Showing posts with label বিশ্ব খবর. Show all posts
Showing posts with label বিশ্ব খবর. Show all posts

ফেসবুকের সব কর্মীই পাবেন পিতৃত্বকালীন ছুটি।

ফেসবুকের সব কর্মীই পাবেন পিতৃত্বকালীন ছুটি।
সব ফেসবুক কর্মীই পাবেন পিতৃত্বকালীন ছুটি
এতদিন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসে কর্মরত কর্মীরাই ভোগ করতো এই সুবিধা। এখন সেটা পাবে সারা বিশ্বের কর্মীরা। সারাবিশ্বের ফেসবুক কর্মীরা এবার প্রতিষ্ঠানটির প্রতি আরো বেশি কৃতজ্ঞ থাকবেন। কারণ এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক অফিসেই না বরং সারা বিশ্বে ফেসবুকের যতো প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদের যতো কর্মী রয়েছে সবার জন্য মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করছে ফেসবুক।
ফেসবুক সম্প্রতি তাদের একটি পোষ্টে জানায়, কর্মীদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ‍ছুটি বিবেচনা করে আমরা মনে করেছি এটাই সবচেয়ে ভালো কিছু যা আমরা আমাদের কর্মী ও তাদের পরিবারের জন্য উপহার দিতে পারি। ফেসবুকের মূল অফিস ক্যালিফোর্নিয়ার পালো আলতোর এলাকায় অনেক কর্মী রয়েছে।
এছাড়া দিল্লী-ডাবলিন বা অন্যান্য দেশেও অনেক ফেসবুক কর্মী রয়েছে। তবে তাদের কারো কারো একটু আলাদা এবং কারো কারো খুবই খারাপ কাটে পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটি। কোনো কোনো দেশে তো মায়ের জন্যই ছুটি বরাদ্দ মাত্র ৮৪ দিন।
খুব শিঘ্রই বাবা হতে যাচ্ছেন মার্ক জুকারবার্গ। বাবা হওয়ার পর দুই মাস পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জুকারবার্গ। তার এমন ঘোষণার পরই ফেসবুক সব কর্মীদের জন্য তাদের এমন সিদ্ধান্তের কথা জানায়।
তবে অনেকের মতে এই ছুটি ঘোষণার মধ্য দিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ শুরু করলো ফেসবুক। সেই সঙ্গে শীর্ষ যোগ্যদের ধরে রাখার জন্য প্রতিযোগীতামূলক একটি চাকরির বাজারে কর্মীদের জন্য খু্বই ভালো একটি অফার হিসেবেই বিবেচিত এই সিদ্ধান্ত।

‘চিকিৎসার্থে’ যুক্তরাষ্ট্রে গেছেন আমির খান!

‘চিকিৎসার্থে’ যুক্তরাষ্ট্রে গেছেন আমির খান!
সমালোচনার ভয়ে দেশত্যাগ নয় বরং ‘চিকিৎসার জন্য’ যুক্তরাষ্ট্রে গেলেন বলিউড মেগাস্টার আমির খান। গতকাল শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দেশ ছাড়েন তিনি! সঙ্গে গেছেন স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদ। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ও তাঁর পরিবারকে ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
পিটিআইয়ের খবরের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানায়, রাত সাড়ে ৯টায় মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দর। সেখান থেকেই যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন ভারতে এই সময়ের সবচেয়ে বিতর্কিত মানুষটি।
নাম প্রকাশে অনিচ্ছুক আমিরের ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, দেশ ছেড়ে মার্কিন মুলুকে সংসার সাজাতে যাননি আমির। কিছুদিন আগেই ‘দঙ্গল’ ছবির শুটিং চলাকালীন প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি, সেই চিকিৎসার জন্যই এবার বিদেশে পাড়ি দিলেন তিনি!
এদিকে ‘দঙ্গল’ চলচ্চিত্রটির পরিচালক নীতেশ তিওয়ারি জানান, লুধিয়ানায় দুর্ভেদ্য নিরাপত্তার মধ্যে ছবিটির প্রথম ধাপের কাজ শেষ করে ওজন কমানোর জন্য আমিরের আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। ‘দঙ্গল’ ছবিতে হরিয়ানভির কুস্তিগীর মহাবীর ফোগাতের দুটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন আমির। এ জন্যই ওজন বাড়ানোর পর এবার তা কমাতে হচ্ছে তাঁকে।
কিন্তু চলমান বিতর্কের কারণে মার্কিন মুলুকে পরিবারকে নিয়ে ৫০ বছর বয়সী এই অভিনেতা অনেকদিন অবস্থান করবেন বলে ধারণা করছে বিসনেস ইনসাইডার। পত্রিকাটি লিখেছে, হয়তো পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশের বাইরে থাকবেন তাঁরা।
এদিকে আমির বিদেশে যাওয়ার পর আজও ভোপালে আমিরের বিরুদ্ধে এমপিনগর থানায় অভিযোগ জমা দিয়েছেন আট-দশজনের একটি আইনজীবী দল। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে আজও তাঁর কুশপুতুল পুড়িয়েছে বিজেপি ও শিবসেনা সমর্থকরা।

দেশ ছাড়ছেন বলিউডের অভিনেতা আমির খান!!

দেশ ছাড়ছেন বলিউডের অভিনেতা আমির খান!!
ছবি : বিমানবন্দরে আমির খানের এই ছবিটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম।

‘ধর্মীয় অসহিষ্ণুতা’ ইস্যুতে নানামুখী বিতর্কের পরিপ্রেক্ষিতে দেশ ছেড়েছেন বলিউড মেগাস্টার আমির খান। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে ভারতে অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম। সংবাদের সপক্ষে একটি ছবিও প্রকাশ করেছে অনলাইন পত্রিকাটি। এতে পুলিশ প্রহরায় আমিরের পাশে তাঁর ছেলে ও মেয়েকে দেখা গেছে। তবে তাঁর স্ত্রী কিরণ রাওকে ছবিতে দেখা যায়নি।
ইন্ডিয়া ডটকম ছাড়াও ওয়ানইন্ডিয়া ডট কম, বলিউড নিউজ ডটকম, বলিউড লাইফ ডটকমসহ আরো কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আমিরের নতুন ছবি ‘দঙ্গল’-এর শুটিংয়ে পাঞ্জাবের লুধিয়ানায় অবস্থান অবস্থান করছিলেন তিনি। এরই মধ্যে তাঁর হোটেলের সামনে বিক্ষোভ দেখায় শিবসেনার কর্মী-সমর্থকরা। এরপর পাঞ্জাব পুলিশ তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেয়। তবুও ‘নিরাপত্তা শঙ্কায়’ চলচ্চিত্রটির পরিচালক নীতেশ তিওয়ারি আজ শুক্রবার শুটিং বন্ধ রাখেন।
এরপর শুক্রবার সন্ধ্যায় আমিরকে পরিবারসহ মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। আমির খান সংশ্লিষ্ট একটি বিশেষ সূত্রের খবর দিয়ে ইন্ডিয়া ডটকম জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় একটি ‘অনির্ধারিত’ সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়ান দিয়েছেন তাঁরা।
এর আগে গত সোমবার ‘রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমির বলেছিলেন, “গত সাত-আট মাস ধরে ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা চলছে। সমাজের মানুষের মধ্যে ‘নিরাপত্তাহীনতা’ এবং ‘ভয়’ কাজ করছে।”
এ ছাড়া ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারত ছাড়ারও চিন্তা করেছিলেন বলে জানান তিনি। বলিউডের এই সুপারস্টার বলেন, ‘কিরণ এবং আমি প্রথম থেকেই ভারতে বসবাস করছি। কিন্তু এই প্রথম সে আমাকে দেশ ছাড়ার কথা বলেছে। বাড়িতে এই বিষয়টি নিয়ে আমি যখন কিরণের সঙ্গে কথা বলি; সে আমাকে বলছিল, তাহলে কি আমাদের এখন দেশ ছেড়ে চলে যাওয়া উচিত?’
আমিরের এমন বক্তব্যের পর শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতির আঙিনা। তীব্র বিতর্ক শুরু হয় বলিউডের অন্দরেও। আমিরের পাশে দাঁড়ানোর ইঙ্গিত কেউ কেউ দিলেও, আক্রমণই সহ্য করতে হচ্ছিল বেশি। এরপর ‘ধর্মীয় অসহিষ্ণুতা’ ইস্যুতে বলিউড মেগাস্টার আমির খানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়। বুধবার ভারতের কানপুর কোর্টে এ মামলা হয়। আদালত বাদীর বক্তব্য শুনে ১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
এছাড়া গুণী এই অভিনেতাকে চড় মারতে পারলে এক লাখ রুপি পুরস্কারের কথা ঘোষণা দিয়েছে শিবসেনা পাঞ্জাব শাখা।
তবে এতকিছুর পরও আমির বলেছিলেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জোর গলায় জানান, তিনি বা তাঁর স্ত্রী কিরণের দেশ ছাড়ার কোনো প্রশ্নই নেই। তিনি দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। আশঙ্কার কথা বললেই দেশত্যাগের কথা বলা হয় না।
আমির বিবৃতিতে বলেন, ‘আমার বা আমার স্ত্রী কিরণের দেশ ছাড়ার কোনো ইচ্ছা নেই। কখনো তেমন ভাবনা মনে আসেনি। ভবিষ্যতেও আসবে না। যাঁরা আমার মন্তব্যের উল্টো মানে করছেন, তাঁরা হয় আমার সাক্ষাৎকার দেখেননি, না হয় ইচ্ছা করে আমার বক্তব্যকে বিকৃত করছেন।’ তিনি আরো বলেন, ‘অকারণে আমি যে পরিমাণ আক্রমণের শিকার হলাম, তাতে আমি খুবই দুঃখ পেয়েছি। যাঁরা আমাকে দেশবিরোধী বলছেন, তাঁদের জানিয়ে দিতে চাই, একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত। তার জন্য আমার কারো কাছ থেকে অনুমতি বা মান্যতার দরকার নেই।’

আমিরের জন্য আত্মহত্যা!

আমিরের জন্য আত্মহত্যা!
বলিউড অভিনেতা আমির খান। পুরোনো ছবি

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড অভিনেতা আমির খানের মন্তব্যে শুধু রাজনৈতিক মহলেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে না। এ ঝড় আমির-ভক্তদের অন্দরমহলেও হানা দিয়েছে। এ নিয়ে আত্মহননের ঘটনাও ঘটছে।
আমিরের মন্তব্য সঠিক, নাকি ভুল—এ নিয়ে স্বামীর সঙ্গে তর্কের একপর্যায়ে আত্মহত্যা করলেন এক নারী। গত বুধবার ভারতের মধ্যপ্রদেশের জবলপুর শহরের  কোতোয়ালি এলাকায় এ ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যে ওই দিন স্বামী ময়ঙ্ক পান্ডের সঙ্গে সোনম পান্ডের (২৭) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বিষ পান করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় সোনমের।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ময়ঙ্ক পুলিশকে জানান, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আমিরের মন্তব্য নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
ময়ঙ্কের বাবা আর পি পান্ডে জানান, তাঁর পুত্রবধূ সোনম আমিরের ভক্ত। ময়ঙ্ক যখন আমিরের মন্তব্য নিয়ে বিদ্রূপ করছিল, তখন সে খুব বিরক্ত হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা ওপি সিং বলেন, ‘এখন আমরা ময়ঙ্কের বক্তব্য নিচ্ছি। বিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর (সোনম) ভাইয়ের অভিযোগ, যৌতুকের জন্য তাঁর ওপর নির্যাতন করা হতো। এ ব্যাপারে তদন্ত হচ্ছে।’
গত সোমবার নয়াদিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতে অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন আমির খান। তিনি বলেন, ‘আমি আতঙ্কিত। আমার স্ত্রী (কিরণ রাও) ভারতের বাইরে চলে যাওয়ার কথা বলছে।’
আমির আরো বলেন, ‘কিরণ খুবই ভয় পেয়েছে। কী থেকে কী হয়, তা নিয়ে সংশয়ে রয়েছি আমরা সবাই। আমাদের ওপর যদি হামলা হয়?’
ওই বক্তব্যের পর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), শিবসেনাসহ বিভিন্ন সংগঠন আমিরের সমালোচনায় মুখর হয়ে ওঠে। এমনকি ভারতের কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও আমিরের সমালোচনা করেন। তাঁদের কেউ কেউ আমিরকে নিজ গন্তব্য ঠিক করারও পরামর্শ দেন।

ট্যাটু জানাবে স্বাস্থ্যকথা

ট্যাটু জানাবে স্বাস্থ্যকথা
শখ করে অনেকেই শরীরের ট্যাটু আঁকেন। কিন্তু শখের এই ট্যাটু যদি কাজের জিনিসে পরিণত হয়? ট্যাটুর মধ্যে ফিটনেস ট্র্যাকার বসিয়ে দিয়ে সেই কাজটাই করেছে ‘ক্যায়োটিক মুন’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটি বলছে, এখনো তারা এই প্রযুক্তি নিয়ে বিস্তর গবেষণা করছে, যাতে এর ব্যবহার আরো বাড়ানো যায়। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।
টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বেন লাম জানিয়েছেন তারা ট্যাটু আঁকার জন্য ইলেকট্রো কনডাক্টিভ কালি ব্যবহার করা হয়েছে। কয়েক মাস আগে ক্যায়োটিক মুন প্রতিষ্ঠান কিনে নিয়েছে আন্তর্জাতিক বাজারজাতকারী প্রতিষ্ঠান একসেনটিউর।
ফিটনেস ট্র্যাকার এই ট্যাটুর নাম দেওয়া হয়েছে, ‘টেক ট্যাট’। ক্যায়োটিক মুনের প্রধান নির্বাহী বেন লাম বলেন, ‘টেক ট্যাট আসলে এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি একটি প্রোটোটাইপ ডিভাইস। এর আরো অনেক উন্নয়নের কাজ বাকি আছে। বিশেষ করে অ্যাপ্লিকেশনভিত্তিক প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী করে তুলছি আমরা এই ডিভাইসটিকে।’
কবে নাগাদ ব্যবহারকারীরা টেক ট্যাট ব্যবহার করতে পারবেন সেটা এখনো নিশ্চিত করে বলতে পারেননি বেন। তিনি জানান, ‘আমাদের লক্ষ্য থাকবে ব্যবহারকারীদের হাতে একটা কার্যকরী প্রযুক্তি তুলে দেওয়া। সেজন্য আমরা বাড়তি কিছু যোগ করার চেষ্টা করছি।’

এর আগে ‘ফ্লাইং টাসের ড্রোন’ নামের একটি ড্রোন তৈরি করেছিল ক্যায়োটিক মুন। বেন লাম বলেন, ‘প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর ইচ্ছে থেকেই ড্রোনটি তৈরি করেছি আমরা। যা মানুষের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ভিডিও করতে পারবে। আবার প্রয়োজনে বহুতল ভবন রং করার ক্ষেত্রেও ড্রোনটিকে ব্যবহার করা যাবে।’

মাটির নিচে পাওয়া গেল ‘ভিনগ্রহী’!

মাটির নিচে পাওয়া গেল ‘ভিনগ্রহী’!


ভিনগ্রহের প্রাণী বিষয়ে মানুষের আগ্রহের সীমা নেই। আর মানুষের এই চাহিদার খোরাক জোটাতেই কি না পাশ্চাত্যের সংবাদমাধ্যমগুলোতে একটি আকর্ষণীয় খবর থাকে ভিনগ্রহের প্রাণী সংক্রান্ত খবর। গণমাধ্যমের অগ্রযাত্রার জোয়ারে ভারতের গণমাধ্যমেও ইদানীং ভিনগ্রহের প্রাণীর সন্ধান হামেশাই পাওয়া যাচ্ছে।
গত বুধবার থেকে ভারতীয় সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে এমনই একটি ‘ভিনগ্রহের প্রাণীর’ ছবি ও খবর দেখা যাচ্ছে। ছবিটির উৎস দেশটির রাজস্থান রাজ্যের যোধপুর এলাকার বাওয়াড়ি গ্রাম। একটি অদ্ভুত দর্শন প্রাণীকে হাতে নিয়ে দেখা যাচ্ছে এক গ্রামবাসীকে এবং ওই গ্রামের অধিবাসীসহ সামাজিক মিডিয়ায় রব, মাটির নিচে পাওয়া গেছে ভিনগ্রহের প্রাণী!
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, বাওয়াড়ি গ্রামে নলকূপ খুঁড়তে গিয়ে কিম্ভূতকিমাকার জীবটিকে পাওয়া যায়। মানুষের চেহাররা আদলের সঙ্গে যথেষ্ট মিল আছে ছোট আকারের প্রাণিটির। মাটির নিচ থেকে বের করে আনার পর প্রাণিটি জীবিত ছিল বলে দাবি করেছে গ্রামবাসী।
এদিকে সামাজিক মাধ্যমের এই যুগে ভারতে এই ছবি এখনও ভাইরাল। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিজ্ঞানকর্মীরা আগ্রহী হয়ে ওই গ্রামে যান। কিন্তু এ ধরনের কিছু খুঁজে পাননি তাঁরা। বিজ্ঞানকর্মীরা পৌঁছানোর আগেই গ্রামবাসী ‘মাটির নিচে পাওয়া দেবতাকে’ নদীতে ভাসিয়ে দিয়েছে বলে দাবি করে।
তবে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে যুক্তিবাদীদের মত‚ মাটির নিচ থেকে সত্যিই যদি এই জিনিস বের হয় তাহলে এটি হয়তো কোনো প্রাণীর অপরিণত ভ্রূণ। এমনটি ছবির এই জিনিসটিকে মানুষের অপরিণত ভ্রূণ হওয়ার সম্ভবানাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।