যারা এই সময় ভিডিও মার্কেটিং করছেন তাদের বেশিরভাগই ইউটিউব ভিডিও র্যাঙ্ক করা নিয়ে অনেক বেশি অস্থির।
তাদের জন্য আমার নিজের ভাষায় কিছু কথাঃ
যেসব কিওয়ার্ডে ভাল বিজনেস অপরচুনিটি নাই, সেসব কিওয়ার্ড নিয়ে কাজ না করে যেখানে অনেক ভাল মার্কেট আছে সেখানে কাজ করুন।
ধরেন, আমরা অনেকেই কিছু ভিডিও র্যাঙ্ক করেই হ্যাঁ হুতাশ করি যে ভিউ নাই কেন, সেল না করেন, অ্যাড ক্লিক পাই না কেন ব্লা ব্লা ব্লা!
মজার কথা হচ্ছে, যেসব কিওয়ার্ডে সার্চ একদম নাই বললেই চলে সেখানে আপনি খুব দ্রুতই র্যাঙ্ক পাবেন তবে র্যাঙ্কে বসে থাকলেও বেশিরভাগক্ষেত্রেই কনভার্সন পাবেন অনেক অনেক দেরীতে।
হিসাব করবেন যে এমন নিশে কাজ করবো যেখানে ফার্স্ট পেজের তলানিতে থাকলেও যেন মান্থলি একটা
ভাল টার্গেটেড ভিউ পাই, অল্প কিছু বায়িং কিওয়ার্ডে মাঝামাঝি অবস্থান থাকলেও যেন কনভার্সন আসতে থাকে রেগুলার। অল্প করে কনভার্সন আসবে কিন্তু রেগুলার আসবে।
আর সবক্ষেত্রেই র্যাঙ্কিংই কিন্তু মেইন ফ্যাক্টর না! মাঝে মাঝেই দেখবেন আপনার দরকারি অনেক জিনিসের ভিডিও সার্চ করলে র্যাঙ্কের টপে থাকা ভিডিও গুলা একদম ফালতু কিন্তু নিজের দিকে ভিডিও গুলো আপনার প্রবলেম সল্ভিং এ হেল্প করছে, আপনাকে ভ্যালু দিচ্ছে। সো আপনি কিন্তু তাদের কাছেই লয়াল হবেন আর তারা আপনাকে ভ্যালু দেয়ার মাধ্যমে আপনার কাছ থেকে একশন করিয়ে নিবে। সেটা হতে পারে অ্যাড ক্লিক, ওয়েবসাইটে পাঠানো, কোনও কিছু ডাউনলোড কিংবা ডিরেক্ট সেল।
আপনি সারাদিন ইউটিউবে র্যাঙ্ক র্যাঙ্ক করে মাথা ঘামাচ্ছেন, কিন্তু নিজের কন্টেন্ট কওয়ালিটির উপর মন দিচ্ছেন না। তাহলে ত হবেনা। অথচ আপনার কন্টেন্টে যদি আপনি ভ্যালু অ্যাড করতে পারেন তাহলে সেটা র্যাঙ্ক না করলেও আপনি হাত বদলের মাধ্যমে ওই কন্টেন্ট থেকে বিজনেস করতে পারবেন।
নির্দিষ্ট এলাকা থেকে নির্দিষ্ট সময়ের সার্চ ভলিউমের ট্র্যাফিককে নিজের ভিডিও দেখানোর জন্য ত সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে চান, তাই না?
আচ্ছা, সার্চ ট্র্যাফিক ছাড়া কি দুনিয়ায় আর ট্র্যাফিক সোর্স নাই?
র্যাঙ্ক করলে ত শুধু সার্চ করে আসা ভিজিটরই আপনার ভিডিও দেখবে, কিন্তু যারা অন্য সব খানে এই টপিক নিয়ে কথা বলছে, প্রবলেমের সলিউশন খুঁজছে কিংবা ইনফরমেশন চাচ্ছে সেসবখানে যদি আপনি আপনার ভিডিও নিজে থেকেই পৌছিয়ে দিতে পারেন তাহলে আপনার কনভার্সন কই যাবে চিন্তা করছেন!!!
এজন্যই আমি সবসময় নিজের বানানো কন্টেন্টের জন্য বেশি জোর দেই। ইউনিক জিনিস সবসময়ই ইউনিক, এটা মনে রাখবেন। আর অবশ্যই আপনার ভিডিওতে ইনফরমেশন দিবেন। ভিওয়ার যেন ভিডিওতে এসে ট্যাব ক্লোজ করার সময় আপনাকে গালি না দিয়ে মনে মনে আপনাকে থ্যাংকস দেয় আর আপনার কাজকে এপ্রিশিয়েট করে আপনার চ্যানেলকেও ভ্যালু দেয়।
মনে আসছিল এই কথা গুলো তাই লিখে দিলাম। সবগুলা কথাই আমার একান্ত নিজস্ব অভিজ্ঞতা থেকে
লিখেছি। গঠনমূলক সমালোচনা কাম্য :)