ব্লগ ব্যবহারের নীতিমালাঃ

১) শুধুমাত্র সঠিক বিভাগেই আপনার মতামত লিখুন যাতে আলোচনাগুলো সুন্দর ভাবে সাজানো থাকে। আপনার যে কোন লেখা এডমিন বা মডারেটরগণ প্রয়োজন মনে করলে যে কোন কারণে অন্য কোন বিভাগে সরিয়ে নিতে পারে এমনকি বিনা নোটিসে মুছে দেওয়ার অধিকারও সংরক্ষন করেন।
২) সাধারণ মানুষের জন্য গ্রহনযোগ্য নয় এমন কিছু না লেখাই ভাল। এবং খেয়াল রাখবেন যেন আপনার লেখা সব বয়সী মানুষের পড়ার উপযোগি হয়।
৩) বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে আঘাত করে বা উষ্কানীমূলক কিছু লেখা যাবে না।
৪) ব্লগে প্রকাশিত লেখার দায়-দায়িত্ব লেখকের নিজস্ব। লেখকের মতামতের কোনো ধরণের দায় আমার প্রতিভা.কম বা এবি সফট লিঃ বহন করবে না।
৫) আপনার লেখা "প্রযুক্তির ছোঁয়া" ব্লগে প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার ক্ষমতা মডারেশন বোর্ডের।
৬) অশ্লীল বা অশালীন কোন লেখা, ছবি, লিংক বা অন্যকিছু পোস্ট করা যাবে না।
৭) "প্রযুক্তির ছোঁয়া" নিবন্ধন করার পর আপনি একাউন্টটি বন্ধ করতে পারবেন না! তবে, মডারেশন বোর্ড যে কোন সময় যে কোন একাউন্ট নিষিদ্ধ, বাতিল বা মুছে দেয়ার অধিকার সংরক্ষণ করেন।
৮) নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে পোষ্ট করা যাবে তবে তা অবশ্যই "প্রযুক্তির ছোঁয়া" নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।
৯) বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ বা বিভিন্ন ওয়েভ সাইট থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে পোষ্টটির স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা "প্রযুক্তির ছোঁয়া" বহন করবে। "প্রযুক্তির ছোঁয়া" বিবেচনায় পোষ্ট স্থায়ি যোগ্য হলে তা স্থায়ি হবে অন্যথায় স্থগিত করা হবে।
১০) ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রেক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোষ্ট করা যাবে না বা এধরনের লেখা পোষ্টে থাকা যাবে না।
১১) অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোষ্টে ব্যবহার করা যাবে না।
১২) অর্ধেক পোষ্ট করে বাকি পোষ্ট পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ পোষ্ট করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে পোষ্ট করা যাবে।
১৩) টপিক অবশ্যই নির্দিষ্ট বিভাগে পোস্ট করতে হবে।
১৪) প্রতিটি পোষ্টে অবশ্যই নূন্যতম গ্রহনযোগ্য লেখা থাকতে হবে।
১৫) এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য "প্রযুক্তির ছোঁয়া" যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো ব্লগারের পোষ্ট অপসারণ, মুছে ফেলা বা সম্পাদনার এবং ব্লগারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।
১৬) "প্রযুক্তির ছোঁয়া" নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের সকল ক্ষমতা আমার প্রতিভা বহন করে।