Showing posts with label ফেসবুক টিপ্স. Show all posts
Showing posts with label ফেসবুক টিপ্স. Show all posts

আসুন এক ক্লিকে রাঙি বিজয়ের রঙে...

আসুন এক ক্লিকে রাঙি বিজয়ের রঙে...
মাত্র এক ক্লিকেই বদলে ফেলুন নিজের ফেইসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি। বিজয় দিবসকে সামনে রেখে নিজেকে রাঙান লাল-সবুজ রঙে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এমনই এক উদ্যোগ নিয়েছে স্থানীয় মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ইজি টেকনোলজি।
এর মাধ্যমে দশ লাখ ফেইসবুক ব্যবহারকারীর প্রোফাইলের ছবি জাতীয় পতাকার রঙে রাঙানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ezzetech
বিজয়৭১ ডটনেট নামের ওই অ্যাপ দিয়ে ব্যবহারকারীরা তার প্রোফাইলের ছবি রাঙাতে পারবেন। তবে ইজি টেকনোলজিস ৩১ ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রোফাইলের ছবি রাঙানোর সুযোগ সকলের জন্য উন্মুক্ত রাখছে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও ক্যাম্পেইনের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন ইজি টেকনোলজিসের মফিজুর রহমান টিপু, আইটিবাজার২৪ ডটকমের প্রধান নির্বাহী শাহাবুদ্দিন রিয়াদসহ আরও অনেকে।
আইসিটি বিভাগের সহায়তায় ইজি টেকনোলজি লিমিটেড এই ইভেন্ট পরিচালনা করছে। এতে পৃষ্ঠপোষকতা করেছে আইটিবাজার২৪ ডটকম।
এক ক্লিকে নিজের প্রোফাইলের ছবি লাল-সবুজে রাঙাতে এই ঠিকানায় ক্লিক করতে পারেন।

অফলাইনেও চলবে ফেসবুক!

অফলাইনেও চলবে ফেসবুক!
অফলাইনে গ্রাহকদের ফেইসবুক ব্যবহারের সুযোগ দিতে অফলাইন মোড চালু করতে যাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি।

অর্থাত ইন্টারনেট সংযোগ না থাকলে বা ডাটা শেষ হয়ে গেলেও ফেইসবুকে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। নিউজ ফিডে প্রবেশের পাশাপাশি বন্ধুদের স্ট্যাটাসে মন্তব্য করতে পারবেন গ্রাহকরা।

এক ব্লগ পোস্টে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ইন্টারনেট সংযোগ না থাকলে বা যেখানে ইন্টারনেটে গতি কম সেখানে ব্যবহারকারীদের ফেইসবুক ব্যবহারের সুযোগ দিতেই অফ লাইন সেবা চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজ ফিড বা হোম পেইজের সঙ্গে ব্যবহারকারীদের যোগাযোগ বাড়াতে সেবাটি চালু করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই অফলাইনে নিউজ ফিড ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বরে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানটি জানিয়েছে ইন্টারনেট সংযোগ শেষ হয়ে গেলে কোন নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারীরা। পরে ইন্টারনেট সংযোগ এলেই স্বয়ংক্রিয়ভাবে পোস্টটি পাবলিশ হয়ে যাবে।

টুজি ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর ফেইসবুক ব্যবহারকারীদের কথা বিবেচনা করে টুজি উপযোগী করে ফেইসবুক পেইস তৈরি করছে প্রতিষ্ঠানটি। ফেইসবুকের আশা এই উদ্যোগ কম গতির ইন্টারনেট দিয়ে নতুন প্রযুক্তি আবিস্কারে ডেভলপাদের সহায়তা করবে বা উতসাহ যোগাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তিন সপ্তাহ পর খুলল ফেসবুক।

তিন সপ্তাহ পর খুলল ফেসবুক।

তিন সপ্তাহ বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাধ্যমটি খুলে দেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ফেসবুক খোলার সরকারি নির্দেশনা এসেছে। তাই ফেসবুক খুলে দেওয়া হয়েছে।  তবে ভাইবার, হোয়াটঅ্যাপসসহ অন্য অ্যাপসগুলো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারানা হালিম তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে অনেক ধন্যবাদ, দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে ফেসবুক বন্ধ থাকা শর্তেও তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন।
গত ১৮ নভেম্বর দুপুরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ্লিকেশনগুলো (অ্যাপস)। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় এসব সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
ওই দিন সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার পর পরই দেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া প্রায় সোয়া ঘণ্টা বন্ধ থাকে সারা দেশের ইন্টারনেট সংযোগও।
গত ৩ ডিসেম্বর ফেসবুকসহ বন্ধ থাকা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নামেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী সব আইন বাতিল করার দাবি জানান।
ফেসবুক খুলে দেওয়ার দাবিতে ৪ ডিসেম্বর রাস্তায় নামেন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, অনলাইন অ্যাকটিভিস্ট ও অনলাইন ব্যবসায়ীরা। তারা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরের দিন একই স্থানে মানববন্ধন করে ই-কমার্স ব্যবসায়ীরা।
৬ ডিসেম্বর সচিবালয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দেশের নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয় তুলে ধরেছি, যেগুলো আমাদের কাছে হুমকিস্বরূপ মনে হয়েছে। আমরা তাদের বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছি। তারা বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’
‘আমি বলব, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে এখন আমরা নিজেরা আলোচনায় বসব। তার পরই ফেসবুক খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত ৩০ নভেম্বর তারানা হালিম ফেসবুক কর্তৃপক্ষের কাছে এর অপব্যবহার নিয়ে একটি ইমেইল পাঠান। এর পরের দিনই ফেসবুক কর্তৃপক্ষ বৈঠকে বসার আহ্বানে সাড়া দিয়ে ইমেইল পাঠায়।
ইমেইলে বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী তিন কোটি। এর সুনাম রক্ষায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে বিবেচনা করা উচিত বলে উল্লেখ করা হয়।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার প্রতিবাদে ৭ ডিসেম্বর ‘নির্বাক অবস্থান কর্মসূচি পালন করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই দিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী এনটিভি অনলাইনকে বলেন, যথা শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে। এজন্য সবাইকে ‘একটু ধৈর্য’ ধরার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে ফেসবুক ব্যাবহারকারীদের জন্য একটি জরুরী সতর্কবার্তা !

বাংলাদেশে ফেসবুক ব্যাবহারকারীদের জন্য একটি জরুরী সতর্কবার্তা !
 বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বাংলাদেশে বন্ধ আছে ফেসবুক সহ বেশ কয়েকটি এপস। কিন্তু ব্যাবহারকারীদের নানা প্রয়োজনে বিকল্প পন্থায় দেদারসে ব্যাবহৃত হচ্ছে এইসব মাধ্যম। আর এসব মাধ্যমের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ব্যাবহারকারী ভিপিএন অথবা প্রক্সি ব্যাবহার করে ফেসবুক চালাচ্ছেন  । আজ সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য থাকছে এই সংক্রান্ত একটি সতর্কতা মুলক পোষ্ট । না, আজ আমরা আইনি জটিলতার বিষয়ে কিছু বলছিনা, সরকারী নিষেধাজ্ঞা স্বত্বেও যারা বিকল্প পথে ফেসবুক ব্যাবহার করছেন সেটা তাদের সবার নিজ নিজ অবস্থান থেকে জবাবদিহীতার বিষয়। আজ আমরা বরং যে আশংকার কথা জানাতে চাই সেটা হল, ফেসবুক ব্যাবহার করতে বিভিন্ন প্রক্সি ও ভিপিএন ব্যাবহারের সতর্কতার কথা। আপনার ফেসবুক আইডি নিঃসন্দেহে আপনার কাছে মুল্যবান। আপনি নিশ্চয়ই চাননা আপনার আইডি হ্যাক হয়ে যাক , অথবা আড়াল থেকে কেও একজন দেখুক কি ব্যাক্তিগত বিষয় আছে আপনার ? বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকার সুবাদে আন্তর্জাতিক মহলে এমনকি বাংলাদেশেও একটি গ্রুপ এখন সক্রিয় হয়ে উঠেছে । সার্চ ইঞ্জিনে আপনি যখন Proxy server অথবা vpn লিখে সার্চ দিচ্ছেন তখন এস ই ও’র মাধ্যমে এসব হ্যাকারের দল বেশ কিছু ফিশিং সাইট গুগুলের সার্চে উপরের অবস্থানে রেখে দিয়েছে। আর সার্চ করে সবার উপরে দেখে জনপ্রিয় সাইট ভেবে আপনি একজন সাধারন ব্যাবহারকারী হিসেবে বুঝতেই পারছেননা আপনি কোন ফাঁদে পড়তে যাচ্ছেন ! ইতমধ্যে যারা ভিপিএন অথবা প্রক্সি ব্যাবহার করছেন তারা খেয়াল করে দেখুন বেশিরভাগ সাইটেই আপনি যখন লগিন করতে যাচ্ছেন তখন তারা আপনার পাসওয়ার্ড Reset করতে বলে অথবা নানা রকম সিকিউরিটি কোয়েশ্চিন করে অথবা আপনার মোবাইলে একটি কোড পাঠাতে বলে । প্রয়োজন পুরনে কিছু না ভেবেই আপনি খুব সাধারনভাবেই তাদের ফাঁদে পড়ে বিপদে ফেলছেন আপনার গোপনীয়তা এমনকি সাধের আইডি । অর্থাৎ দিয়ে ফেলছেন আপনার মহামুল্যবান পাসওয়ার্ড, এমনকি নতুন যে পাসওয়ার্ড তাদের সার্ভারের মাধ্যমে রিসেট করছেন সেটাও খুব সহজেই  চলে যাচ্ছে তাদের নখদর্পণে । তবে শুধু গোপনীয়তার বিষয় হলেও হয়তো এ যাত্রায় কিছুটা রক্ষা হত। এভাবে আপনি চুড়ান্ত হুমকির মুখেও পড়তে পারেন নানা ভাবে। আমাদের ফিচারে উল্লিখিত যে হ্যাকার গোষ্ঠীটির কথা আমরা বলেছি তাদের লক্ষ্য অনুযায়ী তারা আপনার আইডির তেরটা বাজাতেও কোন কার্পণ্য করবেনা নিশ্চয়ই । এমন কিছু হওয়াটাও অস্বাভাবিক কিছু নয় যে, আপনি কিছুই জানলেননা, অথচ  একদিন ভোররাতে তিনস্তরের নিরাপত্তা বাহিনী আপনার বাসা ঘেরাও করে আপনাকে তুলে নিয়ে আসলো , পরদিন খবরের কাগজে আপনার ছবির পাশে বড় বড় অক্ষরে লিখা ‘ আপনি দেশের কোন বিশিষ্ট নাগরিককে হুমকি দিয়েছেন প্রানে মারার’ ! আপনি হয়ে গেলেন মস্ত ক্রিমিনাল !! মনে রাখবেন ইন্টারনেটের আজব এই জগতে আপনি নিজেকে যতটাই সতর্ক অথবা নিরাপদ ব্যাবহারকারী ভাবেননা কেন, হ্যাকাররা কিন্তু বসে নেই। নতুন সব বিড়ম্বনায় আপনাকে ফেলতেই হাজারো -লাখো হ্যাকার এখন সক্রিয় ইন্টারনেটের রাজ্য জুড়ে ।  অনেক হল ভয়ের কথা; এবার আসুন কিছু সমাধানের কথা বলি – নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রক্সি অথবা ব্যাবহার করবেন,  করেন, আমরা বরং অন্যকিছুর চাইতে আমাদের প্রিয় পাঠকের প্রয়োজনটাকেই বড় করে দেখতে চাই । আপদকালীন এই সময়ে যখন প্রক্সি সার্ভার দিয়ে ইন্টারনেট চালাচ্ছেন তখন অবশ্যই এই সতর্কতাগুলো অবলম্বন করুন-

পিসি ব্যাবহারকারীদের জন্যঃ-

আপনি যদি প্রক্সি দিয়ে ফেসবুক ব্যাবহারের সময় ইতমধ্যেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে দ্রুত কোন মোবাইল ডিভাইস থেকে ইউসি মিনি ডাউনলোড করে ফেসবুক ওপেন করুন। এবং সেই ব্রাউজার থেকে পাসওয়ার্ড সহ আনুসাঙ্গিক সিকিউরিটি চেঞ্জ করে ফেলুন।
যে ব্রাউজার দিয়ে আপনি ফেসবুক চালাচ্ছেন সেটা দিয়ে অন্য কোন সাইট যেসব আপনার নিত্য প্রয়োজনীয় যেমন ব্যাংক ইনফরমেশান সহ ইত্যাদি ওপেন করবেননা।  প্রয়োজনে অন্য একটি ব্রাউজার দিয়ে ফেসবুক বাদে অন্য সব সাইট ওপেন করুন।

মোবাইল ব্যাবহারকারীদের জন্যঃ- 

মোবাইলেও অনেকেই ঘুরিয়ে ফিরিয়ে না জেনে অনেক প্রক্সি অথবা ভিপিএন ব্যাবহার করে থাকেন । কিন্তু মোবাইল ব্যাবহারকারীদের জন্য সবচেয়ে নিরাপদ হল ইউসি ব্রাউজার মিনি। এই ব্রাউজারটি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশে ফেসবুক চালু রেখেছে । (আইনি প্রক্রিয়া কি সেটা জানা নেই )

যারা জানেননা তারা এখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন ।

সবচেয়ে বড় কথা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেও যখন বিকল্প পথে ফেসবুক চালাচ্ছেন,তখন এবং সবসময় খেয়াল রাখুন আপনার কোন মন্তব্য এবং একটিভিটি যেনো ‘ রাষ্ট্রদ্রোহিতা’ অথবা সমাজে বিশৃংখল পরিস্থিতির সৃস্টি করতে পারে, এমন কোন পর্যায়ে না যায় । সবশেষে সবার উদ্দেশ্যে বলবো – ইন্টারনেটের বিশাল এই সাম্রাজ্যে নিজে সতর্ক থাকুন,নিরাপদ থাকুন, অন্যদেরও সতর্কতা বাড়াতে সহায়ক হয়ে উঠুন ।
 

অন্য কেও আপনার পাসওয়ার্ড জানলেও ঢুকতে পারবেনা আপনার ফেসবুকে !

অন্য কেও আপনার পাসওয়ার্ড জানলেও ঢুকতে পারবেনা আপনার ফেসবুকে !


বর্তমান সময়ে ফেসবুক এখন অনেক স্পর্শকাতর বিষয় অনেকের জন্য। অনেক গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত বিষয় নিয়ে সমৃদ্ধ আপনার ফেসবুক একাউন্টটি যদি হ্যাক হয়ে যায় আপনার এর থেকে বড় বিপদ আর কি হতে পারে বলুন? আজ জানবেন কিভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হলেও আইডি রক্ষা করতে পারবেন।
আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তাহলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। অবিশ্বাস্য মনে হচ্ছে? না এটি বাস্তব, তবে এর জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশে Home এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন।
এবার এখানে বাঁ পাশ থেকে ক্লিক করুন। এখন এর ডান পাশ থেকে ক্লিক করুন। তারপর এই ঘরে টিক চিহ্ন দিন। টিক চিহ্ন দেয়ার সময় নতুন একটি বার্তা এলে ক্লিক করুন।

এখন বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue তে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে। কোড নম্বরটি কোড বক্সে লিখে Submit Code বাটনে ক্লিক করে Close-এ ক্লিক করুন।
Login Notifications-এর ডান পাশ থেকে edit-এ ক্লিক করে Email এবং Text message বক্সেও টিকচিহ্ন দিয়ে Save-এ ক্লিক করে রাখতে পারেন। এতে ইমেইলে আপনার কোড সেন্ড হবে।
এখন ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করে পুনরায় আবার ফেসবুকে লগইন করুন। দেখবেন Name New Device নামে একটি পেজ এসেছে। সেখানে Device name বক্সে কোনো নাম লিখে Save Device-এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেলো! এখন থেকে থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue তে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না।

হুমকি কমলেই ফেসবুক খুলে দেয়া হবে।

হুমকি কমলেই ফেসবুক খুলে দেয়া হবে।
হুমকি কমলেই ফেসবুক খুলে দেয়া হবে
হুমকি কমে গেলেই ফেসবুক খুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। বিজয় দিবসকে সামনে রেখে এ বৈঠকে বসেছিলেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল বলেন, এটি সাময়িক। নিরাপত্তার যখন হুমকি আসে, তখন এ ধরনের ব্যবস্থা নেয়া হয়। পৃথিবীর সব  দেশেই এমন হয়ে থাকে। যদিও এখন বাংলাদেশে  তেমন কিছু হচ্ছে না, তবু হুমকি কিছু আসছে। এটা শেষ হলেই ফেসবুক খুলে দেয়া হবে।
বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, বিজয় দিবস উদযাপনে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন তাদের সাতদিন আগে অনুমতি নিতে হবে। অনুষ্ঠান কোথায় করবেন, কী অনুষ্ঠান করবেন তা জানিয়ে অনুমতি নিতে হবে।
মন্ত্রী বলেন, বিজয় দিবসে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে৷
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, র‌্যাবের মহাপরিচলাক বেনজীর আহমেদসহ গোয়েন্দা সংস্থার প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।