প্রতিষ্ঠার পর থেকেই ব্যক্তিগত ভিডিও ফাঁস করছিলো ডিএসইউ।

প্রতিষ্ঠার পর থেকেই ব্যক্তিগত ভিডিও ফাঁস করছিলো ডিএসইউ।

প্রতিষ্ঠার পর থেকে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে আসছে ডেসপারেটলি সিকিং আনসেনসরড (ডিএসইউ) নামে একটি ফেসবুক গ্রুপের সদস্যরা। তারা বিশিষ্ট ব্যক্তি ও দেশের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের ব্যক্তিগত ভিডিও ফাঁস এবং অন্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে পর্নোগ্রাফি প্রচার করতো। এসব অভিযোগে ওই গ্রুপের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি অপব্যবহারের দায়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ তাদের গ্রেফতার করে।
গত বুধবার দুপুরে কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জুবায়ের আহম্মেদ (২১), তৌহিদুল ইসলাম অর্নব (১৯) ও মো. আসিফ রানা (১৮) নামে ডিএসইউর তিন অ্যাডমিন সদস্যকে। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার হার্ডডিস্ক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এই গ্রুপের সদস্য সংখ্যা ১ লাখ ২২ হাজার। প্রতিষ্ঠার পর থেকেই দেশের মেয়েদের প্রতি তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সাইবার অত্যাচার চালিয়ে আসছিল গ্রুপটি।
আব্দুল বাতেন বলেন, গ্রুপটিতে ১৮/২০ জন রয়েছে শুরু এডমিন দেখার জন্য। মালয়েশিয়া থেকে রাহুল চৌধুরীই মূলত এই ফেসবুক গ্রুপটি পরিচালনা করেন।
তিনি জানান, অবাধে ব্যক্তিগত আক্রমণ, লাইভ পর্নোসহ যৌনতার বিকৃত বহিঃপ্রকাশ চলে। তারা যে কোনো অপরিচিত মানুষের ছবি, গোপনে ধারণকৃত ভিডিও লিংক ফেসবুকে শেয়ার করে তাতে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এদের দ্বারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ অনলাইনে লাঞ্ছনার শিকার হচ্ছেন।
এই ডিএমপি কর্মকর্তা জানান, এই কাজে তাদের একটি বিশাল ওয়েবসাইট রয়েছে। ইদানিং এই গ্রুপটি ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া এক মেয়ের ব্যক্তিগত ভিডিও অনলাইনে ফাঁস করে দেয়। মেয়েটির পরিচয় ও তার ভিডিওর লিংক এক লাখ বাইশ হাজার সদস্যের এই বিশাল গ্রুপ হতে একের পর এক শেয়ার হয়ে ফেসবুকে মূহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তিনি বলেন, গ্রুপটির বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে কাউন্টার টেরোরিজম। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে গ্রুপের এডমিনের দায়িত্বে থাকা ব্যক্তিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হয়। গতকাল দুপুর পর্যন্ত ঢাকার কলাবাগান থানাধীন গ্রিন রোডের পান্থপথের ১৫২/৭ নম্বর বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে তিন এডমিনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, ফেসবুক পেজটি বন্ধ করার ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি ডিএসইউর মূল ওয়েবসাইট বন্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

স্তন ক্যান্সারে আক্রান্তদের জন্য বিশেষ ব্রা তৈরি।

স্তন ক্যান্সারে আক্রান্তদের জন্য বিশেষ ব্রা তৈরি।

স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের রেডিয়োথেরাপি চলাকালে স্তন সঙ্কুচিত হয়ে যায়। স্তনের গঠনে মারাত্মক প্রভাব পড়ে। এছাড়াও অর্ধনগ্ন না হলে রেডিয়োথেরাপি করাও সম্ভব হয় না।
চিকিত্‍‌সা বিজ্ঞানের উন্নতিতে এবার এই সব অসুবিধার সম্মুখীন হতে হবে না নারীদের। কারণ এসব সমস্যা সমাধানে তৈরি করা হয়েছে বিশেষ এক ধরণের ব্রা। এই উচ্চপ্রযুক্তিসম্পন্ন ব্রা একাধারে যেমন নারীদের সম্ভ্রম রক্ষা করবে, একই সঙ্গে রেডিয়োথেরাপির সাফল্যের হারও বাড়িয়ে দেবে অনেকটাই।
ব্রিটেনের শেফিল্ড হেলাম বিশ্ববিদ্যালয়ের চিকিত্‍‌সা বিজ্ঞানীরা তৈরি করেছেন এই হাইটেক ব্রা। এই ব্রা ক্যান্সার আক্রান্ত স্তনকে এমন একটি পজিশনে রাখবে, যার জেরে রেডিয়োথেরাপির সাফল্যের হার বেড়ে যাবে। এবং থেরাপির সময় আক্রান্ত নারীকে অর্ধনগ্ন থাকতে হবে না।
বিশ্বে বিপুল সংখ্যক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত। রয়্যাল কলেজ অফ রেডিয়োলজিস্টস-এর তথ্য বলছে, শুধু ব্রিটেনেই আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার। ক্যান্সারে আক্রান্তদের তিন থেকে চার সপ্তাহ প্রতিদিন বিভিন্ন সেশনে রেডিয়োথেরাপি চলে। রেডিয়োথেরাপি চলাকালীন বর্তমানে নারীদের  কোমর পর্যন্ত উন্মুক্ত রাখতে হয়। তবে এখন থেকে থেরাপি চলাকালীন বিশেষ এই ব্রা পরে থাকা যাবে। রেডিয়েশন বিম শুষে নেবে ব্রা-টিতে ব্যবহৃত ফ্যাবরিক।
ইতোমধ্যেই এই ব্রা-র পরীক্ষামূলক সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। আপাতত ব্রিটেনে চালু করা হয়েছে এই ব্রা। খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশেও মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটেনে ব্রা-টির দাম রাখা হয়েছে ৫০ পাউন্ড।

বিশ্বব্যাপী স্যামসাং নোট সেভেন বিক্রি বন্ধ।

বিশ্বব্যাপী স্যামসাং নোট সেভেন বিক্রি বন্ধ।

নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেনের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হতে পারে, এমন আলোচনার মধ্যেই এখন, দক্ষিণ কোরিয় ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী স্যামসাং বলছে, বিশ্বব্যাপী নিজেদের নতুন স্মার্টফোনটির বিক্রি বন্ধ করছে তারা। খবর- বিবিসি বাংলার।
সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট সেভেন মোবাইল সেটটিতে আগুন ধরে যাবার বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিলো কোম্পানিটি।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ বলছে, তারা সম্ভাব্য নতুন একটি ত্রুটির ব্যাপারে জানতে পেরেছেন। এখন সেটি খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা চিহ্নিত করার আগ পর্যন্ত গ্যালাক্সি নোট সেভেন ব্যবহারকারী সকলকে সেটটির ব্যবহার তড়িৎ বন্ধ করে, স্যামসাং এর কাছ থেকে মূল্য ফেরত নেবার পরামর্শ দেয়া হয়েছে।
অথবা চাইলে এই ব্রান্ডেরই অন্যকোন ফোন বদলে নিতে পারবেন তারা।
গত মাস থেকে ব্যাটারির সমস্যা নিয়ে অভিযোগ ওঠার পর থেকে, দক্ষিণ কোরিয়ার পুঁজি বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য পাঁচ শতাংশের বেশি কমে গেছে।
আর এর ফলে মূলত লাভবান হচ্ছে প্রতিপক্ষ মোবাইল ফোন কোম্পানি অ্যাপল এর। স্যামসাং এই মূহুর্তে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান।

গোপন রাখুন ফেসবুকের একান্ত আলাপ।

গোপন রাখুন ফেসবুকের একান্ত আলাপ।

ফেসবুক নিয়ে এসেছে নতুন ইটুই এনক্রিপশন। যাতে আপনি বিশেষ বন্ধুর সাথে যে কথা বলেছেন তা কেউ জানবে না। আপনি চানও না বিষয়টি কেউ জানুক। এর সমাধান দিবে ফেসবুক। এই বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করা হয়েছিল। আর এবার নিজস্ব ম্যাসেঞ্জার অ্যাপের জন্যও একই ব্যবস্থা আনতে চলেছে ফেসবুক।
ফেসবুক জানায, মেসেঞ্জারে ‘সিক্রেট কনভারসেশন’ নামক একটি অপশন চালু করা হয়েছে। এই অপশন ব্যবহার করেই ফেসবুক ইউজাররা বিশেষ মেসেজকে নিরাপদ রাখতে পারবেন৷
এই ‘সিক্রেট কনভারসেশন’-এ ‘মি’ অপশনে ক্লিক করলেই নিরাপদ হয়ে যাবে মেসেজ৷ এই পদ্ধতিতে শুধুমাত্র যে ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন তাঁর কাছেই পৌঁছবে। যদিও এই এনক্রিপশন কেবল একজন  থেকে অন্য কোনও ব্যক্তিকে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে৷
ফেসবুক কর্তৃপক্ষ, গ্রুপ মেসেজের ক্ষেত্রে এই এনক্রিপশন চালু করা হবে না । অ্যান্ড্রয়েড এবং আইফোনে এ পরিসেবা পাওয়া যাবে ।

'ডট বাংলা' ডোমেইন পেল বাংলাদেশ।

'ডট বাংলা' ডোমেইন পেল বাংলাদেশ।

'ডট বাংলা' (.বাংলা) ডোমেইন চালু করার অনুমতি পেয়েছে বাংলাদেশ। ইন্টারনেট অ্যাসাইনড নাম্বারস অথোরিটির (আইএএনএ) ওয়েবসাইটে ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইনটি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১২ সালেও ডোমেইনটি ব্যবহারের অনুমতি পেয়েছিল বাংলাদেশ। তবে সে সময় অনুমতি পাওয়ার পরের তিন বছরেও বাংলাদেশ তা সক্রিয় করতে না পারায় ডোমেইনটি 'নট অ্যাসাইনড' হয়ে পড়ে এবং এতদিন সেই অবস্থাতেই ছিল।

এই ডোমেইনটি পেতে বাংলাদেশের পাশাপাশি ভারত ও সিয়েরা লিওনও আবেদন করেছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকেই বরাদ্দ দেওয়া হয়েছে ডোমেইনটি।

'ডট বাংলা' বাংলাদেশের জন্য দ্বিতীয় ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন। বাংলাদেশের প্রথম ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হচ্ছে 'ডট বিডি'।

বাজারে কোরশেয়ার ব্রান্ডের নতুন গেমিং র‌্যাম।

বাজারে কোরশেয়ার ব্রান্ডের নতুন গেমিং র‌্যাম।

বাংলাদেশের বাজারে এই প্রথম স্মার্ট টেকনোলজিস (বিডিলিঃ নিয়ে এসেছে কোরশেয়ার ব্রান্ডের ডমিনেটর প্ল্যাটিনাম সিরিজ এর ডিডিআরফোর গেমিং র‌্যাম।
 
 
এক্সট্রিম ওভারক্লকিং এবং হার্ডকোর গেমিংয়ের  জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত এই র‌্যামটি ইন্টেলের ১০০ সিরিজ সমর্থিত। র‌্যামটির গতি ৩২০০ মেগাহার্জ। ১৬ গিগাবাইটের এই র‌্যামে রয়েছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। মূল্য ১২,৫০০ টাকা।

কম্পিউটার কি বোর্ড এর উপরের দিকের F1 থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর প্রয়োগ। (নতুনদের জন্য)

কম্পিউটার কি বোর্ড এর উপরের দিকের F1 থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর প্রয়োগ। (নতুনদের জন্য)

কম্পিউটার কি বোর্ড এর উপরের দিকের F1 থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা এবং গুরুত্তপূর্ণ ব্যবহার। বিশেষ করে মাউস এর বিকল্প হিসেবে এদের ব্যবহার করা যায়।

চলুন দেখে নিই কি গুলোর প্রয়োগঃ

F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।


F2 : ধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা যায় । Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।

F3 : কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়।Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।

F4 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।

F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়।পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়। এবং মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।

F6 : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।

F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।

F9 : কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।

F10 :কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11 : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়।

F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রি