Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

চোখের মধ্যেই ক্যামেরা।

চোখের মধ্যেই ক্যামেরা।
কলমের মধ্যে ক্যামেরা, বোতামের মধ্যে ক্যামেরাসহ আরও ছোট স্পাই ক্যামেরা থাকলেও চোখের মধ্যে ব্যবহারের জনে ক্যামেরা উদ্ভাবন করেছে জাপানের একটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান।
ক্যামেরাটির নাম ‘স্মার্ট লেন্স’। এটি এখনও বাজারে আসেনি। তবে এরই মধ্যে পেটেন্ট পেয়েছে প্রস্তুতকারী কোম্পানি।
এটি কনট্যাক্ট লেন্সের মতো পরে ফেলা যাবে। চোখের পলক ফেললেই উঠবে ছবি ও ভিডিও। যেদিকে তাকাবেন, যা দেখবেন, সবই রেকর্ড হয়ে যাবে।
বাইরে থেকে দেখে এই জিনিস চেনা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব।

গোপনে ফেসবুকের মেসেজ পড়ার উপায়!

গোপনে ফেসবুকের মেসেজ পড়ার উপায়!
ফেসবুকে আপনি কারো পাঠানো মেসেজ পড়েছেন কি না, তা মেসেজদাতা জেনে যায়। কিন্তু এটি শেষ কথা নয়। ফেসবুকের এ বিষয়টি বাদ দেওয়াও সম্ভব। এ লেখায় থাকছে আপনি মেসেজটি পড়েছেন কি না, তা গোপন করার উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন তাহলে তা প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। আর এ পদ্ধতিকে অনেক ব্যবহারকারীই খুবই বিরক্তিকর বলে মনে করে।
আপনি মোবাইল ফোনের ক্ষেত্রে ফেসবুকের এ ‘সুবিধা’ বন্ধ করতে পারবেন না। তবে আপনি যদি ডেস্কটপ কম্পিউটার থেকে লগইন করেন তাহলে এ কাজটি করতে পারবেন।

এজন্য যা করতে হবে তা হলো, আনসিন নামে একটি ফ্রি ফেসবুক অ্যাপ ইনস্টল করে নেওয়া। ‘Unseen ’ অ্যাপটি গোপনে আপনার ফেসবুক মেসেজগুলো পড়ে দেবে। এতে প্রেরক জানতেও পারবে না যে, আপনি তার মেসেজ পড়েছেন।
এ ছাড়াও রয়েছে Facebook Unseen  নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এতে আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।

ইতালিতে সতীত্ব রক্ষাকারী বেল্ট পরে বিপাকে নারী।

ইতালিতে সতীত্ব রক্ষাকারী বেল্ট পরে বিপাকে নারী।

অগ্নিনির্বাপণ বিভাগের কার্যালয়ে হাজির হলেন এক মধ্যবয়সী নারী। চাবি হারিয়ে ফেলা একটি তালা খুলে বা ভেঙে দেওয়ার অনুরোধ জানালেন তিনি। তালার কথা জানতে চেয়েই অগ্নিনির্বাপককর্মীরা পড়লেন বিপাকে। কারণ এটি সাধারণ কোনো তালা নয়, ওই নারীর পরে থাকা সতীত্ব রক্ষাকারী বেল্টের তালা।
গত বুধবার সকালে ইতালির ভেনেতো অঞ্চলের পাদুয়ার অগ্নিনির্বাপণ কার্যালয়ে উল্লিখিত ঘটনা ঘটে। তবে ইতালির আইন অনুযায়ী ওই নারীর পরিচয় প্রকাশ হয়নি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, নিজের সতীত্ব রক্ষায় পরিহিত বেল্টের তালার চাবি হারিয়ে ইতালীয় নারী অনন্যোপায় হয়েই তালা খোলায় অভিজ্ঞ অগ্নিনির্বাপককর্মীদের শরণাপন্ন হন। তাঁদের কাছে তালা খোলায় সহায়তা চান ওই নারী।
ইতালির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নারীর বাড়ির অবস্থান সম্পর্কে জানতে চাইলে নিজের পোশাক সরিয়ে সতীত্ব বেল্টের তালা দেখান তিনি। ঘটনার সময় ওই নারী এবং অগ্নিনির্বাপককর্মীরা উভয়েই অস্বস্তিতে পড়েন।
অগ্নিনির্বাপককর্মীদের সূত্রে জানা গেছে, বেল্টটি লোহার তৈরি এবং এর তালাও লোহার। তাঁরা বেশ দ্রুতই তালা খুলে ফেলেন।
সতীত্ব রক্ষাকারী বেল্ট পরার কারণ জানতে ওই নারীকে বিভিন্ন প্রশ্ন করেন অগ্নিনির্বাপককর্মীরা। জানতে চাওয়া হয় তাঁর বসবাসের স্থান।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে দেখা হয় ওই নারীকে জোরপূর্বক সতীত্ব বেল্ট পরানো হয় কি না। তদন্তে নিশ্চিত হওয়া যায় কেউ তাঁর ওপর জোর করেনি। ওই নারী নিশ্চিত করেন, তিনি স্বেচ্ছায় কোনো দৈহিক সম্পর্ক এড়াতেই সতীত্ব বেল্ট পড়েন। তবে হঠাৎ করেই বেল্টটির চাবি হারিয়ে ফেলেন তিনি। পরে আর ওই চাবি খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে অগ্নিনির্বাপণ কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

নতুন প্রযুক্তির চমক স্মার্টফোন মেলায়।

নতুন প্রযুক্তির চমক স্মার্টফোন মেলায়।

ভার্চ্যুয়াল রিয়ালিটির হেডসেটসহ স্যামসাংয়ের গিয়ার পরার ব্যাপারে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলায়। এ ধরনের নানা চমক নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬ নামের এ মেলা। বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টেস্ট) অধিনায়ক মুশফিকুর রহিম এবং তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের মহাব্যবস্থাপক ইয়াং লি।
মেলায় বিভিন্ন নির্মাতার নতুন নতুন ফোন ও ট্যাব দেখা যাচ্ছে। এলিট মোবাইল প্রথমবারের মতো নিয়ে এসেছে ইভিওই৪০ মডেলের সম্পূর্ণ বাংলায় অ্যান্ড্রয়েড ফোন। স্যামসাংয়ের নতুন গিয়ার ভিআর হেডসেট মাথায় পরে স্মার্টফোন থেকে চলচ্চিত্র দেখা যাবে ও গেম খেলা যাবে। সিম্ফনির স্মার্টফোন কিনলে রয়েছে বিশেষ ছাড় এবং হেলিও স্মার্টফোনের সঙ্গে একটি পাওয়ার ব্যাংক। হুয়াওয়ে নতুন ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছে। গোল্ডবার্গ স্মার্টফোনের সঙ্গে দিচ্ছে উপহার। গ্যাজেট গ্যাং সেভেন জিয়াওমি রেডমি টু স্মার্টফোনে দিচ্ছে চার হাজার টাকা ছাড়। গ্রামীণফোনের প্যাভিলিয়নে ইনটেক্সের স্মার্ট ঘড়ির সঙ্গে পাওয়া যাবে মেমোরি কার্ড ও জ্যাকেট। বিজয়ের স্টলে পাওয়া যাচ্ছে শিশুদের জন্য বিভিন্ন শিশু শিক্ষার বই।
মেলা উপলক্ষে ফেসবুক পেজ খোলা হয়েছে (www.facebook.com/stexpo)। এতে ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’-এর আয়োজন করা হয়েছে।
মেলায় টিকিটের প্রবেশমূল্য ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। আজ শেষ দিনেও মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার আয়োজক এক্সপো মেকার, পৃষ্ঠপোষক গ্রামীণফোন, সহ–পৃষ্ঠপোষক স্যামসাং, এলিট, হুয়াওয়ে ও সিম্ফনি।

প্লে স্টোর থেকে ১৩টি অ্যাপ সরিয়ে নিল গুগল।

প্লে স্টোর থেকে ১৩টি অ্যাপ সরিয়ে নিল গুগল।

গুগলের অ্যানড্রয়েড মার্কেট প্লেস ‘গুগল প্লেস্টোর’ থেকে ১৩টি অ্যাপ্লিকেশন সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে এসব অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাপগুলোর ব্যাপারে মিথ্যা রেটিং ও রিভিউ প্রকাশ করা হচ্ছিল, এতে ব্যবহারকারীরা প্রতারণার শিকার হচ্ছিলেন। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস।
সরিয়ে নেওয়া ১৩টি অ্যাপ হচ্ছে
১. কেক ব্লাস্ট
২. জাম্প প্ল্যানেট
৩. হানি কম্ব
৪. ক্রেজি ব্লক
৫. ক্রেজি জেলি
৬. টিনি পাজল
৭. নিনজা হুক
৮. পিগি জাম্প
৯. জাস্ট ফায়ার
১০. ইট বাবল
১১. হিট প্ল্যানেট
১২. কেক টাওয়ার
১৩. ড্র্যাগ বক্স
ক্রিস ধেঘানপুর নামের একজন নিরাপত্তা গবেষক এসব ঝুঁকিপূর্ণ অ্যাপ চিহ্নিত করেন। মোবাইল সিকিউরিটি প্রোভাইডার হিসেবে কাজ করেন তিনি। ক্রিস বলেন, হানিকম্ব নামের অ্যাপটি দেখা যাচ্ছিল ১০ লাখের বেশিবার অ্যাপস্টোর থেকে ডাউনলোড করা হয়েছে। শুধু তাই নয়, অ্যাপটি নিয়ে ভালো ভালো রিভিউ দেখা যাচ্ছিল, যা দেখে ব্যবহারকারীরা তা ডাউনলোড করেন। কিন্তু পুরো ব্যাপারটাই ছিল ধাপ্পাবাজি। এগুলো ইচ্ছে করে বাড়িয়ে দেখানো হয়েছে যাতে বাকিরা ফাঁদে পড়ে এসব অ্যাপ ডাউনলোড করে।
ক্রিস আরো বলেন, দু-তিন মাস ধরে ম্যালওয়ারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা গেমের নামে এই অ্যাপগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এমনকি গুগলের পক্ষ থেকে ফ্যাক্টরি রিসেট করার পরও ম্যালওয়ারগুলো সরানো যাচ্ছিল না।
গত বছরের নভেম্বরেও এ ধরনের কিছু ম্যালওয়ার চিহ্নিত করেছিল গুগল। অ্যাপের ডাউনলোড বাড়াতে প্লেস্টোরে ডাউনলোড সংখ্যায় ইচ্ছে করে পরিবর্তন এনে তা বাড়িয়ে দেখানো হয়। এ ছাড়া ইতিবাচক রিভিউয়ের মাধ্যমে অ্যাপগুলো যেন বেশি ডাউনলোড হয় সে জন্য ছড়িয়ে দেওয়া হয় এসব ম্যালওয়ার।

নতুন বছরের শুভেচ্ছায় গুগল ডুডল।

নতুন বছরের শুভেচ্ছায় গুগল ডুডল।

নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে গুগল ডুডল। ছবি : গুগল
বিশেষ বিশেষ দিনগুলোতে হোমপেজে পরিবর্তন আনে সার্চ ইঞ্জিন গুগল। বিশেষ দিন উপলক্ষে বদলে ফেলা হয় গুগলের লোগো। একে বলা হয় গুগল ডুডল। এবার ইংরেজি নতুন বছর ২০১৬ কে স্বাগত জানাতে নতুন গুগল ডুডল তৈরি করা হয়েছে।
একটি বছরকে বিদায় এবং আরেকটি বছরকে বরণ করে নিতে এই গুগল ডুডলে রয়েছে পাঁচটি রঙিন পাখি এবং একটি রঙিন পাখির ডিম। আর সেই রঙিন ডিমের উপরই ইংরেজিতে লেখা রয়েছে নতুন বছরের আগমনী বার্তা ‘২০১৬’।
নতুন এই গুগল ডুডলে দেখানো হয়েছে পাঁচটি পাখি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ডিমটি ফুটবে। অর্থাৎ বিশ্বজুড়ে সবার নতুন বছরের প্রতীক্ষাকে প্রতীকি রূপে তুলে ধরা হয়েছে এই গুগল ডুডলের মাধ্যমে।
ডুডলের সবগুলো পাখির মাথাতেই রয়েছে পার্টি হ্যাট। আরেকটি পাখির পকেটে রয়েছে ঘড়ি, পাখিটা নতুন বছরের অপেক্ষায় সময় গুনছে অধীর আগ্রহে।
গুগল ডুডলের নিচেই রয়েছে একটি অপশন যেখানে লেখা আছে ‘ওয়াচ অ্যান্ড রিমেম্বার দ্য মোমেন্টস অফ ২০১৫’। এই লেখাতে ক্লিক করলে পুরোনো বছরের বড় বড় ঘটনাগুলোর এক ঝলক দেখে নিতে পারবেন। বছরের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে প্যারিসে সন্ত্রাসী হামলা, চেন্নাইয়ের ভয়াবহ বন্যাসহ অন্যান্য আলোচিত সব ঘটনা।