Android এর জন্য সকল কল রেকর্ডার 1.38 APK

Android এর জন্য সকল কল রেকর্ডার 1.38 APK
সকল কল রেকর্ডার APK পাবলিশার্স পর্যালোচনা:. আপনার অ্যানড্রইড ফোন জন্য সহজ এবং কার্যকরী কল রেকর্ডার সমাধান
AllCallRecorder আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনকামিং এবং আউটগোয়িং কল রেকর্ড. এটা 3gp ফাইল টেলিফোন কথোপকথন সঞ্চয়.
আপনি ই-মেইল, স্কাইপ, কোন মেঘ স্টোরেজ (ড্রপবক্স, গুগল ড্রাইভ, মাইক্রোসফট SkyDrive, ইউটিউব), ফেসবুক, ব্লুটুথ, ইত্যাদি মাধ্যমে কল রেকর্ড পাঠাতে পারেন
এটা বিনামূল্যে বিজ্ঞাপন সমর্থিত সংস্করণ.
কিনতে দয়া করে AllCallRecorder ইসলাম দান ও বিজ্ঞাপন অপসারণ.
মুছে ফেলতে অথবা কনটেক্সট মেনু প্রদর্শন করার জন্য এটি একটি একক রেকর্ড, লম্বা ধরনের পাঠাতে.
মূলশব্দ: অটো কল রেকর্ডার, রেকর্ড কল, রেকর্ড ভাষার কল রেকর্ডিং

সকল কল রেকর্ডার স্ক্রীনশট

[সকল কল রেকর্ডার] স্ক্রিনশট 1 

[সকল কল রেকর্ডার] স্ক্রীনশট 2 

 [সকল কল রেকর্ডার] স্ক্রিনশট 3

Download All Call Recorder APK File

সকল কল রেকর্ডার APK
সকল কল রেকর্ডার 1.38 ডাউনলোড:
Download Options and Mirrors:  
 
  • • দাম: যে $ 0 জন্য একটি বিনামূল্যে অ্যাপ্লিকেশন Offers ইন App ক্রয়
  • • বিষয়বস্তু নির্ধারণ: নিম্ন পরিপক্কতা
  • • প্রয়োজন: অ্যানড্রইড 2.1 এবং আপ
  • • ফাইলের নাম: সব-কল-recorder.apk
অস্বীকৃতি: সকল কল রেকর্ডার অ্যান্ড্রয়েড ল্যাবস, অ্যান্ড্রয়েড ল্যাবস দ্বারা সব অধিকার সংরক্ষিত থেকে সম্পত্তি এবং ট্রেডমার্ক. APK ফাইল ডাউনলোড পাতা বা অ্যাপ্লিকেশন এখনই পাতা এগিয়ে যেতে উপরের লিংকে ক্লিক করুন.

জেনে নিন! আপনার প্রিয়তমার কললিষ্ট, লোকেশন, কন্টাক্টলিস্ট, এসএমএস ও ফেসবুকের চ্যাট সকল তথ্য গোপনে!!

জেনে নিন! আপনার প্রিয়তমার কললিষ্ট, লোকেশন, কন্টাক্টলিস্ট, এসএমএস ও ফেসবুকের চ্যাট সকল তথ্য গোপনে!!

আপনি কি আপনার র্গাল ফ্রেন্ড কিংবা বয় ফ্রেন্ডের কল লিস্ট, কন্টাক্ট নাম্বার ও ফেসবুক চ্যাট সম্পর্কে জানতে চান?

ভার্চুয়াল লাইফ দুরের মানুষকে কাছে টেনে আনে, আবার খুব কাছের মানুষটাকে দুরে সরে দেয়। তথ্য প্রযুক্তি উৎকর্ষে ভালবাসার সঙ্গাটায় যেন চেন্জ হয়ে গেছে। শুরু হয়েছে পরশপরের প্রতি অবিশ্বাসের চোখে তাকানো! আর এই সমস্যা সমাধানের জন্যই লিখছি এই আর্টিকেল। তবে সাবধান যারা প্রিয়তমা/তম এর সাথে চিটিং করেন, তারা ভুল করেও এই টিউনটি ফলো করবেন না। এর ফলে যদি আপনার প্র্রেম নষ্ঠ হয় আমি কিন্তু দায় নিতে পারব না।
mcouple_2981286b
mCouple – Mobile Tracker এমন একটি সফটওয়ার যা আপনার পার্টনারের মোবাইলের কললিষ্ট, লোকেশন, কন্টাকলিস্ট, এসএমএস ও ফেসবুকের চ্যাট সম্পর্কে জানিয়ে দিবে। শুধু একবার ইনস্টল করে দিলেই হলো। তবে অ্যাপটি আপনার এবং আপনার পার্টনারের মোবাইলে ইনস্টল থাকতে হবে। একবার ইনস্টল করে দিলেনতো হয়ে হয়ে গেল্।
সফটওয়ারটি নিচে থেকে ডাউনলোড করে নিনঃ
Name: mCouple – Mobile Tracker_2.0.18.apk
Size: 6.0 Mb

নিজের পছন্দের ছবি দিয়ে হবে কোড (খুলতে পারবে না কেউ আপনার মোবাইল টি) নিয়ে দারুন এক Android Apps

নিজের পছন্দের ছবি দিয়ে হবে কোড (খুলতে পারবে না কেউ আপনার মোবাইল টি) নিয়ে দারুন এক Android Apps

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন এক Keypad Lock Screen যা আপনার পছন্দের ছবি দিয়ে Lock করে রাখতে পারবেন, এতে কেউ বুঝতে পারবে না আপনি কি দিয়ে লক করেছেন আপনার প্রিয় মোবাইলটি.
তাহলে আর দেরি কেন

এখান থেকে

প্রথমে ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য Apps এর ন্যায় ইন্সটল দিন।
তারপর চালু করুন।
এবার Sceurity থেকে আপনার আপনার লক সিলেক্ট করুন।
তারপর Photo Keypad Settings থেকে আপনার ছবি গুলো দিয়ে দিন যেগুলো কে লক পার্সোয়ার্ড হিসাবে কাজ করবে।
আর Lockscreen Wallpaper থেকে ডিফল্ট ১২ টি ওয়েলপেপার আছে HD পছন্দের টা সিলেক্ট করতে পারবেন। আর পছন্দ না হলে আপনার পছন্দের ওয়েলপেপার দিতে পারবেন।
বাকি আরো অনেক কাজ আছে যেগুলো আপনি একটু ট্রাই করলেই বুঝবেন।

আপনার বাংলাদেশি নাম্বারকে বানিয়ে ফেলুন ফ্রীতে UK নাম্বার

আপনার বাংলাদেশি নাম্বারকে বানিয়ে ফেলুন ফ্রীতে UK নাম্বার
wpid-img_20150418_154035

আগে জেনে নিন কেন বানাবেন ভার্চুয়াল নাম্বার
এখন আমরা বেশিরভাগই স্মার্টফোন ইউজ করি। এই স্মার্টফোন গুলোতে আবার কিছু এপ্স আছে যেগুলো তে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। বিপত্তিটা ঘটে তখনই যখন আপনার রেজিস্ট্রেশন করা নাম্বারে কেউ ফোন দেয়। আবার আপনাকে ব্ল্যাকমেইল ও করতে পারে। এমনকি আপনার ফোন নাম্বার ক্লোন করতে পারে। এছাড়াও আরো অনেক সমস্যা আছে।
এই সমস্যাগুলো থেকে বাচার জন্য অবশ্যই আপনাকে যেকোন একটা ভারচুয়াল নাম্বার ইউজ করতে হবে।
এই ভার্চুয়াল নাম্বার দিয়ে আপনি যেকোন কিছুতে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন ফেইসবুক, হোয়াটস্যাপ, ভাইবার, কমোয়ো তে রেজিস্ট্রেশন করতে গেলে তো ফোনে কোড আসে মেসেজের মাধ্যমে, তাহলে এটাতে কিভাবে আসবে। আমি বলতেছি কোড আপনার ফোনেই আসবে। সেইজন্য আপনার ফোন নাম্বার সেট করতে হবে যা রেজিস্ট্রেশন করার সময়ই পাবেন। এখানে যে নাম্বার দিবেন মেসেজ বা কল সেই নাম্বারে ফরওয়ার্ড হবে।
এটার বেশকিছু সুবিধা আছে। আবার কিছু অসুবিধাও আছে।
সুবিধা:
১। এটা মূলত ইউকের নাম্বার। মানে আপনার আত্মীয় স্বজন কেউ যদি ইউকে থাকে তাহলে তারা এই ভার্চুয়াল নাম্বারে ফোন দিতে পারবে তাদের লোকাল কলরেটে। কল আপনার নাম্বারে ফরওয়ার্ড হবে।
২। ইউকে থেকে লোকাল রেটে মেসেজও পাঠাতে পারবে, যা আপনার নাম্বারে ফরওয়ার্ড হবে।
৩। ফেইসবুক, হোয়াটস্যাপ, ভাইবার, কমোয়ো তে আইডি খুলতে পারবেন।
৪। যাদের হোয়াটস্যাপের মেয়াদ শেষ হয়ে গেছে তারা নাম্বার চেইঞ্জ করে এইটা দিন তাহলে দেখবেন মেয়াদ আরো একবছর বেড়ে গেছে।
অসুবিধা:
১। আপনি এই নাম্বার ইউজ করে কাউকে কল দিতে পারবেন না। এমনকি মেসেজও দিতে পারবেন না।
রেজিট্রেশন করতে এখানে ক্লিক করুন
আজ এ পর্যন্তই। আগামীতে আবারো কোন টিউটোরিয়াল নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

একশ কি-বোর্ড শর্টকাট জেনে নিন

একশ কি-বোর্ড শর্টকাট জেনে নিন
নিউজ ডেস্ক : কম্পিউটারে মাউস দিয়ে ছোটখাট কাজ করাটা সাধারণ ব্যবহার‌ীদের জন্য খুবই আরামদায়ক। কিন্তু বড় ও জটিল সফটওয়্যারে কাজ করতে হলে দক্ষতা ও গতি বাড়াতে অবশ্যই কি-বোর্ড শর্টকাট জানতে হবে। অভ্যস্ত না হলেও চেষ্টা করে দেখুন, সাধারণ এমএস ওয়ার্ডে লেখালেখির সময়ও কিছু শর্টকাট জানা থাকলে কাজে গতি কতো বেড়ে যায়। এখানে এমন একশর বেশি শর্টকাটের একটি তালিকা দেয়া হলো:
 
Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box – Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)
<a href=’http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a1a091d0&cb=INSERT_RANDOM_NUMBER_HERE’ target=’_blank’><img src=’http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=354&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a1a091d0′ border=’0′ alt=”/></a>
Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
MMC COnsole Windows Shortcut keys
1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)
Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )

শুধু মাত্র ২ ক্লিকে !! আপনার শত্রুর কম্পিউটারকে অচল করতে চান?? দেখে নিন

শুধু মাত্র ২ ক্লিকে !! আপনার শত্রুর কম্পিউটারকে অচল করতে চান??  দেখে নিন

pcআসসালামুআলাইকুম । সবাই  কেমন আছেন?টিজে বন্দুরা
 আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন ।
এখন আমি আপনাদের জন্য একটি মজার জিনিস নিয়ে এসেছি।
 
 
 
 
এটি হল একটি কোড। আপনি এই কোডটি দিয়ে আপনার শত্রুর কম্পিউটারকে করে দিতে পারবেন পুরোপুরি অচল। মাত্র এক লাইনের এই কোডটি পিসির প্রত্যেকটি হার্ডডিক্স ড্রাইভ করে দিবে ফরম্যাট। হি হি হি। তবে এটির কোন খারাপ ব্যবহার করবেন না বা এটি দিয়ে কারও ক্ষতি করবেন না।
ছোটবেলায় অনেক সাইবার ক্যাফের হার্ডডিক্স ফরমেট মেরে দিয়ে আসতাম এইটা দিয়ে!!!
কোডটি হল নিচের লাইনটি।

01001011000111110010010101010101010000011111100000

কিভাবে করবেন
●●► কোডটি কপি করে একটি নোটপ্যাডে পেষ্ট করুন।
●●►এবার নোটপ্যাডটি my computer.exe নামে সেভ করুন।
●●► এবার এই ফাইলটি আপনার শত্রুর পিসির যে কোন ড্রাইভে রাখুন।
●●► এবার মূল ফাইলটির একটি শর্টকাট ফাইল ডেক্সটপে রাখুন।
 
●●►ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যান।
●●► এখান থেকে Change Icon এ যান।
●●► এবার মাই কম্পিউটারের মতো করে একটি আইকন নিন।
●●►সর্বশেষ কাজ হল ডেক্সটপের মূল My Computer মুছে দিন।
●●►আর কি এবার আপনার শত্রু যখন My Computer খুলবে আর সাথে সাথে…..। বুঝতেই পারছেন…………………
“বি:দ্র: টিউনটি এর আগে কেই করে থাকলে আমার কোন দোষ নেই ।।
কারন  যেই করছে তার দোষ, আমি তো জানিনা কে ? কোথায় ? কথন করেছে ? ” :lol: ;-) টিউনটির ব্যাপারে কারো কিছু বলার থাকলে মন্তব্য করতে পারেন

লক করুন পিসির মাউস & কিবোর্ড মাত্র ৫ সেকেন্ডে (সফ্টওয়ার-২৩০ কেবি) নিয়ে রাখতে পারেন

লক করুন পিসির মাউস & কিবোর্ড মাত্র ৫ সেকেন্ডে (সফ্টওয়ার-২৩০ কেবি) নিয়ে রাখতে পারেন
Unnamed
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন।
প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। শিরোনাম দেখে হয়তো অনেকটা বুঝতে পেরেছেন আজকের লিখারবিষয়। কোন কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।
প্রথমেই নিচের লিনক থেকে Zip File টি নামিয়ে নিন।
→Download
অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে কম্পিঊটারের কিবোর্ড ও মাঊস লক করতে হয়। কোন মুভি দেখছেন কিন্তু কেউ এসে ডিস্টার্ব করছে উল্টাপাল্টা কিবোর্ড বা
মাঊস ক্লিক করে। আবার আপনি কোন কাজে বাইরে গেলেন পিসিতে কোন কাজ করতে দিয়ে, কিন্তু এসে দেখলেন আপনার কাজটি কেউ বন্ধ করে দিয়েছে। তাছারা ছোট বাচ্চাদের কাছ থেকেপিসিকে সুরক্ষিত রাখতে পিসির মাউস এবং কিবোর্ড লক করে রাখাটাই উত্তম।আর এ কাজটি আপনি করতে পারেন Key Freeze নামক ছোট একটি সফ্টওয়ার দিয়ে।সফ্টওয়ারটি
উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে ফোল্ডারটি আনজিপ করে সফ্টওয়ারটি পিসিতে ইনস্টল করে নিন। ইনস্টল শেষে Key Freeze ওপেন করুন।
লক করার জন্য:
Lock Keyboard & Mouse ক্লিক করুন। ৫
সেকেন্ডের মধ্যে লক হয়ে যাবে।
Unlock করতে: Ctrl + Alt + Delete চাপুন।
তারপর Esc চাপুন। সাথেসাথে কিবোর্ড এবং
মাউস আনলক হয়ে যাবে।
ভাল লাগলে নিচে একখানা Comment করবেন।

আপনার ফটোতে DSLR এর মতো ফোকাস করুন ছোট একটি অ্যাপ দিয়ে খুব সহজেই সাথে আরও অনেক কিছু এই ছোট App টিতেই।

আপনার ফটোতে DSLR এর মতো ফোকাস করুন ছোট একটি অ্যাপ দিয়ে খুব সহজেই সাথে আরও অনেক কিছু এই ছোট App টিতেই।
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন।
নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
Download
ফটোগ্রাফিতে সাবজেক্টকে ফোকাস বা ডিফোকাস করা অনেক জনপ্রিয়। ডিএসএলআর এ এই ফোকাস সুবিধা থাকলেও সাধারণ মোবাইল ক্যামেরাগুলোতে এই সুবিধা নেই। কিন্তু এখন এই ফ্রী এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ‘ইজি ফোকাস’ দিয়ে খুব সহজেই ফোকাস বা ডিফোকাস ইফেক্ট দেয়া যাবে।
সবাই অনেক ভাল থাকবেন।

Delete হয়ে যাওয়া Contact Number, Messages ইত্যাদি ফিরিয়ে আনুন

Delete হয়ে যাওয়া Contact Number, Messages ইত্যাদি ফিরিয়ে আনুন

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন।
নিচের লিনক থেকে Download করে নিন।
→Download
আমরা বিভিন্ন সময়ে মোবাইল ব্যবহার করতে গিয়ে ইচ্ছে করে কিংবা ভুল করে মেসেজ
অথবা সেভ করা নাম্বার ডিলেট করে ফেলি। কিন্তু পরে দেখা যায় ডিলেট হয়ে যাওয়া ওই
মেসেজ এবং নাম্বার প্রয়োজন পড়ে যায়। তখন পরতে হয় বিড়ম্বনায়। কখনো কখনো
অনেকে জরুরী কোন মেসেজ কিংবা নাম্বার ডিলেট করে খুব বিপদে পরে যায়। কারণ
এগুলো ফিরে পাওয়ার কোন পথ থাকেনা। এখন থেকে এই বিপদ আপনি নিজে নিজেই
কাটিয়ে উঠতে পারবেন। এর জন্য ছোট একটা সফটওয়্যার প্রয়োজন হবে। আপনাদের জন্য
সফটওয়্যারটির ফুল ভার্সন আপলোড করেছি। মাত্র ৪৫০ কে.বি সাইজের ছোট
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই লিংকে গিয়ে Data Doctor Recovery – Sim Card.zip
নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার আনজিপ করে সফটওয়্যারটি আপনার
কম্পিউটারে সেটাপ দিন। এবং রেজিষ্ট্রেশন করতে যে কোন নাম এবং
ইমেইল দিয়ে টেক্সট ফাইলের মধ্যে থেকে ৪টি সিরিয়াল নাম্বারের যে কোন একটি
ব্যবহার করে সফটওয়্যারটি ফুল ভার্সন করে নিন। এবার সফটওয়্যারটি সম্পর্কে একটু বলে
দেই। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোন দেশের সব ধরনের GSM SIM Card এর
মেসেজ অথবা নাম্বার রিকভার করতে পারবেন। ইনবক্স, আউটবক্স, ড্রাফট, সেন্ড
আইটেম সকল জায়গা থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ যে সেন্ড করেছে তার
নাম্বার সময়, তারিখ এবং জায়গার নামসহ রিকভার করা যাবে। এর মাধ্যমে সিম
কার্ডের IMSI নাম্বার, ICC মোবাইল আইডেন্টিফিকেশন নাম্বার, সার্ভিস
প্রোভাইডার নাম্বার এবং আরও অনেক তথ্য জানতে পারবেন। PC/SC অথবা Phoenix
স্ট্যান্ডার্ড সিম কার্ড রিডার দিয়ে সিম কানেক্ট করে এই সফটওয়্যারটি দিয়ে কাজ
করতে পারবেন। সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ। এটি প্রচললিত সব ধরনের উইন্ডোজ
যেমনঃ Windows 2000, Windows 2003,
Windows XP, Windows 7, Windows Vista তে সাপোর্ট করে।

মনে রাখবেন, সিম কার্ড পিসি তে কানেক্ট করে এই সফটয়্যার দিয়ে কাজ করতে হলে
আপনাকে অবশ্যই PC/SC অথবা Phoenix স্ট্যান্ডার্ড সিম কার্ড রিডার ব্যবহার করতে হবে। ইলেক্ট্রনিক্স দোকানে গিয়ে GSM SIM Card Reader খুজলেই পাবেন।
 আশা করি সবাই এখন থেকে কাজটি করতে পারবেন এবং অনেক উপকৃত হবেন।

আসুন YouTube এর কিছু লুকনো ম্যাজিক দেখি, অবশ্যই আপনার ভালো লাগবে।

আসুন YouTube এর কিছু লুকনো ম্যাজিক দেখি, অবশ্যই আপনার ভালো লাগবে।
আজকে আমি আপনাদের YouTube এর কিছু ম্যাজিক দেখাবো যা হয়তো অনেকেরি অজানা যাকে বলে লুকনো ট্রিক।
ইন্টারনেট ব্যবহার করে অথচ YouTube কী তা যানে না এরকন মানুস আপনি সহজে খুঁজে পাবেন না।
YouTube বর্তমানে পৃথিবীর তৃতীয় জনপ্রিয় সাইট যার গুগল এবং ফেসবুক এর পরেই, প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ ইউটিউব ভিডিও দেখে,
সে যাই হক বেশী কথা না বলে সরাসরি আজকের টিউন এ ফিরে আসি।
আগে বলে রাখি এর ট্রিক গুলো শুধু মাত্র ডেক্সটপ এ কাজ করে মোবাইল বা ইউটিউব অ্যাপ এ কাজ করবে না।
তো চলুন দেখা যাক YouTube  ম্যাজিক
ম্যাজিক নং ১)
প্রথমে এই লিঙ্ক এ চলে যান বা ইউটুব.কম খোলেন,
এবার সার্চ বার এ Doge meme লিখে সার্চ দিন আর দেখুন ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল আর কালার পরিবর্তন হয়েগেছে নীচের ছবির মতো।
Doge meme
ম্যাজিক নং ২)
এবার সার্চ বার এ Beam me up Scotty লিখে সার্চ দিন বা এন্টার এ চাপ দিন, দেখবেন আপনার ইউটিউব স্ক্রিন এ বৃষ্টির মতো এফেক্ট উপর থেকে নীচের দিকে পরছে।
স্ক্রীন সট টি দেখুন,
Beam me up Scotty

ম্যাজিক নং ৩)
এই ম্যাজিকটা খুব মজাদার Use the Force Luke লিখে সার্চ দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।
স্ক্রীন সট টি দেখুন,
Use the Force Luke
ম্যাজিক নং ৪)
এবার আসি সবথেকে মজাদার ম্যাজিক এ এটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এই ম্যাজিক এ ইউটিউব গানের তালে তালে নাচতে থাকবে।
ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ বারে Do the Harlem Shake লিখে সার্চ দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান বাজবে আর ইউটিউব নাচবে।
do the harlem shake
টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Robi নতুন সংযোগ অফার

Robi নতুন সংযোগ অফার
acquisition-current-bang
 
রবি’র নতুন প্রিপেইড সংযোগে বেছে নিন আপনার পছন্দের অফার !


অ্যাক্টিভেশন বোনাস
 
- মূল অ্যাকাউন্টে ১০ টাকা ব্যালেন্স অনুসন্ধান করতে ডায়াল করুন *২২২#
          > মেয়াদ: ৩০ দিন

- মূল ফ্ল্যাট কলরেট: ১৮ পয়সা/১০ সেকেন্ড
          > পালস্ : ১০ সেকেন্ড

- ৫০টি ফ্রি এসএমএস: পাবেন যেকোনো লোকাল নম্বরে। অনুসন্ধান করতে ডায়াল করুন *২২২*১২#
          > বোনাস এসএমএস ব্যবহারের সময়:  রাত ১২টা থেকে বিকেল ৫টা
          > মেয়াদ: ৩০ দিন
          > বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এসএমএস পাঠালে স্ট্যান্ডার্ড এসএমএস চার্জ প্রযোজ্য হবে এবং ৩০ দিনের মেয়াদ শেষে ৫০ পয়সা/এসএমএস চার্জ প্রযোজ্য হবে


৯ টাকা রিচার্জে
 
- রবি-রবি কলরেট: আধা পয়সা /সেকেন্ড
          > মেয়াদ: ১০ দিন

- রবি-অন্য অপারেটরে কলরেট: ১ পয়সা /সেকেন্ড
          > মেয়াদ: ১০ দিন

- অ্যাক্টিভেশন বোনাস মিনিট: ৩০০
          > শুধু প্রথমবার ৯ টাকা রিচার্জে বোনাস প্রযোজ্য হবে, নতুন সংযোগের ক্ষেত্রে
          > প্রতিমাসে ৭৫ মিনিট করে বোনাস মিনিট পাওয়া যাবে (৪ মাস পর্যন্ত)
          > ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
          > মেয়াদ: ১০ দিন
          > বোনাস মিনিট ব্যালেন্স জানতে ডায়াল করুন  *২২২*২#
          > গ্রাহকরা প্রথম ৯ টাকা রিচার্জে তৎক্ষণাৎ পাবেন ১ম মাসের ৭৫ মিনিট বোনাস
          > ১ম মাসের বোনাস মিনিট পাবার ৩০ দিন পর তৎক্ষণাৎ ২য় মাসের ৭৫ মিনিট বোনাস পাবেন
          > ১ম মাসের বোনাস মিনিট পাবার ৬০ দিন পর তৎক্ষণাৎ ৩য় মাসের ৭৫ মিনিট বোনাস পাবেন
          > ১ম মাসের বোনাস মিনিট পাবার ৯০ দিন পর তৎক্ষণাৎ ৪র্থ মাসের ৭৫ মিনিট বোনাস পাবেন
          > বোনাস মিনিট এফএনএফ অথবা প্রিয় নম্বরে ব্যবহার করা যাবে

- রবি-রবি ভিডিও কল: ৯ মিনিট
          > মেয়াদ: ১০ দিন
          > ব্যবহারের সময়: ২৪ ঘণ্টা

- গুনগুন
          > শুধু ১ম ৯ টাকা রিচার্জেই গুনগুন প্রযোজ্য হবে
          > ফ্রি সাবস্ক্রিপশন
          > প্রথম গানটি ফ্রি
          > মেয়াদ: ৩০ দিন
          > ৩০ দিনের মেয়াদ শেষে সার্ভিসটি অটো-রিনিউ হবে
          > রিচার্জের ৭২ ঘন্টার মধ্যে একটি আউট-বাউন্ড কল গ্রাহকরে কাছে পৌছে যাবে, গ্রাহকরে সম্মতি ছাড়া সার্ভিসটি চালু হবে না
          > অটো-রিনিউতে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে
          > ফ্রি অফার ব্যতীত অন্য যেকোনো কনটেন্ট ব্যবহারে নিয়মিত কনটেন্ট চার্জ প্রযোজ্য হবে
          > গুনগুন সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন *৮৪৬৬# নম্বরে


২৯ টাকা রিচার্জে
 
- রবি-রবি কলরেট: আধা পয়সা/সেকেন্ড
          > মেয়াদ: ৩০ দিন

- রবি-অন্য অপারেটর কলরেট: ১ পয়সা /সেকেন্ড
          > মেয়াদ: ৩০ দিন

- ফ্রি ইন্টারনেট: ৩ জিবি
          > শুধু প্রথমবার ২৯ টাকা রিচার্জে বোনাস প্রযোজ্য হবে
          > গ্রাহকরা প্রতি মাসে ৭৬৮ এমবি করে ইন্টারনেট পাবেন (৪ মাস পর্যন্ত)
          > ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
          > ৭৬৮ এমবি ব্যবহারের মেয়াদ: ৭ দিন
          > প্রথম ২৯ টাকা রিচাজে তৎক্ষণাৎ পাবেন ১ম মাসের ৭৬৮ এমবি ইন্টারনেট
          > ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৩০ দিন পর তৎক্ষণাৎ ২য় মাসের ৭৬৮ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন
          > ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৬০ দিন পর তৎক্ষণাৎ ৩য় মাসের ৭৬৮ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন
          > ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৯০ দিন পর তৎক্ষণাৎ ৪র্থ মাসের ৭৬৮ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন

- ১টি কিনলে, ১টি ফ্রি
          > প্রথম রিচার্জের ৪ মাসের মধ্যে ১টি স্ট্যান্ডার্ড রবি ইন্টারনেট প্যাক কিনলেই পাবেন ১টি ইন্টারনেট প্যাক ফ্রি
          > ১.৫ জিবি এবং ২.৫ জিবি ইন্টারনেট প্যাকের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য। ইন্টারনেট ব্যালেন্স অনুসন্ধান করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#
          > স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক ক্রয় করা যাবে ইউএসএসডি এবং ইজিলোড-এর মাধ্যমে
          > ফ্রি ইন্টারনেট প্যাকের মেয়াদ মূল ইন্টারনেট প্যাকের মেয়াদের সমান হবে (২৮ দিন)
          > ফ্রি ইন্টারনেট ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
          > ইন্টারনেট প্যাক ক্রয়ের ৭২ ঘণ্টার মধ্যেই ফ্রি ইন্টারনেট প্যাক চালু হবে

- গুনগুন
          > শুধু প্রথম ২৯ টাকা রিচার্জেই গুনগুন প্রযোজ্য হবে
          > ফ্রি সাবস্ক্রিপশন
          > প্রথম গানটি ফ্রি
          > মেয়াদ: ৩০ দিন
          > ৩০ দিনের মেয়াদ শেষে সার্ভিসটি অটো-রিনিউ হবে
          > রিচার্জের ৭২ ঘন্টার মধ্যে একটি আউট-বাউন্ড কল গ্রাহকরে কাছে পৌছে যাবে, গ্রাহকরে সম্মতি ছাড়া সার্ভিসটি চালু হবে না
          > অটো-রিনিউতে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে
          > ফ্রি অফার ব্যতীত অন্য যেকোনো কনটেন্ট ব্যবহারে নিয়মিত কনটেন্ট চার্জ প্রযোজ্য হবে
          > গুনগুন সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন *৮৪৬৬#


৭৯ টাকা রিচার্জে
 
- ফ্ল্যাট কলরেট: ১ পয়সা/সেকেন্ড
          > মেয়াদ: ৩০ দিন

- ফ্রি ইন্টারনেট: ১০ জিবি
          > শুধু প্রথমবার ৭৯ টাকা রিচার্জে বোনাস প্রযোজ্য হবে
          > গ্রাহকরা প্রতি মাসে ২৫৬০ এমবি করে ইন্টারনেট পাবেন (৪ মাস পর্যন্ত)
          > ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
          > ২৫৬০ এমবি ব্যবহারের মেয়াদ: ১০ দিন
          > প্রথম ৭৯ টাকা রিচাজে তৎক্ষণাৎ পাবেন ১ম মাসের ২৫৬০ এমবি ইন্টারনেট
          > ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৩০ দিন পর তৎক্ষণাৎ ২য় মাসের ২৫৬০ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন
          > ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৬০ দিন পর তৎক্ষণাৎ ৩য় মাসের ২৫৬০ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন
          > ১ম মাসের ফ্রি ইন্টারনেট পাবার ৯০ দিন পর তৎক্ষণাৎ ৪র্থ মাসের ২৫৬০ এমবি ফ্রি ইন্টারনেট পাবেন

- ১টি কিনলে, ১টি ফ্রি
          > প্রথম রিচার্জের ৪ মাসের মধ্যে ১টি স্ট্যান্ডার্ড রবি ইন্টারনেট প্যাক কিনলেই পাবেন ১টি ইন্টারনেট প্যাক ফ্রি
          > ১.৫ জিবি এবং ২.৫ জিবি ইন্টারনেট প্যাকের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য। ইন্টারনেট ব্যালেন্স অনুসন্ধান করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#
          > স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক ক্রয় করা যাবে ইউএসএসডি এবং ইজিলোড-এর মাধ্যমে
          > ফ্রি ইন্টারনেট প্যাকের মেয়াদ মূল ইন্টারনেট প্যাকের মেয়াদের সমান হবে (২৮ দিন)
          > ফ্রি ইন্টারনেট ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা
          > ইন্টারনেট প্যাক ক্রয়ের ৭২ ঘণ্টার মধ্যেই ফ্রি ইন্টারনেট প্যাক চালু হবে

- গুনগুন
         > শুধু প্রথম ৭৯ টাকা রিচার্জেই গুনগুন প্রযোজ্য হবে
         > ফ্রি সাবস্ক্রিপশন
         > প্রথম গানটি ফ্রি
         > মেয়াদ: ৩০ দিন
         > ৩০ দিনের মেয়াদ শেষে সার্ভিসটি অটো-রিনিউ হবে
         > রিচার্জের ৭২ ঘন্টার মধ্যে একটি আউট-বাউন্ড কল গ্রাহকরে কাছে পৌছে যাবে, গ্রাহকরে সম্মতি ছাড়া সার্ভিসটি চালু হবে না
         > অটো-রিনিউতে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে
         > ফ্রি অফার ব্যতীত অন্য যেকোনো কনটেন্ট ব্যবহারে নিয়মিত কনটেন্ট চার্জ প্রযোজ্য হবে
         > গুনগুন সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন *৮৪৬৬#


অন্যান্য শর্তসমূহ
 
- প্রথম রিচার্জের ৪ মাসের মধ্যে এই ৩টি অফারের যেকোনো ২টি অফার একসাথে চালু করা যাবে না
- মেয়াদ থাকাকালীন একই অফার আবার নিলে নতুন মেয়াদ শুধু রেট-কাটার অফারের জন্য প্রযোজ্য হবে
- এই নতুন প্যাকেজের ক্ষেত্রে মাইগ্রেশন-ইন গ্রহণযোগ্য নয়
- এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেশন করা যাবে। রবি’র অন্যান্য প্যাকেজে মাইগ্রেশনের ক্ষেত্রে গ্রাহক রিচার্জ অফারের সাথে বর্তমান মাসিক টকটাইম/ইন্টারনেট বোনাস পাবেন (যদি থাকে)। নতুন মাইগ্রটেড প্যাকজে এ অফারটি প্রযোজ্য নয়
- এই চলতি রিচার্জ অফারগুলো: টাকা ২৮, ৫৮, ৭৯ এই অফারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না
- নির্ধারিত মেয়াদ শেষে ১৮ পয়সা /১০ সেকেন্ড নিয়মিত কলরেট প্রযোজ্য হবে
- সকল প্রকার কলরেটের ক্ষেত্রে ৩% সম্পূরক শুল্ক + ১৫% ভ্যাট প্রযোজ্য হবে

৫৫ টাকার ক্রিকেট স্ক্র্যাচ কার্ড

৫৫ টাকার ক্রিকেট স্ক্র্যাচ কার্ড
cricket_merchandize_fb_20__
 
গ্রাহক ৫৫ টাকার স্ক্র্যাচ কার্ড কিনে কার্ডের সেট মিলালে জিততে পারবেন বিভিন্ন আকর্ষণীয় ক্রিকেট উপহার। ৫৫ টাকার স্ক্র্যাচ কার্ডের প্রতিটিতে একজন করে জাতীয় ক্রিকেট খেলোয়াড়ের নাম দিয়ে মোট ১১টি আলাদা কার্ড রয়েছে। আলাদা আলাদা খেলোয়ারদের স্ক্র্যাচ কার্ডের সেট মিলিয়ে গ্রাহক জিতবেন বিভিন্ন উপহার (স্টক থাকা পর্যন্ত)। প্রতিটি ৫৫ টাকার স্ক্র্যাচ কার্ডের সাথে আছে একটি করে প্লেয়ার কার্ড।


উপহারসমূহ

 
১. মাশরাফি সহ ৩টি ভিন্ন স্ক্র্যাচ কার্ড জমালে একটি ক্যাপ
২. মাশরাফি সহ ৭টি ভিন্ন স্ক্র্যাচ কার্ড জমালে একটি মিনি অটোগ্রাফ ক্রিকেট ব্যাট
৩. মাশরাফি সহ ১১টি ভিন্ন স্ক্র্যাচ কার্ড জমালে একসাথে ব্যাগ + জার্সি + মাশরাফির সাথে আড্ডা


উপহার পেতে হলে

 
- রবি গ্রাহকরা ৫৫ টাকার স্ক্র্যাচ কার্ড কিনতে পারবেন যেকোনো রিচার্জ পয়েন্ট থেকে। কিন্তু উপহার পেতে হলে রবি সেবা কেন্দ্রে
ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডের সেট জমা দিতে হবে
- ব্যবহৃত স্ক্র্যাচ কার্ড সেট জমা দেয়ার পর উপহার পেতে সর্বোচ্চ ৪৮ ঘন্টা লাগবে
- ১১টি স্ক্র্যাচ কার্ডের সেটের উপহার প্রদান করা হবে অফার শেষ হলে এবং প্রদানের পূর্বে অবশ্যই যোগাযোগ করা হবে। গ্রাহককে
অবশ্যই ১১টি স্ক্র্যাচ কার্ড সেট সহ রবি সেবা কেন্দ্রে এসে কার্ডগুলো দেখাতে হবে, এবং নাম ও নম্বর সহ যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে, যাতে পরবর্তীতে পুরস্কার প্রদানের সময় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। মাশরাফির সাথে দেখা করার সময় গ্রাহককে অবশ্যই ১১টি স্ক্র্যাচ কার্ড সেট দেখাতে হবে।


উপহারের শর্তাবলী

 
- প্রত্যেকটি সেটে অবশ্যই মাশরাফির স্ক্র্যাচ কার্ড থাকতে হবে
- প্রত্যেক সেটে যেকোনো খেলোয়াড়ের স্ক্র্যাচ কার্ড একাধিকবার ব্যবহার করা যাবে না
- গ্রাহককে উপহার পেতে হলে অবশ্যই স্ক্র্যাচ কার্ড সেট জমা দিতে হবে, প্লেয়ার কার্ড নয়
- জমা দেয়া স্ক্র্যাচ কার্ড যথাযথভাবে থাকতে হবে। ছেড়া, ফাঁটা, নষ্ট হওয়া স্ক্র্যাচ কার্ড গ্রহণযোগ্য নয়
- স্ক্র্যাচ কার্ড অবশ্যই ব্যবহৃত হতে হবে এবং ১৬ ডিজিটের নম্বরটি সম্পূর্ণ দৃশ্যমান থাকতে হবে
- উপহার প্রদানের সর্বশেষ সিদ্ধান্ত রবি সংরক্ষণ করে
- রবি’তে কর্মরত কোনো ব্যাক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংস্থা, সহযোগী এবং তাদের পরিবারের সদস্যদের কেউ এই উপহারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না


অন্যান্য শর্তাবলী

 
- গ্রাহকের পূর্বে ব্যবহৃত কলরেট বহাল থাকবে
- রিচার্জ করা ৫৫ টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে জমা হবে
- স্ক্র্যাচ কার্ডের রিচার্জের (৫৫ টাকা) মেয়াদ রিচার্জ করার দিন থেকে ৬০ দিন
- উপরোক্ত শর্তাবলীর সকল প্রকার পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন অথবা কোনো প্রকার পূর্ব নোটিশ ব্যতীত যেকোনো সময় অফার সম্পূর্ণ বাতিল করার অধিকার রবি সংরক্ষণ করে

Robi বর্তমান অফার>বুস্টার অফার

Robi বর্তমান অফার>বুস্টার অফার

বুস্টার অফার

Exchange_web_beng4
 
রবি বুস্টার অফারের মাধ্যমে রবি’র প্রি-পেইড গ্রাহকেরা (উদ্যোক্তা, এসএমই এবং ইজিলোড ব্যতিত) রিচার্জ করলেই পাবেন টক-টাইম, ইন্টারনেট এবং এসএমএস-এর উপর তিনগুন বা চারগুন লাভ।

মূল একাউন্টে রিচার্জের কোন পরিমান যোগ হবেনা। পুরো রিচার্জ গুন হয়ে প্রাপ্ত মূল্য আলাদা একাউন্টে চলে যাবে। এই প্রাপ্ত মূল্যের পরিমান চেক করতে ডায়াল *২২২*৪#
 
অফারটি পেতে করণীয়
 
- এই অফারটি উপভোগ করতে গ্রাহককে একটি বিশেষ প্যাকেজে মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করতে ডায়াল করুন *৮৯৯৯*৪#
- এই প্যাকেজের মূল কলরেট:
     > রবি-রবি কলরেট: ১৮ পয়সা/১০ সেকেন্ড
     > রবি-অন্য অপারেটর: ১৮ পয়সা/১০ সেকেন্ড
 
বিস্তারিত অফার
 
রিচার্জগুণকপ্রাপ্ত মূল্যমেয়াদ
৳২৪ ৩ গুন ৳৭২ ৩ দিন
৳৪৪ ৪ গুন ৳১৭৬ ৪ দিন
 
- গ্রাহককে অবশ্যই ৳২৪ বা ৳৪৪ রিচার্জ করতে হবে
- গ্রাহক তার পচ্ছন্দমতো প্রাপ্ত মূল্য শুধুমাত্র কল, ইন্টারনেট ও এসএমএস-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অথবা চাইলে নিজের পছন্দমতো সব মাধ্যমেই ব্যবহার করতে পারবেন। (প্রাপ্ত মূল্যমানের সীমার মধ্যে)
- নিম্ন-লিখিত রেট (কলরেট, ইন্টারনেট রেট ও এসএমএস রেট) প্রাপ্ত মূল্যের জন্য প্রযোজ্য-
     > রবি-রবিঃ ১টাকা/মিনিট
     > ইন্টারনেটঃ ১টাকা/এমবি
     > এসএমএসঃ ১টাকা/ ১০এসএমএস
- রবি থেকে অন্য অপারেটরে কল, এসএমএস অথবা অন্যান্য সুবিধা এই অফারে প্রযোজ্য নয়। এর জন্য প্যাকেজের মূল রেট প্রযোজ্য হবে


অন্যান্য শর্তাবলী
 
- অফারের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা মেয়াদের মধ্যে প্রাপ্ত মূল্য শেষ হয়ে গেলে গ্রাহক মূল-রেটে ফিরে যাবেন
- গ্রাহক যত খুশি ততবার এবং একই সময়ে একাধিকবার বুস্টার অফার উপভোগ করতে পারবেন এবং প্রথম বুস্টার অফারের মেয়াদ থাকাকালীন আবার বুস্টার অফার নিলে তা পুর্বের বুস্টার মুল্যের সাথে যোগ হয়ে যাবে কিন্তু গ্রাহক প্রথম বুস্টার অফার শুধুমাত্র মেয়াদ থাকা পর্যন্ত উপভোগ করতে পারবেন।
যেমন: গ্রাহক অক্টোবর ৮ তারিখে ২৪ টাকা রিচার্জ করলে, ৭২ টাকা পাবেন *২২২*৪#-এ যার মেয়াদ হবে অক্টোবর ১০ পর্যন্ত। অক্টোবর ১০ এ গ্রাহক এর বাকি আছে ২০ টাকা। অক্টোবর ১০-এ গ্রাহক আবার ২৪ টাকা রিচার্জ করে ৭২ টাকা পাবেন *২২২*৪#-এ যার মেয়াদ হবে অক্টোবর ১২ তারিখ পর্যন্ত। কিন্তু অক্টোবর ১০ তারিখের দিন শেষে প্রথম বুস্টার অফারের অব্যবহৃত  মুল্য (২০ টাকা) উদ্ধৃত করা হবে।
- প্রাপ্ত মূল্য ব্যালান্স ট্রান্সফার-এর মাধ্যমে ট্রান্সফার করা যাবেনা
- এই প্যাকেজ থেকে মাইগ্রেট করতে, গ্রাহককে তার পছন্দের মাইগ্রেশন কোড ব্যবহার করতে হবে। গ্রাহক চাইলে আবার এই প্যাকেজে ফেরত আসতে পারবেন
- গ্রাহক মাইগ্রেট করে প্যাকেজ বদলে ফেললে এই অফার আর উপভোগ করতে পারবে না। যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে মাইগ্রেশন করা হয়ে থাকে, তাহলে নতুন প্যাকেজ গ্রাহক পূর্বের অফার মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত উপভোগ করতে পারবেন
- সকল রেট-এ ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রযোজ্য

অফার...অফার...অফার, নতুন সংযোগে দারুণ অফার

অফার...অফার...অফার, নতুন সংযোগে দারুণ অফার

নতুন সংযোগে দারুণ অফার 

নতুন সংযোগ ক্রয় করে প্রথম রিচার্জেই বোনাস উপভোগ করুন!
নতুন সংযোগ মূল্য হবে ২০০ টাকা।
প্রযোজ্য গ্রাহকগণ: গ্রামীণফোন-এর সকল নতুন প্রি-পেইড (নিশ্চিন্ত), ডিজুস, একতা ১,৩ এবং বিএস ১,৩,৪ (সফল), বন্ধু, জিপিপিপি এবং ভিপি সংযোগ যা ১৯ অক্টোবর বা এর পর চালু হয়েছে।

সিম চালু করলে বোনাস:

  • ১৯ অক্টোবর ২০১৫ থেকে নতুন জিপি সিম-এ গ্রাহকগণ ৫ টাকা, ৫০টি জিপি-জিপি বোনাস SMS, ৫০MB বোনাস ইন্টারনেট উপভোগ করতে পারবেন
  • প্রি-লোডেড টাকা যেকোনো ক্ষেত্রে ব্যবহারে করা যাবে
  • ৫০MB ইন্টারনেট এবং ৫০টি জিপি-জিপি SMS-এর মেয়াদ ৩০ দিন (বোনাস বিতরনের দিন থেকে)
  • ফ্রি ইন্টারনেট এবং SMS সিম অ্যাক্টিভেশনের ৭২ ঘণ্টার মধ্যে দেয়া হবে
  • ডাটা প্যাকের মেয়াদ ৩০ দিন, মেয়াদ শেষ হবার পর গ্রাহক যদি কোনো ইন্টারনেট প্যাক চালু না করেন তবে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাবে
  • প্রি-লোডেড টাকা চেক করতে ডায়াল *566# এবং SMS চেক করতে ডায়াল *566*2#
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *567#
  • মেয়াদ শেষ হবার আগে যদি নির্দিষ্ট ইন্টারনেট ভলিউম শেষ হয়ে যায় তবে বাড়তি ইন্টারনেট ব্যবহারে গ্রাহককে টাকা ০.০১/10KB হারে চার্জ করা হবে
  • ইন্টারনেট অফারটি বন্ধ করতে গ্রাহককে ÔSTOPÕ লিখে SMS করতে হবে 5000 নম্বরে (ফ্রি)  


প্রথম রিচার্জে বোনাস এবং বিশেষ ট্যারিফ:

  • শুধুমাত্র নতুন গ্রাহকগণ (১৯ অক্টোবর থেকে অ্যাক্টিভ সিম) প্রথম রিচার্জে বোনাস এবং লোয়ার ট্যারিফ উপভোগ করতে পারবেন
  • গ্রাহক প্রথমবার ১৬ টাকা রিচার্জ করলে ২০ টাকা পাবেন (বোনাস সহ), প্রথমবার ৩৪ টাকা রিচার্জ করলে ৪৫ টাকা পাবেন (বোনাস সহ) এবং প্রথমবার ৫৪ টাকা রিচার্জ করলে ৭৫ টাকা পাবেন (বোনাস সহ)
  • বোনাস অ্যামাউন্ট যেকোনো ক্ষেত্রে  ব্যবহার করা যাবে
  • স্পেশাল কল রেট শুধুমাত্র ৩৪ টাকা এবং ৫৪ টাকা রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য
  • গ্রাহকগণ প্রথমবার ৩৪ টাকা রিচার্জে বোনাসের সাথে জিপি-জিপি কলে আধা পয়সা/সেকেন্ড কল রেট এবং যেকোনো নম্বরে  ১ পয়সা/সেকেন্ড কল রেট  দিন রাত ২৪ ঘণ্টা ৩০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন
  • গ্রাহকগণ প্রথমবার ৫৪ টাকা রিচার্জে বোনাসের সাথে জিপি-জিপি কলে আধা পয়সা/সেকেন্ড কল রেট এবং যেকোনো নম্বরে  ১ পয়সা/সেকেন্ড কল রেট  দিন রাত ২৪ ঘণ্টা ৬০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন
  • প্রথম রিচার্জে বোনাস এবং ট্যারিফ একবার প্রযোজ্য হবে। গ্রাহক একবার যেকোনো একটি রিচার্জ পয়েন্ট (১৬ টাকা, ৩৪ টাকা এবং ৫৪ টাকা) নিলে পরবর্তীতে এই অফারটি আবার নিতে পারবেন না এবং অফার চলাকালীন উল্লিখিত অ্যামাউন্টগুলো রিচার্জ তার জন্য বন্ধ থাকবে
  • অফার চলাকালীন অন্য জিপি গ্রাহকগণ ১৬ টাকা, ৩৪ টাকা এবং ৫৪ টাকা রিচার্জ পয়েন্ট নিতে পারবেন না
  • স্পেশাল ট্যারিফ মেয়াদ শেষ হবার পর গ্রাহকগণ তাদের মেইন প্যাকেজ কল রেট উপভোগ করবেন
  • এছাড়া গ্রাহকগণ প্রথমবার ২৯ টাকা রিচার্জে বোনাসের সাথে জিপি-জিপি কলে আধা পয়সা/সেকেন্ড কল রেট এবং যেকোনো নম্বরে  ১ পয়সা/সেকেন্ড কল রেট  দিন রাত ২৪ ঘণ্টা ৩০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন, ২৯ টাকা রিচার্জ করে এ অফার বার বার নেয়া যাবে
  • স্পেশাল ট্যারিফ উপভোগ করলে লোয়ার ট্যারিফ (ডিজুস থেকে ডিজুস লোয়ার রেট, FnF, সুপার FnF, ২৯ টাকা রিচার্জে ১ পয়সা/সেকেন্ড লোয়ার ট্যারিফ, নিশ্চিন্ত লোয়ার ট্যারিফ, ৭ পয়সা লোয়ার ট্যারিফ এবং মাই জোন গ্রাহকগণ) প্রযোজ্য হবে না
  • গ্রাহকগণ স্যাশে অফার, মিনি বান্ডল অথবা যেকোনো ক্রয়কৃত মিনিট যদি তার জন্য প্রযোজ্য হয় তবে সে তা উপভোগ করতে পারবেন
  • বোনাস অ্যামাউন্ট, বোনাস মিনিট বা ইমার্জেন্সি ব্যালেন্স এর ক্ষেত্রে লোয়ার ট্যারিফ প্রযোজ্য নয়
  • এই অফার নিলে অন্যকোন কলরেট অফার প্রযোজ্য থাকবে না।


১০০MB প্যাকে ১০০% বোনাস এবং অন্য অফার সমূহ:

  • ১০০MB ইন্টারনেট প্যাকে ১০০MB বোনাস (অফার চলাকালীন একবার)
  • প্যাকটি অ্যাক্টিভ করতে গ্রাহকগণকে Ô100MBÕ লিখে 5000 নম্বরে পাঠাতে হবে
  • প্যাকেজটির মূল্য ৪৫ টাকা (৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য)
  • গ্রাহকগণ ১০০MB বোনাস ইন্টারনেট অ্যাক্টিভেশনের ৭২ ঘণ্টার মধ্যে পাবেন
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *567#
  • প্যাকেজটির মেয়াদ ৩০ দিন
  • নতুন গ্রাহকগণ ঠিক ২৯ টাকা রিচার্জে ১ মাস ওয়েলকাম টিউন সাথে ১টি টিউন (জিপি টিউন) ফ্রি উপভোগ করতে পারবেন। সংযোগ চালুর ৭২ ঘণ্টার মধ্যে সার্ভিসটি চালু হবে
  • ওয়েলকাম টিউন এর ১ মাস শেষ হবার পর গ্রাহকের কনফার্মেশন সাপেক্ষে ওয়েলকাম টিউন সার্ভিসটি নবায়নের ক্ষেত্রে মাসিক ৩০ টাকা/পাক্ষিক ১৫ টাকা/সাপ্তাহিক ৭.৫ টাকা/দৈনিক ১ টাকা প্রযোজ্য হবে
  • ওয়েলকাম টিউন ডিঅ্যাক্টিভ করতে ÔSTOPÕ লিখে 4000 নম্বরে পাঠিয়ে দিন
  • ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

 

১০০ এম বি ইন্টারনেট ১৫ টাকাতে

১০০ এম বি ইন্টারনেট ১৫ টাকাতে

১০০ এম বি ইন্টারনেট ১৫ টাকাতে

এই শারদীয়ও উৎসবে গ্রামীণফোনে পাচ্ছো মাত্র ১৫ টাকায় ১০০ এম বি ইন্টারনেট। অফারটি পেতে ডায়াল *৫০০০*১১০# আর মেতে ওঠো পূজোর আনন্দে!! 

 শর্তাবলি:
  • ১০০ এম বি ডাটা ভলিউমের মেয়াদ ২ দিন। 
  • শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফার চলবে।
  • প্যাকেজ মূল্য ১৫ টাকা + ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। 
  • ভলিউম ব্যালেন্স জানতে ডায়াল *৫৬৭#
  • অপ্ট ইন USSD কোড *৫০০০*১১০# 

পূজোর আনন্দে এবার গ্রামীণফোন দিচ্ছে একটি দারুন অফার। মাত্র ২৫ টাকায় পাবে ১৫০MB!!

পূজোর আনন্দে এবার গ্রামীণফোন দিচ্ছে একটি দারুন অফার। মাত্র ২৫ টাকায় পাবে ১৫০MB!!
Unnamed

পূজোর আনন্দে এবার
গ্রামীণফোন দিচ্ছে একটি দারুন
অফার। মাত্র ২৫ টাকায় পাবে
১৫০এম বি!! অফারটি পেতে
ডায়াল *৫০০০*১১১# আর মেতে
ওঠো পূজোর আনন্দে!!
শর্তাবলি:
[li] ১৫০ এম বি ডাটা ভলিউমের
মেয়াদ ৩ দিন। [/li]
[li] শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড
গ্রাহকদের জন্য প্রযোজ্য। [/li]
[li] পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
অফার চলবে । [/li]
[li] প্যাকেজ মূল্য ২৫ টাকা + ৩% সম্পূরক
শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল
চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। [/li]
[li] ভলিউম ব্যালেন্স জানতে
ডায়াল *৫৬৭# [/li]
[li] অপ্ট ইন USSD কোড *৫০০০*১১১# [/li]
[u] সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত সবসয় নতুন কিছু বিষয়ে লেখতে পারি..? [/u]
[end]

পাসওয়ার্ড ছাড়াই এ্যনড্রোয়েড ফোনের প্যাটন লক খুলে ফেলুন। তাও আবার Contract , Sms ,apps ডিলেট হওয়া ছাড়াই।

পাসওয়ার্ড ছাড়াই এ্যনড্রোয়েড ফোনের প্যাটন লক খুলে ফেলুন। তাও আবার Contract , Sms ,apps ডিলেট হওয়া ছাড়াই।

পাসওয়ার্ড ভুলে গেছেন?
এন্ড্রয়েড সেট এর পাসওয়ার্ড ভুলে গেলেও সেট অন করা টা একদম সহজ। সেট বন্ধ করে power বাটন এবং Volume up বাটনে একসাথে চেপে ধরে সেটের ফেক্টরি মোডে গিয়ে Factory Data Reset করলেই হয়। কিন্ত এতে অনেক প্রয়োজনীয় জিনিস হারানো যায়, আগের ইন্সটল করা এপ আনইন্সটল হয়ে যায়। Message, Contact, Call log মুছে যায়। কিন্ত এগুলা না হারিয়েই যদি সেট অপেন করা যায় সেটা কেমন হবে???? এখন সেটাই বলব।
আগেই বলে রাখি এজন্য আপনার সেটে কাস্টম রিকভারি ইন্সটল দেওয়া থাকতে হবে। এখন নিচের লিংক থেকে আমার বানানো জিপ ফাইল টা অন্য কারো সেট দিয়ে ডাউনলোড দিয়ে sd card এ রাখুন।
Unnamed
Android All Password Reset.zip

তার পর এই মেমরি টা আপনার সেটে ঢুকান। এখন সেটের রিকভারি মোডে যান। রিকভারি মোডে যেতে সেট বন্ধ অবস্থায় Power এবং Volume up বোতামে একসাথে চেপে
ধরে রাখুন। রিকভারি মোডে গেলে Install zip from sd card এ যান। তার পর chose zip from sd card এবং এই ফাইল টা দেখিয়ে দিয়ে ok দিন। ইন্সটল হলে সেট রিবুট দিন। এবার দেখুন যাদু!! কোনো লক ই নাই।
[বিঃদ্রঃ এটা দিয়া পিন এবং প্যাটার্ন দুই লক ই আনলক করা যাবে।]
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd এর সাথেই থাকুন।

অন্যের ফোনের ওপর নজরদারি রাখতে চান? তাহলে টিউনটি দেখুন।

অন্যের ফোনের ওপর নজরদারি রাখতে চান? তাহলে টিউনটি দেখুন।
আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই
আল্লাহ্র রহমতে ভালো আছেন। আমি ও
ভালো আছি। আজ আপনাদের সাথে
শেয়ার করবো খুবই কাজের একটি অ্যাপ।
দিন দিন স্মার্ট ফোন আমাদের জীবনের
একটি অংশ হিসেবে রূপ ধারণ করেছে।
তবে এটি যেমন অপকারি তেমনি এর
কিন্তু উপকারি দিক গুলোও রয়েছে।
যেমন ইদানীং একটি অ্যাপ্লিকেশন বের
করা হয়েছে প্রিয়জনদের উপর নজরদারি
করার জন্য। সব চেয়ে বড় গুরুত্ত পূর্ণ
ব্যাপার হচ্ছে অভিভাবকরা নিজের
মেয়েকে নিয়ে বেশি চিন্তা করে ও
বাজে কারো সাথে মিশছে না তো?
এটাই ভাবতে থাকি সারাক্ষন। আপনি
নতুন প্রেম করছেন বা আপনার কারো
সাথে বিয়ের আংটি আদান প্রদান
হয়েছে? এবং আপনি আপনার
ভালোবাসার মানুষটিকে নিয়ে সব সময়
চিন্তিত? তাহলে আপনার এখন থেকে আর
চিন্তা নেই।
এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি
আপনার প্রিয়জনের ফোনের এসএমএস,
কোথায় কোথায় ফোন করলো, ফেসবুকে
কার কার সাথে চাট করলো, ওর ফোনের
কন্টাক্ট এ কার কার নাম্বার
রয়েছে, এমনকি বর্তমানে সে কোথায়
রয়েছে এবং কোথায় যাচ্ছে? এ-সব কিছু
কন্ট্রোল করতে পারবেন।
এক নজরে অ্যাপ্লিকেশনটি একবার
দেখে নিন।

তবে রক্ষা যে এই এক্সেসটি পেতে
আপনাকে আপনার
প্রিয়জনের মোবাইলেও এই
অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে হবে।
মানে দুই পক্ষের ফোনেই এই
অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। এবং এক
বার ইন্সটল করার পর আটোমেটিক একটি
আইডি তৈরি হবে এবং প্রথম বারের
মতো এক্সেস চাইবে। একবার এক্সেস
দেওয়া হয়ে গেলে আপনার আর কোন
চিন্তা নেই। মানে এখন থেকে ও
আপনার কন্ট্রোল এ চলে আসলো।
তবে অনেকে এই কাজটি আপনার
পার্টনারকে না জানিয়ে লুকিয়ে তার
ফোন ইন্সটল করে এক্সেস করিয়ে নিতে
পারেন, তবে সে এই অ্যাপ্লিকেশনটি
সম্পর্কে না যা জানে? তাহলেই আপনি
এই কাজটি করতে পারবেন। আপনি
অ্যাপ্লিকেশনটি ইন্সটল করার পর হাইড
করে দিতে পারেন।
আর যারা জানে তারাও বাধ্য হয়েই
আপনাকে তার মোবাইলে এই
অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে এক্সেস
দিতে বাধ্য কেননা আপনি তার ভাল
চান। গুগল প্লে স্টোরে অ্যাপটির দাম
$4.32 এবং রেটিং ও ভাল।
অ্যাপটির ডাউনলোড লিঙ্ক –
এখানে ক্লিক করুন।
করুন।
তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার
অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো
টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো
থাকবেন। ধন্যবাদ সবাইকে।

এখন আপনার কন্ঠে লক খুলবে আপনার প্রিয় এন্ডয়েড ফোন.. বেব্যহার করে দেখেন ভাল লাগবে। Supar App

এখন আপনার কন্ঠে লক খুলবে আপনার প্রিয় এন্ডয়েড ফোন.. বেব্যহার করে দেখেন ভাল লাগবে। Supar App
download (1)আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকেএইকামনা রইলো।
এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।
Like Trickbd On Facebook
নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
→Download



আজ একটি Apps আপনাদের জন্য শেয়ার করব আজকের Apps টি হল Voice. Lock!
আমরা অনেকে অনেক ধরনের লক ব্যবহার করি নিরাপত্তা এর জন্য বেশির ভাগই Patten Lock ব্যবহার
করি।
আজ আমি ব্যতিক্রম ১টি ভয়েস লক নিয়ে আসলাম, আপনার মুখের কথা দিয়ে আপনার প্রিয়
ফোনটি Lock করে রাখতে পারবেন। এতে অন্য জন আর মোবাইলটি আনলক করতে পারবেনা, শুধুমাত্র আপনার নিদিষ্ট কথাটি বললেই ফোন ওপেন হবে, না হলে কিন্তু হবেন. হবে না!

আপনার Android হয়ে যাবে কম্পিউটার। কম্পিউটারের মতই দেখাবে সব ফাইল। এমনকি সব কাজ করবেন কম্পিউটারেরর মতই।

আপনার Android হয়ে যাবে কম্পিউটার। কম্পিউটারের মতই দেখাবে সব ফাইল। এমনকি সব কাজ করবেন কম্পিউটারেরর মতই।
কম্পিউটার এর সব যদি এন্ডয়েড দিয়ে করা যায় তাহলে কেমন হয়? নিশ্চয়ই অনেক মজার। আজকে এমনই একটি ফাইল ম্যানেজার এর বলব যা হুবহু কম্পিউটার এর মত দেখতে এমনকি এর কাজও কম্পিউটার এর মত। যে কোন ফাইল কপি পেস্ট করা, ফাইল ওপেন করা, ইনস্টল, আনইনস্টল করতে পারবেন কম্পিউটার এর মতই। মাত্র ৭ এমবির এপটি অনেক কাজের কাজি।

চলুন এক নজরে এর বৈশিস্ট্যগুলো দেখে নেই।
* File explorer: যে ককোন ফাইল manage করুন desktop বা laptop এর মত।
* Access your home PC shared documents on network;
* Functions as your FTP or SFTP client for internet connections;
* Application manager: switching to other programs, uninstall or view any app’s system management page. Launched applications are also in the taskbar;
* Built-in media viewer and player for various media formats, including photos, music, and videos;
* Thumbnails for APKs and images;
* Thumbnails for APKs and images;
* Built-in ZIP support allows you to decompress or extract ZIP files;
* Kill running tasks, increase memory and speed up your device;
* Supports tabs and side-by-side windows, so you can open multiple folders at the same time;
তাহলে দেরি না করে ডাউনলোড করেন নিন

Computer File Explorer.apk

অাশা করি অাপনাদের অ্যাপটি ভালো লেগেছে।

যেসব জিকিরে আল্লাহতায়ালা সন্তুষ্ট হন

যেসব জিকিরে আল্লাহতায়ালা সন্তুষ্ট হন

x

Decrease font Enlarge font
জিকির মানে আল্লাহতায়ালার স্মরণ। আল্লাহর জিকির সবচেয়ে বড় ও সর্বোত্তম ইবাদত; কেননা, আল্লাহতায়ালার স্মরণই হচ্ছে যাবতীয় ইবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা কর আল্লাহ তা জানেন।’ -সূরা আনকাবুত: ৪৫

পবিত্র কোরআনে কারিমের অন্যত্র আল্লাহতায়ালা আরও ইরশাদ করেন, ‘এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী- এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান।’ -সূরা আহজাব: ৩৫

তাই মুসলমান হিসেবে আমাদের উচিৎ বেশি বেশি আল্লাহতায়ালার জিকির করা। জিকির বিষয়ে অভিজ্ঞ আলেমরা বলেছেন, নিম্নে উল্লেখিত জিকিরগুলো নিয়মিত আদায় করলে মৃত্যুর পর জান্নাতপ্রাপ্তি ও আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন সহজ হয়।

জিকিরগুলো হলো-
এক. প্রতিদিন ১০০ বার করে ‘সুবহানাল্লাহ’ পাঠ করলে ১ হাজার সওয়াব লেখা হয় এবং  ১ হাজার গুনাহ ক্ষমা করা হয়। -সহিহ মুসলিম: ৪/২০৭৩

দুই. ‘আলহামদুলিল্লাহ’র জিকির মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া। - তিরমিজি: ৫/৪৬২ ও ইবনে মাজা: ২/১২৪৯

তিন. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম জিকির। -তিরমিজি: ৫/৪৬২ ও ইবনে মাযা: ২/১২৪৯

চার. ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ; ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার’ এই বাক্যগুলো আল্লাহতায়ালার নিকট অধিক প্রিয় এবং নবী করিম (সা.) বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের তুলনায় আমার নিকট অধিক প্রিয়। -সহিহ মুসলিম: ৩/১৬৮৫ ও ৪/২০৭২

পাঁচ. যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ (সগিরা) গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। -সহিহ বোখারি: ৭/১৬৮

ছয়. নবী করিম (সা.) বলেন, ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লিল আজিম’ এই কালেমাগুলো উচ্চারণে খুব সহজ, মিজানের পাল্লায় ভারী ও দয়াময় আল্লাহতায়ালার নিকট অতি প্রিয় । -সহিহ বোখারি: ৭/১৬৮

সাত. যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিমি ওয়াবিহামদিহি’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতি) খেজুর গাছ রোপন করা হবে । -তিরমিজি: ৫/৫১১

আট. নবী করিম (সা.) বলেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন। -সহিহ বোখারি: ১১/২১৩

নয়. নবী করিম (সা.) বলেন, ‘সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ’- এই কালেমাগুলো হচ্ছে অবশিষ্ট নেকআমলসমূহ। -আহমাদ: ৫১৩

দশ. হজরত নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহতায়ালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন। ইসলামি স্কলারদের অভিমত হলো, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পাঠ করলেই দরুদ পাঠের বরকত পাওয়া যাবে।

নবী করিম (সা.) আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। -আত-তারগিব ওয়াত তারহিব: ১/২৭৩

ওপরে বর্ণিত ফজিলত ও প্রতিশ্রুত পুরস্কারসমূহ অর্জন করার অভীষ্ট লক্ষ্যে প্রত্যেক মুসলমানের উচিত উল্লেখিত জিকিরসমূহ নিয়মিত আদায় পড়া। 

হাতে লিখেছেন পুরো "কোরআন শরীফ" বরিশালের হুমায়ুন

হাতে লিখেছেন পুরো "কোরআন শরীফ" বরিশালের হুমায়ুন
ইচ্ছা থাকলে উপায় হয়। আদিকাল থেকে এ প্রবাদ মানুষের মুখে-মুখে। কিন্তু সঠিকভাবে কাজ করার
ইচ্ছা পোষণ করা এবং সে ইচ্ছাকে শেষ পর্যন্ত ধরে রাখা সত্যিই কষ্টকর ব্যাপার। কিন্ত ইচ্ছা বলে কথা! তাই মনের ইচ্ছাকে জয় করতে এক ধরনের অসাধ্য কাজ সম্পন্ন করলেন বাংলাদেশি এক তরুণ। পুরো কোরআনে কারিম হাতে লিখে দীর্ঘ দিনের ইচ্ছাকে বাস্তবে রূপ দিলেন হুমায়ুন কবির সুমন।

হুমায়ুনের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামে। তার বাবার নাম রজব আলী শিকদার। কোরআন শরিফটি তার লিখতে সময় লেগেছে প্রায়া ৩ বছর। হুমায়ুন কোরআনে কারিমে কপি করা শুরু করেন ২০০৭ সালে আর তা শেষ হয় ২০১০ সালে।

১৯৯৯ সালে এসএসসি পাশ করা হুমায়ুন কোনো মাদ্রাসায় পড়েনি। আরবি পড়া ও শেখার জন্য তার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রী নেই। সম্পূর্ণ নিজ ইচ্ছায় ও উদ্যোগে আরবি লেখা শিখেছেন গুমায়ুন। তার ইচ্ছা ছিল বড় চিত্র শিল্পী হওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতার জন্য তার এ ইচ্ছা পূরণ হয়নি। ২ ভাই ও ৪ বোনের সংসারে হুমায়ুন ৫ম। তার বাবা ১৯৯৫ সালে ইন্তেকাল করেন।

হুমায়ুন হাতে লেখা কোরআনে কারিমের অঙ্গসজ্জায় চমৎকার ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন। হুমায়ুনের ইচ্ছা রয়েছে, ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় হাতের লেখা কোরআনে কারিম হাতে লিখে বিশ্ব রেকর্ড করার।

হুমায়ুন ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত। ১৯৮২ সালে জন্ম নেওয়া হুমায়ুন ১ ছেলে ও ১ মেয়ের জনক।

হুমায়ুন রাতে ও সকালে ফজরের নামাজের পর কোরআন লিখতেন। কেনো এ কাজের প্রতি আগ্রগী হলেন, এ প্রশ্নের উত্তরে হুমায়ুন বাংলানিউজকে বলেন, আমার বড় ভাই মাদ্রাসায় পড়ত। তাকে দেখতাম সুন্দরভাবে আরবি লিখছে ও বলছে। মূলতঃ তাকে দেখেই আমি এ কাজ করতে উৎসাহী হই।

হুমায়ুন আরও জানান, তিনি ছোটবেলা থেকেই যা দেখতেন, তাই আঁকতে পারতেন। অাঁকার প্রতি তীব্র আগ্রহ থেকেই আসলে আমি এ কাজটি করি।

সমুদ্র-তলে পড়শির একদিন!

সমুদ্র-তলে পড়শির একদিন!

Decrease font Enlarge font
মুখে অক্সিজেন মাস্ক। হাতে গ্লাভস, গগলস্ চোখে। একেবারে কমপ্লিট ডাইভিং স্যুটে পড়শিকে দেখা গেলো সম্প্রতি। নেমে পড়েছিলেন সমুদ্রে। মাছের সঙ্গে হয়েছে খেলা, ডুবেছেন, সাঁতরেছেন। সমুদ্রে ডুব দেওয়ার ওই মুহূর্তকে পড়শি তার জীবনের স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করছেন।

তবে এটা আসল সমুদ্র নয়, থাইল্যান্ডের ওসিস সি-ওয়ার্ল্ড। এখানকার পুরো জায়গাজুড়ে সমুদ্র-তলের আবহ অবাক করে পর্যটকদের। রয়েছে ডলফিনের সাঁতরানোর মনোমুগ্ধকর দৃশ্যও। সেসব উপভোগ করতেই একদিন পড়শি ঢুঁ দিয়েছিলেন সি-ওয়ার্ল্ডে।

‘মেন্টাল’-এ অভিনয় করেছেন পড়শি। তার অংশের দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। তিনি জানাচ্ছিলেন, ছবিটির দৃশ্যধারণ ছিলো গত ১৩ থেকে ১৫ অক্টোবর। তবে একটু আগেভাগেই ৯ অক্টোবর পড়শি তার পরিবারসহ থাইল্যান্ড পৌঁছেছিলেন। শুটিংয়ের আগের দিনগুলো ঘুরেফিরে করেই কাটিয়েছেন পড়শি।

কেমন হলো ছবির শুটিং? ‘এককথায় অসাধারণ। নতুন অভিজ্ঞতা। ভালোই লেগেছে’- বললেন পড়শি। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে তার সহশিল্পী শাকিব খান। এর মাধ্যমেই বড় পর্দায় প্রথমবার দেখা যাবে জনপ্রিয় এই গায়িকাকে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫