একবার ভেবে দেখেছেন? এর জন্য আমাদের প্রয়োজন ফেসবুকে থাকা মেসেজগুলোকে ডিলেট করে ফেলা। একটা একটা করে মেসেজ ডিলেট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একক্লিকে আমাদের ফেসবুকে থাকা সকল মেসেজকে ডিলেট করতে হয়। তো চলুন তাহলে শুরু করি-

প্রয়োজনীয় উপকরণঃ

য়োজনীয় উপকরণঃ

  • গুগল ক্রোম ব্রাউজার
  • একটি ব্রাউজার এক্সটেনশন
  • এক্সটেনশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অ্যান্ড্রোয়েড ফোনের গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করা যায় কিনা আমি জানিনা। আমি কম্পিউটারে করেছি, আপনারা যদি মোবাইলে করতে পারেন তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন।

যেভাবে এক ক্লিকে সব মেসেজ ডিলেট করবেনঃ

ব্রাউজারে ফেসবুক ডিলেট অল মেসেজ এক্সটেনশনটি যদি ঠিক ভাবে সংযোজিত হয়ে থাকে তাহলে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে লগ-ইন করুন এবং নিচের নির্দেশনা অনুসরণ করুন।

  • বামপাশের মেনুবার থেকে মেসেজ অপশনে ক্লিক করুন।
  • মেসেজের পেইজটি ওপেন হলে বামপাশ থেকে ক্রল করে সবগুলো মেসেজ বের করে ফেলুন।
  • ব্রাউজারের এড্রেসবারের ডানপাশে এক্সটেনশনটির আইকন দেখতে পাবেন (শুধু মেসেজ পেইজে আইকন দেখা যাবে)।
  • আইকনটিতে ক্লিক করুন, তাহলে যে অপশন গুলো আসবে সেখান থেকে সবুজ ব্যাকগ্রাউন্ডে থাকা Launch অপশনে ক্লিক করুন।
  • আপনার মেসেজ ডিলেটের কাজ শুরু হয়ে গেছে, এখন ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। আমার সবগুলো মেসেজ ডিলেট হতে প্রায় ১০মিনিটের মতো সময় লেগেছিলো।
আশা করি প্রত্যেকটি ধাপ আপনারা মনযোগ দিয়ে পড়েছেন এবং সে অনুযায়ী কাজ করতে পেরেছেন। বিষয়টা খুবই সহজ মনে করে টিউনে স্ক্রিন শট দিয়ে অহেতুক টিউনের সাইজ বড় করলাম না। আপনার প্রাইভেসি রক্ষার্থে সব মেসেজ ডিলেট করে দিন এবং নিশ্চিন্তে থাকুন। টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।

ফেসবুক ডিসেবল আইডি ফিরিয়ে নিন খুব সহজেই

ফেসবুক ডিসেবল আইডি ফিরিয়ে নিন খুব সহজেই
যাদের শখের ফেবু আইডি ডিসেবল হয়ে গেছে তাদের জন্য আজকের এই পোষ্ট
শুধু নিচের স্ক্রিন সট গুলো দেখুন আশা করি বুঝতে কোনো সমস্যা হবে নাঃ




উপরের সবকিছু কম্পলিট করার পর আপনার ইমেইল ইনবক্সে দেখুন ফেসবুক কতৃপক্ষ থেকে মেসেজ দিয়েছে উক্ত লিংকে যাম এবং যা কিছু চাইবে সেই মত সব ঠিক করে দেন ব্যাস আইডি আবারো ফিরে পেয়ে গেলেন।

আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি ব্লকড?কেউ কি আপনার নামে ফেসবুকের কাছে রিপোর্ট করেছে?তাহলে করনীয় দেখে নিন+একটা ছোট মজার ট্রিক

আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি ব্লকড?কেউ কি আপনার নামে ফেসবুকের কাছে রিপোর্ট করেছে?তাহলে করনীয় দেখে নিন+একটা ছোট মজার ট্রিক
হ্যালো বন্ধুরা,কি খবর?আশা করি ভালো।তবে মনে হয় না ভালো কারন তোমার ফেসবুক অ্যাকাউন্টে কে জানি রিপোর্ট করসে :-P

ফেসবুক!!!!!!!!!আপনার,আমার সবার জীবনের একটা গুরুত্তপূর্ণ একটা অংশ।দিন নাই,রাত নাই সারাক্ষন খালি ফেসবুক আর ফেসবুক।অনেক সময়ে দেখা যায় ফেসবুকে আপনার অ্যাকাউন্টে শুধু শুধু কে জানি রিপোর্ট করে রেখেছে।এরকম পরিস্থিতিতে অনেক সময় না জানার কারণে আপনার প্রানপ্রিয় অ্যাকাউন্ট আর ফিরত পান না।আপনি যদি এ রকম পরিস্থিতিতে পড়ে থাকেন তবে আপনার জন্য এ টিউন।তবে এ ট্রিক সবসময় কাজ করে না।বেশির ভাগ ক্ষেত্রে করে।
প্রথমে আগে জেনে নিন কোন ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট ফিরত পেতে পারেন।যদি
১।আপনার অ্যাকাউন্ট কেও ভুলে রিপোর্ট করে
২।ভুল নাম ইউজ করলে
৩।বেশি স্টাইলিশ ফন্ট ইউজ করলে
৪।আপ্নার নামে যদি কেও ভুলভাল রিপোর্ট করে
(এছাড়া অবশ্য আরও কারন আছে।মনে পড়ছেনা)
আপনি আপনার অ্যাকাউন্ট ফিরত পাবেন যদি আপনার অ্যাকাউন্ট Temporary disabled হয়।
temporary disabled হলে এ রকম ছবি দেখাবে লগিন করলে


আর যদি আপনার অ্যাকাউন্ট Permanent disabled হয় তবে আমি আপনার জন্য কিছু করতে পারবো না।আমি এর জন্য sorry
Permanent disabled লগিন করলে এরকম দেখাবে

এখন আসি আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট ফিরত পাবেন।আপনার অ্যাকাউন্ট যদি Temporary disabled হয়।এ ক্ষেত্রে আপনার ভালো ইংলিশ জানা প্রয়োজন।কারন আপনাকে ফেসবুকের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে।

১।প্রথমে আপনি আপনার আইডিতে লগিন করুন।
২।লগিন করে আপনার অ্যাকাউন্টে কোন লিঙ্ক দিলে সেই লিঙ্কে যা চাইবে টা পুরন করে সাবমিট করুন অথবা
৩। এই লিঙ্ক https://www.facebook.com/help/contact/183000765122339 অথবা
এই লিঙ্ক https://www.facebook.com/help/contact/260749603972907 এ গিয়ে আপনি ফর্মটা পুরন করুন।মনে রাখবেন আপনি সঠিক তথ্য দিলে আপনার অ্যাকাউন্ট ফিরত পাবেন।আপনার একটা সত্যিকারের আইডি চাবে(ফেসবুক,জিমেইল,ইয়াহু এগুলা না)মানে আপনার জাতীয় পরিচয়,স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় এর আইডি কার্ড এর প্রিন্ট
এখন এগুলা না থাকলে দেখুন কি কি আইডি ফেসবুক accept করবে
১। জন্ম সনদ
২।ড্রাইভিং লাইসেন্স
৩।পাসপোর্ট
৪।বিয়ের সনদ
৪।ইন্সুরেনস কার্ড
৫।ভোটার আইডি
৬।চেক
৭।অফিসের কার্ড
(ফুল লিস্ট দেখে নিন https://www.facebook.com/help/159096464162185)
৪।এবার আপনি যেকোনো ফর্ম পুরন করে পাঠানোর পরে আপনি আপনার ইমেইল চেক করুন।১২ ঘণ্টার মধ্যে আপনার ইমেইলে ফেসবুক যোগাযোগ করবে(যে ইমেইলটা আপনি ফেসবুকে অ্যাকাউন্টে রেখেছেন)।আপনার সাথে যোগাযোগ করে তারা কোন কিছু চাইলে আপনি বিনয়ের সঙ্গে তাঁদের সাহায্য করুন।
৫।এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগিন করে আবার লগ আউট করুন।মনে রাখবেন,এরপরের ৩-৪ দিন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন না
৬।৩-৪ দিন আপনার আইডিতে লগিন করুন।সারপ্রাইজ!!!!!!আপনার কাজ হয়ে গেছে,আপনি আপনার মহা মূল্যবান ফেসবুক অ্যাকাউন্ট ফিরত পেয়ে গেছেন
মনে রাখবেন,ধাপে ধাপে কাজ না করলে বা ভুল করলে আপনার অ্যাকাউন্ট ফিরত নাও পেতে পারেন
এবার আসি ট্রিকের কথায়
আমার কিছুদিন আগে ফেসবুক আইডি রিপোর্টেড হয়েছিলো।তখন বলেছিল আমার নামটা ফেক।আমি আমার নামটা চেঞ্জ করতে গেলে দেখা গেল আমার আইডিতে ঢুকার পড় আমার ছবি শুধু শো করে,নাম নাই!অর্থাৎ আপনার নামে আপনার কোনো বন্ধুকে বলুন ফেক নাম ের রিপোর্ট করতে।রিপোর্ট করার পর আপনি আমার দেখানো ট্রিক ব্যাবহার করে আপনার আইডিটা ফিরত পেয়ে দেখবেন আপনার নাম অদৃশ্য হয়ে গেছে।

আজকে আর না।আপনার আইডি ফিরত পাইলে জানাবেন কিন্তু!

ফেইসবুক গ্রুপে সব ফ্রেন্ডদের এড করুন একসাথে।

ফেইসবুক গ্রুপে সব ফ্রেন্ডদের এড করুন একসাথে।
প্রিয় ফেইসবুকার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। অবশ্য আজকে আপনাদের সামনে যে পোষ্ট টা নিয়ে এসেছি, ভালো না থাকলেও ভালো হয়ে যাওয়ার কথা। শিরোনাম দেখেই তো বুঝতে পেরেছেন যে আজকে কি শেয়ার করতে যাচ্ছি। আমরা যারা ফেইসবুকে গ্রুপ চালাই তারা হয়ত জানেন যে, সেইসব গ্রুপে সব ফ্রেন্ডদের একসাথে এড করা যায় না। একজন একজন করে এড দিতে হয়। আর সেই ঝামেলা থেকে চিরমুক্তি দিতে আজকের এই পোষ্ট।
আজকে যে ট্রিকস টি আমি শেয়ার করবো, সেটি দিয়ে আপনি খুব সহজেই আপনার ফেন্ডলিষ্টের সব ফ্রেন্ডদের আপনার কাঙ্কিত গ্রুপে এড দিতে পারবেন। এমনকি আপনি যে গ্রুপের এডমিন নয় সেই গ্রুপে ও এড দিতে পারবেন।
 গুগল ক্রোম বা ফায়ারফক্স, এই দুটি ব্রাউজার ব্যবহার করে আপনি এই ট্রিকসটি প্রয়োগ করতে পারবেন। ১০ মিনিটের জন্য শুধু আপনি আপনার মস্তিষ্ক কে ফ্রী রাখুন। আরেকটা কথা বলে রাখা ভালো, এটি করা হবে সম্পূর্ন্য কোডিং এর মাধ্যমে। অর্থাৎ আপনি কোড বসিয়ে এ কাজ টি করবেন। এতে আপনার কোন ক্ষতি হবে না। কারণ এটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তাই আপনারা নিঃসন্দেহে এটি করতে পারেন। তাহলে চলুন কাজ শুরু করা যাক।
এরকম একটি নতুন উইন্ডো ওপেন হবে। তারপর আপনি নিচের লিংক থেকে কোড টুকু ডাউনলোড করুন। তারপর কপি করে সে জায়গায় পেষ্ট করুন। তারপর ইন্টার বাটন চাপুন।
ডাউনলোড করুন এখানে...
কিচ্ছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন নিচের মত আরেকটি উইন্ডো ওপেন হবে। তার কয়েক সেকেন্ড পর দেখবেন অটোমেটিকলি আপনার সব ফ্রেন্ড এড হয়ে যাচ্ছে।
সব ফ্রেন্ড এড হয়ে গেলে এই উইন্ডোতে "Done" লিখা উঠবে। তখন এই পেইজটি "Refresh" দেন। দেখবেন আপনার সবগুলো ফ্রেন্ড এড হয়ে গেছে।
তাহলে আর-কি!! এড করতে থাকুন আপনার সকল ফ্রেন্ডদের আপনার প্রিয় বা সখের গ্রুপে। আর মৌজ, মাস্তি আড্ডা যা খুশি তাই করেন। আজ এখানেই বিদায়। কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন। সমাধানের যথাযত চেষ্টা করবো।

ফেইসবুক পেইজে এক ক্লিকে সকল বন্ধুদের কাছে Invite পাঠান। (শতভাগ কার্যকরি)

ফেইসবুক পেইজে এক ক্লিকে সকল বন্ধুদের কাছে Invite পাঠান। (শতভাগ কার্যকরি)
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি অতি দরকারি ট্রিকস। এই ট্রিকসটি কাজে লাগবে তাদেরই যারা ফেইসবুক পেইজ চালান। যারা Facebook Page চালান তাদের অনেক সময় অনেক ফ্রেন্ড বা ফ্রেন্ডলিষ্টের সবাইকে দাওয়াত (Invite) পাঠাতে হয়। কিন্তু ফেইসবুকের নিয়ম অনুযায়ী সবাইকে এক সাথে পাঠানো যায় না।

ই আপনাদের জন্য নিয়ে আসলাম এই ট্রিকসটি। এই কাজে লাগিয়ে আপনি আপনার ফ্রেন্ডলিষ্টের সকল বন্ধুদের কাছে একসাথে দাওয়াত পাঠাতে পারবেন। এতে আপনার কোন সমস্যা হবে না। তাছাড়া গত কয়েকদিন আগে ফেইসবুক গ্রুপে সকল বন্ধুদের একসাথে এড করার জন্য আরেকটি ট্রিকস পোষ্ট করেছিলাম।

তাহলে চলুন কাজ শুধু করা যাক। কিভাবে আপনি সবাইকে একসাথে ইনভাইট পাঠাবেন তা সকলের সুবিধার্থে স্কীনশর্ট সহ দিয়ে দিচ্ছি। আপনি এই ট্রিকস কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। গুগল ক্রোম এবং ফায়ারফক্স এই দুটি ব্রাউজার ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
১| প্রথমে আপনি যে পেইজের দাওয়াত পাঠাবেন সেই পেইজে যান। তারপর Build Audience > Invite Friends এ ক্লিক করুন।
২| তারপর আপনার কী-বোর্ডের Ctrl+Shift+J এ তিনটি বাটন একসাথে চাপুন। তার নিচের কোডটি কপি করে পেষ্ট করে ইন্টার চাপুন।
var inputs = document.getElementsByClassName('uiButton _1sm');  
for(var i=0; i<inputs.length;i++) {  
    inputs[i].click();}
 
এখন কিছুক্ষন সময় অপেক্ষা করুন। তারপর দেখবেন সবার কাছে Invite Send হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে এতোক্ষন সাথে থাকার জন্য। পোষ্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 
সবাই ভালো থাকবেন।

আপনার ফেইসবুক একাউন্টকে সুপার শক্তিশালী করে তুলুন। পাসওয়ার্ড দিয়ে দিলেও হ্যাক করতে পারবে না। (আপডেটেড)

আপনার ফেইসবুক একাউন্টকে সুপার শক্তিশালী করে তুলুন। পাসওয়ার্ড দিয়ে দিলেও হ্যাক করতে পারবে না। (আপডেটেড)
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন হল টিউন করি না। তাই আজ একটি অতি দরকারি টিউন লিখতে বসলাম। হেডিং টা দেখে মনে হয় অনেকে আবার গালাগালি শুরু করে দিছেন। ভাই থামেন, আগে টিউনটা ভালো করে পড়েন। তারপর না হয় দুই একটা গালি দিয়ে দিবেন যদি অপ্রয়োজনীয় মনে হয়।


আজকে আমি যে পদ্ধতিটি দেখাবো সেটা হয়ত অনেকে জানেন। হয়ত বা আগে কোন টিউন ও হয়েছে। তবে যারা যানেন না তাদের জন্য আবার আমি এই টিউনটি করছি।
আজকের এই বর্তমান সময়ে ফেইসবুক ইউজ করেন না এমন খুব কম মানুষই পাওয়া যাবে। আর ফেইসবুক একাউন্ট হ্যাক হওয়া সেটাও নতুন কিছু না। তার মধ্যে জনপ্রিয় একটি মাধ্যম হল ফিশিং। আপনাকে তারা ইনবক্সে একটি লিংক দিয়ে অনেক লোভনীয় অফার করবে। আর এই লিংকে ক্লিক করে ঢুকলেই মাশ-আল্লাহ কাম শ্যষ। তাই বলছি, এরকম কাহিনী থেকে ৯৮ হাত দূরে থাকবেন। আর আজকে আমি যে বিষয় টি শেয়ার করছি সেটা ফলো করলে ফিশিং কেনো? পাসওয়ার্ড দিয়ে দিলেও হ্যাক করতে পারবে না কোন হ্যাকার ছাড়া... যাই হৌক, এবার কাহিনী শুরু করা যাক।
 
 সাধারণ দ্রষ্টব্যঃ এটার জন্য আপনাকে একটি এন্ড্রয়েড ফোন কিছু সময়ের জন্য নিতে হবে।
 
  • প্রথমে আপনি আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে ফেইসবুক অফিসিয়্যাল এপ্স দিয়ে আপনার একাউন্ট লগ-ইন করুন। আর এপ্সটি না থাকলে Facebook V19.0.0.0.14 APK ডাউনলোড করে নেন।
  • তারপর 'Account Setting' এ ক্লিক করুন। নিচে স্কীনশর্ট দেওয়া হল
  • তারপর 'Security' তে ক্লিক করুন।
তারপর 'Login Approvals On' এ ঠিক দেন।
বাস!! কাহিনী ৮০% শ্যষ। এখন যা যা চায় তাই দিয়ে 'Login Approvals On' এ ঠিক দেন। এখন কেউ যদি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে নতুন কোন ডিভাইস থেকে ঢুকে থাহলে সিকুরিটি কোড চাবে। নতুন ডিভাইস বলতে অন্য কোন কম্পিউটার বা মোবাইল দিয়ে ঢুকলে। নিচের স্কীনশর্টটি দেখুন।
খন ভাবতাছেন যদি আপনিই ঢুকতে চান তাহলে কিভাবে ঢুকবেন। ভাই দাঁড়ান!! আরো ২০% রইছে। এখন কাহিনী হল এই কোড পাবেন কোথায়? এটি আপনি দুইটি পদ্ধতিতে পেতে পারেন।
১। মোবাইল এস এম এস
২। কোড জেনার‍্যটর
আমি নিজে ২ নাম্বার টা ইউজ করছি। তাই কাহিনী ২ নাম্বার টাই দেখাচ্ছি।
আবার এপ্স এর সেটিং এ যান। তারপর "Code Generator' এ যান।
 
এখানে আপনাকে একটা কোড দিবে। সেই কোড দিয়ে আপনি আপনার নতুন ডিভাইসে লগ-ইন করতে পারবেন। এখানে তারা একই কোড বারবার দিবে না। পরিবর্তন করে ভিবিন্ন কোড বার বার দিবে। আর আপনি যদি এই কাহিনীতে না যেতে চান তাহলে আপনার জন্য কাহিনী আরেকটা আছে। সেটা হল একেবারে দেওয়া ১০টি কোড। সেই কোড পেতে হলে Account Setting > Security> Login Approvals Codes 
তারপর আপনার পাসওয়ার্ড দেন।
তারপর আপনি ১০টি কোড দেখতে পাবেন।
এই দশটি কোড দিয়ে ও আপনি আপনার নতুন ডিভাইসে লগ-ইন করতে পারবেন। এই গুলো গোপনে বা মুখস্ত করে রাখতে পারেন। আর এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাসওয়ার্ড দিয়ে দিলেও যে কেউ হ্যাক করতে পারবে না?? তবে বেটাগিরি দেখাতে দিয়ে কাউরে আবার পাসওয়ার্ড দিয়ে দিয়েন না :P
যাই হৌক, কাহিনী এখানেই শ্যষ। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হে আরেকটা কথা, কোন সময় যদি আপনার ফোনটি বিক্রি করে দেন তখন কিন্তু ফেইসবুক এপ্সটি লগ-আউট করে দিবেন। নাইলে কিন্তু কাহিনী ঘটাতে বেশী সময় লাগবে না।

ফেইসবুক ফেইক আইডি সনাক্ত করার কিছু সহজ টিপস।

ফেইসবুক ফেইক আইডি সনাক্ত করার কিছু সহজ টিপস।
ফেইসবুক ফেইক আইডি (Facebook Fake ID) বর্তমানে এটা নতুন কিছু নয়। ফেইসবুকের জন্ম লগ্ন থেকেই ফেইক আইডির প্রচলন রয়েছে। বর্তমানে ফেইসবুকে মোট একাউন্ট গুলোর মধ্যে প্রায় ২০-৩০% ই হল ফেইক এবং এই সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আসলে ফেইসবুকে ফেইক আইডি খোলা হয় মূলত স্প্যাম (Spam) করার জন্য। 
এমন কি ফেইসবুকের মাধ্যমে ভাইরাস ছড়ানোর জন্যে ও মেয়েদের নামে ফেইক আইডি খোলা হয়ে থাকে। আর ফেইক আইডি গুলোর মধ্যে শতকরা প্রায় ৯৯% এই হল মেয়েদের নামে। এই আইডি গুলোতে ব্যবহার করা হয়ে থাকে অপরিচিত মেয়েদের ছবি।
 
Facebook এর জন্য একটি দুঃখের বিষয় হল যে, ফেইসবুক ম্যনুয়ালি ফেইক ফেসবুক একাউন্ট সনাক্ত করতে পারে না। তবে হে, ওরা যদি বুঝতে পারে যে একটি একাউন্ট ফেইক, তখন তারা সেটি ব্লক/ডিলিট করে দেয়। কয়েকটি কারনে ওরা একটি একাউন্টকে ফেইক একাউন্ট হিসেবে সনাক্ত করতে পারে। সেগুলো হলঃ
  1. অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো।
  2. অপরিচিত লোকদের ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো।
  3. অতিরিক্ত লিঙ্ক পোষ্ট করা।
  4. স্প্যাম কমেন্ট করা (Spam Comment)।
  5.  ইনবক্সে লিংক শেয়ার করা ইত্যাদি। 
উপরক্ত কারনে একটি একাউন্টকে ফেইসবুক ফেইক একাউন্ট হিসেবে সনাক্ত করে। এগুলোর করার পর আপনি যখন লগ-আউট (Log Out) করে আবার যখন লগ-ইন (Log In) করবেন তখন তারা "Photo Verification" দিবে। আর এভাবেই ফেইসবুক একটি একাউন্টকে ফেইক না রিয়েল তা সনাক্ত করে থাকে।
এতো কিছুর পরে ও ফেইসবুক ফেইক একাউন্ট রোধ করতে পারে না। তাই আজকে এই পোষ্টটির মাধ্যমে আমরা কিভাবে একটি ফেইক আইডি সনাক্ত করা যায় সেটি জানবো।
 

১| প্রোফাইল ফটো

ফেইক আইডি সনাক্ত করার প্রথম উপায় ই হল প্রোফাই ফটো। আপনি একটি আইডির প্রোফাইল ফটো দেখেই বুঝতে পারবেন এইডি টি ফেইক না রিয়েল। তবে সে ক্ষেত্রে আপনাকে একটু মাথা খাঁটাতে হবে। যদি আপনার মনে সংকুচ থাকে তাহলে আপনি Google Image Search এর মাধ্যমে ও এইডি টি ফেইক না রিয়েল সেটি যাচাই করতে পারবেন। যে আইডি টি নিয়ে আপনার সংকুচ প্রথমে সেই আইডির প্রোফাইল ফটো টি কম্পিউটার বা মোবাইলে সেভ করুন। তার পর Google Image এই লিঙ্ক এ ঢুকে Camera Icon এ ক্লিক করে সেভ করা ছবি টি আপলোড করুন। দেখবেন এই ছবি দিয়ে যাবতীয় যা কিছু আছে সব কিছু বের হয়ে আসবে। 

২| টাইমলাইন

ফেইসবুক টাইমলাইনের মাধ্যমে একটি আইডির সম্পর্কে সব কিছু জানা যায়। About ট্যাবে গিয়ে আপনি দেখতে পারবেন। বেশীর ভাগ ফেইক আইডির Gender Female দেওয়া থাকে। তার মানে এই না যে সব Female আইডিই ফেইক। 
  • অনেক ফেইক আইডিতেই প্রোফাইল ফটো হিসেবে একটি ফটো দেওয়া থাকে। আপনি তাদের ফটো ফোল্ডারে ঢুকে মাত্র ২-৩টি ফটো দেখতে পারবেন। তার মানে ধরে নিতে পারেন এটা ফেইক।
  • যদি দেখেন বড় কোন সেলেব্রেটির ছবি দিয়ে প্রোফাইল ফটো দেওয়া তাহলে ও ধরে নিতে পারেন এটা ফেইক।
  • টাইমলাইনের About  ট্যাবে দেখবেন সব তথ্য পুরোপুরি ভাবে যোগ করা না।
  • নিয়মিত স্ট্যাটাস আপডেট না দেওয়া।
  • ফ্রেন্ডলিষ্ট ফুলফিল থাকে।
  • স্ট্যাটাসে বেশী লাইক পাওয়া। ইত্যাদি একটি ফেইক একাউন্ট এর লক্ষন।

৩| মেয়ে প্রোফাইল

আগে বলা হয়েছে, ৯৯% ফেইক একাউন্ট খোলা হয় মেয়েদের নামে। তাই বলে সব মেয়ের প্রোফাইল ই ফেইক না এটা ও আগেই বলেছি। যদি কোন মেয়ের প্রোফাইলে ২ নাম্বার ধাপের সবগুলো বৈশিষ্ট দেখতে পান, তা হলে চোখ বুজে ধরে নিতে পারেন এটা ফেইক। অনেকগুলো ফলোয়ার, ফ্রেন্ডলিনষ্ট ফুল থাকা, লাইক/কমেন্ট বেশী পাওয়া ইত্যাদির কারনে মেয়ে প্রোফাইল ফেইক হয়ে থাকে।

৪| প্রথম জানুয়ারি

এটি একটি মজার বিষয়। ফেইক আইডি গুলোর মধ্যে অধিকাংশই তাদের জন্ম তারিখ ১ জানুয়ারি দিয়ে থাকে। এটি ও আপনি ফেইক একাউন্ট হিসেবে ধরে নিতে পারেন। কারণ তারা মনে করে যে, ১ জানুয়ারি বছরের শুরু। লোকে যেন তাদের জন্মদিনের শুভেচ্ছা একটু অন্য রকম ভাবে দেয়। সেজন্য তারা ১ জানুয়ারি তাদের জন্ম তারিখ দিয়ে থাকে। আরেকটি কারণ হল, ফেইক আইডি খোলার সময় অনেকে অনিচ্ছাকৃত ভাবে ১ জানুয়ারি তাদের জন্ম দিন দিয়ে থাকে। 
আরো অনেক গুলো কারণ রয়েছে একটি ফেইক আইডি চেনার। আপনি যদি আইডি টি ওপেন করে একটু মাথা খাটান, তাহলেই বুঝতে পারবেন যে আইডিটি ফেইক কিনা রিয়েল। যাই হৌক আজ এপর্যন্তই। ফেইক আইডি হতে সবাই সাবধান থাকবেন।
আমাদের এই পোষ্টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

আজ আপনি এই টিউনটি মিস করলেন মানে আপনার টেকনোলজি জ্ঞান কে অনেকখানি পিছিয়ে দিলেন।

আজ আপনি এই টিউনটি মিস করলেন মানে আপনার টেকনোলজি জ্ঞান কে অনেকখানি পিছিয়ে দিলেন।
কেমন আছেন সবাই ? জানি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমে এবং আপনাদের দোয়াই ভালোই আছি।
বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন। বিজ্ঞানের এই যুগে শেখার কোন শেষ নেই। শুধু জানা এবং শেখার মধ্যেই শেষ রাখলে হবে না।
প্রতিনিয়ত সেটাকে ব্যবহার করতে হবে।
তো যাই হোক আসল কথাই আসি। আমিএকটু কথা বলি বেশি। :)
কম্পিউটার ব্যবহার করি অথচ নেট ব্যবহার করিনা এমন কেউ কি আছে ? আমার মনে হয় না। নেট ব্যবহার করতে আমরা সাধারণত গুগল ক্রোম / মজিলা ফায়ার ফক্স ব্যবহার করি।
পারসোনালি ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্যবহারে সুবিধার্তে যে কোন ওয়েবসাইটে ইমেইল এবং পাসওয়ার্ড সেভ করে রাখি যেন পরে আবার প্রবেশ করার সময় ইমেইল এবং পাসওয়ার্ড লিখতে না হয়।
আবার অনেকে অনেক গুরুত্বপূর্ণ ওওয়েব সাইট বুকমার্ক করে রাখে। কিন্তু সমস্যা তখন হয় যখন আমাদের এই গুরুত্বপূর্ণ ব্রাউজার আর কাজ না করে। অথবা উইন্ডোজ দেয়ার পর যখন আবার নতুন করে ব্রাউজার ইন্সটল করা লাগে তখন। আমরা ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ড এবং বুকমার্ক করে রাখা ওয়েব সাইট গুলো আর দেখতে পাইনা।
কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পৃথীবির যে কোন প্রান্তে যে কোন কম্পিউটারে বসে আপনার ব্রাউজার এর মজা উপভোগ করতে পারবেন।
পদ্ধতিটি আমি কয়েকটি ধাপে এবং বোঝার সুবিধার্তে একটি ভিডিও টিউটোরিয়েলের মাধ্যমে দেখানোর চেস্টা করেছি।

ধাপঃ 

১- প্রথমে আপনার ব্রাউজার টি অন করুন
২- এবার ব্রাউজারের সেটিংস এ প্রবেশ করুন
৩- সাইন ইন এ ক্লিক করুন
৪- এইবার আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
৫- মজিলা হলে জিমেইলে যেয়ে কনফার্ম করুন
এইবার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। এবার আপনি যে কোন যায়গা থেকে ব্রাউজারে লগিন করলেই আপনার ব্রাউজার আপনার সামনে হাজির হয়ে যাবে।