এতদিন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসে কর্মরত কর্মীরাই ভোগ করতো এই সুবিধা। এখন সেটা পাবে সারা বিশ্বের কর্মীরা। সারাবিশ্বের ফেসবুক কর্মীরা এবার প্রতিষ্ঠানটির প্রতি আরো বেশি কৃতজ্ঞ থাকবেন। কারণ এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক অফিসেই না বরং সারা বিশ্বে ফেসবুকের যতো প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদের যতো কর্মী রয়েছে সবার জন্য মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করছে ফেসবুক।
ফেসবুক সম্প্রতি তাদের একটি পোষ্টে জানায়, কর্মীদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি বিবেচনা করে আমরা মনে করেছি এটাই সবচেয়ে ভালো কিছু যা আমরা আমাদের কর্মী ও তাদের পরিবারের জন্য উপহার দিতে পারি। ফেসবুকের মূল অফিস ক্যালিফোর্নিয়ার পালো আলতোর এলাকায় অনেক কর্মী রয়েছে।
এছাড়া দিল্লী-ডাবলিন বা অন্যান্য দেশেও অনেক ফেসবুক কর্মী রয়েছে। তবে তাদের কারো কারো একটু আলাদা এবং কারো কারো খুবই খারাপ কাটে পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটি। কোনো কোনো দেশে তো মায়ের জন্যই ছুটি বরাদ্দ মাত্র ৮৪ দিন।
খুব শিঘ্রই বাবা হতে যাচ্ছেন মার্ক জুকারবার্গ। বাবা হওয়ার পর দুই মাস পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জুকারবার্গ। তার এমন ঘোষণার পরই ফেসবুক সব কর্মীদের জন্য তাদের এমন সিদ্ধান্তের কথা জানায়।
তবে অনেকের মতে এই ছুটি ঘোষণার মধ্য দিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ শুরু করলো ফেসবুক। সেই সঙ্গে শীর্ষ যোগ্যদের ধরে রাখার জন্য প্রতিযোগীতামূলক একটি চাকরির বাজারে কর্মীদের জন্য খু্বই ভালো একটি অফার হিসেবেই বিবেচিত এই সিদ্ধান্ত।
ফেসবুক সম্প্রতি তাদের একটি পোষ্টে জানায়, কর্মীদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি বিবেচনা করে আমরা মনে করেছি এটাই সবচেয়ে ভালো কিছু যা আমরা আমাদের কর্মী ও তাদের পরিবারের জন্য উপহার দিতে পারি। ফেসবুকের মূল অফিস ক্যালিফোর্নিয়ার পালো আলতোর এলাকায় অনেক কর্মী রয়েছে।
এছাড়া দিল্লী-ডাবলিন বা অন্যান্য দেশেও অনেক ফেসবুক কর্মী রয়েছে। তবে তাদের কারো কারো একটু আলাদা এবং কারো কারো খুবই খারাপ কাটে পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটি। কোনো কোনো দেশে তো মায়ের জন্যই ছুটি বরাদ্দ মাত্র ৮৪ দিন।
খুব শিঘ্রই বাবা হতে যাচ্ছেন মার্ক জুকারবার্গ। বাবা হওয়ার পর দুই মাস পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জুকারবার্গ। তার এমন ঘোষণার পরই ফেসবুক সব কর্মীদের জন্য তাদের এমন সিদ্ধান্তের কথা জানায়।
তবে অনেকের মতে এই ছুটি ঘোষণার মধ্য দিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ শুরু করলো ফেসবুক। সেই সঙ্গে শীর্ষ যোগ্যদের ধরে রাখার জন্য প্রতিযোগীতামূলক একটি চাকরির বাজারে কর্মীদের জন্য খু্বই ভালো একটি অফার হিসেবেই বিবেচিত এই সিদ্ধান্ত।