ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের তারিখ ঘোষণা করলো বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বুধবার এক বিজ্ঞপ্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ২০১৬ সালের আইপিএলের তারিখ জানানো হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র ছয় দিন পরেই শুরু হবে আইপিএল। ২০১৬ সালের এপ্রিলের নয় তারিখ থেকে মে এর ২৯ তারিখ পর্যন্ত এই আসর চলবে। নবম আইপিএলের খেলোয়ার নিলাম ফেব্রুয়ারির ছয় তারিখে ব্যাঙ্গালুরে অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলে নতুন দুটি দল অংশ নেবে। দল দুটির নাম এখনও নির্ধারণ না হলেও মঙ্গলবার তাদের ফ্রাঞ্চাইজি ঘোষণা করা হয়েছে। ২০১৬ এবং ২০১৭ আইপিএলে নতুন দুই দল হিসেবে স্থান পাচ্ছে পুনে ভিত্তিক নিউ রাইজিং এবং রাজকোট ভিত্তিক ইনটেক্স। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। তাদের পরিবর্তেই এই দুই দলকে নির্বাচন করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)