Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

সাবধান ভুলেও কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ হাতে ধরবেন না

সাবধান ভুলেও কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ হাতে ধরবেন না
ফুটপাত ধরে হাঁটছেন। হঠাৎ দেখলেন ফুটপাতে পরে আছে একটি পেন ড্রাইভ। এদিক সেদিক তাকিয়ে দেখলেন কাছে পিঠে কেউ নেই। ভাবলেন, নিয়েই নেই। কাজে লাগানো যাবে। হাতে নিয়ে দেখলেন ৮ জিবির পেন ড্রাইভ। খুশিতে মনটা নেচে উঠলো আপনার। মস্ত বড় দাও মেরেছেন। তরিঘরি করে বাসায় গিয়ে ডেস্টটপে প্রবেশ করালেন পেন ড্রাইভটি। অমনি ক্র্যাশ করলো আপনার কম্পিউটার। ছোট্ট একটু লোভের কারণে আপনার বড় অংকের আর্থিক হয়ে গেলো।
গবেষকরা জানিয়েছে পরিত্যাক্ত পেন ড্রাইভ কখনো কখনো ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে কম্পিউটার নষ্ট হতে পারে। আপনার ব্যক্তিগত তথ্যও হ্যাক হয়ে যেতে পারে। তাই ভুলেও পরিত্যাক্ত পেন ড্রাইন তুলে নেয়া যাবে না। হয়তো এটা আপনার জন্য ছিল একটা ফাঁদ। সাইবার ক্রাইমেও জড়িয়ে যেতে পারেন আপনি।
মাঠে-ঘাটে ফুটপাতে পেন ড্রাইভ পড়ে থাকলে কি হয় সেটা নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের আইটি ইন্ড্রাস্টি ট্রেড অ্যাসোসিয়েশন কম্পটিয়া।
পরীক্ষার জন্য তারা সিকাগো, ক্লিভল্যান্ড, স্যান ফ্রান্সসিককো এবং ওয়াশিংটনের ব্যস্ত সড়কের বিভিন্ন স্থানে ২০০ টি পেন ড্রাইভ ফেলে রেখে দূর থেকে নজর রেখেছেন। তারা দেখতে পেয়েছেন বেশির ভাগ পেন ড্রাইভই পথচারীরা তুলে নিয়েছেন। বাসায় নিয়ে সেটি তারা ওপেন করেছেন। পেন ড্রাইভের ভিতরে থাকা লিংকে তারা ক্লিকও করেছেন।
গবেষণাকারীরা জানান, এভাবেই পরিত্যাক্ত পেন ড্রাইভ ব্যক্তিগত ঝুঁকির কারণ হতে পারে। পেন ড্রাইভে ফাঁদ হিসেবে রেখে দেয়া লিংকে প্রবেশ করলে ভাইরাসের আক্রমণের পাশাপাশি কম্পিউটার হ্যাক থেকে শুরু করে ক্রেডিট কার্ডের গোপন নম্বর হাতিয়ে নিতে পারে প্রতারক চক্র।
এ বিষয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কম্পটিয়ার প্রধান নিবার্হী কর্মকর্তা টড থিবোডিয়াক্স বলেন, ‘যদিও আমাদের প্রক্রিয়াটি ছিল স্রেফ কৌতুহল বশত। কিন্তু প্রকৃত সাইবার ক্রিমিনালরা এভাবে পেন ড্রাইভের মাধ্যমে ফাঁদ পেতে রাখতে পারে। কুড়িয়ে যাওয়া জিনিসের লোভে চুরি হতে পারে মূল্যবান তথ্য।’
সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনা বাড়াতে যুক্তরাষ্ট্রে কাজ করছে কম্পটিয়া। তারা জানিয়েছে, কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভ কিছুতেই তুলে নেয়া যাবে না।

চুরি হওয়া বা হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুজে পেতে গুগল এর নিজেস্ব সার্ভিস ।

 চুরি হওয়া বা হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুজে পেতে গুগল এর নিজেস্ব সার্ভিস ।

বর্তমানে প্রায়  সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন । ফোন চালিয়ে যাদের অভ্যাশ তাদের এক মুহুত ফোন ছাড়া ভাল লাগে না ।  না লাগার ই কথা ।  আপনি কি  মনে করেন আমার  সাথে অবশ্যই একমত হবেন । ধরুন আপনার প্রিয় ফোন টি হারিয়ে গেল কেমন লাগবে আপনার অবশ্যই ভাল লাগার কথা না আর সেই অনুভুতি বলে বুজানো  যাবে না
যাই আমরা কাজের কথায় আসি । হারানো অ্যান্ড্রয়েড ফোন খুজে পাওয়ার জন্য গুগল তাদের ওয়েব সাইট এ নতুন এক সেবা চালু  করেছে । আমি আজ এই বেপারে আপনাদের সাথে আলোচনা করব ।
আপনার ফোন হারিয়ে বা চুরি হওয়ার পর যদি সেই ফোন হতে ইন্টারনেট ব্যবহার করে তাহলে আপনি গুগল এর ওয়েব সাইট ব্যবহার করে গুগল ম্যাপ এর মাধ্যমে তা বের করতে পারবেন বা আপনি চাইলে আপনার ফোন তথ্য সমূহ মুছে দিতে পারবেন ।
এ জন্য আপনার ফোন গুগল অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ইন্সটল থাকতে হবে । অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এর ডাউনলোড লিঙ্ক পোস্ট এর শেষ এ দেওয়া থাকবে নামিয়ে ইন্সটল করবেন
তারপর ফোন এর সেটিং অপশন এ গিয়ে সেকিউরিটি তে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্টেট্রর এ তা সিলেক্ট করে দিবেন । না বুজলে নিচের চিত্র অনুসরণ করুন

তার পর গুগল এর প্লে ষ্টোরে (play.google.com)  গিয়ে আপনার ফোন যে জিমেইল অ্যাকাউন্ট লগিন করা তা ওয়েব সাইট এ লগিন করুন সেটিং গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এ যান দেখুন আপনার ফোনের লোকেশন দেখাবে । না বুজলে নিচের চিত্র অনুসরণ
করুন 


আপনি যদি রিং চালু এবং ফোন লক বা তথ্য মুছে দিতে চান তাহলে নিচের চিত্র অনুসরণ করুন





আসা করি পারবেন না বুজলে কমেন্ট করবেন । সবাইকে সালাম জানিয়ে এখানেই বিদায় নিছি । আল্লাহ্‌ হাফেজ ।