Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে নতুন তথ্য।

ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে নতুন তথ্য।
বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের ওপরে নির্ভর করে থাকেন। আমেরিকার একটি সমীক্ষা থেকে জানতে পারা গেছে এই তথ্য। যারা যতবেশি পরিমাণে ফেসবুক ব্যবহার করে থাকেন তারা ততবেশি নির্ভর করেন ফেসবুকের ওপরে।
অ্যাক্রন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ১৮ থেকে ৬৮ বছর বয়সী ৩০১ জন ব্যবহারকারীর ওপরে এই সমীক্ষাটি চালান। সেই ব্যবহারকারীদের বেশিরভাগই ফেসবুক ব্যবহার করেন ডেট করার জন্য, খবর জানতে, গেম খেলতে, কোনো নতুন ফটো দেওয়ার পর সেই ব্যপারে বন্ধুদের মতামত জানতে ইত্যাদি। গবেষকদের মত অনুসারে যারা এই সমস্ত কারণের জন্যই ফেসবুক ব্যবহার করে থাকেন তারা ফেসবুকের ওপর খুব বেশি নির্ভর করে থাকেন।
একজন গবেষকের মতে,’যে সমস্ত মানুষের আত্মবিশ্বাস কম থাকে তারাই সব থেকে বেশি ফেসবুক করে থাকেন। তারা নিজেদেরকে অনেক কম বোঝেন তাই কোন ড্রেসে তাকে কেমন লাগল তা বন্ধুদের কথার ওপরে নির্ভর করে বুঝে নেন।’ আসলে আত্মবিশ্বাস কম থাকার জন্য যখন কোনও বন্ধু ভালো কমেন্ট করে তখন তাঁদের বিশ্বাস বেড়ে যায় এবং যখন খারাপ কমেন্ট করেন তখনই তাদের বিশ্বাস কমে যেতে শুরু করে। নিজের আত্মবিশ্বাস বাড়াতে বন্ধুদের কমেন্টের ওপর নির্ভর না করে নিজেকে বিশ্বাস করুন। দেখবেন এতে আখেরে লাভ হবে আপনারই।

বছরের সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ।

বছরের সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ।

সার্চ ইঞ্জিন গুগলের এডিটরদের প্যানেল প্রতি বছর সেরা অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর একটা তালিকা করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। চলতি বছরের সেরা ১‌০টি অ্যাপের তালিকাটি তৈরি করতে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নেয়া হয়েছে। যেমন অ্যাপটি কতবার ইনস্টল হয়েছে, স্টার রেটিংয়ে কতটা এগিয়ে, বড় ধরনের আপডেট রয়েছে কিনা ইত্যাদি। নিচে গুগলের ২০১৫ সালের সেরা ১০টি অ্যাপের তালিকা নিচে দেয়া হলো : 
Jet : এটা ই কমার্স সাইটের অ্যাপ। আমাজনের চেয়ে কমমূল্যের প্রস্তাব দেয় এরা। দারুণ এই প্রাইসিং অ্যাপটি ক্রেতাদের নানাভাবে ডিসকাউন্ট দিয়ে থাকে। যেকোনো পণ্যে অর্থ সাশ্রয়ের বিষয়টিতে তারা বদ্ধপরিকর।
Microsoft Word : কম্পিউটারের অতি জরুরি এই ফিচারের কথা আর বলার অপেক্ষা রাখে না। অ্যান্ড্রয়েডে আসাটা বড় ধরনের সুবিধা দিয়েছে ব্যবহারকারীদের। মাইক্রোসটের অ্যাপটির মাধ্যমে ক্লাউডের সংযোগ পাবেন। কোনো চার্জ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।
Doodle: Schedule Maker : আপনার যাবতীয় কাজ ও পরিকল্পনা প্রস্তুত করে রাখবে ডুডল। ক্যালেন্ডারে যেমন দাগ দিয়ে কাজের খতিয়ান লেখা হয়, তেমনি করা যায় এখানে।
Attack the Light : এটি একটি রোলপ্লে গেম। কার্টুন নেটওয়ার্ক শো 'স্টিভেন ইউনিভার্স'-এর দুনিয়ায় দারুণ রোমাঞ্চকর এক গেম এটি।
Netflix : যেকোন টিভি শো এবং মুভি দেখার দারুণ এক মাধ্যম। সব সময় জনপ্রিয়তা ধরে রেখেছে।
ZEDGE Ringtones and Wallpapers : মোবাইল সাজাতে ওয়ালপেপার, রিংটোন ইত্যাদির জন্যে জেডজি গুগলের চোখে সেরা।
YouTube Gaming : ইউটিউব সম্প্রতি গেমিং দুনিয়ায় হাত বাড়িয়েছে। গেমাররা একে পছন্দের সঙ্গে গ্রহণ করেছেন। অ্যাপটির মাধ্যমে ২৫ হাজার ব্র্যান্ডেড চ্যানেল পাবেন।
Twitch : এ বছরই গেমিংয়ের দিকে এগিয়েছে গুগল। টুইচ লাইভ-স্ট্রিমিং এবং ভিডিও অন ডিমান্ডের ব্যবস্থা রেখেছে।
 Khan Academy : বহুদিন ধরে দারুণ জনপ্রিয় অ্যাপ। এতে আছে ১০ হাজার ভিডিও যার মাধ্যমে গণিত, বিজ্ঞান, অর্থনীতি এবং আরো নানা বিষয়ে শিক্ষা নিতে পারেন।
Action Launcher 3 : লাঞ্চার হিসাবে দারুণ জনপ্রিয় এটি। এটি আসলে হোম স্ক্রিন বদলানোর প্রিয় মাধ্যম।

অগ্ন্যুৎপাতের আগাম খবর জানাবে ড্রোন।

অগ্ন্যুৎপাতের আগাম খবর জানাবে ড্রোন।
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বেশি গবেষণা চলছে ড্রোনপ্রযুক্তি নিয়ে। সাধারণ কেনাকাটা, পশুচারণ থেকে শুরু করে যুদ্ধ বা গোয়েন্দাগিরি সব ক্ষেত্রেই অত্যাধুনিক ড্রোনপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবার এ ধারায় আরেকটি নতুন অধ্যায় যোগ হলো। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগাম খবর জানতেও এখন ড্রোন ব্যবহারের কথা চিন্তা করছেন গবেষকরা। এ খবর জানিয়েছে স্কাই নিউজ।
দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। ২০১০ সালে এক ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটলে গোটা ইউরোপের আকাশ ছাইয়ে ঢাকা পড়ে। যার ফলে শত শত বিমানের ফ্লাইট স্থগিত করতে হয়েছিল। ক্ষতি হয় প্রায় ১৫০ মিলিয়ন ইউরো।
গবেষকদের আশঙ্কা, দেশটির সর্ববৃহৎ আগ্নেয়গিরি ‘কাটলা’ খুব শিগগির এ রকম একটি অগ্ন্যুৎপাতের সূচনা করবে। তাই তাঁরা ব্যস্তসমস্ত হয়ে পড়েছেন এর পূর্বাভাসের জন্য।
গবেষক ফার্ডিনান্ড উলফের মতে, ‘ড্রোনের মাধ্যমে মানুষের অগম্য জায়গাগুলোর ছবি নিয়ে একটি থ্রি-ডি মডেল দাঁড় করানো হবে। এ ছাড়া সেন্সর আর ইনফ্রা রেড ক্যামেরার মাধ্যমে সম্ভাব্য অগ্ন্যুৎপাতের পূর্বাভাস পাওয়া যাবে। এর আগে এ ধরনের কাজে হেলিকপ্টার ব্যবহার করা হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল।’
এর আগে দ্বীপরাষ্ট্রটির আরেকটি আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতর থেকে প্রায় দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভেতরেও ড্রোন ব্যবহার করে তথ্য সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা।
সাধারণত বড় আকারের আগ্নেয়গিরিগুলো ১০০ বছরে অন্তত দুবার অগ্ন্যুৎপাত ঘটিয়ে থাকে। বিজ্ঞানীদের হিসাবে ২০১৮ সালেই আইসল্যান্ডে আরেকটি বড় অগ্ন্যুৎপাতের আশঙ্কা আছে। এ জন্য আগে থাকতেই সতর্ক থাকতে চাইছেন তাঁরা।

শক্তিশালি ব্যাটারির সেরা ৫ ফোন।

শক্তিশালি ব্যাটারির সেরা ৫ ফোন।
রোজ রোজ স্মার্টফোনে চার্জ  দিতে দিতে অনেকেই ক্লান্ত। স্মার্টফোনের চার্জিং সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন শক্তিশালি ব্যাটারির পাঁচ ফোনের যে কোনো একটি। 
আউকিটেল কে ১০০০০
চীনের একটি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান আউকিটেলের আউকিটেল কে ১০০০০ ফোনে রয়েছে ১০ হাজার মিলি অ্যাম্পায়ার আওয়ার ব্যাটারি। সব অ্যাপস ব্যবহার করার পরেও দুদিন নিশ্চিন্তে চালানো যাবে ফোনটি। ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটির রেজুলেশন ৭২০x ১২৮০ পিক্সেল। এতে রয়েছে  মিডিয়াটেকের ১ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। ২ জিবি র‌্যামের সঙ্গে ফোনটির বিল্ট ইন মেমোরি ১৬ জিবি। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বৃদ্ধি করা যাবে। অ্যানড্রয়েডের ললিপপ ভার্সন দিয়ে ফোনটি পরিচালিত হবে। ফোনটির রিয়ারে রয়েছে ৮ মেগা পিক্সেলের অটোফোকাস ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে ২ মেগা পিক্সেলের ক্যামেরা। ফোনটিতে অন দ্য গো সুবিধা রয়েছে। অন দ্য গো-এর মাধ্যমে ইউএসবি ডিভাইসগুলো ফোনটির সঙ্গে সংযুক্ত করা যাবে।
আউকিটেল কে৬০০০ এবং কে৬০০০ প্রিমিয়াম
আউকিটেলের মডেল গুলো বলে দিচ্ছে তাদের ফোনসেট গুলোতে কত মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এই দু্ই মডেলেই ৬০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। উভয় সেটেই রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ফাস্ট চার্জ করার ব্যবস্থা। কে৬০০০ এর ডিসপ্লেটি শুধুমাত্র স্পোর্টস ডিসপ্লে।
কে৬০০০ প্রিমিয়ামের ডিসপ্লে ২কে অ্যামোলিড ডিসপ্লে। ডুয়েল সিম সমৃদ্ধ কে৬০০০ এ  ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আছে ২ জিবি র‌্যাম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কে৬০০০ প্রিমিয়ামে ৪জিবি র‌্যামের সাথে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এর স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে ২১মেগা পিক্সেলের রিয়ার এবং ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ইন্নোস ওয়াইআই লু ডি৬০০০
ইন্নোস ওয়াইআই লু ডি৬০০০ ফোনটিতে ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৩জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে। ৪জি এলটিই ক্যাপাসিটি সহ এতে রয়েছে ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা।
ডগি এস৬০০০
চীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জিওমির এমআই নোট ডগি এস৬০০০ ফোনে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এতে রয়েছে কোয়াড কোর এমটি৬৭৩৫ মানের প্রসেসর এবং ১ জিবি র‌্যাম। ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে ফোনটিতে রয়েছে ১৬ জিবি বিল্ট ইন মেমোরি। এতে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
যদিও শক্তিশালি ব্যাটারির সব মোবাইল ফোন চীনের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কার্যক্ষমতার দিক থেকে এগুলো ব্যবহারকারীদের সন্তুষ্ট করেছে। আগামী বছর আরও শক্তিশালি ব্যাটারির ফোন স্বনামধন্য প্রতিষ্ঠানরা নিয়ে আসবেন বলে আশা করা যায়।

৬ ইঞ্চির ফ্লাগশিপ ফোন আনছে স্যামসাং।

৬ ইঞ্চির ফ্লাগশিপ ফোন আনছে স্যামসাং।
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রযুক্তি বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৯। অত্যাধুনিক সব ফিচার সহ এ৯ হবে আগামী বছরের স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন। 
৬ ইঞ্চির স্পোর্টস সুপার অ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে ফোনটিতে আছে ৩ জিবি র‌্যাম। ফোনটির ডিসপ্লের রেজুলেশন ১০৮০ x ১৯২০ পিক্সেল। এতে আছে ৩৬৭ পিক্সেল পার ডেনসিটি। স্ন্যাপড্রাগনের ৬৫২ চিপসেটের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে মোবাইলটিতে। অ্যানড্রয়েড ললিপপ ৫.১ দ্বারা সেটটি পরিচালিত হবে।  ১৬ জিবির বিল্ট ইন মেমোরিকে ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে।
স্যামসাং গ্যালাক্সি এ৯ এ ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং সেলফি প্রেমিদের জন্য রয়েছে ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সারাদিন ব্যবহারের নিশ্চয়তার জন্য মোবাইলটিতে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
ফিঙ্গারপ্রিন্ট সুবিধা রয়েছে মোবাইলটিতে। এখনও পর্যন্ত ফোনটির মূল্য সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তবে আগামী মাসে মোবাইলটি চীনের প্রযুক্তি বাজারে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ভিডিও কল!

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ভিডিও কল!


পৃথিবীর জনপ্রিয় সব ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। গত সেপ্টেম্বরে বিশ্বজুড়ে এর ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৯০ কোটি। তবে ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপে নেই ভিডিও কলের সুবিধা, যার জন্য স্কাইপ কিংবা হ্যাংআউটের মতো অ্যাপগুলো থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ।
তবে এবার সেই ব্যবধানও ঘুচবে বোধ হয়। জার্মানির একটি ওয়েবসাইট থেকে ফাঁস হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে, আইওএস চালিত একটি হ্যান্ডসেটে চলছে ভিডিও কলিং এবং আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে এটি হোয়াটসঅ্যাপ। ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত ভিডিও কলিংয়ের ব্যাপারটা শুধু নিজেদের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালিয়েছে এবং এর জন্য ব্যবহৃত হয়েছে আইওএস ভার্সন ২.১২.১৬.২। ডেভেলপার এবং বেটা ব্যবহারকারীরা এরই মধ্যে এই পরীক্ষা-নিরীক্ষায় অংশগ্রহণ করেছে।

তবে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভিডিও কলের এই সুবিধার ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ব্যবহারকারীদের জন্য এটি হবে নতুন বছরের উপহার।
ভিডিও কলিং ছাড়াও আর একটি গুজব শোনা যাচ্ছে মাল্টি-ট্যাব ইউআইর ব্যাপারে। গুজবমতে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধার মাধ্যমে মূল চ্যাট লিস্টে প্রবেশ না করেই একটি কনভারসেশন থেকে আরেকটি কনভারসেশনে যেতে পারবে। তবে মাল্টি-ট্যাবের বিস্তারিত এখনো তেমন একটা মেলেনি।