ট্যাটু জানাবে স্বাস্থ্যকথা

ট্যাটু জানাবে স্বাস্থ্যকথা
শখ করে অনেকেই শরীরের ট্যাটু আঁকেন। কিন্তু শখের এই ট্যাটু যদি কাজের জিনিসে পরিণত হয়? ট্যাটুর মধ্যে ফিটনেস ট্র্যাকার বসিয়ে দিয়ে সেই কাজটাই করেছে ‘ক্যায়োটিক মুন’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটি বলছে, এখনো তারা এই প্রযুক্তি নিয়ে বিস্তর গবেষণা করছে, যাতে এর ব্যবহার আরো বাড়ানো যায়। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।
টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বেন লাম জানিয়েছেন তারা ট্যাটু আঁকার জন্য ইলেকট্রো কনডাক্টিভ কালি ব্যবহার করা হয়েছে। কয়েক মাস আগে ক্যায়োটিক মুন প্রতিষ্ঠান কিনে নিয়েছে আন্তর্জাতিক বাজারজাতকারী প্রতিষ্ঠান একসেনটিউর।
ফিটনেস ট্র্যাকার এই ট্যাটুর নাম দেওয়া হয়েছে, ‘টেক ট্যাট’। ক্যায়োটিক মুনের প্রধান নির্বাহী বেন লাম বলেন, ‘টেক ট্যাট আসলে এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি একটি প্রোটোটাইপ ডিভাইস। এর আরো অনেক উন্নয়নের কাজ বাকি আছে। বিশেষ করে অ্যাপ্লিকেশনভিত্তিক প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী করে তুলছি আমরা এই ডিভাইসটিকে।’
কবে নাগাদ ব্যবহারকারীরা টেক ট্যাট ব্যবহার করতে পারবেন সেটা এখনো নিশ্চিত করে বলতে পারেননি বেন। তিনি জানান, ‘আমাদের লক্ষ্য থাকবে ব্যবহারকারীদের হাতে একটা কার্যকরী প্রযুক্তি তুলে দেওয়া। সেজন্য আমরা বাড়তি কিছু যোগ করার চেষ্টা করছি।’

এর আগে ‘ফ্লাইং টাসের ড্রোন’ নামের একটি ড্রোন তৈরি করেছিল ক্যায়োটিক মুন। বেন লাম বলেন, ‘প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর ইচ্ছে থেকেই ড্রোনটি তৈরি করেছি আমরা। যা মানুষের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ভিডিও করতে পারবে। আবার প্রয়োজনে বহুতল ভবন রং করার ক্ষেত্রেও ড্রোনটিকে ব্যবহার করা যাবে।’

মাটির নিচে পাওয়া গেল ‘ভিনগ্রহী’!

মাটির নিচে পাওয়া গেল ‘ভিনগ্রহী’!


ভিনগ্রহের প্রাণী বিষয়ে মানুষের আগ্রহের সীমা নেই। আর মানুষের এই চাহিদার খোরাক জোটাতেই কি না পাশ্চাত্যের সংবাদমাধ্যমগুলোতে একটি আকর্ষণীয় খবর থাকে ভিনগ্রহের প্রাণী সংক্রান্ত খবর। গণমাধ্যমের অগ্রযাত্রার জোয়ারে ভারতের গণমাধ্যমেও ইদানীং ভিনগ্রহের প্রাণীর সন্ধান হামেশাই পাওয়া যাচ্ছে।
গত বুধবার থেকে ভারতীয় সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে এমনই একটি ‘ভিনগ্রহের প্রাণীর’ ছবি ও খবর দেখা যাচ্ছে। ছবিটির উৎস দেশটির রাজস্থান রাজ্যের যোধপুর এলাকার বাওয়াড়ি গ্রাম। একটি অদ্ভুত দর্শন প্রাণীকে হাতে নিয়ে দেখা যাচ্ছে এক গ্রামবাসীকে এবং ওই গ্রামের অধিবাসীসহ সামাজিক মিডিয়ায় রব, মাটির নিচে পাওয়া গেছে ভিনগ্রহের প্রাণী!
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, বাওয়াড়ি গ্রামে নলকূপ খুঁড়তে গিয়ে কিম্ভূতকিমাকার জীবটিকে পাওয়া যায়। মানুষের চেহাররা আদলের সঙ্গে যথেষ্ট মিল আছে ছোট আকারের প্রাণিটির। মাটির নিচ থেকে বের করে আনার পর প্রাণিটি জীবিত ছিল বলে দাবি করেছে গ্রামবাসী।
এদিকে সামাজিক মাধ্যমের এই যুগে ভারতে এই ছবি এখনও ভাইরাল। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিজ্ঞানকর্মীরা আগ্রহী হয়ে ওই গ্রামে যান। কিন্তু এ ধরনের কিছু খুঁজে পাননি তাঁরা। বিজ্ঞানকর্মীরা পৌঁছানোর আগেই গ্রামবাসী ‘মাটির নিচে পাওয়া দেবতাকে’ নদীতে ভাসিয়ে দিয়েছে বলে দাবি করে।
তবে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে যুক্তিবাদীদের মত‚ মাটির নিচ থেকে সত্যিই যদি এই জিনিস বের হয় তাহলে এটি হয়তো কোনো প্রাণীর অপরিণত ভ্রূণ। এমনটি ছবির এই জিনিসটিকে মানুষের অপরিণত ভ্রূণ হওয়ার সম্ভবানাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

বিপিএলের পয়েন্ট টেবিল।

বিপিএলের পয়েন্ট টেবিল।
বিপিএলের পয়েন্ট টেবিল



দল ম্যাচ জয় পরাজয় টাই পয়েন্ট নেট রান রেট
রংপুর রাইডার্স ১০ ১৪ +০.৬৯৩
কুমিল্লা ভিক্টোরিয়ান্স   ১২ +০.৪৭৫
বরিশাল বুলস ১২ +০.০৫৪
 ঢাকা ডায়নামাইটস +০.০০৭
সিলেট সুপার স্টারস    ৬  -০.৩৭৬
চিটাগং ভাইকিংস   ১০ ০  -০.৮২৮

মহান আল্লাহ তা'য়ালাকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি?

মহান আল্লাহ তা'য়ালাকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি?


মহান আল্লাহ তা'য়ালাকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি?
ইসলাম ডেস্ক: আমাদের সমাজে অনেকেই আছেন যারা মহান আল্লাহ তা’য়ালাকে ‘খোদা’ বলে ডাকেন। কিন্তু আল্লাহ তায়ালাকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি না, এটা কি আপনি জানেন? এই প্রশ্নের উত্তর মহান আল্লাহ তা’য়ালা নিজেই দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা ইসরার ১১০ নম্বর আয়াতে ও সূরা হাশরে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘খোদা’ বলে আল্লাহকে ডাকা শিরক। মোট কথা আল্লাহর দেয়া গুনবাচক নাম ব্যাতিত অন্য কোন নামে তাকে ডাকা শিরক। [সুরা ইসরা:১১০, হাশর] অর্থ্যাৎ আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে, যারা ‘খোদা’ বলে আল্লাহকে ডাকবে তারা শিরককারী। আর শিরককারীর স্থান জাহান্নামে। সুতারাং এখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত, যে আমরা আর কখনো আল্লাহকে তার ৯৯টি নাম ছাড়া অন্য কোন নামে যেন না ডাকি। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

এক পুরুষ মায়ের গর্ভধারণ করার বিচিত্র গল্প !

এক পুরুষ মায়ের গর্ভধারণ করার বিচিত্র গল্প !
CTt2384XAAAEquD
জন্ম পরিচয়ে সন্তুষ্ট থাকতে না পেরে অস্ত্রোপচার করে নিজের লিঙ্গ পাল্টে ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ট্রেসি লিউয়ানানি লা গোনডিনো। ২০০২ সালে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী থেকে পুরুষ হয়ে যাওয়া ট্রেসির নতুন নাম হয় থমাস ট্রেস বেটি। এরপর সিক্স প্যাক শরীর, শ্মশ্রূমণ্ডিত মুখমণ্ডল– অস্ত্রোপচারের মাধ্যমে সবই সম্ভব করেছিলেন থমাস। সেই থমাস বেটির তিন সন্তান নিয়ে সারা পৃথিবীতে কত তোলপাড় !
থমাস বেটির ঘটনার এক বছর পর আরেক ‘রূপান্তরকামী’কে নিয়ে সারাবিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। যুক্তরাষ্ট্রের এই রূপান্তরকামীর নাম কেডেন কোলেম্যান। এই কোলেম্যান আবার থমাস বেটির উল্টো ! তিনি ছিলেন পুরুষ।কিন্তু নিজেকে নারী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছায় চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে নারী হিসেবে গড়ে তুললেন নিজেকে ।
কী বলবেন রূপকথা? কল্পবিজ্ঞানের গল্প? নাকি সত্যিই বিজ্ঞানের দুর্দান্ত জয়। অথবা প্রকৃতির বিরুদ্ধে এক গোল?
কেডেন কোলেম্যানের জীবনের গল্প যে সেরকমই। তিনি ছিলেন পুরুষ। কিন্তু এ সমাজের অনেকের মতোই হলেন রূপান্তরকামী। নিজেকে ডাক্তারদের চিকিত্‍সাশাস্ত্রের সাহায্য নিয়ে গড়ে তুললেন নারী।
নারী হওয়া তো হল। তাহলে কি জীবনটাও থেমে যাবে এবার? না, থেমে থাকেননি কেডেন কোলেম্যান। ২০১২ থেকে ডেট করা শুরু করেন ফিলাডেলফিয়ার এলিজার সঙ্গে। এরপর তিনি বিয়ে করেন এলিজাকে। এলিজা তাঁর স্বামী। ২০১৩ সালে কোলেম্যান অনুভব করেন, তাঁর পেটটা একটু একটু করে ফুলে উঠছে। কিন্তু তিনি যে ‘মা’ হতে পারেন, এটা তাঁর কল্পনাতেও আসেনি।
কিন্তু পরে কোলেম্যান বুঝতে পারেন যে, তিনি সত্যিই মা হতে চলেছেন। ২১ সপ্তাহের একটি ভ্রূণ তাঁর গর্ভে একটু একটু করে বড় হচ্ছে। কোলেম্যান আর এলিজার চিন্তা বাড়তে থাকে। এ সমাজ রূপান্তরকামীদের বিয়ের তো স্বীকৃতি দেয়। কিন্তু তা বলে, লোমশ পুরুষ কিনা দেবে, তাঁর গর্ভে পুরুষের জন্ম! তাই খানিকটা চুপিসারেই গর্ভের সন্তানকে বড় করতে থাকেন কোলেম্যান। আর তাঁর সমস্ত খেয়াল রাখতে থাকেন আলিজা।
অবশেষে এল সেই দিন। জয় হল চিকিত্‍সা শাস্ত্রের। সত্যিই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন কোলেম্যান।নাম দিলেন আজাইলিয়া।
আজ কোলেম্যানের মেয়ের বয় প্রায় দুবছর (২২ মাস)। আজাইলিয়াকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারে না সে। যদিও ইতিহাস বলে কোলেম্যানের আগেও সন্তানের জন্ম দিয়েছেন এক রূপান্তরকামী। ২০০৭ সালে সন্তানের জন্ম দিয়েছিলেন থমাস বেটি। কিন্তু কোলেম্যানের সংসারের গল্প যে সত্যিই ভালোলাগার। তাতে প্রথম নেই। তবু রোমাঞ্চ আছে। জয়ের আনন্দ আছে

এক লাখ রুপি পুরস্কার আমিরকে থাপড় দিলেই,

এক লাখ রুপি পুরস্কার আমিরকে থাপড় দিলেই,

পাঞ্জাব শিবসেনার ঘোষণা

আমিরকে থাপড় দিলেই এক লাখ রুপি পুরস্কার

ভারতে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় বলিউড অভিনেতা আমির খানকে থাপড় দিতে বলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার পাঞ্জাব শাখা। থাপড়ের পুরস্কার হিসেবে এক লাখ রুপি দেওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে বলা হয়, আমিরের মন্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার পাঞ্জাবের লুধিয়ানায় এমবিডি র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে বিক্ষোভ করে শিবসেনার পাঞ্জাব শাখার সদস্যরা।  ওই সময় সংগঠনটির পাঞ্জাব শাখার সভাপতি রাজীব টেন্ডন বলেন, ‘যে কেউ আমির খানকে থাপড় দিলে শিবসেনার পক্ষ থেকে থাপড়প্রতি এক লাখ রুপি দেওয়া হবে।’
মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘দাঙ্গাল’-এর কাজে লুধিয়ানার হোটেলটিতে অবস্থান করছেন আমির। তাঁর সঙ্গে ছবির অন্য কলাকুশলীরাও আছেন। সেদিকে ইঙ্গিত করে শিবসেনার পাঞ্জাব সভাপতি বলেন, ‘আমরা হোটেলের (এমবিডি র‍্যাডিসন ব্লু) ব্যবস্থাপক, কর্মচারী এবং তাঁর (আমির) দলের লোকজনকে থাপড় দিয়ে এক লাখ রুপি লুফে নেওয়ার সুযোগ দিচ্ছি।’
ওই বিক্ষোভের সময় এমবিডি র‍্যাডিসন ব্লু হোটেলের  সামনের রাস্তা বন্ধ করে দেয় শিবসেনার নেতাকর্মীরা। এ সময় তারা আমিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তাঁর ছবি পোড়ায়।
গত সোমবার ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন বলিউডের আলোচিত অভিনেতা আমির খান। নয়াদিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন,  ‘আমি আতঙ্কিত। আমার স্ত্রী (কিরণ রাও) ভারতের বাইরে চলে যাওয়ার কথা বলছে।’
‘কিরণ খুবই ভয় পেয়েছে। কী থেকে কী হয়, তা নিয়ে সংশয়ে রয়েছি আমরা সবাই। আমাদের ওপর যদি হামলা হয়?,’ যোগ করেন আমির।
ওই বক্তব্যের পর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), শিবসেনাসহ বিভিন্ন সংগঠন আমিরের সমালোচনায় মুখর হয়ে ওঠে। এমনকি ভারতের নামী কিছু অভিনেতা-অভিনেত্রীও আমিরের সমালোচনা করেন। তাঁদের কেউ কেউ আমিরকে নিজ গন্তব্য ঠিক করারও পরামর্শ দেন। আর আমিরকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়েই চলছে শিবসেনা।

 

এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন দৃষ্টিহীনরাও

এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন দৃষ্টিহীনরাও
 এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন দৃষ্টিহীনরাও


দিনে দিনে ফেসবুক হয়ে উঠছে সকল কাজের কাজী। ব্যবহারকারীদের চাহিদা যেমন বাড়ছে তেমনি তার সাথে তাল মিলিয়ে ফেসবুক উন্নত করে চলছে তাদের ফিচার। সর্বশেষ জানা গেছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নতুন ফিচার উন্মুক্ত করতে যাচ্ছে ফেসবুক। অর্থাৎ এখন থেকে দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্যবহার করতে পারবেন ফেসবুক। এই ফিচারের দ্বারা দৃষ্টিপ্রতিবন্ধীরা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে সকল কর্মকাণ্ডই চালাতে পারবেন। বন্ধুদের স্ট্যাটাস ও কর্মকাণ্ড ভয়েস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ে শোনানো হবে। এমনকি ফ্রেন্ডলিস্টের বন্ধুরা যে ছবি পোস্ট করবে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র বিবরণ শোনানো হবে ব্যবহারকারীকে। যাতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী না দেখেও ছবি সম্পর্কে ধারণা করতে পারেন। এসব কর্মকাণ্ডের সমস্তটুকুই ঘটবে ফেসবুকে; এ জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না।

১৫০ কোটি ব্যবহারকারী সমৃদ্ধ সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইতিমধ্যেই মতামত ব্যক্ত করা, প্রচার-প্রচারণা, ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা, ইভেন্ট তৈরি, চাকরি খোঁজা ইত্যাদি বহুবিধ সেবা যুক্ত হয়েছে। সর্বশেষ শিগগিরই যুক্ত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফেসবুক ব্যবহারের সুযোগ। বলা যেতেই পারে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ সোশ্যাল মিডিয়া হয়ে গড়ে উঠছে ফেসবুক।
..........অনলাইন অবলম্বনে সত্যজিৎ কাঞ্জিলাল

তথ্য গোপন রাখার সাতটি সহজ উপায়

তথ্য গোপন রাখার সাতটি সহজ উপায়

 তথ্য গোপন রাখার সাতটি সহজ উপায়


আধুনিক প্রযুক্তির কারণে মানুষের সুযোগ-সুবিধা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তথ্য চুরির ঘটনা৷ ফোর্বস জানাচ্ছে কোন সাতটি উপায়ে আপনি খুব সহজেই ব্যক্তিগত তথ্য রক্ষা করতে পারেন৷
পাসওয়ার্ড নিজের কাছে রাখুন
কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের পাসওয়ার্ড যেন কখনই এক না হয়৷ আর ব্যাংক কার্ড-এর সঙ্গে যেন এই পাসওয়ার্ডের মিল না থাকে৷ এছাড়া কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটে কোনো পাসওয়ার্ড লিখে রাখবেন না৷ এর ফলে আপনার তথ্য চুরির সম্ভাবনা অনেক বেড়ে যায়৷ বাড়ির বাইরে গেলে এগুলি ‘লক’ করে যাবেন৷
নামে ‘গুগল অ্যালার্ট’ ব্যবহার করুন
এটা খুব সহজ পন্থা, আপনি যদি দেখতে চান ইন্টারনেটে আপনার সম্পর্কে সবাই কী বলছে৷ সোজা এই ঠিকানায় যান – http://www.google.com/alerts এবং আপনার নাম লিখুন৷ তারপর আপনার নামের বিভিন্ন ধরন লিখে, তার আগে ও পরে ‘কোটেশন মার্ক’ জুড়ে দিন৷
ব্যবহারের পর লক্ষ্য রাখা
আপনি যদি অন্য কারো কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করেন, তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন৷ আপনার পর যিনি সেটা ব্যবহার করবেন, তিনি যাতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে – সেটা খেয়াল রাখুন৷ আপনি যদি এটা করতে ভুলে যান, তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে৷
ফোন, ই-মেল বা জিপ কোড ব্যবহার করতে না দেয়া
অচেনা কোনো মানুষ এই নম্বরগুলো জানতে চাইলে, আপনারা দেবেন না৷ দেখা যায় কোনো অফিস তাঁর কর্মীর কাছ থেকে এ সব তথ্য চাইলে, অনেকেই সেচ্ছ্বায় তা দিয়ে দেয়৷ বহু অফিস এ নিয়ে একটি প্রোফাইল তৈরি করে৷ আপনার কিন্তু এ সব তথ্য না দেয়ার অধিকার আছে৷ তাই আপনি যদি এতে স্বাচ্ছ্বন্দ্যবোধ না করেন, তবে দেবেন না৷
কার্ড নয় ক্যাশ
আপনি যদি চান আপনি যে পণ্যটি কিনছেন, সেই কোম্পানি আপনারা পরিচয় না জানুক, তবে নগদ অর্থে জিনিস কিনুন৷
ফেসবুকে নিরাপত্তার জন্য ‘ফ্রেন্ডস’ ব্যবহার করুন
ফেসবুকে সবসময় ‘সিকিউরিটি’ বা নিরাপত্তা পরীক্ষা করুন৷ পোস্ট করার পর লক্ষ্য রাখুন আপনি আপনার ছবি বা মন্তব্য ‘ফ্রেন্ডস’ করে রেখেছেন, নাকি ‘পাবলিক’ করেছেন৷ আপনি যদি ‘স্পেশ্যাল’ নির্বাচন করেন এবং ঠিক করে দেন কে কে আপনার পোস্ট দেখতে পাবে, তবে সেটা আপনার তথ্য নিরাপত্তার জন্য তুলনামূলকভাবে ভালো৷
‘হিস্ট্রি’ এবং ‘কুকিস’ মুছে ফেলুন
আপনি সবশেষ কবে এটা করেছেন? আপনি যদি নিশ্চিত না হন, ব্রাউজারে গিয়ে এটা পরিবর্তন করুন৷ ব্রাউজারের ‘প্রাইভেসি সেটিংস’-এ যান, সেখানে ‘নেভার রিমেমবার হিস্ট্রি’ নির্বাচন করুন৷ এর ফলে ইন্টারনেটে আপনাকে ‘ট্র্যাক’ করাটা হ্যাকারদের জন্য কঠিন হবে৷ এছাড়া আপনি ‘অ্যাড অন’-ও ব্যবহার করতে পারেন৷ ডয়েচে ভেলে

বিনামূল্যে ওয়াইফাই চালু করবে গ্রামীণফোন

বিনামূল্যে ওয়াইফাই চালু করবে গ্রামীণফোন
 দেশজুড়ে বিনামূল্যে ওয়াইফাই চালু করবে গ্রামীণফোন


দেশজুড়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ চালু করবে গ্রামীণফোন। এ বছরের মধ্যে প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ ৩০টি স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হবে।
গ্রামীণফোন আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষামূলক প্রকল্প হিসেবে প্রথম তিন মাস গ্রামীণফোন গ্রাহকরা বিনাখরচে এ ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশে ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করা গ্রামীণফোনের অন্যতম প্রয়াস। সারা দেশজুড়েই গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে এবং প্রতিষ্ঠানটি অত্যন্ত দ্রুতগতিতে দেশজুড়ে থ্রিজি সেবা ছড়িয়ে দিচ্ছে। এই শক্তিশালী নেটওয়ার্কের ভিত্তিতেই বিভিন্ন আকর্ষনীয় ইন্টারনেট অফার দেয়া হচ্ছে।
গ্রামীণফোন গ্রাহকরা ওয়াইফাই হটস্পট জোনে গেলে তাদের মোবাইলের ওয়াইফাই চালু করলে "জিপি ওয়াইফাই" নামে একটি এসএসআইডি দেখতে পাবেন। ‘জিপি ওয়াইফাই’ এ যুক্ত হবার পর তার গ্রামীণফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পর্যায়ে তারা একটি এসএমএস পাবেন যা তাকে ওয়াইফাই ব্যবহার করতে দেবে। দেশের অন্যতম বৃহৎ আইএসপি আমরা নেটওয়ার্ক এই উদ্যোগে গ্রামীণফোনকে কারিগরী সহায়তা দেবে।
এই উদ্যোগের ফলে গ্রামীণফোনের "সবার জন্য ইন্টারনেট" পৌছে দেয়ার প্রয়াস আরেক ধাপ এগিয়ে যাবে বলে গ্রামীণফোন বিশ্বাস করে।

হোয়াটসঅ্যাপ এবার বাংলা ও উর্দুতে

হোয়াটসঅ্যাপ এবার বাংলা ও উর্দুতে
হোয়াটসঅ্যাপ এবার বাংলা ও উর্দুতে


কাউকে টেক্সট, কণ্ঠ, ভিডিও বা ফটো যাই পাঠাতে চান না কেন, প্রথমেই মনে হোয়াটসঅ্যাপের কথা মনে আসে। এই মেসেজিং অ্যাপের অভিজ্ঞতা আরো সুখকর হতে চলেছে। ২০০৯ সালে চালু হওয়া ফ্রি মেসেজিং অ্যাপটি সম্প্রতি একটি আপডেট এনেছে। এর মাধ্যমে বাংলা এবং উর্দু ভাষায় হোয়াটসঅ্যাপ চালানো যাবে।
গ্লোবাল অ্যাপের নতুন আপডেট বাংলা ও উর্দু ভাষাভাষিদের মাঝে দারুণ সাড়া ফেলবে। আপডেট ভার্সন ২.১২.৩৬৭-এর মাধ্যমে নতুন ফিচারটি চালু হচ্ছে। পাশাপাশি এতে থাকছে আরো কিছু বাড়তি ফিচার। এর মধ্যে প্রতি চ্যাটের কাস্টম নোটিফিকেশন ও মিউট অপশন, রিড বা আনরিড চ্যাট মার্ক  করার ব্যবস্থা নতুন সংস্করণের আকর্ষণ।
বিভিন্ন 'ইমোজি'র বিভিন্ন সিরিজ নেওয়ার ব্যবস্থাও থাকছে। এদের রং বদলানোর সুবিধা আছে। ইমোজিতে চাপ দিয়ে ধরে রাখলেই রং বদলাবে।
হোয়াটসঅ্যাপের বাংলা অথবা উর্দু সংস্করণ অ্যান্ড্রয়েডে পেতে হলে ল্যাঙ্গুয়েজ সেটিং পরিবর্তন করতে হবে। গুগল প্লে স্টোরে অ্যাপটির আপডেট বাটন ক্লিক করার আগে ফোনের ল্যাঙ্গুয়েজ সেটিং বদলে বাংলা বা উর্দু করতে হবে।
এ ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে লিঙ্ক শেয়ার এবং তা দেখার ব্যবস্থা করতে চলেছে। তবে তা আপডেট আকারে আসবে না। বরং প্রতিষ্ঠানের বেটা আপলোড পেজে পাওয়া যাবে। সূত্র : ডিএনএ ইন্ডিয়া

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি।

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি।



ইংরেজি
Making sentences from the table
1. The texts in column A are the beginnings of some sentences. The extensions are given in column B and Column C. Match the texts in Column A, B and C to make complete sentences.

Answers : This is Sabina’s family. They live in a village. Her father Mohammad Ali works hard in the field. He digs the soil and puts fertilizer on it. His fields are watered by him regularly.

2. The texts in column A are the beginnings of some sentences. The extensions are given in column B and Column C. Match the texts in Column A, B and C to make complete sentences.
Answers : Socrates was a great philosopher. The young men of Athens used to gather around him to listen to his teaching. The influential people of the city disliked his teaching. They were jealous of his popularity. So, they sentenced him to death by making him drink a cup of Hemlock.

3. The texts in column A are the beginnings of some sentences. The extensions are given in column B and Column C. Match the texts in Column A, B and C to make complete sentences.
Answers : Daffodils are beautiful flowers. They grow along by the roadside, on hills and valleys. William Wordsworth was charmed at the beauty of the daffodils. He composed a poem describing the beauty of the daffodils. Robert Herrick also wrote another poem mourning the very short life of the daffodils.