ফোন নিরাপদ রাখতে বানান চার্জিং হোল্ডার [ভিডিও]

এখন সবার হাতে হাতে শোভা পাচ্ছে ফোন। ফোন সচল রাখতে নিয়ম করে প্রতিদিন চার্জ দিতে হয়। ফোন চার্জ দেয়ার সময় আপনার সাধের ফোনটি ফেলে রাখতে হয় বিছানায় নয়তে ডেস্কে। এতে করে ফোনে ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়তে পারে। কিন্তু আপনি যদি চার্জিং সকেটের ঠিক নিচেই একটি চার্জিং হোল্ডার বানিয়ে নেন তবে চার্জ দেয়ার সময় আপনার ফোন থাকবে নিরাপদ।  এখনকার অনেক ফোনেরই চার্জারের কড ছোট থাকে। সেক্ষেত্রে এই হোল্ডার বেশ কাজে দেবে। এটি বানানোও খুব সহজ। এজন্য লাগবে শ্যাম্পুর খালি একটি বোতল। 
যা যা লাগবে
১. খালি শ্যাম্পুর বোতল।
২. ছুরি/ব্লেড।
যেভাবে বানাবেন
বড় দেখে খালি একটি শ্যাম্পুর বোতল নিন। ঘরে খালি শ্যাম্পুর বোতল না থাকলে পানির বোতল দিয়েও কাজ সারতে পারেন। বোতলটির একপাশে মার্কার দিয়ে মার্ক করে কেটে নিন। কীভাবে কাটবেন তা ভিডিও দেখে শিখে নিন। শ্যাম্পুর বোতলকে ঠিক পকেট আকারে কাটুন। এবার আপনার চার্জারের ছিদ্রের আকার অনুযায়ী হোল্ডারের উপরে ছিদ্র করুন। হয়ে গেলো ফোন চাজিং হোল্ডার। এবার এটি চার্জিং সকেটের সঙ্গে স্ক্রু দিয়ে লাগিয়ে নিন। আর এটির মধ্যে ফোন রেখে চার্জে দিন।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট