Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

আসছেন ঢাকা মাতাতে মাধুরী R কারিনা

আসছেন ঢাকা মাতাতে মাধুরী R কারিনা

ঢাকা মাতাতে আসছেন মাধুরী-কারিনা  
ঢাকায় বিভিন্ন সময়ে এমনিতেই চলে জমজমাট কনসার্টের আয়োজন। আর শীতের মৌসুম তা আরো বেড়ে যায়। শীতের সময় বিভিন্ন ইভেন্ট দিয়ে যেমন জমে ওঠে পুরো শহর; তেমনি ভিনদেশী অতিথিদেরও আগমন বেড়ে যায় এসময়।
এরই ধারাবাহিকতায় আগামী ৫ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের ধাক ধাক গার্ল মাধুরী দিক্ষীত। তবে নাচ বালিয়ে কনসার্টে মাধুরী একা নন; পুরো ঢাকাকে নাচাতে তার দলবল নিয়েই হাজির হবেন সেনসেশনাল এ অভিনেত্রী। ‘ওরে প্রিয়া’ থেকে শুরু করে ‘এক দো তিন’ সবকিছুই নেচে গেয়ে পারফর্ম করবেন তিনি।
মাধুরীর চাপ ঢাকার দর্শকরা সামলাতে না সামলাতেই এসে হাজির হবেন আরেক বলিউডের বেবো কারিনা কাপুর খান। মাধুরীর মতো প্রথমবারের মতো ঢাকায় আসবেন কারিনাও। জানুয়ারিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পারফর্ম করার কথা রয়েছে সাইফ আলি খানের স্ত্রী কারিনাকে।
ওয়ান মোর জিরো কম্যুনিকেশনের কনসার্টটির আয়োজন করছে গান বাংলা চ্যানেল।
এর আগে ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ কনসার্টে কারিনা’র আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেননি তিনি। কনসার্টে কারিনা’র পাশাপাশি বলিউডের আরেক আবেদনময়ী নায়িকা নারগিস ফাখরী ও কণ্ঠশিল্পী বেনী দয়ালও থাকবেন।

ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যে অনড় আমির

ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যে অনড় আমির

বাংলাদেশিদের মধ্যে 'ভয়-ভয় পরিবেশ' দেখেছেন মীর

বাংলাদেশিদের মধ্যে 'ভয়-ভয় পরিবেশ' দেখেছেন মীর

নতুন মীরাক্কেলে বাংলাদেশের ১০ প্রতিযোগী

নতুন মীরাক্কেলে বাংলাদেশের ১০ প্রতিযোগী


হৈ-হুল্লোড় আর পাগলামির জ্বালায় অতিষ্ঠ হয়ে গুরুজনরা নাকি তাদের পাড়া ছাড়া করে দিয়েছেন! আর তাইতো এবার নিজেরাই নিজেদের মতো করে আস্ত একটা পাড়া তৈরি করে নিয়েছেন। যে পাড়াতেও আবার নাকি রয়েছেন বিচিত্র সব মানুষজন! যার মধ্যে আছেন খেকুরে জেঠু, রগচটা দিদিমা, ঝিঙ্কু বৌদি, কচি মেয়ে, বখাটে ছোকরারাও। আবার এই পাড়াতেই এসে জুটেছেন তিন ভাড়াটে। যারা নাকি রোজ রাতে খাওয়া-দাওয়া সেরে এসে বসে পড়েন বাড়ির ব্যালকনিতে। আর তারপর খুব মন দিয়ে ওয়াচ করতে থাকেন পাড়ার প্রতিটি ঘটনা। আর মাঝেমধ্যে মন্তব্য ছুঁড়ে দেন। মজার এই পাড়ার ওই তিন ভাড়াটে হলেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত আর শ্রীলেখা মিত্র।

আসলে এই পাড়াটাই হলো এবারের ‘মীরাক্কেল’। আগামী ১০ ডিসেম্বর থেকে টেলিভিশনের ‘জি বাংলা’ চ্যানেলে শুরু হতে চলেছে দুই বাংলার অন্যতম জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’। শো শুরুর আগে এখন থেকেই রীতিমতো সাজ সাজ রব। শোয়ের অন্যতম সঞ্চালক মীর সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এই আজব পাড়ার কিছু আগাম খবর ফাঁস করে দিলেন। বললেন, আসলে এই পাড়ার রোয়াকে ব্যান্ডেজকে নিয়ে আড্ডা মারি আমরা। গলা ছেড়ে গান গাই, মনের সুখে কবিতা বলি, অন্যের পেছনেও লাগি। আর এসব দেখেই খেপে ওঠেন খেকুরে জেঠু। আর তাতে সুযোগ পেলেই রীতিমতো ফোড়ন কাটতে ছাড়েন না ব্যালকনিতে বসা ওই তিন ভাড়াটে। ঠিক এভাবেই মজার চিত্রনাট্যে সেজে উঠতে চলছে মীরাক্কেল। অবশ্য এই পাড়াতে অদ্ভুত মানুষজনের পাশাপাশি থাকবে অদ্ভুতুড়ে সব দোকান পত্তরও। এই পাড়াতেই দেখা যাবে, মেকানিকের দোকান ‘কার-ফু গ্যারেজ’, থাকবে রোলের দোকান ‘রোল ক্যামেরা অ্যাকশন’, থাকবে ডাক্তারের চেম্বার ‘বলো হরি ক্লিনিক’। অবশ্য মীর জানালেন, ওই চেম্বারে নাকি প্রতি শনিবার একজন করে নার্স আসেন। আর নার্স এলেই নাকি ভিড় উপচে পড়ে চেম্বারে। রোগীতে রোগীতে সয়লাব হয়ে যায়।

জনপ্রিয় শোটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার মীরাক্কেল ফরম্যাট পালটে গোটা একটা পাড়ার মধ্যেই মেতে উঠবে সবাই। যেমন ধরুন, পাড়ার একটি রাস্তার ধারে টিউবওয়েলে পানি আনতে গেল পাড়ার কচি মেয়েটি। সঙ্গে সঙ্গে সেখানে হাজির ব্যান্ডেজের সদস্যারা। একটু কথা, একটু গান, তারপর...। ব্যাস, তারপরের ঘটনা ঘটার আগেই খেকুরে জেঠু চিৎকার দিয়ে উঠলেন, তাঁর ভাইঝিকে একা পেয়ে অশ্লীল কাণ্ড! আসলে পুরো নতুনত্বের মোড়কে ঠাসা থাকছে এবারের মীরাক্কেল। শোয়ের সঞ্চালক মীরের মতে, মীরাক্কেলের ননভেজ জোকসগুলো নাকি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। আবার কেউ কেউ অতি গোপনে বলছেন, ননভেজ জোকসগুলো নাকি মন্দ লাগে না। তাহলে শ্লীল আর অশ্লীলের সীমারেখাটা ঠিক করবে কে? তবে এবারের মীরাক্কেলের মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে আদাপানি খেয়ে লেগেছেন মীর। জানিয়েছেন, আমরা খবর পেয়েছি, দিদি নিয়মিত টেলিভিশন দেখেন। তাহলে মীরাক্কেলে আসবেন না কেন? তবে হ্যাঁ, যেই এবার মীরাক্কেলে আসুন না কেন, তাঁকে কিন্তু অবশ্যই এই পাড়ায় ঘর ভাড়া নেওয়ার উসিলাতেই আসতে হবে।

এবার মীরাক্কেল ৯-এ এখন পর্যন্ত রয়েছেন ৩৩ জন প্রতিযোগী। যাদের মধ্যে বাংলাদেশের প্রতিযোগী রয়েছেন ১০ জন। তবে অডিশন চলছে। কাজেই আরো কিছু প্রতিযোগী শেষ দিকে এই শোয়ে অংশ নিতে পারেন বলেও মনে করা হচ্ছে।  

মালটা - ছবির শুটিং করছেন ববি

মালটা - ছবির শুটিং করছেন ববি
বাংলাদেশের নায়িকা ববির বিপরীতে ‘মালটা’ ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। ইফতেখার চৌধুরীর পরিচালনায় এখন ছবিটির শুটিং চলছে। গত ১৬ নভেম্বর শুটিং শুরু হয় ছবিটির। আগামী ২৭ নভেম্বর ছবিটির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন পরিচালক।
আরেক বলিউড অভিনেতা গুলশান গ্রোভার ছবিটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশ ও ভারতের আরো অনেক শিল্পী। ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান ভাটশাল।
ছবিটি সম্পর্কে নায়িকা ববি এনটিভি অনলাইনকে বলেন, ‘যাঁরা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং যাঁদের ছবি সারা বিশ্ব দেখছে, তাঁদের কাছ থেকে আমাদের শেখার আছে। বিশ্বমানের ইউনিটের সঙ্গে কাজ করে নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে পারব বলে মনে হয়। আমি কাজ শুরুর আগে অনুশীলন করেছি। আশা করি কাজটি  ভালো হবে।’

ছবিটির সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন ‘চাক দে ইন্ডিয়া’র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এর নৃত্য পরিচালক আদিল শেখ।
ছবিরি পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘ছবিটিতে একসঙ্গে তিন ভাষায় সংলাপ থাকবে। ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি সংলাপ থাকবে মালটার স্থানীয় ভাষায়। তবে ছবিটির প্রায় ৯০ শতাংশ শুটিং হবে মালটায়। এরই মধ্যে ছবির শুটিং অনেকখানি শেষ হয়েছে। গানের শুটিং চলছে এখন। ছবির গল্পটা এখনই বলছি না। তবে টান টান উত্তেজনা নিয়ে দর্শক ছবিটি উপভোগ করবেন।’


কিভাবে হেলিকপ্টার ভাড়া করবেন বিস্তারিত জেনে রাখুন…..?

কিভাবে হেলিকপ্টার ভাড়া করবেন বিস্তারিত জেনে রাখুন…..?
কিভাবে হেলিকপ্টার ভাড়া করবেন বিস্তারিত জেনে রাখুন…..? বাংলাদেশেও এখন জরুরি প্রয়োজন, রোগী পরিবহন কিংবা শখের ভ্রমণে হেলিকপ্টার ব্যবহার করা যাচ্ছে। কিন্তু কোথা থেকে কিভাবে ভাড়া নেবেন হেলিকপ্টার? আর ভাড়াই বা কত? এসব খোঁজখবর জানাচ্ছেন ইফতেখার শুভ
দেশে বেশ কয়েকটি কম্পানি রয়েছে, যারা বাণিজ্যিকভাবে হেলিকপ্টার ভাড়া দেয়। এসব হেলিকপ্টার সাধারণত তিন থেকে সাতজন যাত্রী পরিবহন করে। কম্পানিভেদে হেলিকপ্টার ভাড়ার তারতম্য রয়েছে।
বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস্ লিমিটেড :
বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস্ লিমিটেডের ছয়জন যাত্রী বহনে সক্ষম বেল-৪০৭ হেলিকপ্টারের জন্য ভাড়া গুনতে হবে প্রতি ঘণ্টায় এক লাখ টাকা। আর তিনজন যাত্রী বহনে সক্ষম রবিনসন আর-৪৪-এর ভাড়া ঘণ্টাপ্রতি ৬০ হাজার টাকা। সব ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট সংযুক্ত করতে হবে। যোগাযোগ-বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস্ লিমিটেড ৬৮/১ গুলশান এভিনিউ, গুলশান-১
ঢাকা। ফোন: ৯৮৮৫৭৭১-২, ৯৮৫৬৯৬৩-৪ স্কয়ার এয়ার লিমিটেড
স্কয়ার এয়ার লিমিটেডের ছয়জন যাত্রী বহনে সক্ষম বেল-৪০৭ হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। আর চারজন যাত্রী বহনে সক্ষম রবিনসন আর-৬৬-র ভাড়া ঘণ্টাপ্রতি ৭৫ হাজার টাকা। এ ছাড়া প্রতি ঘণ্টায় ভূমিতে অপেক্ষমাণ চার্জ ছয় হাজার টাকা। সেই সঙ্গে প্রতি ফ্লাইটে ইনস্যুরেন্স খরচ দুই হাজার টাকা।
যোগাযোগ- স্কয়ার এয়ার লিমিটেড, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন : ০১৭১৩১৮৫৩৫২
সিকদার গ্রুপ:
সিকদার গ্রুপের তিনটি হেলিকপ্টার আছে হল বেল-৪০৪, আর-৬৬ ও আর-৪৪ সাত সিটের হেলিকপ্টার ভাড়া ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। তিন সিটের ভাড়া ঘণ্টায় ৭২ হাজার টাকা। সঙ্গে ভ্যাট ১৫ শতাংশ। প্রতি ঘণ্টায় ভূমিতে অপেক্ষমাণ চার্জ দিতে হবে সাত হাজার টাকা। যোগাযোগ-সিকদার গ্রুপ
রাজ ভবন, দ্বিতীয় তলা, ২৯ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন : ৯৫৫০২৭১ সাউথ এশিয়ান এয়ারলাইনস্
সাউথ এশিয়ান এয়ারলাইনস্ সাধারণ কাজের জন্য হেলিকপ্টার ভাড়া প্রতি ঘণ্টা ৫৫ হাজার টাকা। কিন্তু সিনেমার শুটিং, লিফলেট বিতরণসহ অন্যান্য বাণিজ্যিক কাজের জন্য ভাড়া ৩০ শতাংশ বেশি। ভূমিতে অপেক্ষমাণ চার্জ প্রতি ঘণ্টার জন্য পাঁচ হাজার টাকা। এ ছাড়া পুরো খরচের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এই কম্পানি থেকে ন্যূনতম ৩০ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া যায়। জ্বালানি খরচ, ইনস্যুরেন্সসহ বাকি সব কিছু কম্পানিই বহন করে থাকে। যোগাযোগ-সাউথ এশিয়ান এয়ারলাইনস্ লিমিটেড টাওয়ার হেমলেট
১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০২ ৯৮৮০৪৯৬ ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড
ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড থেকে সর্বনিম্ন ১ ঘণ্টার জন্য ভাড়া নেওয়া যাবে ৬ আসনবিশিষ্ট ইসি ১৩০বি-৪ হেলিকপ্টার। প্রতি ঘণ্টার জন্য গুনতে হবে এক লাখ টাকা। সেই সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট। ভূমিতে প্রতি ঘণ্টার জন্য চার্জ ৫ হাজার টাকা। যোগাযোগ- ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড ৪০ শহীদ তাজউদ্দীন সরণি, তেজগাঁও, ঢাকা। ফোন: ০১৭২৯২৫৪৯৯৬
আরো যাদের বাণিজ্যিক ব্যবহারের হেলিকপ্টার আছে
পিএইচপি গ্রুপ, বাংলা ইন্টারন্যাশনাল, বিআরবি কেব্ল্, মেঘনা গ্রুপ, ইয়াং ইয়াং (আরিয়ান) গ্রুপ, এমএস বাংলাদেশ প্রভৃতি।সাধারণ নীতিমালা
সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনের সময় হেলিকপ্টার চার্জের ৫০ ভাগ পরিশোধ করে বাকি টাকা পরিশোধ করতে হয় হেলিকপ্টার উড্ডয়নের আগে। হেলিকপ্টার উড্ডয়নের ৪৮ ঘণ্টা আগে সিভিল এভিয়েশনকে জানাতে হয়। কারণ হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই। এ কারণে কোনো হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করলে টাওয়ারকে প্রস্তুত রাখতে হয়, যাতে সহজে যোগাযোগ স্থাপন করা যায়। তবে জরুরি হলে ৫, ১০, ১৫ মিনিট এমনকি এক ঘণ্টার মধ্যেও অনুমতি দেওয়া হয়।
সিকদার গ্রুপ
সিকদার গ্রুপের তিনটি হেলিকপ্টার আছে হল বেল-৪০৪, আর-৬৬ ও আর-৪৪ সাত সিটের হেলিকপ্টার ভাড়া ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। তিন সিটের ভাড়া ঘণ্টায় ৭২ হাজার টাকা। সঙ্গে ভ্যাট ১৫ শতাংশ। প্রতি ঘণ্টায় ভূমিতে অপেক্ষমাণ চার্জ দিতে হবে সাত হাজার টাকা। যোগাযোগ-সিকদার গ্রুপ
রাজ ভবন, দ্বিতীয় তলা, ২৯ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন : ৯৫৫০২৭১ সাউথ এশিয়ান এয়ারলাইনস্
সাউথ এশিয়ান এয়ারলাইনস্ সাধারণ কাজের জন্য হেলিকপ্টার ভাড়া প্রতি ঘণ্টা ৫৫ হাজার টাকা। কিন্তু সিনেমার শুটিং, লিফলেট বিতরণসহ অন্যান্য বাণিজ্যিক কাজের জন্য ভাড়া ৩০ শতাংশ বেশি। ভূমিতে অপেক্ষমাণ চার্জ প্রতি ঘণ্টার জন্য পাঁচ হাজার টাকা। এ ছাড়া পুরো খরচের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এই কম্পানি থেকে ন্যূনতম ৩০ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া যায়। জ্বালানি খরচ, ইনস্যুরেন্সসহ বাকি সব কিছু কম্পানিই বহন করে থাকে। যোগাযোগ-সাউথ এশিয়ান এয়ারলাইনস্ লিমিটেড টাওয়ার হেমলেট
১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০২ ৯৮৮০৪৯৬ ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড
ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড থেকে সর্বনিম্ন ১ ঘণ্টার জন্য ভাড়া নেওয়া যাবে ৬ আসনবিশিষ্ট ইসি ১৩০বি-৪ হেলিকপ্টার। প্রতি ঘণ্টার জন্য গুনতে হবে এক লাখ টাকা। সেই সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট। ভূমিতে প্রতি ঘণ্টার জন্য চার্জ ৫ হাজার টাকা। যোগাযোগ- ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড ৪০ শহীদ তাজউদ্দীন সরণি, তেজগাঁও, ঢাকা। ফোন: ০১৭২৯২৫৪৯৯৬
আরো যাদের বাণিজ্যিক ব্যবহারের হেলিকপ্টার আছে
পিএইচপি গ্রুপ, বাংলা ইন্টারন্যাশনাল, বিআরবি কেব্ল্, মেঘনা গ্রুপ, ইয়াং ইয়াং (আরিয়ান) গ্রুপ, এমএস বাংলাদেশ প্রভৃতি।সাধারণ নীতিমালা
সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনের সময় হেলিকপ্টার চার্জের ৫০ ভাগ পরিশোধ করে বাকি টাকা পরিশোধ করতে হয় হেলিকপ্টার উড্ডয়নের আগে। হেলিকপ্টার উড্ডয়নের ৪৮ ঘণ্টা আগে সিভিল এভিয়েশনকে জানাতে হয়। কারণ হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই। এ কারণে কোনো হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করলে টাওয়ারকে প্রস্তুত রাখতে হয়, যাতে সহজে যোগাযোগ স্থাপন করা যায়। তবে জরুরি হলে ৫, ১০, ১৫ মিনিট এমনকি এক ঘণ্টার মধ্যেও অনুমতি দেওয়া হয়।