ফেসবুকের সব কর্মীই পাবেন পিতৃত্বকালীন ছুটি।

ফেসবুকের সব কর্মীই পাবেন পিতৃত্বকালীন ছুটি।
সব ফেসবুক কর্মীই পাবেন পিতৃত্বকালীন ছুটি
এতদিন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসে কর্মরত কর্মীরাই ভোগ করতো এই সুবিধা। এখন সেটা পাবে সারা বিশ্বের কর্মীরা। সারাবিশ্বের ফেসবুক কর্মীরা এবার প্রতিষ্ঠানটির প্রতি আরো বেশি কৃতজ্ঞ থাকবেন। কারণ এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক অফিসেই না বরং সারা বিশ্বে ফেসবুকের যতো প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদের যতো কর্মী রয়েছে সবার জন্য মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করছে ফেসবুক।
ফেসবুক সম্প্রতি তাদের একটি পোষ্টে জানায়, কর্মীদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ‍ছুটি বিবেচনা করে আমরা মনে করেছি এটাই সবচেয়ে ভালো কিছু যা আমরা আমাদের কর্মী ও তাদের পরিবারের জন্য উপহার দিতে পারি। ফেসবুকের মূল অফিস ক্যালিফোর্নিয়ার পালো আলতোর এলাকায় অনেক কর্মী রয়েছে।
এছাড়া দিল্লী-ডাবলিন বা অন্যান্য দেশেও অনেক ফেসবুক কর্মী রয়েছে। তবে তাদের কারো কারো একটু আলাদা এবং কারো কারো খুবই খারাপ কাটে পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটি। কোনো কোনো দেশে তো মায়ের জন্যই ছুটি বরাদ্দ মাত্র ৮৪ দিন।
খুব শিঘ্রই বাবা হতে যাচ্ছেন মার্ক জুকারবার্গ। বাবা হওয়ার পর দুই মাস পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জুকারবার্গ। তার এমন ঘোষণার পরই ফেসবুক সব কর্মীদের জন্য তাদের এমন সিদ্ধান্তের কথা জানায়।
তবে অনেকের মতে এই ছুটি ঘোষণার মধ্য দিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ শুরু করলো ফেসবুক। সেই সঙ্গে শীর্ষ যোগ্যদের ধরে রাখার জন্য প্রতিযোগীতামূলক একটি চাকরির বাজারে কর্মীদের জন্য খু্বই ভালো একটি অফার হিসেবেই বিবেচিত এই সিদ্ধান্ত।

মোবাইল নম্বর গোপন রেখে কল করার নিয়মাবলী।

মোবাইল নম্বর গোপন রেখে কল করার নিয়মাবলী।
মোবাইল নম্বর গোপন রেখে কল করার নিয়মাবলী
ফোন করার সঙ্গে সঙ্গেই মোবাইল নম্বর ফোন রিসিভকারী ব্যক্তি পেয়ে যান। এ ক্ষেত্রে মেয়েরা অনেক সময় সমস্যায় পড়ে যান। অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু ডিস্ট্রাব করতে থাকে। তাই এখনই জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।
মূলত এ সমস্য থেকে আপনি নিশ্চিত মুক্তি পেতে পারেন কিছু কার্যকরি অ্যাপস ব্যবহার করে। নানা ধরনের অ্যাপ অবশ্য আগে থেকেই রয়েছে যেগুলো ব্যবহার করা যায় কিন্ত তারজন্য আবার একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয়। এজন্য অবশ্য বেশ ঝামেলায় পড়তে হয়। এসব অ্যাপের সাহায্যে কাওকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে।
অনেকেই পরিচয় বদলের এই জাতীয় অ্যাপ হিসেবে ব্যবহার করছেন যেমন Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker ইত্যাদি। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে Tracebust অ্যাপটি।
প্রাথমিকভাবে এর ট্রায়াল ভারসন ব্যবহার করা যাবে, কিন্তু পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে মূল্য পরিশোধ করতে হবে। প্রযুক্তি বিশ্বের এইসব সুযোগগুলো ব্যবহারের সুযোগ নিচ্ছে অনেকেই। তবে পাওয়ানাদারের কাছ থেকে পাওয়া উদ্ধারে এমন অ্যাপ আপনি ব্যবহার করতেই পারেন।

কোন ব্লাড গ্রুপের মানুষ কেমন হয়।

কোন ব্লাড গ্রুপের মানুষ কেমন হয়।
আপনি জানেন কি মানুষের রক্তের গ্রুপ তার কিছু নিজস্ব সকীয় বৈশিষ্ট্য বহন করে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন রক্তের গ্রুপের মানুষের স্বভাবের স্বভাবগত বিশ্লেষণ-
1.”o+”এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বচ্ছ… দৃষ্টি সম্পন্ন, গভীর মনোযোগী, উচ্চাকাঙ্খী, স্বাস্থ্যবান, বাকপটু, বাস্তববাদী, রোমান্টিক এবং অত্যান্ত বুদ্ধিমান হয়ে থাকে।
2.”O-”এই গ্রুপের মানুষেরা সাধারণত অন্যের মতামতকে গ্রাহ্য করে না। সমাজে মর্যাদা বাড়াতে আগ্রহী, বড়লোকের সঙ্গপ্রিয় এবং বড় বেশি বাচাল।
3.”A+”এই ব্লাডগ্রুপের মানুষেরা গোছগাছ প্রিয়, দক্ষ চাকুরে এবং খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এরা আত্নকেন্দ্রিক, সুবিচারক, শান্ত, নিয়মতান্ত্রিক, বিশস্ত, নিয়মানুবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্ন।
4.”A-”এই ব্লাড গ্রুপের মানুষেরা খুব খুঁতখুঁতে স্বভাবের এবং কিছুটা অমনোযোগী। কিন্তু অপ্রয়োজনীয় বিষয়ে বেশি মনোযোগী। এদের অন্যের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বেশি। এদের আছে নিজেকে লুকানোর অভ্যাস এবং একঘেয়েমি জীবন।

5.”B+”এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বাধীনচেতা, মেধাবী, নমনীয়, মনোযোগী, স্বাস্থ্যবান,সরল, দক্ষ, পরিকল্পনাবাদী, বাস্তববাদী,আবেগ প্রবণ এবং খুব বেশি রোমান্টিক হয়ে থাকে।
6.”B-”এই ব্লাড গ্রুপের মানুষেরা অসংযমী, অপরিনামদর্শী, দায়িত্বহীন, অলস, স্বার্থপর, অগোছালো, অবিবেচক এবং স্বার্থান্বেষী হয়ে থাকে।
7.”AB+”এই ব্লাড গ্রুপের মানুষেরা সাধারণত সুবিবেচক, বু্দ্ধি সম্পন্ন, হিসেবী, পরিকল্পনাবাদী, সৎ কৌশলী সংবেদনশীল, নিরেট এবং খুব চমৎকার সাংগঠনিক হয়ে থাকে।
8.”AB-”এই ব্লাড গ্রুপের মানুষেরা দুর্বোধ্য, ক্ষমতাহীন, অন্যকে আঘাত করার প্রবণতা বেশি, এনার্জি স্বল্পতা, খুব বেশি রক্ষনশীল ও বড় বেশি সংবেদনশীল হয়ে থাকেন।

এসএসসি পরীক্ষা শুরু ১ ফেব্রুয়ারি

এসএসসি পরীক্ষা শুরু ১ ফেব্রুয়ারি

আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আট সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামি ১ ফেব্রুয়ারি।

শিক্ষা মন্ত্রণালয় রবিবার চূড়ান্ত সময়সূচি ওয়েবসাইটে (www.moedu.gov.bd) প্রকাশ করেছে।

এই প্রথমবারের মতো আগে এমসিকিউ ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে বলেও সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।

সন্ত্রাসীদের ধরতেই আরো কয়েকদিন ফেসবুক বন্ধ

সন্ত্রাসীদের ধরতেই আরো কয়েকদিন ফেসবুক বন্ধ
সার্বিক নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধ থাকছে আরো কয়েকদিন। সন্ত্রাসীদের চিহ্নিত এবং আটক সহজ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
সূত্র জানায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই যথাসময়ে ফেসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সুনির্দিষ্ট কতদিন বন্ধ থাকবে তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ফেসবুক বন্ধ রাখায় সন্ত্রাসীরা বাধ্য হয়ে মোবাইল ফোনে আলাপ করছে। এতে সন্ত্রাসীদের চিহ্নিত করা সহজ হচ্ছে।
শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে কিনা? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটি নিয়ে বসবো। আলোচনা করে তারপর ব্যবস্থা নেবো। আমি আগেই বলেছি ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ফেসবুক বন্ধ থাকায় সন্ত্রাসীরা বিকল্প পথ হিসেবে মোবাইল ফোন মেসেজ অথবা কল করে যোগাযোগ অব্যাহত রাখছে। আর সে কারণে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য সহজ হচ্ছে। তাই সন্ত্রাসীদের গ্রেফতার করতেই ফেসুবুক আরো কয়েদদিন বন্ধ রাখা হচ্ছে। তবে যথা সময়ে খুলে দেওয়ার হবে।মানবতা বিরোধী অপরাধী বিএনপি নেতা   সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌ) এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার ঘটনায় সম্ভাব্য সহিংসতা ঠেকাতে   গত  ১৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ  এবং  মেসেঞ্জার বন্ধ করে দেয় বিটিআরসি।
এরপরদিন (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকে জানান, দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতেই আইন-শৃঙ্খলা বাহিনীর অনুরোধে সাময়িকভাবে ফেসবুক বন্ধ রাখা হয়েছে।
দুই মানবতা বিরোধী অপরাধীর ফাঁসি গত ২২ নভেম্বর কার্যকরের পর ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললেই ফেসবুক খুলে দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, সন্ত্রাসীদের গ্রেফতার ও চিহ্নিত করতে ফেসবুক বন্ধ রাখা ফলপ্রসু হয়েছে এমন তথ্য প্রধানমন্ত্রীও জানেন। তাই প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ফেসবুক খুলে দেওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  শুক্রবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললে কবে নাগাদ খুলে দেওয়া হবে তা নিশ্চিত করেননি। তবে এর আগে একাধিকবার বলেছেন ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীরা গোয়েন্দা সংস্থার নজরদারিতে

বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীরা গোয়েন্দা সংস্থার নজরদারিতে
বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীরা গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।
রবিবার সকালে সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, বিকল্প পন্থায় যারা ফেসবুক ব্যবহার করছেন তারা গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। তাদের সবাইকে না ধরা হলেও, যাদেরকে ধরার তাদেরকেই ধরা হচ্ছে।এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ না করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো শতভাগ বন্ধ করা সম্ভব নয়।
গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগর মাধ্যমগুলো বন্ধ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য দিয়ে ফেসবুক বন্ধ থাকায় অনেক নাশকতা কমেছে বলেও জানান তিনি।

ফেসবুক নিয়ে প্রতিমন্ত্রীর চ্যালেঞ্জ

ফেসবুক নিয়ে প্রতিমন্ত্রীর চ্যালেঞ্জ

সাময়িক বন্ধ রাখার পরও যারা ফেসবুক ব্যবহার করছেন তাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ না করে ফেসবুক শতভাগ বন্ধ রাখা যায় না। যারা ব্যবহার করছেন তারাই বলুন কীভাবে সম্ভব?

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ না করে ফেসবুক শতভাগ বন্ধ করা সম্ভব কি-না, এটা আপনারাই খোঁজ নেন। আশা করি খোঁজ নিয়ে আপনারাই উত্তরটা দেবেন। পৃথিবীর কোন দেশে, এমনকি যেখানে ফেসবুকের অ্যাডমিনও আছে, হান্ড্রেড পার্সেন্ট (শতভাগ) বন্ধ করা সম্ভব নয়। 

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, অপনারা কী অ্যাগ্রি করেন, আপনারা তো দীর্ঘদিন আছেন, আমি তো স্বল্পসময়। হান্ড্রেন্ড পার্সেন্ট কী বন্ধ করা সম্ভব? 

তারানা হালিম বলেন, ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করা সম্ভব নয়। ইন্টারনেট যতক্ষণ না সম্পূর্ণ শাটডাউন করেন। সেটা আমরা করতে চাই না। আমরা ইন্টারনেট শাটডাউন করবো না।

সবারই সীমাবদ্ধতা থাকে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রযুক্তি দিয়ে প্রযুক্তির মোকাবেলা করছি। কিন্তু কেউ যদি বলেন, একশ’ ভাগ এটি (ফেসবুক ব্যবহার) সম্ভব, আমি অনুরোধ করবো একশ’ ভাগ কীভাবে সম্ভব আমাকে একটু জানিয়ে যান। তাহলে তিনি একজন অত্যন্ত স্বনামধন্য উদ্ভাবক হিসেবে পুরস্কারও পেতে পারেন। পৃথিবীর কোথাও ইন্টারনেট শাটডাউন ছাড়া ফেসবুক বন্ধ রাখা কোনো প্রযুক্তিবিদ বলতে পারেননি। 

বিকল্প পথে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্যান্ডউইথ ক্যাপাসিটি কম হলে ব্যবহার করতে পারবেন না। নাশকতাকারীরা ব্যবহার করলেও দ্রুত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেন প্রতিমন্ত্রী। 

কবে নাগাদ ফেসবুক খুলে দেওয়া হবে- প্রশ্নে তারানা হালিম বলেন, এই কথাগুলো আমাকে আহত করে। এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন মনে করবে এখন নিরাপদ, তখন খুলে দেওয়া হবে। যখন আইন-শৃঙ্খলা বাহিনী মনে করবে, তখনই খুলে দেওয়া হবে। 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরীসহ টেলিযোগাযোগ বিভাগের অধীনস্ত বিভিন্ন দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। 

ফেসবুকে 'জয়েন্ট অ্যাকাউন্ট' খোলা যাবে ব্যাংকের মতই

ফেসবুকে 'জয়েন্ট অ্যাকাউন্ট' খোলা যাবে ব্যাংকের মতই
এবার ব্যাংকের মত ফেসবুকেও খোলা যাবে 'জয়েন্ট অ্যাকাউন্ট'। অবাক হবেন না, এটাই সত্যি।

 
এমনটাই জানা গেছে ফেসবুক সূত্রে। তবে সুবিধাটি পাওয়া যাবে কেবল ভারতে।
 
ব্যাংকের মত ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলার সময় অপশন আসবে 'জয়েন্ট' নাকি 'সিঙ্গেল'? এর মধ্যে জয়েন্টে ক্লিক করে প্রিয়জনের সঙ্গে খোলা যাবে ফেসবুক অ্যাকাউন্ট।
 
তারপর যদি দুজনই অ্যাকাউন্টটি আলাদাভাবে পরিচালনা করতে চান, তাহলে তাও করতে পারেন দুরকম পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে।
 
আর যদি মনে করেন আলাদা নয়, একসঙ্গে অ্যাকাইন্টটি চালাবেন তবে একই পাসওয়ার্ডে তা চালানো যাবে।
 
জয়েন্ট অ্যাকাউন্ট হলেও দুজনের অ্যাকাউন্টের সব বন্ধুরা চলে আসবেন ওই একটি অ্যাকাউন্টে। এরপর যদি প্রিয়জনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট ভেঙে আলাদাভাবেও ব্যবহার করা যাবে।
 
ফলে বিচ্ছেদের পরেও কোনো সমস্যা তৈরি হবে না।
 
যারা সাধারণত বাবা-মায়ের পছন্দে বিয়ে করেন তাদের জন্য এই প্রযুক্তি খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। কেননা ফেসবুকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে অনায়াসেই দুজন বুঝে নিতে পারবেন দুজনকে।
 
শুধু নিজের প্রিয়জন নয়, ব্যাংকের মতই নিজের সন্তানের সঙ্গেও ফেসবুকে খোলা যাবে জয়েন্ট অ্যাকাউন্ট
এবার ব্যাংকের মত ফেসবুকেও খোলা যাবে 'জয়েন্ট অ্যাকাউন্ট'। অবাক হবেন না, এটাই সত্যি।
<a href='http://sparkadsmedia.com/ads/www/delivery/ck.php?n=ab4e2435&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://sparkadsmedia.com/ads/www/delivery/avw.php?zoneid=9&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=ab4e2435' border='0' alt='' /></a>
 
এমনটাই জানা গেছে ফেসবুক সূত্রে। তবে সুবিধাটি পাওয়া যাবে কেবল ভারতে।
 
ব্যাংকের মত ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলার সময় অপশন আসবে 'জয়েন্ট' নাকি 'সিঙ্গেল'? এর মধ্যে জয়েন্টে ক্লিক করে প্রিয়জনের সঙ্গে খোলা যাবে ফেসবুক অ্যাকাউন্ট।
 
তারপর যদি দুজনই অ্যাকাউন্টটি আলাদাভাবে পরিচালনা করতে চান, তাহলে তাও করতে পারেন দুরকম পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে।
- See more at: http://bangla.samakal.net/2015/11/23/175365#sthash.EyrIwEXC.dpuf

‘চিকিৎসার্থে’ যুক্তরাষ্ট্রে গেছেন আমির খান!

‘চিকিৎসার্থে’ যুক্তরাষ্ট্রে গেছেন আমির খান!
সমালোচনার ভয়ে দেশত্যাগ নয় বরং ‘চিকিৎসার জন্য’ যুক্তরাষ্ট্রে গেলেন বলিউড মেগাস্টার আমির খান। গতকাল শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দেশ ছাড়েন তিনি! সঙ্গে গেছেন স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদ। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ও তাঁর পরিবারকে ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
পিটিআইয়ের খবরের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানায়, রাত সাড়ে ৯টায় মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দর। সেখান থেকেই যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন ভারতে এই সময়ের সবচেয়ে বিতর্কিত মানুষটি।
নাম প্রকাশে অনিচ্ছুক আমিরের ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, দেশ ছেড়ে মার্কিন মুলুকে সংসার সাজাতে যাননি আমির। কিছুদিন আগেই ‘দঙ্গল’ ছবির শুটিং চলাকালীন প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি, সেই চিকিৎসার জন্যই এবার বিদেশে পাড়ি দিলেন তিনি!
এদিকে ‘দঙ্গল’ চলচ্চিত্রটির পরিচালক নীতেশ তিওয়ারি জানান, লুধিয়ানায় দুর্ভেদ্য নিরাপত্তার মধ্যে ছবিটির প্রথম ধাপের কাজ শেষ করে ওজন কমানোর জন্য আমিরের আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। ‘দঙ্গল’ ছবিতে হরিয়ানভির কুস্তিগীর মহাবীর ফোগাতের দুটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন আমির। এ জন্যই ওজন বাড়ানোর পর এবার তা কমাতে হচ্ছে তাঁকে।
কিন্তু চলমান বিতর্কের কারণে মার্কিন মুলুকে পরিবারকে নিয়ে ৫০ বছর বয়সী এই অভিনেতা অনেকদিন অবস্থান করবেন বলে ধারণা করছে বিসনেস ইনসাইডার। পত্রিকাটি লিখেছে, হয়তো পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশের বাইরে থাকবেন তাঁরা।
এদিকে আমির বিদেশে যাওয়ার পর আজও ভোপালে আমিরের বিরুদ্ধে এমপিনগর থানায় অভিযোগ জমা দিয়েছেন আট-দশজনের একটি আইনজীবী দল। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে আজও তাঁর কুশপুতুল পুড়িয়েছে বিজেপি ও শিবসেনা সমর্থকরা।