ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের তারিখ ঘোষণা করলো বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বুধবার এক বিজ্ঞপ্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ২০১৬ সালের আইপিএলের তারিখ জানানো হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র ছয় দিন পরেই শুরু হবে আইপিএল। ২০১৬ সালের এপ্রিলের নয় তারিখ থেকে মে এর ২৯ তারিখ পর্যন্ত এই আসর চলবে। নবম আইপিএলের খেলোয়ার নিলাম ফেব্রুয়ারির ছয় তারিখে ব্যাঙ্গালুরে অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলে নতুন দুটি দল অংশ নেবে। দল দুটির নাম এখনও নির্ধারণ না হলেও মঙ্গলবার তাদের ফ্রাঞ্চাইজি ঘোষণা করা হয়েছে। ২০১৬ এবং ২০১৭ আইপিএলে নতুন দুই দল হিসেবে স্থান পাচ্ছে পুনে ভিত্তিক নিউ রাইজিং এবং রাজকোট ভিত্তিক ইনটেক্স। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। তাদের পরিবর্তেই এই দুই দলকে নির্বাচন করা হয়েছে।
গ্রামীণফোন নিয়ে এলো সাশ্রয়ী ভিডিও প্যাকেজ।
শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন গত ৮ ডিসেম্বর থেকে ইউটিউব, বংগো এবং
পপরকর্নলাইভ এর সহায়তায় ভিডিও স্ট্রিমিং অফার চালু করেছে। এর মাধ্যমে
গ্রাহকরা সর্বনিম্ন ২ টাকায় ভিডিও ক্লিপ দেখতে পাবেন।
এই অফারগুলো শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং তারা এর মাধ্যমে উপরে ইউটিউবসহ তিনটি ওয়েবসাইট থেকে সাশ্রয়ী ভিডিও দেখতে পাবেন।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, "আমরা সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের ইন্টারনেটের ব্যবহারকে কার্যকর করতে কন্টেন্টের প্রয়োজন। গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ও সঠিক কন্টেন্ট ডেভেলপ করতে আমরা বিভিন্ন অংশীদারের সাথে কাজ করছি।"
এ অভিনব উদ্যোগে গ্রামীণফোনের সাথে অংশীদার হিসেবে আছে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এবং স্থানীয় অংশীদার হিসেবে আছে বঙ্গ ও পপকর্ন লাইভ।
গ্রামীণফোন গ্রাহকদের জন্য তিন ধরনের ভিডিও প্যাকেজ নিয়ে এসেছে। প্রথম প্যাকেজটি গ্রাহকরা দুই টাকা দিয়ে দু’দিনের জন্য সক্রিয় করতে পারবেন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩২# এই নম্বরে।
দ্বিতীয় প্যাকেজে খরচ হবে ৫টাকা। এপ্যাকেজেরও মেয়াদ থাকবে দুই দিন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩৩# এই নম্বরে।
সর্বশেষ প্যাকেজের খরচ হবে ১৫টাকা। এ প্যাকেজেরও মেয়াদ থাকবে ৭দিন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩৪# এই নম্বরে।
গ্রাহকরা এই প্যাকেজগুলোর ডাটা চেক করে দেখতে পারবেন *৫৬৭# এই নম্বরে ডায়াল করে।
এই অফারগুলো শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং তারা এর মাধ্যমে উপরে ইউটিউবসহ তিনটি ওয়েবসাইট থেকে সাশ্রয়ী ভিডিও দেখতে পাবেন।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, "আমরা সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের ইন্টারনেটের ব্যবহারকে কার্যকর করতে কন্টেন্টের প্রয়োজন। গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ও সঠিক কন্টেন্ট ডেভেলপ করতে আমরা বিভিন্ন অংশীদারের সাথে কাজ করছি।"
এ অভিনব উদ্যোগে গ্রামীণফোনের সাথে অংশীদার হিসেবে আছে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এবং স্থানীয় অংশীদার হিসেবে আছে বঙ্গ ও পপকর্ন লাইভ।
গ্রামীণফোন গ্রাহকদের জন্য তিন ধরনের ভিডিও প্যাকেজ নিয়ে এসেছে। প্রথম প্যাকেজটি গ্রাহকরা দুই টাকা দিয়ে দু’দিনের জন্য সক্রিয় করতে পারবেন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩২# এই নম্বরে।
দ্বিতীয় প্যাকেজে খরচ হবে ৫টাকা। এপ্যাকেজেরও মেয়াদ থাকবে দুই দিন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩৩# এই নম্বরে।
সর্বশেষ প্যাকেজের খরচ হবে ১৫টাকা। এ প্যাকেজেরও মেয়াদ থাকবে ৭দিন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩৪# এই নম্বরে।
গ্রাহকরা এই প্যাকেজগুলোর ডাটা চেক করে দেখতে পারবেন *৫৬৭# এই নম্বরে ডায়াল করে।
মোবাইল রেডিও আনলো রবি।
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস)
রেডিও সাম্পানের প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে গ্রাহকদের, গান শুনে মোহিত
হচ্ছেন শ্রোতারা। বাংলাদেশে এটিই প্রথম মোবাইল ভিত্তিক রেডিও সেবা।
রেডিও সাম্পানে সম্প্রচারিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাওয়া গানগুলো মূলত ওই এলাকার অধিবাসীদের জন্যই সাজানো হয়েছে। সমকালীন ও ঐতিহ্যবাহী গানের সমারোহে সাজানো এ গানগুলোতে ফুটে উঠছে চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য।
স্টার্ট আরএস (START RS) টাইপ করে ৪৮৭৮০৮ নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকরা সেবাটি গ্রহণ করতে পারবেন এবং সেবাটি বন্ধ করতে একই নাম্বারে স্টপ (STOP) লিখে এসএমএস করতে হবে।
সেবাটি গ্রহণ করার পর ৪৮৭৮০৮ নম্বরে ডায়াল করে গান শুনতে পারবেন গ্রাহকরা। এছাড়া চাইলে তারা নিজস্ব প্লে-লিস্ট তৈরি করতে এবং পরে তা শুনতে পারবেন। অনন্য এই রেডিও সেবাটি গ্রহণ করতে মাত্র ৩০ টাকা মূল্য প্রদান করতে হবে যার আওতায় ৩০০ মিনিট গান শুনতে পারবেন গ্রাহকরা এবং সেবাটির মেয়াদ হবে ৩০ দিন।
রেডিও সাম্পানে সম্প্রচারিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাওয়া গানগুলো মূলত ওই এলাকার অধিবাসীদের জন্যই সাজানো হয়েছে। সমকালীন ও ঐতিহ্যবাহী গানের সমারোহে সাজানো এ গানগুলোতে ফুটে উঠছে চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য।
স্টার্ট আরএস (START RS) টাইপ করে ৪৮৭৮০৮ নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকরা সেবাটি গ্রহণ করতে পারবেন এবং সেবাটি বন্ধ করতে একই নাম্বারে স্টপ (STOP) লিখে এসএমএস করতে হবে।
সেবাটি গ্রহণ করার পর ৪৮৭৮০৮ নম্বরে ডায়াল করে গান শুনতে পারবেন গ্রাহকরা। এছাড়া চাইলে তারা নিজস্ব প্লে-লিস্ট তৈরি করতে এবং পরে তা শুনতে পারবেন। অনন্য এই রেডিও সেবাটি গ্রহণ করতে মাত্র ৩০ টাকা মূল্য প্রদান করতে হবে যার আওতায় ৩০০ মিনিট গান শুনতে পারবেন গ্রাহকরা এবং সেবাটির মেয়াদ হবে ৩০ দিন।
আগামী বছরই দেশে ৪জি।
আইসিটি খাতে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার
মতো। ২০০৮ সালে ২জি নেটওয়ার্ক নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম যখন
ছিল শুধু একটি সাবমেরিন ক্যাবল। বর্তমানে আমরা ৩জিতে আছি। আগামী বছর দেশে
আসবে ৪জি কানেকশন।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে আউটসোর্সিং
খাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ‘প্রথম বিজনেস প্রসেস আউটসোর্সিং
(বিপিও) সামিট ২০১৫’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একথা
বলেন।
তিনি আরও বলেন, ‘বিপিও খাতে আমরা বিনিয়োগ
শুরু করেছি সম্প্রতি। ৩০০ কর্মী থেকে এখন আমাদের কর্মী ২৫০০। ভবিষ্যতে ৫
লাখ লোকের কর্মসংস্থান হবে বিপিওতে। আয় হবে ১ বিলিয়ন ডলার।’
জয় বলেন, ‘দেশে ইন্টারনেট ব্যবহারকারীর
সংখ্যা দশমিক ৩ শতাংশ থেকে ৩০ শতাংশ হয়েছে। তরুণদের উৎসাহিত করতে তাদের
কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।’
তরুণদের পিতামাতার প্রতি পরামর্শ দিয়ে জয়
আরও বলেন, ‘ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী হওয়া জীবনের লক্ষ্য ঠিক করার সাথে
সাথে এখন সময় এসেছে তথ্য প্রযুক্তিতেও নজর দেয়ার। সন্তানদের তথ্য
প্রযুক্তির প্রতি আকৃষ্ট করুন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘উচ্চ
বিদ্যালয় থেকে আমরা কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছি। স্কুলগুলোতে
বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেয়ার সাথে সাথে বিনামূল্যে ব্যবহারের সুযোগ ও
করে দিচ্ছি।’
ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস
এলায়েন্সের (ডব্লিউআইটিএসএ) সভাপতি স্যানটিয়াগো গুটিয়ারেজ বলেন, ‘বিপিওতে
সাফল্য স্বপ্ন নয়, লক্ষ্য। আর লক্ষ্য বাস্তবায়ন হবেই। মেক্সিকো পাঁচ বছরে
যা করেছে, বাংলাদেশ তার চেয়েও ভালো করবে।’
দুইদিনের এই সম্মেলনে সবমিলিয়ে ১৩টি
সেমিনারের আয়োজন করা হয়েছে। সম্মেলনের সহযোগী হিসেবে আছে প্রধানমন্ত্রী
কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, বাণিজ্য মন্ত্রণালয়ের
বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)। এই
সম্মেলনের আয়োজন করেছে কলসেন্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাক্য)।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ওয়ার্ল্ড ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস
অ্যালায়েন্সের সভাপতি স্যানটিয়াগো গুটিয়ারেজ এবং বাক্য সভাপতি আহমেদুল হকসহ
দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদরা।
কেসিং লাগালেই চার্জ হবে ফোন - iphone
ফোনের কেসিং লাগালেই চার্জ হবে ফোন। এমন একটি কেসিং এনেছে অ্যাপল। এটি
আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসের জন্য। এটি একটি নতুন একটি ব্যাটারি প্যাক।
মূল্য মাত্র ৯৯ ডলার। এটি মূলত স্মার্টাফোন ব্যাটারি কেস। কেসটি ব্যবহারের
ফলে নতুন আইফোন ব্যবহারকারীরা তাদের ফোনের আয়ু বাড়িয়ে নিতে পারবেন
কয়েকগুণ।
অ্যাপল জানিয়েছে আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসে এই ব্যাটারি কেসটি লাগিয়ে
ফোনের আয়ু বাড়বে ১৮ থেকে ২৫ ঘণ্টা। তবে ইন্টারনেট ব্যবহার এবং ভিডিও চালুর
ওপর ফোনের আয়ু নির্ভর করে।
এই ব্যাটারি কেসটি দেখতে সাধারণ কেসের মতই। এই কেসটি দুপাশে পাতলা। পেট মোটা। এটি সিলিকন এক্সটেরিয়রে তৈরি। চারকোল এবং সাদা এই দুই রঙে কেসটি পাওয়া যাবে।
এই ব্যাটারি কেসটি দেখতে সাধারণ কেসের মতই। এই কেসটি দুপাশে পাতলা। পেট মোটা। এটি সিলিকন এক্সটেরিয়রে তৈরি। চারকোল এবং সাদা এই দুই রঙে কেসটি পাওয়া যাবে।
ঘুষ দিয়ে চাকরি নিলে, সেই চাকরির বেতন কি হালাল হবে?
ইসলামের পরিভাষায় ঘুষ দেওয়া-নেওয়া দুটোই হারাম। আমাদের প্রিয় নবী হযরত
মুহাম্মদ (সা.) ঘুষদাতা ও গ্রহিতাকে অভিসম্পাত করেছেন। তাই ঘুষ দিয়ে
চাকরি নেওয়া জায়েয হবে না। এতে একদিকে ঘুষ প্রদানের কবীরা গুনাহ হয়,
অন্যদিকে ঘুষদাতা অযোগ্য হলে অন্য চাকরিপ্রার্থীর হক নষ্ট করারও গুনাহ হয়।
তাই এমন কাজ থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের দায়িত্ব। অবশ্য কেউ যদি
প্রকৃতপক্ষে চাকরির যোগ্য হয় এবং ঘুষ প্রদান হারাম হওয়া সত্ত্বেও ঘুষ
দিয়ে চাকরি নেয় আর পরবর্তীতে সে যথাযথভাবে দায়িত্ব আঞ্জাম দেয় তাহলে
এভাবে চাকরি নেওয়া নাজায়েয হলেও বেতন হালাল হয়ে যাবে। কিন্তু যদি সে তার
কর্মক্ষেত্রের অযোগ্য হয় এবং যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে
তার জন্য ঐ চাকরিতে থাকা বৈধ হবে না। আর ঠিকমত দায়িত্ব পালন না করে বেতন
নেওয়াও বৈধ হবে না।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)