Showing posts with label সিম টিপস. Show all posts
Showing posts with label সিম টিপস. Show all posts

আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন পরীক্ষামূলকভাবে শুরু।

আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন পরীক্ষামূলকভাবে শুরু।

পরীক্ষামূলকভাবে আজ থেকে শুরু হয়েছে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ। রবিবার পরীক্ষামূলক এ কার্যক্রম দেখতে বিভিন্ন অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্রে যান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী দুপুর ১২টা থেকে পর্যায়ক্রমে গুলশানে রবি, গ্রামীণ ফোন, টেলিটক, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহক সেবা কেন্দ্রে যান। তিনি গ্রাহক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ​আগামী ১৬ ডিসেম্বর থেকে এই পদ্ধতি চূড়ান্তভাবে চালু হবে। তার প্রস্তুতি কতটুকু, সেটা দেখতে তিনি এসেছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত ও সিস্টেম অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিসি।

‘সিম নিবন্ধনে বায়োমেট্রিক্স পদ্ধতি চালু হচ্ছে নভেম্বরে, ডিসেম্বর থেকে বাধ্যতামূলক’

‘সিম নিবন্ধনে বায়োমেট্রিক্স পদ্ধতি চালু হচ্ছে নভেম্বরে, ডিসেম্বর থেকে বাধ্যতামূলক’


বায়োমেট্রিক্স পদ্ধতি
মোবাইল ফোনের সিম নিবন্ধনে পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক্স পদ্ধতি (আঙুলের ছাপ) চালু হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে মোবাইল অপারেটররা নিজেদের গ্রাহক সেবা কেন্দ্রে এ পদ্ধতি চালু করবে। তথ্যগুলো জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ছয় মোবাইলফোন অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সঠিকভাবে নিবন্ধন করতে হবে। এটি গ্রাহকদের জন্য সতর্কবার্তা। আগামী ১ নভেম্বর থেকে অপারেটররা প্রতিটি অপারেটর তাদের নিজ নিজ সার্ভিস সেন্টার থেকে পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু করবে। আর চূড়ান্তভাবে কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর। সচেতন গ্রাহকরা নিজ উদ্যোগে এখানে এসে নিজ নিজ সিমের নিবন্ধন করতে পারবেন। তথ্যগুলোও যাচাই-বাছাই করতে পারবেন।
তারানা বলেন, ১ নভেম্বর থেকে সচেতন গ্রাহকরা নিজে থেকে সার্ভিস সেন্টারে গিয়ে সিমের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
তিনি জানান, চূড়ান্তভাবে এ পদ্ধতি শুরু হলে প্রাধাণ্য পাবে ফেক আইডির বিপরীতে সিম নিবন্ধনকারীরা এবং সঠিক এনআইডির বিপরীতে অস্বাভাবিকভাবে সিম নিবন্ধনকারীরা।


প্রতিমন্ত্রী বলেন, এভাবে আশা করি, নিশ্চিত হতে পারবো সিমগুলো সঠিক মালিকই ব্যবহার করছেন। এ সম্পর্কিত তথ্যগুলো এনআইডি, মোবাইল অপারেটর ও কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়ে থাকবে। তিনি বলেন, সামনে আরও কর্মযজ্ঞ হাতে নেবো। মানুষকে সচেতন করবো। অসচেতনতার দায়ভার নিয়ে চললে চলবে না। ব্লেইম গেম আর নয়। ডিসেম্বরের মধ্যে সবাইকে নিজের নিরাপত্তায় নিশ্চিন্ত হতে হবে।
সচেতন গ্রাহকদের নিজেদের সিম সঠিক ভাবে নিবন্ধন করার আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা তারানা বলেছেন, যাদের বয়স ১৮’র নিচে তাদের সিম নেওয়ারই অনুমতি নেই। তবে যদি নিতেও হয়, তবে অভিভাবকের এনআইডির বিপরীতে সিম নিবন্ধন করতে হবে। আর ওই সিম দিয়ে কোনো অপরাধ হলে, সে দায়ও পরিচয়পত্রের মালিককেই নিতে হবে।
বৈঠকের শুরুতেই চোখে আতঙ্কের ছাপ, কপালে দুশ্চিন্তার ভাঁজ আর ঠোঁটে শ্লেষ নিয়ে তারানা বলেন, “কেবল একটিমাত্র জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধন হয়েছে ১৪ হাজার ১১৭টি সিম! এখানেই শেষ নয়। এরকম আরও রয়েছে। আরেকটি এনআইডি’র বিপরীতে ১১ হাজার ৭২৮টি সিম নিবন্ধন হয়েছে। এগুলো সবই অবৈধ।”
এরপর একে এক তুলে ধরে দেশজুড়ে বিভিন্ন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ও প্রাপ্ত ডাটা এবং সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধনের তথ্য।
তারানা হালিম বলেন,  “গ্রাহকের হাতে থাকা প্রায় ১৩ কোটি সিমের মধ্যে এক কোটির তথ্য সরকার হাতে পেয়েছে, যার ৭৫ শতাংশই ‘সঠিকভাবে নিবন্ধিত নয়।”
তিনি বলেন, “জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এয়ারটেল, জিপি, সিটিসেল, রবি, টেলিটক, বাংলালিংকের নিবন্ধনের চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। ছয় অপারেটরের মাধ্যমে সিম নিবন্ধনে মাত্র ৬ হাজার ১৭৯টি পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করা হয়েছে। এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি।”
বৈঠকে সকল জাল নিবন্ধিত বা অবৈধ সিম বড় ধরনের অপরাধ হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে সকল অপারেটরকে সতর্ক হবার নির্দেশ দেন তারানা হালিম।
তারানা হালিম বলেন, “গতকাল পর্যন্ত অপারেটররা গ্রাহকদের যে তথ্য দিয়েছে তা খুবই অপর্যাপ্ত। সব অপারেটর মিলিয়ে প্রায় ১৩ কোটি সিম আছে। এর মধ্যে মাত্র ৭ দশমিক ৬৫ শতাংশ সিমের তথ্য মিলেছে।”
তিনি জানান, অপারেটরদের মধ্যে এয়ারটেল ১৪ লাখ চার হাজার ৯৩৮ জন, বাংলালিংক ২৩ লাখ ৫৫ হাজার, সিটিসেল দিয়েছে ৪ লাখ ১৪ হাজার, রবি ১৮ লাখ এবং রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান টেলিটক ১৬ লাখ গ্রাহকের তথ্য দিয়েছে।
আর দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন তাদের পাঁচ কোটির বেশি গ্রাহকের মধ্যে মাত্র ২২ লাখের নিবন্ধনের তথ্য দিয়েছে। এই হিসাব অনুযায়ী, গ্রামীণফোনের গ্রাহক সংখ্যার ৯৫ দশমিক ০২ শতাংশ সিমই অনিবন্ধিত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ বুঝতে পারেন- এমন করেই প্রচারণা চালানো হবে। তারপরও না করলে শেষ পর্যায় পর্যন্ত সুযোগ দিতে চাই।
অপর প্রশ্নের জবাবে বলেন, বৈধভাবৈই অনেকে একাধিক সিম রাখেন, তাদেরও সুযোগ দিতে চাই। এরপরও না হলে বাধ্য হয়ে অকার্যকর করে দেওয়া হবে সিম।
তিনি বলেন, এখন অনেক লোকবল দিয়েও যদি অপারেটররা কাজ সারতে চান, তাহলে তাদের সময়তো দিতে হবে। এটি চলমান প্রক্রিয়া। কাজ থেমে নেই। প্রতিদিন কাজ এগিয়ে চলেছে।
প্রশ্নের জবাবে তারানা বলেন, আমরা কোনো অনির্দিষ্ট সময় বেঁধে কাজ করতে চাই না। তাই ১৬ ডিসেম্বরে বায়োমেট্রিক্স চালুর সিদ্ধান্ত বহাল থাকবে। বায়োমেট্রিক্স পদ্ধতির পরে যাচাই-বাছাই হয়ে যাবে। তখন একটি সিমও কেন ফেক থাকবে, কার্যকর থাকবে নিবন্ধন ছাড়া? যদি থাকে জবাবদিহিতা থাকবে।
তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন একটি অবৈধ সিমের জন্যও ভোগান্তিতে না পড়েন, তাই এ উদ্যোগ। গ্রাহকদের আশ্বস্ত করতেই এটি।
তবে বৈধভাবে কয়টি পর্যন্ত সিম রাখতে পারবেন একজন গ্রাহক, সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আগে দেখতে চাই, চাহিদা কতোটা। কর্পোরেট প্রয়োজনীয়তায় অনেক সময় একাধিক সিম রাখেন কেউ কেউ। কিন্তু ৬ হাজারতো কোনোভাবেই থাকতে পারে না।
প্রশ্নের জবাবে বলেন, এক এনআইডি ব্যবহার করে এতো সিম কীভাবে হল, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।
এ সময় মোবাইল অপারেটর প্রতিনিধি, এনআইডি প্রতিনিধি ছাড়াও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কি ভাবে বুজবো সিম নিবন্ধিত হয়েছে কি না?

কি ভাবে বুজবো সিম নিবন্ধিত হয়েছে কি না?

 

যেভাবে বুঝবেন সিম নিবন্ধিত হয়েছে কি নাঃ

পুনরায় মোবাইল সিমকার্ড নিবন্ধন নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সিম নিবন্ধিত কি না বা সঠিকভাবে নিবন্ধন করা হয়েছে কি না গ্রাহকরা তা ঘরে বসেই যাচাই করে নিতে পারবেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, গ্রাহকরা তাদের মোবাইল থেকে এসএমএস করে অথবা মোবাইল অপারেটরের ওয়েবসাইটে গিয়ে সিম নিবন্ধনের তথ্য যাচাই করতে পারবেন। ২০১২ সালের পর কেনা সিমের ক্ষেত্রে গ্রাহকরা নিজেরাই উদ্যোগী হয়ে তথ্য পাঠিয়ে নিবন্ধনের সঠিকতা যাচাই করতে পারবেন।
সিম নিবন্ধনের সঠিকতা যাচাইয়ের পদ্ধতি হলো : গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের গ্রাহকরা মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণনাম লিখে ১৬০০ নম্বরে পাঠাতে হবে।
সিটিসেলের গ্রাহকরা মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ইংরেজিতে U লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণনাম লিখে ১৬০০ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ‘request has been accepted, Thank you for the information’ লেখা মেসেজ আসবে। এসএমএস পাঠানোর জন্য মোবাইল অপারেটরেরা কোনো টাকা কাটবে না ।
২০১২ সালের আগে কেনা মোবাইল সিমের বিপরীতে বিভিন্ন  তথ্য (জাতীয় পরিচয় পত্রের নম্বর, বাবা মায়ের নাম ইত্যাদি) চেয়ে ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো শুরু করেছে অপারেটরগণ। যা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে সিমের নিবন্ধন করা না হলে ওই সিম বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
পরবর্তী সময়ে কোনো গ্রাহক যদি প্রয়োজনীয় এবং উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেন, তাহলে বন্ধ সিম চালু করার বিষয় বিবেচনা করা হবে।
১ নভেম্বর থেকে সকল মোবাইল অপারেটর সার্ভিস সেন্টার বা কাস্টমার কেয়ারে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালু করবে। ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিকস পদ্ধতিতে সারাদেশে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
১৮ বছরের নিচে কারো কাছে সিম বিক্রয় করা যাবে না। তাদের সিম থাকলেও নিবন্ধন করা যাবে না। ১৮ বছর নিচের বয়সীদের জন্য তাদের অভিভাবকদের নামে সিম নিবন্ধন করতে হবে।

Hack করুন আপনার গার্লফ্রেন্ড এর Mobile Number!

Hack করুন আপনার গার্লফ্রেন্ড এর Mobile Number!
পোস্টের শুরুতে সবাইকে জানাই আমার সালাম আশা করি সবাই ভাল আছেন ।
হ্যাঁ শিরোনামে যা দেখছেন তা আজ দেখাবো ।
শুধু গ্রামীণফোন  )
  1. প্রথমে গ্রামীণফোন লিঙ্কে যান 
  2. তারপর Create an account/Register Now এ ক্লিক করুন
  3. একটি ফর্ম আসবে প্রথমে আপনার কাঙ্ক্ষিত ( যার নাম্বার Hack করবেন ) নাম্বার দিন,বাকি যা লাগে একটা তথ্য দিলেই হইলো
  4. আরেকটি জরুরী জিনিস অবশ্যই “E-mail ID” টা আপনার দিতে হবে
  5. সব ঠিকঠাক থাকলে  I have read and agree to the Terms of use এ একটা টিক দিয়ে Create My Account এ ক্লিক করলে আপনার Account হয়ে যাবে ।
( বিঃদ্রঃ এই কাজটা করার সময় অবশ্যই আপনার গার্লফ্রেন্ড এর সাহায্য লাগবে । তাই কথা বলার সময় কাজটা করলে ভাল হয় । )
এখন বলি উপরের বিঃদ্রঃ টা কেন দিলাম কারণ আপনি যখন account করবেন তখন Login Password টা ওই নাম্বারে চলে যাবে ওই Password টা দিয়ে Login করে password টা Change করে নিন ।
আরও একটা password যাবে Login করার পর সেই ( সেশন কোড ) password টা লাগবে আপনার E-mail টা Verify করার জন্য ব্যাস E-mail Verify করতে পারলে কাজ শেষ ।
( বিঃদ্রঃ Call list,Recharge history,F&F Number,Balance, Package দেখার জন্য এবং F&F Number or Package Change করার জন্য “সেশন কোড” টা খুবই জরুরী )
E-mail টা Verify হয়ে গেলে সেশন কোড পাওয়া সহজ 
সেশন কোড পাব কিভাবে ???
Login  করার পর সেশন কোড যাবে ফোনে আপনি পাবেন কিভাবে ??
So আমি আছি না
লগিন করুন,করার পর একটা এসএমএস পাবেন যে “সেশন কোড” আপনার মোবাইল এ পাঠিয়ে দেয়া হয়েছে আপনি “OK” দিন ।
এরপর সেশন কোড পাওয়ার জন্য Manage My Service > Lost Phone Barring > To send your session code to your email: ( আপনার দেয়া E-mail টা দেয়া থাকবে ) please click here
here এ ক্লিক করলে আপনার E-mail Inbox এ সেশন কোডটা যাবে 
সেশন কোড কপি করে জায়গা মত পেস্ট করুন Where Need
প্রতিবার লগিন করার পর আলাদা আলাদা সেশন কোড আসবে
কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত Call List দেখতে চান তা ঠিক করে নিন ।
তারপর Submit দিন । এরপর সেশন কোড চাবে আপনার E-mail এ পাওয়া সেশন কোড টা দিয়ে Submit দিন।
তারপর দেখুন কে কখন Incoming Call,Outgoing Call,Missed Call,Call Time etc…
মনে রাখবেন যেদিন হতে Register করবেন সেদিন থেকে Call Record হবে …
ভুল হলে ক্ষমা করবেন । বুঝতে সমস্যা হলে Comment করবেন ।। কিছু Edit করা লাগলে জানাবেন ।। আমার Facebook
সবাই ভাল থাকবেন ।

রবি আইফন 6s

রবি আইফন 6s
web_current
 
রবি আইফোন 6s এবং আইফোন 6s প্লাস, কখনও উন্নত আইফোন অফার করবে. : গ্রাহকদের আইফোন উপর আরও তথ্যের জন্য 30 অক্টোবর 2015 থেকে তাদের ইচ্ছা প্রাক বই করতে পারেন, অনুগ্রহ করে পরিদর্শন করুন www.apple.com/iphone  এবং আপনার চোখ রাখা www.robi.com.bd .
আপনি আরো pls শেয়ার জানতে চান আমাদের তথ্য

রবি আইফোন 6s

* প্রয়োজনীয়

    নাম *

    ইমেইল *

    মোবাইল নম্বর *
    01xxxxxxxxx

    মন্তব্য *
গুগল ফরম মাধ্যমে পাসওয়ার্ড জমা কখনও.

আপনার Contacts Number সেভ করে রাখুন আজীবন।

আপনার Contacts Number সেভ করে রাখুন আজীবন।
প্রথমেই Softwere টি কিভাবে বেব্যহার করবেন ছবি দেখে Clear করে নিন।
https://bdforhad.blogspot.com/wp-content/uploads/2015/08/Screenshot_2015-10-25-23-15-38.png
এবার নিচের লিনক থেকে Softwere টি নামিয়ে নিন।
https://uploadex.com/u76l4zgza0w8

আপনার এন্ডোয়েড মোবাইলের Contacts number গুলোকে সারা জীবনের জন্য সেভ করে রাখবেন। আমাদের মোবাইল হারিয়ে গেলে ও এত কষ্ট লাগে না, যতটা কষ্ট লাগে contacts number ডিলেট হয়ে গেলে। আমরা যখন এক সিম চেঞ্জ করে অন্য সিম মোবাইলে সংযোগ করি, তখন আমাদের নাম্বার গুলি হারিয়ে যায়। আমরা যখন কোন কারনে মোবাইল ফরমেট দেই তখন
আমাদের নাম্বার গুলি হারিয়ে যায়। এতে করে আমরা নাম্বার গুলি সহজে খুজে পাইনা। তাই কন্টাক্ট নাম্বার যেন কোন দিন না হারায় সেই জন্য আমার আজকের
টিউন।
All Viewers এই টিউন্টি শুধু মাত্র android মোবাইল ব্যাবহার কারিদের জন্য। এই কাজটি করতে গেলে আপনার একটি জিমেল একাউন্ট থাকতে হবে।
এন্ডোয়েড মোবাইল ব্যাবহারের সময় আমাদের নানান
প্রয়োজনে জিমেইল এড্রেস দিয়ে লগইন করে রাখতে হয়। আমি আপনাদের কে দেখাব কিভাবে একটি জিমেল একাউন্ট ব্যাবহার করে আপনাদের প্রয়োজনীয়
contacts number গুলি সারা জীবনের জন্য সেভ করে রাখবেন। আপনার কন্টাক্ট নাম্বার ততদিন সেভ থাকবে, যতদিনআপনার জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ড মনে থাকবে।