১০টি অসাধারন বস্তু যা সম্ভবত আগে কখনও দেখেননি!

আমরা সবসময় অদ্ভুত কিছু সত্য ব্যাপার বের করে আনার চেষ্টা করি কিন্তু আজ এমন কিছু জিনিষ দেখাবো আপনাদের যেগুলো সম্ভবত আপনারা কেউ দেখেননি কিন্তু আসলেই আছে। মানুষ পারে না এমন কিছু আসলেই নেই!
১। পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল। ৬ লক্ষ গ্যালন পানি আছে এত আর গভীরতা ১১৩ ফুট! ঝাপ দিবেন?


২। নীচের ছবিটি হলো পৃথিবী একনম্বর ঘড়ির ডিজাইনার প্যাটেক ফিলিপের ডিজাইন করা ঘড়ির
ভেতরের মেকানিজম! কেন পৃথিবীর সেরা তা বোধহয় ছবি দেখেই বোঝা যাচ্ছে।

৩। মানুষের চোখে যা দেখা যায় আর বেড়ালের
চোখে যা দেখা যায়। উপরেরটা মানুষের, নীচেরটা বেড়ালের।

৪।  ডিমের এই খোসাতে করা হয়েছে ২০,০০০ ছিদ্র।
কল্পনা করুন কিভাবে সম্ভব হয়েছে!

৫। সূর্যগ্রহনের সময় সূর্যোদয় যদি দেখার সুযোগ পান কোনদিন, তাহলে এটাই দেখবেন!

৬। আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির আগুনে গলে যাওয়া জানালার কাঁচ।
৭। ইট-বিছানোর যন্ত্র! এই মেশিনটি দিয়ে ইট বাধানো পথ তৈরী করা হয় ইন্সট্যান্ট!

৮। ছোট-খাটো পারাপারের ব্রিজ হিসেবে এভাবে পরে থাকা পুরোনো ট্রেনের বগি কিন্তু আমাদের দেশেও ব্যবহার করা যায়।

৯। একটি বাচ্চার খুলির ভেতরে এমনই থাকে তাদের Baby-Teeth গুলো পড়ে যাবার আগে।

১০। বজ্রপাতের পর একটি গলফ কোর্সের ঘাসের অবস্থা।

শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর লাইক, কমেন্টস করতে ভুলবেন না।

শেয়ার করুন