আজ আমি Html এর এট্রিবিউট গুলো সম্পর্কে জানবো
Html এট্রিবিউট
এট্রিবিউট এর অর্থ হল বৈশিষ্ট্য,ধর্ম বা গুন। অর্থাৎ যা ট্যাগের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে তাই হলো এট্রিবিউট।
ট্যাগ কে সম্প্রসারণ করার জন্য এট্রিবিউট ব্যবহার করা হয়।
এট্রিবিউট সব সময় শুরুর ট্যাগের মাঝে দিতে হয়।
সাধারণ ভাবে বলতে গেলে ট্যাগের মধ্যে যে অংশে “=” (সমান চিহ্ন) থাকে সেটিই হল ঐ ট্যাগের এট্রিবিউট।
lang এট্রিবিউট...
Showing posts with label ব্লগ টিপ্স. Show all posts
Showing posts with label ব্লগ টিপ্স. Show all posts
HTML টিউটোরিয়াল -৪ >>(HTML elements)
HTML এর উপাদান বা elements
HTML ডকুমেন্ট তৈরি করা হয় যা দিয়ে তাকে HTML element বা উপাদান বলে।
HTML-এর Elements একটি ট্যাগের সম্পূর্ন অংশ যা কোন ট্যাগ দিয়ে শুরু হয় এবং শেষ হয় আরেকটি ট্যাগ দিয়ে ।
তবে কিছু কিছু উপাদানের শেষের ট্যাগ থাকেনা।
উদাহরন
<tagname>content</tagname>
<p>My first paragraph.</p>
নেস্টেড...
HTML টিউটোরিয়াল -৩ >>(বেসিক)
আজ আমি জানবো HTML এর বেসিক কিছু নিয়ম। আগের দুটি টিউটোরিয়াল দেখেও যদি
কিছু না বুঝে থাকেন তাতেও সমস্যা নেই কারণ এখন আমরা HTML এর বেসিক কিছু
নিয়ম উধাহরন সহকারে আলোচনা করবো যা আপনাকে HTML সহজেই বুজতে সাহায্য করবে।
HTML ডকুমেন্ট
একটা HTML ডকুমেন্ট অবশ্যই শুরু হবে <!DOCTYPE html> টাইপ দিয়ে।
HTML ডকুমেন্টের শুরু হবে <html> দিয়ে এবং শেষ হবে </html> দিয়ে।
HTML ডকুমেন্টের যে...
HTML টিউটোরিয়াল -২ >> (HTML এডিটর)
আজ আমি দেখবো কিভাবে ওয়েবপেজ তৈরি করবেন।
HTML এডিটর
আপনি চাইলে html নোটপ্যাড অথবা টেক্সটএডিট এ লিখতে পারেন।
তবে html কোড লেখার জন্য অনেক software আছে যেমনঃ
Adobe Dreamweaver
Microsoft Expression Web
CoffeeCup HTML Editor
যেহেতু আমরা Html শেখার জন্য নতুন তাই আমরা সহজ ও সাধারণ একটি
সফটওয়ার ‘নোটপ্যাড’ বেছে নিচ্ছি। কারণ আমার বিশ্বাস একটা সাধারণ এডিটর
শেখার জন্য একটা খুভ ভাল ও সহজ পথ।
চলুন...
HTML টিউটোরিয়াল - ১ >>(ভূমিকা)
Html
হচ্ছে ওয়েব ডিজাইন করার প্রথম ধাপ। html জানা থাকলে নিজের ওয়েবসাইট নিজেই
পছন্দমতো তৈরি করতে পারবেন। প্রোগ্রামিং জানেন না তবে কি করে পারবেন এই
ল্যাঙ্গুয়েজ শিখতে এটাই ভাবছেন এইতো? দয়া করে এইসব ভাবনা বাদ দিন কারণ html
শিখতে আপনাকে প্রোগ্রামিং জানা লাগবেনা বরং html এর সহজ কিছু নিয়ম জানলেই
হবে। তাই পারবেন না চিন্তা করে কোনো কিছু ফেলে না রেখে সহজ বাংলায় লেখা
এই টিউটোরিয়াল গুলোতে সামান্য...
আপনার ওয়েবসাইট বা ব্লগে যুক্ত করুন খুবই মজার কিছু গেজেট।
আপনার ওয়েবসাইট বা ব্লগে যুক্ত করুন খুবই মজার কিছু গেজেট এবং ভিসিটরদের মজা দিন। গেজেটগুলো নিচে দেওয়া হল।
১। ক্ষুধার্ত মাছঃ এই ক্ষুধার্ত মাছের গেজেট দিয়ে আপনার ওয়েবসাইট বা ব্লগে প্রকৃতির স্পর্শ যোগ করুন। এই মাছগুলো আপনার মাউসকে অনুসরণ করবে।
স্ক্রীনশর্টঃ
ডেমোঃ ক্ষুধার্ত মাছ
ক্ষুধার্ত মাছের গেজেট যুক্ত করতে নিচের কোড টি কপি করে আপনার ওয়েবসাইট বা ব্লগে পেস্ট করুনঃ
<object
type="application/x-shockwave-flash"...
Subscribe to:
Posts (Atom)