Showing posts with label বিশ্ব খবর. Show all posts
Showing posts with label বিশ্ব খবর. Show all posts

এক পুরুষ মায়ের গর্ভধারণ করার বিচিত্র গল্প !

এক পুরুষ মায়ের গর্ভধারণ করার বিচিত্র গল্প !
CTt2384XAAAEquD
জন্ম পরিচয়ে সন্তুষ্ট থাকতে না পেরে অস্ত্রোপচার করে নিজের লিঙ্গ পাল্টে ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ট্রেসি লিউয়ানানি লা গোনডিনো। ২০০২ সালে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী থেকে পুরুষ হয়ে যাওয়া ট্রেসির নতুন নাম হয় থমাস ট্রেস বেটি। এরপর সিক্স প্যাক শরীর, শ্মশ্রূমণ্ডিত মুখমণ্ডল– অস্ত্রোপচারের মাধ্যমে সবই সম্ভব করেছিলেন থমাস। সেই থমাস বেটির তিন সন্তান নিয়ে সারা পৃথিবীতে কত তোলপাড় !
থমাস বেটির ঘটনার এক বছর পর আরেক ‘রূপান্তরকামী’কে নিয়ে সারাবিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। যুক্তরাষ্ট্রের এই রূপান্তরকামীর নাম কেডেন কোলেম্যান। এই কোলেম্যান আবার থমাস বেটির উল্টো ! তিনি ছিলেন পুরুষ।কিন্তু নিজেকে নারী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছায় চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে নারী হিসেবে গড়ে তুললেন নিজেকে ।
কী বলবেন রূপকথা? কল্পবিজ্ঞানের গল্প? নাকি সত্যিই বিজ্ঞানের দুর্দান্ত জয়। অথবা প্রকৃতির বিরুদ্ধে এক গোল?
কেডেন কোলেম্যানের জীবনের গল্প যে সেরকমই। তিনি ছিলেন পুরুষ। কিন্তু এ সমাজের অনেকের মতোই হলেন রূপান্তরকামী। নিজেকে ডাক্তারদের চিকিত্‍সাশাস্ত্রের সাহায্য নিয়ে গড়ে তুললেন নারী।
নারী হওয়া তো হল। তাহলে কি জীবনটাও থেমে যাবে এবার? না, থেমে থাকেননি কেডেন কোলেম্যান। ২০১২ থেকে ডেট করা শুরু করেন ফিলাডেলফিয়ার এলিজার সঙ্গে। এরপর তিনি বিয়ে করেন এলিজাকে। এলিজা তাঁর স্বামী। ২০১৩ সালে কোলেম্যান অনুভব করেন, তাঁর পেটটা একটু একটু করে ফুলে উঠছে। কিন্তু তিনি যে ‘মা’ হতে পারেন, এটা তাঁর কল্পনাতেও আসেনি।
কিন্তু পরে কোলেম্যান বুঝতে পারেন যে, তিনি সত্যিই মা হতে চলেছেন। ২১ সপ্তাহের একটি ভ্রূণ তাঁর গর্ভে একটু একটু করে বড় হচ্ছে। কোলেম্যান আর এলিজার চিন্তা বাড়তে থাকে। এ সমাজ রূপান্তরকামীদের বিয়ের তো স্বীকৃতি দেয়। কিন্তু তা বলে, লোমশ পুরুষ কিনা দেবে, তাঁর গর্ভে পুরুষের জন্ম! তাই খানিকটা চুপিসারেই গর্ভের সন্তানকে বড় করতে থাকেন কোলেম্যান। আর তাঁর সমস্ত খেয়াল রাখতে থাকেন আলিজা।
অবশেষে এল সেই দিন। জয় হল চিকিত্‍সা শাস্ত্রের। সত্যিই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন কোলেম্যান।নাম দিলেন আজাইলিয়া।
আজ কোলেম্যানের মেয়ের বয় প্রায় দুবছর (২২ মাস)। আজাইলিয়াকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারে না সে। যদিও ইতিহাস বলে কোলেম্যানের আগেও সন্তানের জন্ম দিয়েছেন এক রূপান্তরকামী। ২০০৭ সালে সন্তানের জন্ম দিয়েছিলেন থমাস বেটি। কিন্তু কোলেম্যানের সংসারের গল্প যে সত্যিই ভালোলাগার। তাতে প্রথম নেই। তবু রোমাঞ্চ আছে। জয়ের আনন্দ আছে

এক লাখ রুপি পুরস্কার আমিরকে থাপড় দিলেই,

এক লাখ রুপি পুরস্কার আমিরকে থাপড় দিলেই,

পাঞ্জাব শিবসেনার ঘোষণা

আমিরকে থাপড় দিলেই এক লাখ রুপি পুরস্কার

ভারতে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় বলিউড অভিনেতা আমির খানকে থাপড় দিতে বলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার পাঞ্জাব শাখা। থাপড়ের পুরস্কার হিসেবে এক লাখ রুপি দেওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে বলা হয়, আমিরের মন্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার পাঞ্জাবের লুধিয়ানায় এমবিডি র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে বিক্ষোভ করে শিবসেনার পাঞ্জাব শাখার সদস্যরা।  ওই সময় সংগঠনটির পাঞ্জাব শাখার সভাপতি রাজীব টেন্ডন বলেন, ‘যে কেউ আমির খানকে থাপড় দিলে শিবসেনার পক্ষ থেকে থাপড়প্রতি এক লাখ রুপি দেওয়া হবে।’
মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘দাঙ্গাল’-এর কাজে লুধিয়ানার হোটেলটিতে অবস্থান করছেন আমির। তাঁর সঙ্গে ছবির অন্য কলাকুশলীরাও আছেন। সেদিকে ইঙ্গিত করে শিবসেনার পাঞ্জাব সভাপতি বলেন, ‘আমরা হোটেলের (এমবিডি র‍্যাডিসন ব্লু) ব্যবস্থাপক, কর্মচারী এবং তাঁর (আমির) দলের লোকজনকে থাপড় দিয়ে এক লাখ রুপি লুফে নেওয়ার সুযোগ দিচ্ছি।’
ওই বিক্ষোভের সময় এমবিডি র‍্যাডিসন ব্লু হোটেলের  সামনের রাস্তা বন্ধ করে দেয় শিবসেনার নেতাকর্মীরা। এ সময় তারা আমিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তাঁর ছবি পোড়ায়।
গত সোমবার ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন বলিউডের আলোচিত অভিনেতা আমির খান। নয়াদিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন,  ‘আমি আতঙ্কিত। আমার স্ত্রী (কিরণ রাও) ভারতের বাইরে চলে যাওয়ার কথা বলছে।’
‘কিরণ খুবই ভয় পেয়েছে। কী থেকে কী হয়, তা নিয়ে সংশয়ে রয়েছি আমরা সবাই। আমাদের ওপর যদি হামলা হয়?,’ যোগ করেন আমির।
ওই বক্তব্যের পর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), শিবসেনাসহ বিভিন্ন সংগঠন আমিরের সমালোচনায় মুখর হয়ে ওঠে। এমনকি ভারতের নামী কিছু অভিনেতা-অভিনেত্রীও আমিরের সমালোচনা করেন। তাঁদের কেউ কেউ আমিরকে নিজ গন্তব্য ঠিক করারও পরামর্শ দেন। আর আমিরকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়েই চলছে শিবসেনা।