Showing posts with label ফেসবুক টিপ্স. Show all posts
Showing posts with label ফেসবুক টিপ্স. Show all posts

এবার ফেসবুক থেকে মুছে ফেলা ফেসবুক ম্যাসেজ , ফটো এবং ভিডিও উদ্ধার করুন… সহজেই

 এবার ফেসবুক থেকে মুছে ফেলা ফেসবুক ম্যাসেজ , ফটো এবং ভিডিও উদ্ধার করুন… সহজেই
সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হল ফেসবুক। বন্ধুদের সাথে সংযোগ স্থাপন করতে এখন প্রায় সবারই তাদের নিজস্ব ফেসবুক একাউন্ট আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পণ্য প্রচারে এবং ব্যবসা উন্নয়নের জন্য এটি ব্যবহার করছে অনেকে। আমরা আমাদের বন্ধুদের সঙ্গে ফেসবুক ফটো, ভিডিও এবং চ্যাট (বার্তা) ইত্যাদি অনেক কিছু শেয়ার করে থাকি।কিছু সময় আমরা দুর্ভাগ্যবশত বার্তা, কথোপকথন বা কোনো শেয়ার ডেটা মুছে ফেলি। কিন্তু আপনি চাইলে আগের কথোপকথন বা আপলোডেড মিডিয়া ফেরত পেতে পারেন। এই টিউটোরিয়ালে ফেসবুক থেকে মুছে ফেলা বার্তা, ফটো ও ভিডিও উদ্ধার করা যায় কিভাবে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে।
  • ডেটা পুনরুদ্ধার করতে প্রথমেই ফেসবুক লগ ইন করতে হবে।

  • লগ ইন করার পর উপরের ডান কর্নারের ড্রপ ডাউন মেন্যু ক্লিক করতে হবে।
two


  • সেখান থেকে সেটিং উইন্ডো আসবে।
  • সেটিং উইন্ডো সরাসরি জেনারেল সেটিং মেন্যুতে আসবে।
three
  • এইখানে একদম নিচে download a copy তে ক্লিক করতে হবে।
  • এটি ক্লিক করলে একটি উইন্ডো আসবে, এখান থেকে start archive এ ক্লিক করতে হবে।
  • আর্কাইভ শুরু করার আগে একটি পপ আপ দেখাবে সিকিউরিটি নিশ্চিত করতে।

four
  • নিচের স্ক্রিনশটের মতো আরও একটি পপ আপ দেখাবে।
five
  • কিছুক্ষণের মধ্যে সহযোগী মেইল আইডিতে একটি ই-মেইল পাওয়া যাবে।
  • এখন আপনি আপনার ই-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে ডাউনলোড করুন অথবা সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগইন আর্কাইভ ক্লিক করতে পারেন।
six
  • আর্কাইভ ডাউনলোড করার আগে পাসওয়ার্ড পুনরায় ইন্টার করুন।
seven
এই প্রক্রিয়ায় ফেসবুকে আগের প্রতিটি মিডিয়া, বার্তা, বন্ধু তালিকা এবং ঘটনা প্রায় সব কিছুই উদ্ধার করতে পারেন এখন এটা আপনার হার্ড ডিস্কের মধ্যে সংরক্ষণ করা হবে।

ফেসবুকের প্রাইভেসি নিশ্চিত করবেন যেভাবে… নিরাপদ থাকুন সবসময়।

ফেসবুকের প্রাইভেসি নিশ্চিত করবেন যেভাবে… নিরাপদ থাকুন সবসময়।
ইদানিং সময়ে সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক ব্যবহার করেনা এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর এই ফেসবুক ব্যবহারে নানা সময়ে ব্যবহারকারীকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আর ফেসবুকের এই ধাপ্পাবাজি থেকে রেহাই পেতে বিভিন্ন সময়ে বিভিন্ন টিপস দেয়া হয়।
নিচে কিছু ফেসবুকের প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ন্ত্রণের টিপস দেয়া হল-

বেসিক

আপনাকে অবশ্যই ফেসবুকের প্রাইভেসি সম্পর্কে জানতে Facebook’s Privacy Basics tutorial এই লিঙ্কে গিয়ে কিছু সময় ব্যয় করতে হবে। এটি বেসিক সেটিংস সম্পর্কে গাইড করবে। যেমন- সব পোস্টের ডিফল্ট অডিয়েন্স (friends, public, or custom) নির্বাচন করা, ফেসবুক অ্যাকাউন্টে থার্ড পার্টি অ্যাপ এক্সেস দেয়া হবে কি হবেনা এবং আপনার প্রোফাইল সবাই কিভাবে দেখতে পাচ্ছে।

টাইমলাইন রিভিউ এনাবল

এই অপশনটি যদি আপনি এনাবল না করে থাকেন তাহলে যেকোনো বন্ধু যেকোনো পোস্টে আপনাকে ট্যাগ করতে পারে। কম্পিউটার থেকে টাইমলাইন রিভিউ অন করতে Settings > Timeline and Tagging > Review posts friends tag you in before they appear on your Timeline? > Edit > Enabled এই পদ্ধতি অবলম্বন করতে হবে।


সার্চ ডেটা ডিলিট

ফেসবুকে যা কিছুই সার্চ করা হয় তার সবই ফেসবুক রেকর্ড করে রাখে। এমনকি আপনি কার কার প্রোফাইল ভিজিট করছেন তাও। আর এই ফেসবুক সার্চ হিস্টোরি মুছে ফেলতে ‘Activity Log’ > Click on the ‘More’ link in the left column > Scroll down and click on ‘Search’ > Click on the ‘Clear Searches’। হয়ে গেলো আপনার সার্চ হিস্টোরি ক্লিয়ার।

ফেসবুক লোকেশন হিস্টোরি ডিলিট

গত বছর ফেসবুক নতুন একটি ফিচার এনেছিল Nearby Friends নামে। এই ফিচারটি আপনার লোকেশন ট্র্যাক করে জমা রাখে এবং শেয়ার করে। আর আপনি লোকেশন জানাতে না চাইলে More Select “Nearby Friends” > Tap the small “gear” icon > Choose “Location Settings” > এরপর এখান থেকে লোকেশন হিস্টোরি বন্ধ করে দিতে পারেন। আর যদি পুর্বের লোকেশন হিস্টোরি ডিলিট করতে চান তাহলে কম্পিউটার থেকে Activity Log > More > Choose “Location History” > “Clear Location History” সিলেক্ট করলে মুছে যাবে আগের হিস্টোরি।

যে কয়টি কাজ ফেসবুক সুরক্ষার কবজ হিসেবে কাজ করবে

যে কয়টি কাজ ফেসবুক সুরক্ষার কবজ হিসেবে কাজ করবে

আজকাল ফেসবুকের গুরুত্ব বেড়েই চলছে। অনেকেই দিনের বেশির ভাগ সময় কাটিয়ে দেন ফেসবুকে। নিজের ফেসবুক আইডির নিরাপত্তা নিয়ে আপনি কি উদ্বিগ্ন? কীভাবে নিজের ফেসবুক প্রোফাইলকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। চাইলেই আপনি আপনার ফেসবুক আইডিকে রাখতে পারেন সুরক্ষিত।১। অবশ্যই শক্ত পাসওয়ার্ড ব্যাবহার করুন। এক্ষেত্রে বর্ণ এবং সংখ্যা একত্রে ব্যবহার করুন।
২। শুধুমাত্র ফেসবুকের সাইট থেকে ফেসবুকে লগ অন করুন। এমনিতে বা লোভে পড়ে অন্য কোন সাইট থেকে ফেসবুকে লগ অন করলে বিপদে পড়তে পারেন।
৩। ফেসবুকের কোন অ্যাপ বা গেইম ব্যাবহার করতে গেলে যদি ইমেইল বা পাসওয়ার্ড চায় অবশ্যই সেই অ্যাপ বা গেইম এড়িয়ে চলুন।
৪. বাড়িতে বা অফিসে নিজের কম্পিউটারে ফেসবুক প্রোফাইল খুলে রেখে কোথাও যাবেন না। অবশ্যই লগ আউট করে তবেই নিজের সিস্টেম ছেড়ে উঠবেন। আপনারই কোনও সহকর্মী আপনার অ্যাকাউন্টকে নানা কু-কাজে ব্যবহার করতে পারে যা আপনি জানতেও পারবেন না।
৫. বাড়ির বা অফিসের কম্পিউটারকে সবসময় অ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করান। অ্যান্টি ভাইরাস আপডেট করুন।
৬. ‘বাড়িতে একা রয়েছি’-জাতীয় পোস্ট করবেন না কখনই।
৭. নিজের মোবাইল-সহ অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসকে সিকিওর রাখুন। নিজের মোবাইল ফোন অন্যের হাতে দেবেন না। ফেসবুকে লগ ইন করে যে কোনও অ্যাপস ব্যবহার করার পর অবশ্যই লগ আউট করবেন।
৮. ছেলেমেয়েদের বয়স অন্তত ১৩ না হলে ফেসবুক প্রোফাইল না খোলাই ভালো।

আপনি কি ফেসবুক ব্যবহার করেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যেই ( না পড়লে পস্তাবেন টাইপ টেকি পোস্ট)

আপনি কি ফেসবুক ব্যবহার করেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যেই ( না পড়লে পস্তাবেন টাইপ টেকি পোস্ট)
ফেসবুক তো আজকাল অনেকেই জীবনের অংশ বানিয়ে ফেলেছেন, সকাল বিকাল রাত সবসময় অনেকেই ফেসবুকে আসক্ত।

যেহেতু জীবনের অংশ বানিয়েই ফেলেছেন, তো চলুন জীবনটাকে আর একটু রাঙ্গিয়ে নেয়া যাক।

পোস্টের লক্ষ্যঃ

১। আপনার ফেসবুকের পুরো অভিজ্ঞতাই বদলে দেয়া।


( বাড়তি পাওনা হিসেবে, আরো অনেক সাইটের অভিজ্ঞতাই পালটে দেয়া। smile" style="border:0;" height="22" width="23" /> )


প্রয়োজনীয় উপকরন (লিঙ্কসমূহ)ঃ

১। মূল চাবি এখানেই

২।আপনার চাহিদা মেটানোর জন্য লোকের অভাব নাই


কার্যপ্রনালীঃ

একেবারেই সহজ কাজ, খালি কম্পিউটারে মাউস দিয়ে ক্লিক করতে পারলেই চলবে।

প্রথমে ১ নম্বর লিঙ্ক থেকে এড অনটি আপনার ফায়ারফক্সে ইন্সটল করে নিন। ( করে নিন, আমি একটু জিরাইয়া নেই)

ও, ইনস্টল হয়ে গেছে,(ফায়ারফক্স রিস্টার্ট দিয়া দেখেন ফায়ারফক্সের একেবারে ডান কোনায় নিচে একটা বান্দরের হাসিমুখওয়ালা আইকন আসছে) এইবার বাসার সবাইরে সালাম কইরা আসেন, আপনের কাজ শেষ।

এইবার ২ নম্বর লিঙ্কে গিয়া দেখেন সব বিখ্যাত সাইটগুলার জন্য কত মজার মজার জিনিস দেয়া আছে। ফেসবুক লিখে সার্চ দেন, দেখবেন কত সব ফাংশন চলে আসছে, শুধু ক্লিক করুন তারপর একটা পপ আউট উইন্ডোতে ইন্সটল বাটনে ক্লিক করুন, কাজ শেষ। ফেসবুকের জন্য অসংখ্য স্ক্রীপ্ট আছে, এক একটার এক এক কাজ। আমার ব্যক্তিগত সুপারিশ হল এই স্ক্রীপ্টের জন্য- এফফিক্সার এটি ইন্সটল করে ফেসবুক ব্যবহার করে দেখুন। দেখুন কোন ছবি দেকাহ্র জন্য শুধু ছবির উপর কার্সার রাখলেই ছবি বড় হয়ে দেখা যাচ্ছে, এছাড়াও আরো অনেক সুবিধা আছে। আপনি এখান থেকে স্ক্রীপ্ট দিয়ে ফেসবুকের রঙ থেকে শুরু করে লে-আউট পর্যন্ত বদলে দিতে পারবেন। কে আপনাকে বন্ধু তালিকা থেকে বাদ দিল তাও দেখতে পারবেন এই স্ক্রীপ্ট দ্বারা .

শুধু তাই নয়, গুগল থেকে শুরু করে টুইটার, অর্কুটসহ বহু জনপ্রিয় সাইটের জন্য এখানে স্ক্রীপ্ট রয়েছে, আপনাকে শুধু কষ্ট করে গ্রীসমানকী এড অনটিতে স্ক্রীপ্টগুলো এড করে নিতে হবে।

উপভোগ করুন এবার অনলাইনে রঙ্গিন দুনিয়া।


বোনাস টিপসঃ

১। ফেসবুকে চ্যাট করার সময় আপনার লিখা বোল্ড করে ওপাশের বন্ধুকে চমকে দিন, খুব সহজ কাজ। শুধু লিখার দুপাশে স্টার(*) চিহ্ন দিয়ে দিন। কাজ শেষ।

২। আন্ডারলাইন করতে হলে প্রথম * এর পর _ চিহ্ন দিন এবং শেষের * এর আগে _ দিন।

এবার চমকে দিন আপনার বন্ধুকে।

ধন্যবাদ।

**************************************************