Showing posts with label বিশ্ব খবর. Show all posts
Showing posts with label বিশ্ব খবর. Show all posts

ফেসবুকের ৯৯% শেয়ার দান করবেন মার্ক জাকারবার্গ।

ফেসবুকের ৯৯% শেয়ার দান করবেন মার্ক জাকারবার্গ।
zuckerberg
কন্যাসন্তানের সাথে মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান     


ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান তাদের জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করার অঙ্গিকার করেছেন। জাকারবার্গ দম্পতির একটি কন্যাসন্তান জন্মের ঘোষণা দেয়ার সাথে সাথে ফেসবুকে এই অঙ্গিকার করে তারা একটি বার্তা দেন।
ফেসবুকের পোস্টে মি. জাকারবার্গ তার নবাগত কন্যাসন্তান, ম্যাক্সের উদ্দেশ্যে লিখিত একটি চিঠিতে এই অঙ্গিকার করে বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য আরো ভালো একটি পৃথিবী তৈরির জন্য তারা এই দান করছেন।
ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় চার হাজার পাঁচ'শ কোটি ডলার।

অতঃপর আমিরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান।

অতঃপর আমিরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান।
অতঃপর আমিরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান 

অসহিষ্ণুতার প্রশ্নে মন্তব্য করায় বেশ বিপাকে আমির খান। তারপাশে দাঁড়াননি অন্য খানেরাও। তবে এ বার ‘কিং খান’কে পাশে পেলেন আমির খান। শাহরুখ বললেন, ‘নিজেকে দেশপ্রেমিক হিসেবে বড়াই করার দরকার পড়ে না। দেশের কথা ভেবে নিজে ভাল থাকলেই আর দেশের উন্নতির জন্য চিন্তা-ভাবনা করলেই দেশপ্রেমিক হওয়া যায়। আর কিছুর প্রয়োজন হয় না। দেশের কীসে ভাল হয়, তার জন্যই আমাদের কাজ করতে হবে, কাজ করে যেতে হবে। আর আমরা যদি আন্তরিক ভাবেই নিজে সৎ থেকে সেই কাজটা করে যাই, তা হলেই মঙ্গল হবে দেশের। দেশপ্রেমিক বলে নিজেদের ঢাক পেটাতে হবে না। আর আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই, হই সঙ্কীর্ণমনা বা একেবারেই প্রাদেশিক মনোভাবপন্ন, তা হলে যে কথাই বলি না কেন, যা-ই বড়াই করি না কেন, তাতে আমাদের দেশটারই ক্ষতি হবে।’ দেশে উত্তরোত্তর বেড়ে চলা অসহিষ্ণুতার আবহে আমিরের সাম্প্রতিক মন্তব্যটি নিয়ে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় তুমুল হই চই হয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন শাহরুখ। তবে আমিরের মন্তব্যের পর যেমনটা বলেছিলেন অভিনেতা হৃতিক রোশন, ওই ঘটনা থেকে সম্ভবত তেমনই কোনও ‘শিক্ষা’ নিয়ে থাকতে পারেন ‘কিং খান’! তাই শাহরুখ বলেছেন, ‘এটা বুঝেছি, শুধু যেটা আমি নিজে জানি, সেটা নিয়েই কথা বলব। কিন্তু পেশাদার অভিনেতা হিসেবে আমার ২৫ বছর হয়ে গেল বলে যদি মানুষজন মনে করেন, আমি আরও অনেক বিষয়ে কথা বলতে পারি, তা হলে এবার আমি তাঁদের হতাশ করব!

মার্ক জুকারবার্গের বাংলাদেশ ফেসবুক বন্ধে তীব্র নিন্দা।

মার্ক জুকারবার্গের বাংলাদেশ ফেসবুক বন্ধে তীব্র নিন্দা।
mark
গতকাল আমেরিকার ওয়াশিংটনে ফেসবুক আয়োজিত এক সেমিনারে ফেসবুকের জনক মার্ক জুকার বার্গ বাংলাদেশ ফেসবুক বন্ধ করে দেওয়ার প্রতি তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন
তিনি বলেছেন, ফেসবুক বন্ধ করে সরকার বিশ্ব থেকে বাংলাদেশকে আদালা করার পায়তারা করা হচ্ছে।

তিনি আরাও বলেন অতিবিলম্বে যদি বাংলাদেশে সরকার ফেসবুক খুলে না দেয় তাহলে বাংলাদেশ কে সবরকম ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করা হবে। তবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের পাঠানো চিঠি নিয়ে কিছুই বলে নাই তিনি।
সেমিনারে আমেরিকা ভারত বেশ কয়েকটি দেশের বক্তরা এই বিষয়ে প্রতি আঙ্গুল তুলে তীব্র নিন্দা জানান।
বাংলাদেশ ফেসবুক বন্ধ হওয়াতে ফেসবুক কোম্পানির বেশ কিছু ডলার এর ক্ষতি হচ্ছে, কারন বাংলাদেশের ই-কমার্স সাইট সহ অনেক কোম্পানিই ফেসবুক এ বিজ্ঞপন দিত কিন্তু এখন সেটি হচ্ছে না। সেই ক্ষোভ থেকেই তিনি বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য করেন।
উল্লেখ, গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, ভাইবারসহ বেশকয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তবে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের অনেক উচ্চপদস্থত কর্মকর্তারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন।
আশা করি খুব দ্রুতই সকলের জন্য সরকার ফেসবুক উন্মুক্ত করে দিবেন।

হুমকি কমলেই ফেসবুক খুলে দেয়া হবে।

হুমকি কমলেই ফেসবুক খুলে দেয়া হবে।
হুমকি কমলেই ফেসবুক খুলে দেয়া হবে
হুমকি কমে গেলেই ফেসবুক খুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। বিজয় দিবসকে সামনে রেখে এ বৈঠকে বসেছিলেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল বলেন, এটি সাময়িক। নিরাপত্তার যখন হুমকি আসে, তখন এ ধরনের ব্যবস্থা নেয়া হয়। পৃথিবীর সব  দেশেই এমন হয়ে থাকে। যদিও এখন বাংলাদেশে  তেমন কিছু হচ্ছে না, তবু হুমকি কিছু আসছে। এটা শেষ হলেই ফেসবুক খুলে দেয়া হবে।
বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, বিজয় দিবস উদযাপনে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন তাদের সাতদিন আগে অনুমতি নিতে হবে। অনুষ্ঠান কোথায় করবেন, কী অনুষ্ঠান করবেন তা জানিয়ে অনুমতি নিতে হবে।
মন্ত্রী বলেন, বিজয় দিবসে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে৷
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, র‌্যাবের মহাপরিচলাক বেনজীর আহমেদসহ গোয়েন্দা সংস্থার প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

আমিরের ধৈর্য্য শক্তির প্রশংসা করলেন হৃতিক।

আমিরের ধৈর্য্য শক্তির প্রশংসা করলেন হৃতিক।
আমিরের ধৈর্য্য শক্তির প্রশংসা করলেন হৃতিক
অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যের জন্য তাকে টুইট করে সাবাস দিলেন হৃতিক রোশন।
টুইটে হৃতিক লিখেছেন, ‘‘এই ব্যাপারটা থেকে আমি একটা জিনিস শিখলাম। সব রকমের বিরোধিতার মধ্যেও কী ভাবে ধৈর্য্য ধরে থাকতে হয়। যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও মন্তব্য না করে কী ভাবে নিজের বক্তব্যে অটল থাকতে হয়, সেটা শিখলাম। ওয়েল ডান, আমির!’’
দেশে উত্তরোত্তর বেড়ে চলা অসহিষ্ণুতায় উদ্বিগ্ন আমিরের মন্তব্যের জেরে ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কে কখনও বেঁধা হচ্ছে আমির খানকে। কখনও কাটাছেঁড়া করা হচ্ছে তাঁর মন্তব্য। কেউ তাঁকে সরাসরি ‘দেশদ্রোহী’ বলছেন, কেউ-বা চাইছেনই না নায়ক এ দেশে থাকুন! তুমুল সেই বিতর্কের মধ্যেই আমির অনুরোধ করেছেন, তাঁকে যেন ভুল বোঝা না হয়!
সম্ভবত এই ‘আমিরি’ মাত্রাজ্ঞান, এই সৌজন্যই শিখেছেন হৃতিক রোশন!
- See more at: http://www.eurobdnews.com/entertainment_bangladesh/1316/-----#sthash.Hbye7jYv.Wtj6o42A.dpuf

অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যের জন্য তাকে টুইট করে সাবাস দিলেন হৃতিক রোশন।
টুইটে হৃতিক লিখেছেন, ‘‘এই ব্যাপারটা থেকে আমি একটা জিনিস শিখলাম। সব রকমের বিরোধিতার মধ্যেও কী ভাবে ধৈর্য্য ধরে থাকতে হয়। যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও মন্তব্য না করে কী ভাবে নিজের বক্তব্যে অটল থাকতে হয়, সেটা শিখলাম। ওয়েল ডান, আমির!’’
দেশে উত্তরোত্তর বেড়ে চলা অসহিষ্ণুতায় উদ্বিগ্ন আমিরের মন্তব্যের জেরে ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কে কখনও বেঁধা হচ্ছে আমির খানকে। কখনও কাটাছেঁড়া করা হচ্ছে তাঁর মন্তব্য। কেউ তাঁকে সরাসরি ‘দেশদ্রোহী’ বলছেন, কেউ-বা চাইছেনই না নায়ক এ দেশে থাকুন! তুমুল সেই বিতর্কের মধ্যেই আমির অনুরোধ করেছেন, তাঁকে যেন ভুল বোঝা না হয়!
সম্ভবত এই ‘আমিরি’ মাত্রাজ্ঞান, এই সৌজন্যই শিখেছেন হৃতিক রোশন!

শাহরুখ না দাঁড়ালেও আমিরের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা।

শাহরুখ না দাঁড়ালেও আমিরের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা।
শাহরুখ না দাঁড়ালেও আমিরের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক : ভারতজুড়ে চলমান অসহিষ্ণুতা প্রশ্নে শাহরুখ, আমিরের পর এবার মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ যেন একটু বেশিই আগ্রহী। ‘বাজিরাও মস্তানি’র প্রচারে গিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। যেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন। আমাদের উচিত তাদের সেই লড়াইকে সম্মান করা।’ প্রিয়ঙ্কার মতে, গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে। কিন্তু হঠাৎই যেন দেশের মানুষ সব বিষয় নিয়ে অনেক বেশি মন্তব্য করছেন। এর ফলেই সমালোচনার ঝড় উঠছে। নিজের জন্মদিনেই অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। তিনি বলেন, দেশে উগ্র অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। দিন কয়েক আগে আমির খান একটি অনুষ্ঠানে বলেন, এ দেশে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তাই তার স্ত্রী কিরণ তাকে অন্য দেশে গিয়ে থাকার পরামর্শও দিয়েছেন। এর পরই দেশ জোড়া সমালোচনার মুখে পড়তে হয় আমিরকে। প্রিয়ঙ্কা সেই বিতর্ককে আরও এক ধাপ উস্কে দিলেন বলেই মনে করছেন বলিউডের একাংশ। ৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন